Daily Current Affairs Bangla 16th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 16th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. ভারতের কোন রাজ্য প্রথম শহর অঞ্চলে বনজ সম্পদ অধিকার আইন কে মান্যতা দিলো ?

A. ছত্তিসগড়
B. আসাম
C. হরিয়ানা
D. পাঞ্জাব

Ans: A. ছত্তিসগড়

Exp- বিশ্ব জনজাতি দিবসের দিন এই সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। যে সমস্ত জনজাতি শহর অঞ্চলে বসবাস করে তাদের জন্য এই আইন। এর সঙ্গে এখানকার মুখ্যমন্ত্রী ছত্তিসগড়ে বসবাস কারি উপজাতিদের অ্যাটলাস প্রকাশ করলেন।

Daily Current Affairs Bangla 16th August 2021

  1. কোথায় আয়োজিত SEACAT বহুদেশীয় নৌসেনা অভ্যাসে ভারত অংশগ্রহন করলো ?

A. ব্রিটেন
B. জাপান
C. শ্রীলঙ্কা
D. সিঙ্গাপুর

Ans: D. সিঙ্গাপুর

Exp- USA Navy দ্বারা আয়োজিত এই অভ্যাসে Indian Navy এবং আরও 20 টি দেশ অংশগ্রহণ করলো।

  1. টোকিও প্যারাঅলিম্পিকে ভারত থেকে কতজন খেলোয়াড় অংশ নিচ্ছে ?

A. 16 জন
B. 25 জন
C. 54 জন
D. 67 জন

Ans: C. 54 জন

Exp- টোকিও প্যারাঅলিম্পিক 24 আগস্ট থেকে 5 ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

  1. কোন রাজ্য করোনার জন্য অনাথ হয়ে যাওয়া শিশু দের জন্য চাকরী এবং শিক্ষা ক্ষেত্রে 1% সংরক্ষণ এর কথা ঘোষণা করলো ?

A. কেরালা
B. মহারাষ্ট্র
C. উড়িষ্যা
D. বিহার

Ans: B. মহারাষ্ট্র

Exp- ভারতের প্রথম রাজ্য হিসেবে এটি ঘোষণা করলো মহারাষ্ট্র। এতে মোট তিনটে ক্যাটাগরি ঘোষণা করলো। Category A যার মধ্যে থাকবে যাদের কোন ভাই বোন নেই। Category B তে থাকবে এসসি, এসটি, ওবিসি দের জন্য এবং Category C তে থাকবে যাদের কোন আত্মিয় নেই।

Daily Current Affairs Bangla 16th August 2021

  1. কোন দেশ ব্যালিস্টিক মিসাইল “Ghaznabi” এর সফল পরীক্ষা করলো ?

A. ভারত
B. পাকিস্থান
C. ইরাক
D. সৌদি আরব

Ans: B. পাকিস্থান

Exp- এটি হল একটি নিউক্লিয়ার সংযুক্ত সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল।

  1. কোন শহর “ভূষকা বন্ধন” প্রকল্পের উদ্ভোধন করলেন ?

A. ধানবাদ
B. আহমেদাবাদ
C. সোনাবাদ
D. ওরঙ্গাবাদ

Ans: D. ওরঙ্গাবাদ

Exp- এই প্রকল্পে সেখানের 1100 জন মহিলা দেশীয় গাছের বীজ দিয়ে রাখি বন্ধনের জন্য রাখি তৈরি করছেন।

Daily Current Affairs Bangla 16th August 2021

  1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ই-ফসল জরিপ উদ্যোগ চালু করেছেন যা 15 আগস্ট, 2021 থেকে রাজ্যে কার্যকর হল ?

A. পশ্চিমবঙ্গ
B. উত্তর প্রদেশ
C. মহারাষ্ট্র
D. তামিলনাড়ু

Ans: C. মহারাষ্ট্র

Exp- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ই-ফসল জরিপ উদ্যোগ চালু করেন যা 15 আগস্ট 2021 থেকে মহারাষ্ট্রে কার্যকর হবে। প্রকল্পটি টাটা ট্রাস্টের সঙ্গে রাজস্ব ও কৃষি বিভাগ যৌথভাবে বাস্তবায়ন করছে। জরিপ অ্যাপটি কৃষকদের কষ্ট কমাতে একটি উদ্যোগ।

  1. কতবছরের পুরনো সিংহ এর সাবক উদ্ধার হলো সাইবেরিয়া অঞ্চলে ?

A. 40 হাজার
B. 55 হাজার
C. 70 হাজার
D. 80 হাজার

Ans: A. 40 হাজার

Exp- এর থেকে মাত্র 50 ফুট দূরে আরো একটি সিংহ এর সাবক পাওয়া গেছে। যেটি 28 হাজার বছরের পুরানো।

Daily Current Affairs Bangla 16th August 2021

  1. SCO কৃষি মন্ত্রীদের বৈঠকে কে সভাপতিত্ব করলেন ?

A. জি কিষান রেড্ডি
B. নরেন্দ্র সিং তোমার
C. পিযুশ গোয়েল
D. গজেন্দ্র সাখাওয়াত

Ans: B. নরেন্দ্র সিং তোমার

Exp- মিটিং আয়োজন করলো তাজিকিস্ঠান।

  1. সম্প্রতি কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন বিনোদ কে. দশরী ?

A. Hero Moto
B. TVS
C. Royal Enfield
D. Yamaha

Ans: Royal Enfield

Exp- Royal Enfield প্রতিষ্ঠিত হয় 1955 সালে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 14th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version