Daily Current Affairs Bangla 20th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Current Affairs Bangla 20th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
- বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেট হিসাবে নাম উঠে এসেছে কোন দেশের ?
A. অস্ট্রেলিয়া
B. নেদারল্যান্ড
C. জাপান
D. ভারত
Ans: D. ভারত
Exp- খুব সম্প্রতি শেয়ার মার্কেট বৃদ্ধি পাওয়ার জন্য ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে।
Current Affairs Bangla 20th September 2021
- টাইমস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বিশ্বের 100 জন সবথেকে প্রভাবশালী মানুষের তালিকায় ভারতের কতজন স্থান পেয়েছে ?
A. 1
B. 3
C. 5
D. 9
Ans: B. 3
Exp- এই তিনজন হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিরাম ইন্সটিটিউট এর সিইও আদার পুনাওয়ালা।
- 21 তম SCO শিখর সম্মেলন কোথায় আয়োজিত হল ?
A. তাজিকিস্তান
B. ইরান
C. কানাডা
D. কাজাখস্তান
Ans: A. তাজিকিস্তান
Exp- তাজিকিস্তানের রাজধানী দুশনবেতে আয়োজিত হল । ভারতের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অংশগ্রহণ করলেন।
- সম্প্রতি কে NSIC এর CMD পদে নিযুক্ত হলেন ?
A. বেবি কোলাপুরী
B. অলকা নাঙ্গিয়া অরোরা
C. অৰ্চনা দাসগুপ্ত
D. মাধুরী মিস্রা
Ans: B. অলকা নাঙ্গিয়া অরোরা
Exp- NSIC – National Small industris company limited. এর প্রতিষ্ঠিত হয় 1955 সালে।
Current Affairs Bangla 20th September 2021
- অ্যামেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলে নতুন যে সিকিউরিটি গ্রুপ তৈরি করলো তার নাম কি ?
A. QUAD
B. AUKUS
C. Troika
D. RAFEL
Ans: B. AUKUS
Exp- এর প্রথম প্রোজেক্ট হিসেবে অস্ট্রেলিয়া কে নিউক্লিয়ার সাবমেরিন বানিয়ে দেবে আমেরিকা এবং যুক্ত রাজ্য।
- T20 বিশ্বকাপের পর ভারতের T20 টিমের ক্যাপ্টেন পদে ইস্তফা দেবেন কে ?
A. মহেন্দ্র সিং ধোনি
B. শেখর ধাওয়ান
C. রোহিত শর্মা
D. বিরাট কোহলি
Ans: A. বিরাট কোহলী
Exp- বিরাট কোহলী টেস্ট এবং ODI ম্যাচের ক্যাপ্টেন হিসাবে বহাল থাকবেন।
- কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন ক্যাপ্টেন অমরিন্দার সিং ?
A. মধ্যপ্রদেশ
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. হরিয়ানা
Ans: B. পাঞ্জাব
Exp- পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়।
Current Affairs Bangla 20th September 2021
- সম্প্রতি “Matra Bhumi Yojana” লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
A. পাঞ্জাব
B. কৰ্ণাটক
C. উত্তরপ্রদেশ
D. বিহার
Ans: C. উত্তরপ্রদেশ
Exp- রাজধানী-লখনৌ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- সম্প্রতি কে এশিয়ান “স্নকার চ্যাম্পিয়নশিপ” জয়ী হলেন ?
A. পঙ্কজ আদবানি
B. সুশান্ত কাপুর
C. রিতেশ খান্না
D. আরিয়ান কার্তিক
Ans: A. পঙ্কজ আদবানি
Exp- 36 তম এই প্রতিযোগিতা আয়োজিত হল দোহা তে।
- সম্প্রতি FIFA Rankings-এ ভারতের স্থান কত ?
A. 104
B. 107
C. 110
D. 111
Ans: B. 107
Exp- এই তালিকায় প্রথম স্থানে আছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ব্রাজিল।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির / Current Affairs Bangla 20th September 2021 PDF পেতে এখানে ক্লিক করুন –
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:
Daily Current Affairs Bangla 19th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 18th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা