Current Affairs in Bengali 10th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Current Affairs in Bengali 10th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
1. গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল কোন হাইকোর্ট ?
A. এলাহাবাদ হাইকোর্ট
B. কলকাতা হাইকোর্ট
C. পাটনা হাইকোর্ট
D. মাদ্রাজ হাইকোর্ট
A. এলাহাবাদ হাইকোর্ট
Exp- বিচারপতি Shekhar Kumar Yadav এই কথা বলেন। একটি গো পাচার মামালার রায় দিতে গিয়ে এই কথা বলেন বিচারপতি।
2. ভারতের দ্রুততম পেসার হিসাবে 100 টি টেস্ট উইকেট নিলেন কে ?
A. কপিল দেব
B. ভুবনেশ্বর কুমার
C. জাসপ্রীত বুমরা
D. ইশান্ত শর্মা
C. জাসপ্রীত বুমরা
Exp- দ্বিতীয় স্থানে আছে কপিল দেব।
3. সম্প্রতি কে “শিক্ষক পর্ব 2021” উদ্ভোধন করলেন ?
A. মনসুখ মান্ডবিয়া
B. রাজনাথ সিং
C. পীযুষ গোয়েল
D. নরেন্দ্র মোদি
D. নরেন্দ্র মোদি
Exp- শিক্ষা মন্ত্রক দ্বারা 7-17 সেপ্টেম্বর আয়োজিত হবে।ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
4. ‘Be the Warrior’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
A. কর্ণাটক
B. মনিপুর
C. কেরালা
D. তামিলনাড়ু
C. কেরালা
Exp- করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য এটি লঞ্চ করা হলো।
5. International Road Federation India এর প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন ?
A. অনিল কুমার জৈন
B. সতীশ পারেখ
C. মনীশ সিসোডিয়া
D. শুভময় গঙ্গোপাধ্যায়
B. সতীশ পারেখ
Exp- International Road Federation India গঠিত হয় 1948 সালে এবং হেডকোয়ার্টার হলো Geneva.
6. কোন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হলো “একশৃঙ্গ গন্ডার” ?
A. BSNL
B. HPCL
C. BPCL
D. IOCL
D. IOCL
Exp- IOCL এর পুরো কথা Indian Oil Corporation Limited.
7. সম্প্রতি কে EXIM Bank এর MD নিযুক্ত হলেন ?
A. রূপেশ কাটারিয়া
B. রোহিত সেথটি
C. মনসুখ সিং
D. হর্ষ ভূপেন্দ্র বাঙারি
D. হর্ষ ভূপেন্দ্র বাঙারি
Exp- EXIM Bank প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি, 1982 সালে। এবং এর হেডকোয়ার্টার হল মুম্বাই।
8. T-20 বিশ্ব কাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসাবে কাকে নিযুক্ত করলো BCCI ?
A. মহেন্দ্র সিং ধোনি
B. সৌরভ গাঙ্গুলী
C. বিরাট কোহলি
D. রোহিত শর্মা
A. মহেন্দ্র সিং ধোনি
Exp- BCCI-এর পুরো কথা- Board of Control for Cricket in India .
9. Know Your Rights and Claim Them: A Guide for Youth” শিরোনামে বই লিখলেন কোন হলিউড অভিনেত্রী ?
A. Margot Robbie
B. Scarlett Johansson
C. Jennifer Lawrence
D. Angelina Jolie
D. Angelina Jolie
Exp- বিশ্বের যুবক যুবতিদের গাইড করার জন্য এই বই রচনা করা হয়েছে।
10. কোন রাজ্য “গো টু হিলস 2.0 আউট রিচ” অভিযান শুরু করলো ?
A. আসাম
B. মিজোরাম
C. মনিপুর
D. মেঘালয়
C. মনিপুর
Exp- রাজ্যের মধ্যে যারা দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন তাদের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য “গো টু হিলস 2.0 আউট রিচ” অভিযান শুরু করা হয়েছে।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির PDF পেতে এখানে ক্লিক করুন – Click Here
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:
Current Affairs in Bengali 9th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Current Affairs in Bengali 8th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা