Daily Current Affairs Bangla 30th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

আজ অর্থাৎ Daily Current Affairs Bangla 30th August 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. কোথায় ভারতের প্রথম গ্রীন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করলো Indian Oil Corporation ?

A. মথুরা
B. পুনে
C. চেন্নাই
D. বেঙ্গালুরু

Ans: A. মথুরা

Exp- IOC-এর হেড কোয়ার্টার-নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল- 1959 সালের 30 শে জুন।

  1. ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে ন্যাশনাল এডুকেশন পলিসি কে রুপান্তরিত করলো কোন রাজ্য ?

A. অন্ধ্রপ্রদেশ
B. গোয়া
C. মধ্যপ্রদেশ
D. কেরালা

Ans: C. মধ্যপ্রদেশ

Exp- 26 আগস্ট এই ঘোষণা হলো। কর্ণাটকের পর দ্বিতীয় রাজ্য হিসেবে এই কাজ করলো মধ্যপ্রদেশ।

  1. সম্প্রতি কে e-Shram পোর্টাল লঞ্চ করলেন ?

A. ধর্মেন্দ্র প্রধান
B. ভূপেন্দ্র যাদব
C. নির্মলা সিথারামন
D. পীযুষ গোয়েল

Ans: B. ভূপেন্দ্র যাদব

Exp- অসংগঠিত শ্রমিকদের কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক বাস্তবায়িত সামাজিক সুরক্ষা স্কিমের সঙ্গে যুক্ত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ই-শ্রম পোর্টাল চালু করেছে।

  1. করোনায় স্বামী হারানো মহিলাদের সাহায্য করতে “মিশন বাৎসল্য” লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

A. মহারাষ্ট্র
B. উত্তরপ্রদেশ
C. ছত্তিশগড়
D. গুজরাট

Ans: D. মহারাষ্ট্র

Exp- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

  1. কোন দেশ Fatah-1 নামে মাল্টি রকেট লঞ্চ সিস্টেম এর পরীক্ষা করলো ?

A. পাকিস্তান
B. ইউএই
C. চীন
D. ইজরায়েল

Ans: A. পাকিস্তান

Exp- এটি সম্পূর্ণ পাকিস্তনে তৈরি এবং এর রেঞ্জ 140 কিমি।

  1. কোন দেশ আন্তর্জাতিক সেনা প্রযুক্তি ফোরাম ARMY 2021 আয়োজন করলো ?

A. ভারত
B. আমেরিকা
C. জাপান
D. রাশিয়া

Ans: D. রাশিয়া

Exp- রাশিয়ার রাজধানী- মস্কো।

  1. Ministry of Cooperation এর জয়েন্ট সেক্রেটারি কে হলেন?

A. Kavita Garg
B. Abhay Kumar Singh
C. Srikant Talukdar
D. Vinhu Nair

Ans: B. Abhay Kumar Singh

Exp- এই মন্ত্রক টি এই বছর অর্থাৎ 2021 সালে তৈরি করা হয়েছে যার দায়িত্বে রয়েছেন অমিত শাহ।

  1. Shared Destiny-2021″ নামে মিলিটারি অনুশীলন অংশ নেবে কয়টি দেশ ?

A. 2 টি
B. 3 টি
C. 4 টি
D. 5 টি

Ans: D. 4 টি

Exp- সেই 4 টি দেশ হলো চীন, পাকিস্তান, থাইল্যান্ড ও মঙ্গোলিয়া।

  1. ফোর্বস প্রকাশিত তালিকা অনুযায়ী প্রতি বর্গমাইল CCTV ইন্সটল করার ক্ষেত্রে কোন শহর বিশ্বের মধ্যে প্রথমে অবস্থিত ?

A. নিউইয়র্ক
B. দিল্লি
C. লন্ডন
D. টোকিও

Ans: B. দিল্লি

Exp- মোট 150 টি শহরের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। দিল্লিতে প্রতি বর্গ মাইলে 1826.6 টি ক্যামেরা আছে।

  1. কোন রাজ্য “মেরা কাম মেরা মান” যোজনা চালু করলো ?

A. হরিয়ানা
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. বিহার

Ans: A. পাঞ্জাব

Exp- বেকার যুবকদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য তাদের 12 মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ কালে মাসিক 2500 টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 29th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 28th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 27th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version