Daily Current Affairs Bangla 11th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Current Affairs Bangla 11th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
1. “Kalaignar Ejuthukoi” পুরস্কারের কথা ঘোষণা করলো কোন রাজ্য ?
A. কর্ণাটক
B. তেলেঙ্গানা
C. তামিলনাড়ু
D. কেরালা
C. তামিলনাড়ু
Exp- সাংবাদিকতায় অসাধারন কাজ করেছেন যারা তাদের কে এই পুরস্কার প্রদান করা হবে।
2. 21 টি দেশের সাথে Bright Star 2021 যৌথ মিলিটারি অনুশীলন হোস্ট করলো কোন দেশ?
A. ইজিপ্ট
B. পাকিস্তান
C. আমেরিকা
D. লিবিয়া
A. ইজিপ্ট
Exp- ইজিপ্টের রাজধানী কাইরো।
3. 2023 সালে G-20 সম্মেলন আয়োজন করবে কোন দেশ ?
A. পর্তুগাল
B. ভারত
C. কানাডা
D. শ্রীলংকা
B. ভারত
Exp- G-20 সামিট 2023 এর জন্য ভারতীয় শেরপা নিযুক্ত হলেন পীযুষ গোয়েল।
4. “Vidyanjali Portal” লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
A. রাজনাথ সিং
B. পীযূষ গোয়েল
C. অমিত শাহ
D. নরেন্দ্র মোদি
D. নরেন্দ্র মোদি
Exp- শিক্ষা ক্ষেত্রের জন্য এই পোর্টাল লঞ্চ করা হলো। স্কুলের উন্নতির জন্য ফান্ড সংগ্রহ করা এবং ভলেন্টিয়ার নিয়োগ করার জন্য এটি ব্যাবহার করা হবে।
5. ভারতীয় রিজার্ভ ব্যাংক নিচের কোন ব্যাঙ্ককে তার প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক (PCAF) থেকে সরিয়ে দিয়েছে ?
A. UCO Bank
B. Andhra Bank
C. Canara Bank
D. Allahabad Bank
A. UCO Bank
Exp- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন প্যারামিটারে উন্নতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন লোণদাতা ন্যূনতম মূলধন মান মেনে চলবে এমন একটি লিখিত প্রতিশ্রুতি অনুসরণ করে UCO ব্যাংককে তার প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক (PCAF) থেকে সরিয়ে দিয়েছে।
6. কোথায় ভারতের উচ্চতম “এয়ার পিউরিফায়ার টাওয়ার” বসানো হয়েছে ?
A. হায়দ্রাবাদ
B. চন্ডীগড়
C. কলকাতা
D. ইন্দোর
B. চন্ডীগড়
Exp- এই এয়ার পিউরিফায়ার টাওয়ার 24 মিটার উচ্চ এবং 500 মিটার ব্যাসার্ধে বায়ু পরিশ্রুত করতে সক্ষম।
7. কে Behler turtle conservation Award পেলেন ?
A. রাকেশ আস্তানা
B. মোহিত কুমার জোশি
C. শৈলেন্দ্ৰ সিং
D. রাজপাল মুন্না
C. শৈলেন্দ্ৰ সিং
Exp- তিনটি কচ্ছপের গুরুতর লুপ্ত হয়ে যাওয়ার পরিস্থিতি থেকে ফিরিয়ে আনার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
8. সম্প্রতি অনুষ্ঠিত হওয়া BRICS সামিটে কে সভাপতিত্ব করলেন?
A. Narendra Modi
B. Vladimir Putin
C. Eitai Sultariya
D. Cyril Ramphosa
A. Narendra Modi
Exp- 13 তম এই ব্রিকস সামিট ভারচুয়ালি অনুষ্ঠিত হলো। এর থিম ছিলো BRICS@15: Intra BRICS cooperation for continuity, consolidation and consensus.
9. কে PMGDISHA ড্রাইভ চালু করেছে এবং সমস্ত ডিজিটাল গ্রামের 100% ডিজিটাল সাক্ষরতার জন্য একটি প্রচারণা ঘোষণা করেছে ?
A. ভগবন্ত খুবা
B. প্ৰহ্লাদ জোশি
C. রণবীর উত্থাপা
D. রাজীব চন্দ্রশেখর
D. রাজীব চন্দ্রশেখরড
Exp- ইলেকট্রনিক্স ও আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর PMGDISHA ড্রাইভ চালু করেন এবং সকল ডিজিটাল গ্রামের 100% ডিজিটাল সাক্ষরতার জন্য একটি প্রচারাভিযানের ঘোষণা করেন।
10. সম্প্রতি কে “PRANA App” লঞ্চ করলেন ?
A. নরেন্দ্র মোদি
B. রাজনাথ সিং
C. ভূপেন্দ্ৰ যাদব
D. ধর্মেন্দ্র প্রধান
B. Ans:C. ভূপেন্দ্ৰ যাদব
Exp- ভারতের 132 টি শহরে বায়ুদূষণ পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব “PRANA App” লঞ্চ করলেন।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির PDF পেতে এখানে ক্লিক করুন –
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :
Daily Current Affairs Bangla 10th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 9th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা