Current Affairs

Daily Current Affairs Bangla 20th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Current Affairs Bangla 20th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।

  1. বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেট হিসাবে নাম উঠে এসেছে কোন দেশের ?

A. অস্ট্রেলিয়া
B. নেদারল্যান্ড
C. জাপান
D. ভারত

Ans: D. ভারত

Exp- খুব সম্প্রতি শেয়ার মার্কেট বৃদ্ধি পাওয়ার জন্য ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে।

Current Affairs Bangla 20th September 2021

  1. টাইমস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বিশ্বের 100 জন সবথেকে প্রভাবশালী মানুষের তালিকায় ভারতের কতজন স্থান পেয়েছে ?

A. 1
B. 3
C. 5
D. 9

Ans: B. 3

Exp- এই তিনজন হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিরাম ইন্সটিটিউট এর সিইও আদার পুনাওয়ালা।

  1. 21 তম SCO শিখর সম্মেলন কোথায় আয়োজিত হল ?

A. তাজিকিস্তান
B. ইরান
C. কানাডা
D. কাজাখস্তান

Ans: A. তাজিকিস্তান

Exp- তাজিকিস্তানের রাজধানী দুশনবেতে আয়োজিত হল । ভারতের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অংশগ্রহণ করলেন।

  1. সম্প্রতি কে NSIC এর CMD পদে নিযুক্ত হলেন ?

A. বেবি কোলাপুরী
B. অলকা নাঙ্গিয়া অরোরা
C. অৰ্চনা দাসগুপ্ত
D. মাধুরী মিস্রা

Ans: B. অলকা নাঙ্গিয়া অরোরা

Exp- NSIC – National Small industris company limited. এর প্রতিষ্ঠিত হয় 1955 সালে।

Current Affairs Bangla 20th September 2021

  1. অ্যামেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলে নতুন যে সিকিউরিটি গ্রুপ তৈরি করলো তার নাম কি ?

A. QUAD
B. AUKUS
C. Troika
D. RAFEL

Ans: B. AUKUS

Exp- এর প্রথম প্রোজেক্ট হিসেবে অস্ট্রেলিয়া কে নিউক্লিয়ার সাবমেরিন বানিয়ে দেবে আমেরিকা এবং যুক্ত রাজ্য।

  1. T20 বিশ্বকাপের পর ভারতের T20 টিমের ক্যাপ্টেন পদে ইস্তফা দেবেন কে ?

A. মহেন্দ্র সিং ধোনি
B. শেখর ধাওয়ান
C. রোহিত শর্মা
D. বিরাট কোহলি

Ans: A. বিরাট কোহলী

Exp- বিরাট কোহলী টেস্ট এবং ODI ম্যাচের ক্যাপ্টেন হিসাবে বহাল থাকবেন।

  1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন ক্যাপ্টেন অমরিন্দার সিং ?

A. মধ্যপ্রদেশ
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. হরিয়ানা

Ans: B. পাঞ্জাব

Exp- পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়।

Current Affairs Bangla 20th September 2021

  1. সম্প্রতি “Matra Bhumi Yojana” লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

A. পাঞ্জাব
B. কৰ্ণাটক
C. উত্তরপ্রদেশ
D. বিহার

Ans: C. উত্তরপ্রদেশ

Exp- রাজধানী-লখনৌ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  1. সম্প্রতি কে এশিয়ান “স্নকার চ্যাম্পিয়নশিপ” জয়ী হলেন ?

A. পঙ্কজ আদবানি
B. সুশান্ত কাপুর
C. রিতেশ খান্না
D. আরিয়ান কার্তিক

Ans: A. পঙ্কজ আদবানি

Exp- 36 তম এই প্রতিযোগিতা আয়োজিত হল দোহা তে।

  1. সম্প্রতি FIFA Rankings-এ ভারতের স্থান কত ?

A. 104
B. 107
C. 110
D. 111

Ans: B. 107

Exp- এই তালিকায় প্রথম স্থানে আছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির / Current Affairs Bangla 20th September 2021 PDF পেতে এখানে ক্লিক করুন –

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:

Daily Current Affairs Bangla 19th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 18th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!