Current Affairs

Daily Current Affairs Bangla 12th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Current Affairs Bangla 12th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।

Table of Contents

1. ন্যাশনাল ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রেংকিং অনুযায়ী 2021 সালে ভারতের শ্রেষ্ঠ আইআইটি কোনটি ?

A. মাদ্রাজ
B. বোম্বে
C. দিল্লী
D. রোপার

A. মাদ্রাজ

Exp- এই নিয়ে মাদ্রাজ টানা তিনবার প্রথম হলো এবং শ্রেষ্ঠ কলেজ হয়েছে দিল্লীর মিড়ান্ডা হাউস।

2. ভি বৈদ্যানাথন কোন ব্যাংকের পুনরায় MD ও CEO পদে নিযুক্ত হলেন ?

A. ICICI
B. PNB
C. HDFC
D. IDFC First Bank

D. IDFC First Bank

Exp- তিনি 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন।

3. বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড ক্যাপচারিং প্ল্যান্ট কোথায় তৈরি করা হলো ?

A. আইসল্যান্ড
B. জার্মানি
C. ব্রাজিল
D. কানাডা

A. আইসল্যান্ড

Exp- এটির নাম দেওয়া হয়েছে- Orca.

4. “Gaofen-5-02” নামে কৃত্রিম উপগ্রহ লঞ্চ করলো কোন দেশ ?

A. পাকিস্তান
B. জাপান
C. চীন
D. ব্রাজিল

Current Affairs Bangla 12th September

C. চীন

Exp- এটি একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ।

5. কে “সোলার এনার্জি করপোরেশন অফ ইন্ডিয়া” এর MD পদে নিযুক্ত হলেন ?

A. অক্ষয় সেন
B. অজিত প্রসাদ
C. সুমন শৰ্মা
D. ইমরান হাবিব

Ans:C. সুমন শৰ্মা

Exp- সোলার এনার্জি করপোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালের 9 সেপ্টেম্বর এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি।

6. কে BPCL এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন ?

A. অজিত কুমার সিং
B. অরুন কুমার সিং
C. মনোজ নারাভন
D. মোহিত চ্যাটার্জি

B. অরুন কুমার সিং

Exp- BPCL- Bharat Petroleum Corporation Limited. প্রতিষ্ঠা সাল 1952 এবং হেডকোয়ার্টার মুম্বাই।

Current Affairs Bangla 12th September 2021

7. অল্প মাত্রায় গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করলো কোন দেশ ?

A. ডেনমার্ক
B. দক্ষিণ কোরিয়া
C. জাপান
D. ইতালী

D. ইতালী

Exp- ইতালীর রাজধানী রোম।

8. IAF Aircraft এর ইমারজেন্সি লেন্ডিং এর জন্য ভারতের কোথায় প্রথম “হাইওয়ে ল্যান্ডিং পরিষেবা” চালু হবে ?

A. মহারাষ্ট্র
B. রাজস্থান
C. হরিয়ানা
D. উত্তরপ্রদেশ

Ans: B. রাজস্থান

B. রাজস্থান

Exp- রাজস্থানের বার্মার এ 925 জাতীয় সড়কে প্রায় 765 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে এবং নির্মাণ করবে- National Highway Authority Of India.

9. বিশ্বে প্রথম 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করছে কোন দেশ ?

A. জার্মানি
B. সুইডেন
C. বাংলাদেশ
D. কিউবা

D. কিউবা

Exp- কিউবার রাজধানী হাভানা।

10. ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ক্রুজ লাইনার চালু করলো কোন সংস্থা ?

A. NTPC
B. IRCTC
C. GOFirst
D. TATA

B. IRCTC

Exp- Indian Railway Catering and Tourism Corporation এবং Cordelia cruise যুগ্ম ভাবে এটি চালু করলো। এটি আপাতত মুম্বাই থেকে ভারতের বিভিন্ন স্থানে নিয়ে যাবে পর্যটকদের।

আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির PDF পেতে এখানে ক্লিক করুন – Current Affairs Bangla 12th September

আরো পড়ুন :

Daily Current Affairs Bangla 11th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 10th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Current Affairs Bangla 12th September

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button