Daily Current Affairs Bangla 24th September 2021| কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Current Affairs Bangla 24th September 2021 এর ১০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচপনা করা হলো।
- প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য কোন মিশন লঞ্চ করলো ভারতীয় রেল ?
A. Kisan Rail Yojana
B. Rail Kaushal Vikas Yojana
C. Rail Atmanirbhar
D. Swachh Rail Yojana
Ans: B. Rail Kaushal Vikas Yojana
Exp- 17 সেপ্টেম্বার এটি চালু করলো ভারতীয় রেল। এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলের 50000 যুবক , যুবতী কে স্কিল ট্রেনিং দেওয়া হবে।
- সম্প্রতি কাকে “National Florence Nightangle Award 2020” দ্বারা সম্মানিত করা হলো ?
A. এস ভি সরস্বতী
B. দেবিকা চয়লা
C. দেবিকা মুখার্জি
D. প্রতিভা শৰ্মা
Ans: A. এস ভি সরস্বতী
Exp- এস ভি সরস্বতী বর্তমানে মিলিটারি নার্সিং এর ডেপুটি ডিরেক্টর জেনারেল।
Current Affairs Bangla 24th September
- সম্প্রতি 2022 শীতকালীন অলিম্পিকের Motto ঘোষণা করা হলো। এটি কোন শহরে অনুষ্ঠিত হবে?
A. টোকিও
B. ব্রিসবেন
C. বেজিং
D. লে
Ans: C. বেজিং
Exp- এর Motto হলো Together for a Shared Futute. 2022 সালের ফেব্রুয়ারি মাসে এটি অনুষ্ঠিত হবে।
- সম্প্রতি “জাস্টিন ট্রডিও” কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ?
A. কানাডা
B. জার্মানি
C. রাশিয়া
D. আমেরিকা
Ans: A. কানাডা
Exp- জাস্টিন ট্রডিও এনিয়ে 3 বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।
Current Affairs Bangla 24th September
- “Norway Chess Open 2021″ জিতলো কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার ?
A. জন্টি মঙ্ক
B. ডি. গুকেশ
C. রাজা রীথভিক
D. হার্শিত রাজা
Ans: B. ডি. গুকেশ
Exp- দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ড বা ফলকের উপর খেলা হয়। দাবা খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতবর্ষে।
- কোন রাজ্য “ইলেকট্রনিক পার্ক নির্মাণ করবে ?
A. উত্তরপ্রদেশ
B. পশ্চিমবঙ্গ
C. গুজরাট
D. মধ্যপ্রদেশ
Ans: A. উত্তরপ্রদেশ
Exp- যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার ইলেকট্রনিক্স শিল্পকে উন্নীত করার জন্য নয়েডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (YEIDA) এলাকার পাশে একটি ‘ইলেকট্রনিক পার্ক’ গড়ে তোলার প্রস্তাব অনুমোদন করেছে।
- সম্প্রতি প্রকাশিত ICC Womens Cricket Batsman Ranking এ কে শীর্ষে অবস্থিত ?
A. মিতালি রাজ
B. হরমনপ্রিত কৌর
C. সোফি ডিভাইন
D. মনালি রানা
Ans: A. মিতালি রাজ
Exp- ICC – International Cricket Council. এটি প্রতিষ্ঠিত হয় 1909 সালে।
Current Affairs Bangla 24th September
- কোন রাজ্য ” Tea Park ” গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ?
A. কর্ণাটক
B. পশ্চিমবঙ্গ
C. মেঘালয়
D. আসাম
Ans: D. আসাম
Exp- আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শৰ্মা।
- “Drive an Initiative” ক্যাম্পেন চালু করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক ?
A. Ministry of Education
B. Ministry of road transport
C. Ministry of Cooperation
D. Ministry of law and Justice
Ans: D. Ministry of law and Justice
Exp- এতে মানুষ কে বাড়ি বাড়ি গিয়ে কেস রেজিস্টার করতে উৎসাহিত করা হবে।
- কোন ভারতীয় সংবাদ সংস্থা 2021 সালের “Free Media Pioneer” পুরষ্কার জিতলো ?
A. NDTV
B. The Print
C. The Wire
D. WION
Ans: C. The Wire
Exp- এটি প্রদান করা হয় আন্তর্জাতিক প্রেস ইন্সটিটিউট এর দ্বারা যার সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। এটি 1996 সাল থেকে প্রদান করা হয়।
Current Affairs Bangla 24th September
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স / Current Affairs Bangla 24th September এর PDF পেতে নীচে ক্লিক করুন :-
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :
Daily Current Affairs Bangla 23th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 22th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা