Daily Current Affairs Bangla 23th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Daily Current Affairs Bangla 23th August 2021 এর ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- ভারতে Amazon Alexa-র জন্য কোন বলিউড অভিনেতার ভয়েস ব্যবহৃত হবে ?
A. অমিতাভ বচ্চন
B. আমির খান
C. অমরেশ পুরী
D. শক্তি কাপুর
Ans: A. অমিতাভ বচ্চন
Exp- অমিতাভ বচ্চন হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। 1970 -এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে “রাগী যুবক” হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।
- ভারতের প্রথম EV Friendly Highway কোনটি ?
A. মুম্বাই – পুনে
B. দিল্লি – চন্ডীগড়
C. দিল্লি – আহমেদাবাদ
D. কলকাতা – বেনারস
Ans: B. দিল্লি – চন্ডীগড়
Exp- Solar based Electric vehicle Charging stations নির্মাণ করেছে BHEL (Bharat Heavy Electric Limited)
- ভারতের সিনিয়র মহিলা ফুটবল টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে ?
A. জন রাসেল
B. দামিত্রি পিক্সেল
C. থমাস ডেনেরবী
D. সুনিতা মান্ডি
Ans: C. থমাস ডেনেরবী
Exp- থমাস ডেনেরবী তিনি সুইডেনের নাগরিক।
- নিম্নের কোন সংস্থা Small Business Loans Initiative লন্চ করলো ?
A. Facebook
B. Twitter
C. Microsoft
D. facebook
Ans: A. Facebook
Exp- ভারত প্রথম দেশ হিসেবে Facebook এই উদ্যোগ চালু করেছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাহায্য করার জন্য লোন দেওয়া হবে।
- কোন কোম্পানি ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে 3 ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করল ?
A. Wipro
B. Tata consultancy service
C. Infosis
D. HCL Technologies
Ans: D. HCL Technologies
Exp- HCL Technologies CEO সি বিজয় কুমার এবং সদর দপ্তর নয়ডা।
- কোন শহরের নাম পরিবর্তন করে “হরিগড়” করা হবে ?
A. আজিমগড়
B. কানপুর
C. আলীগড়
D. পাটিয়ালা
Ans: C. আলীগড়
Exp- উত্তরপ্রদেশের আলীগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার জন্য উত্তরপ্রদেশ সরকার পঞ্চায়েত বোর্ডে একটি প্রস্তাব পাস করেছে।
- কোন দিনটি সংস্কৃত দিবস হিসেবে পালিত হবে ?
A. 19 আগস্ট
B. 20 আগস্ট
C. 21 আগস্ট
D. 22 আগস্ট
Ans: C. 21 আগস্ট
Exp- ‘সাধারণত প্রত্যেক শ্রাবণ মাসে পূর্নিমার দিন পালিত হয় এবং 19 আগস্ট থেকে 25 আগস্ট সংস্কৃত সপ্তাহ হিসেবে পালিত হবে।
- কোন দেশে UPI পরিষেবা লঞ্চ করার জন্য Mashreq Bank-এর সঙ্গে টাই আপ করলো NPCI International Payments Ltd (NIPL) ?
A. নেপাল
B. ভুটান
C. পাকিস্তান
D. সংযুক্ত আরব আমিরাত
Ans: D. সংযুক্ত আরব আমিরাত (UAE)
Exp- সংযুক্ত আরব আমিরাত (UAE) রাজধানী আবু ধাবি।
- ইসমাইস সাবরী ইয়াকুব কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ?
A. মালয়েশিয়া
B. সিঙ্গাপুর
C. ইন্দোনেশিয়া
D. তুর্কি
Ans: A. মালয়েশিয়া
Exp- মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর।
- কোন রাজ্যের জন্য আলাদাভাবে Civil Services Exam Centre তৈরি করার ঘোষণা করলো কেন্দ্ৰ ?
A. দিল্লি
B. বিহার
C. লাদাখ
D. জম্মু-কাশ্মীর
Ans: C. লাদাখ
Exp- এটি লাদাখের রাজধানী লেহ-তে তৈরি করা হবে।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 22th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 21th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 20th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা