Current Affairs

Daily Current Affairs Bangla 1st August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 1st August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. কোন দেশের হয়ে প্রথম অলিম্পিক মেডেল জিতলো মহিলা ভারোত্তোলক Polina Guryeva ?

A. তুর্কমেনিস্তান
B. পাকিস্তান
C. আফগানিস্তান
D. কিরগিস্তান

Current Affairs Bangla 1st August
Polina Guryeva | Current Affairs Bangla 1st August

Ans: A. তুর্কমেনিস্তান

Exp- Polina Guryeva তিনি রুপোর মেডেল জিতেছেন টোকিও অলিম্পিকে।

  1. QS Best Student Cities Ranking এ প্রথম স্থানে আছে কোন শহর ?

A. মিউনিখ
B. নিউ ইয়র্ক
C. লন্ডন
D. মুম্বাই

Ans: C. লন্ডন

Exp- দ্বিতীয় স্থানে আছে মিউনিখ এবং তৃতীয় স্থানে আছে টোকিও। ভারতের মধ্যে মুম্বাই প্রথম স্থানে আছে। মোটের ওপর তাদের স্থান 106 নম্বরে। ব্যাঙ্গালোর 110 তম স্থানে আছে।

Current Affairs Bangla 1st August

  1. EOS-03′ নামে জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা ?

A. ISRO
B. NASA
C. ESA
D. SpaceX

Ans: A. ISRO

Exp- ISRO এর হেড কোয়ার্টার- বেঙ্গালুরু এবং প্রতিষ্ঠা সাল- 1969 সালের 15 ই আগস্ট।

  1. Quinn প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেললেন। ইনি কোন দেশের প্লেয়ার ?

A. দক্ষিণ কোরিয়া
B. কানাডা
C. অস্ট্রেলিয়া
D. আয়ারল্যান্ড

Ans: B. কানাডা

Exp- ইনি কানাডা মহিলা ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করার সঙ্গে সঙ্গে এই কৃতিত্ব অর্জন করলেন।

Current Affairs Bangla 1st August

  1. ভারতের প্রথম “রেপিড ইলেকট্রনিক কোভিড পরীক্ষণ কীট” আবিষ্কার করলো কোন সংস্থা ?

A. IIT Bombay
B. IIT Kanpur
C. IIT Khargapur
D. IIT Hydrabad

Ans: D. IIT Hydrabad

Exp- ভারতের প্রথম রেপিড ইলেকট্রনিক কোভিড 19 টেস্ট কিট যার নাম ‘COVIHOME’ বাড়িতে স্ব-পরীক্ষা করা যাবে। কিটটি সেলুলার এবং মলিকুলার বায়োলজি কেন্দ্রের দ্বারা তৈরি করা হয়েছে।

  1. টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় রেলওয়ের কর্মী দের কত কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো ভারতীয় রেল ?

A. 1
B. 2
C. 3
D. 4

Ans: C. 3

Exp- 25 জন ভারতীয় রেলের কর্মী এবার টোকিও অলিম্পিকে অংশ গ্রহণ করেছে। এক সঙ্গে রুপো জয়ীদের 2 কোর্টী টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল।

Current Affairs Bangla 1st August

  1. কোন সংস্থা CBSE এর সাথে মিলিত ভাবে “AI For All” উদ্যোগ চালু করলো ?

A. Facebook
B. Intel
C. TCS
D. Wipro

Ans: B. intel

Exp- ‘ভারতের সকল ব্যক্তিকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটি বেসিক শিক্ষা প্রদানের লক্ষে চালু করলো।

  1. টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কোন কোন ভারতীয় ছবি নির্বাচিত হলো ?

A. Paka & Dug Dug
B. Gita Rani & Queen
C. I Am Kalam & Into The Wild
D. Schindler’s list & The Shawshank Redemption

Ans: A. Paka & Dug Dug

Exp- Paka একটি মালায়ালাম সিনেমা এবং Dug Dug একটি হিন্দি সিনেমা।

  1. সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘ 76 তম সাধারণ সভার সভাপতি কে নির্বাচিত হলেন ?

A. এস জয়শঙ্কর
B. আব্দুল্লা শাহিদ
C. কমলা হ্যারিস
D. মহম্মদ ইব্রাহিম সলিহ

Ans: B. আব্দুল্লা শাহিদ

Exp- মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ জাতিসংঘ সাধারণ পরিষদের 76 তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন। জাতিসংঘের ইতিহাসে এই প্রথম, মালদ্বীপ রাষ্ট্রসঙ্ঘ সাধারণ সভারও দায়িত্ব পালন করবে।

Current Affairs Bangla 1st August

  1. কোন রাজ্যে প্রথম মানব দেহে H5N1 ভাইরাস পাওয়া গেল ?

A. মধ্যপ্রদেশ
B. পাঞ্জাব
C. হরিয়ানা
D. পাঞ্জাব

Ans: C. হরিয়ানা

Exp- এটি একটি বার্ডফ্লু ভাইরাস এবং সাধারণত পক্ষীর দেহে সংক্রমিত হয়।এই প্রথম হরিয়ানার একটি 11 বছরের শিশুর এই ভাইরাসের কারনে মৃত্যু হল।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 31th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 29th July 2021কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!