Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- পশ্চিমবঙ্গের কোন হাসপাতাল নীতি আয়োগের বিচারে জেলা হাসপাতালে গুলির মধ্যে সেরার শিরোপা পেল ?
A. এম আর বাঙ্গুর হসপিটাল
B. রায়পুর জিলা হাসপাতাল
C. তিরুনেভেলি হসপিটাল কেরালা
D. চিন্নাস্বামী হসপিটাল
Ans: A. এম আর বাঙ্গুর হসপিটাল
Exp- 2018-19 সালে গোটা দেশের জেলা হাসপাতালে গুলি নিয়ে একটি সমীক্ষা করেছিল নীতি আয়োগ। সেই রিপোর্টের ভিত্তিতেই এই শিরোপা পেল এম আর বাঙ্গুর।
Daily Current Affairs Bangla 13th August 2021
- কোন দেশের প্রথম উপ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন Mohammad Mokhber ?
A. তুর্কি
B. ইরাক
C. ইরান
D. সিঙ্গাপুর
Ans: C. ইরান
Exp-ইরানের রাজধানী তেহরান।
- কোন দিনটি প্রত্যেক বছর “আন্তর্জাতিক যুব দিবস” হিসাবে পালিত হয় ?
A. 11 আগস্ট
B. 12 আগস্ট
C. 13 আগস্ট
D. 14 আগস্ট
Ans: B. 12 আগস্ট
Exp- রাষ্ট্রসঙ্ঘ দ্বারা প্রথম পালিত হয় 12 আগস্ট 2000 সালে।
Daily Current Affairs Bangla 13th August 2021
- ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI) নীরজ চোপড়ার প্রথম ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণকে সম্মান জানাতে ভারতে কোন দিনটিকে ‘জ্যাভলিন থ্রো দিবস’ নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ?
A. 7 আগস্ট
B. 9 আগস্ট
C. 10 আগস্ট
D. 12 আগস্ট
Ans: A. 7 আগস্ট
Exp- নীরজ চোপড়ার প্রথম ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণকে সম্মান জানাতে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI) ভারতে 7 আগস্টকে ‘জ্যাভেলিন থ্রো ডে’ নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নীরজ 2021 সালের 7 আগস্ট টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিলেন।
- কোন রাজ্য “বন-ধন যোজনার” 7 টি পুরস্কার পেয়েছে ?
A. অরুনাচলপ্রদেশ
B. নাগাল্যান্ড
C. মনিপুর
D. মিজোরাম
Ans: B. নাগাল্যান্ড
Exp- TRIFED এর 34 তম প্রতিষ্ঠা দিবসে উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা পুরস্কার গুলি ঘোষণা করলেন।
Daily Current Affairs Bangla 13th August 2021
- International Army Games 2021 আয়োজিত হবে কোন দেশে ?
A. অস্ট্রেলিয়া
B. ভারত
C. আমেরিকা
D. রাশিয়া
Ans: D. রাশিয়া
Exp- রাশিয়ার রাজধানী মস্কো।
Daily Current Affairs Bangla 13th August 2021
- সম্প্রতি “Banking Fraud Awareness Campaign” এর জন্যে RBI কাকে নিয়োগ করলো ?
A. রবি কুমার দহীয়া
B. নিরোজ চোপড়া
C. মেরি কম
D. লাভলিনা বর্গোহাইন
Ans: B. নিরোজ চোপড়া
Exp- ডিজিটাল ব্যাংকিং জালিয়াতির বিরুদ্ধে মানুষকে সতর্ক করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) একটি জনসচেতনতা অভিযান শুরু করেছে।
- বিশ্বে প্রথম দেশ হিসাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উপর পেটেন্ট গ্র্যান্ট করলো কোন দেশ?
A. ইতালি
B. নেদারল্যান্ড
C. দক্ষিণ আফ্রিকা
D. তাইওয়ান
Ans: C. দক্ষিণ আফ্রিকা
Exp- দক্ষিণ আফ্রিকা DABUS নামক একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবস্থাকে “ফ্র্যাক্টাল জ্যামিতির উপর ভিত্তি করে খাদ্য ধারক” সম্পর্কিত একটি পেটেন্ট প্রদান করেছে ।
- কোন রাজ্য রাজীব গান্ধীর নামে একটি পুরস্কার স্থাপন করেছে যাতে তথ্যপ্রযুক্তি (IT) সংগঠন সমাজকে সাহায্য করে ?
A. ঝাড়খন্ড
B. উড়িষ্যা
C. কৰ্ণাটক
D. মহারাষ্ট্র
Ans: D. মহারাষ্ট্র
Exp- মহারাষ্ট্র সরকার সমাজকে সাহায্যকারী তথ্য প্রযুক্তি (IT) সংস্থাগুলিকে সম্মান জানাতে রাজীব গান্ধীর নামে একটি পুরস্কার স্থাপন করেছে। প্রতি বছর প্রয়াত কংগ্রেস নেতার জন্মবার্ষিকী, 20 আগস্ট এই পুরস্কার প্রদান করা হবে।
- সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিম্নের কোন অ্যাপ বিশ্বের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে ?
A. Whatsapp
B. Facebook
C. Tiktok
D. Instagram
Ans: C. Tiktok
Exp- ফেসবুক কে পেছনে ফেলে বিশ্বের সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ এর তালিকায় শীর্ষে উঠে এসেছে Tiktok .
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 11th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 10th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা