Daily Current Affairs Bangla 23th September 2021| কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Current Affairs Bangla 23th September 2021 এর ১০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচপনা করা হলো।
- আন্তর্জাতিক বধির সপ্তাহ কবে পালিত হয় ?
A. 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর
B. 8 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর
C. 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর
D. 20 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর
Ans: D. 20 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর
Exp- 2021 সালের Theme ছিল “Celebrating Thriving Deal Communities”.
- সম্প্রতি প্রয়াত Jimmy Greaves কোন দেশের প্রাক্তন ফুটবলার ছিলেন ?
A. ইংল্যান্ড
B. আর্জেন্টিনা
C. জার্মানি
D. সুইডেন
Ans: A. ইংল্যান্ড
Exp- মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 81 বছর।
- সম্প্রতি প্রকাশিত FSSAI রাজ্য খাদ্য সুরক্ষা সূচি 2021 এ কোন রাজ্য প্রথমে অবস্থিত ?
A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. তামিলনাড়ু
D. কেরালা
Ans: B. গুজরাট
Exp- এটি প্রকাশ করলেন স্বাস্থ্য মন্ত্ৰী মনসুখ মাল্ডবিয়া। বৃহৎ রাজ্য গুলির মধ্যে প্রথমে গুজরাট দ্বিতীয় স্থানে কেরালা ও তৃতীয় স্থানে তামিলনাড়ু অবস্থিত।
Current Affairs Bangla 23th September
- কোন বাঙালি সাহিত্যিক সাহিত্য একাডেমির সর্বোচ্চ সম্মান “ফেলো” সম্মান পেলেন ?
A. নীরেন্দ্রনাথ চক্রবর্তী
B. শীর্ষেন্দু মুখোপাধ্যায়
C. বুদ্ধদেব গুগ
D. শঙ্খ ঘোষ
Ans: B. শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Exp- সাতটি ভাষা থেকে আরও সাত জন সাহিত্যিক কে সম্মান জানানো হয়েছে।
এর আগে বাঙ্গালি ফেলো সম্মান পেয়েছেন নিবেন্দ্র নাথ চক্রবর্থী, সুভাস মুখোপাধ্যায় ও শঙ্খ গ্যালার
- কোন দেশ Shanghai Cooperation Organization (SCO) এর নবমতম সদস্য দেশ হলো ?
A. ফ্রান্স
B. জাপান
C. সৌদি আরব
D. ইরান
Ans: D. ইরান
Exp- ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
Current Affairs Bangla 23th September
- বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে ভারতের কোন দুটি শহরের মধ্যে তৈরি হচ্ছে ?
A. চেন্নাই ও মুম্বাই
B. বিশাখাপত্তনম ও পাটনা
C. মুম্বাই ও দিল্লি
D. বেঙ্গালুরু ও দিল্লি
Ans: C. মুম্বাই ও দিল্লি
Exp- এটি 2023 সালের মার্চ মাসে খোলা হবে । এটিতে মোট 8টি লেন থাকবে এবং এর দৈর্ঘ্য 1380 কিমি।
- ভারত ও কোন দেশের মধ্যে “সমুদ্র শক্তি” সৈন্য অভ্যাস আয়োজিত হল ?
A. ইন্দোনেশিয়া
B. জার্মানি
C. রাশিয়া
D. পর্তুগাল
Ans: A. ইন্দোনেশিয়া
Exp- ভারতীয় নৌসেনা জাহাজ Shivalik ও Kadmatt অংশ গ্রহন করলো।
Current Affairs Bangla 23th September
- সম্প্রতি প্রকাশিত “গ্লোবাল ইনোভেশন ইনডেক্স
2021″ এ ভারতের রেঙ্ক কত ?
A. 46
B. 56
C. 78
D. 123
Ans: A. 46
Exp- মোট 132 টি দেশের মধ্যে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম স্থানে সুইজারল্যান্ড , দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ।
- “The Three Khans: And the Emergence of New India” বইটির লেখক কে ?
A. Umang Dhaar
B. Kaveree Bamzai
C. Karan Johar
D. Mahesh Bhatt
Ans: B. Kaveree Bamzai
Exp- এই বইটিতে বলিউডের অভিনেতা আমির খান, শাহরুখ খান ও সালমান খানের সম্বন্ধে বর্ণিত আছে।
- কোন দেশ “তিয়ানঝাও-3 কার্গো” মহাকাশযান লঞ্চ করলো ?
A. চীন
B. জাপান
C. নরওয়ে
D. রাশিয়া
Ans: A. চীন
Exp- চীন তাদের নতুন মহাকাশ স্টেশনের জন্য এই মহাকাশযান লঞ্চ করলো।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স / Current Affairs Bangla 23th September এর PDF পেতে নীচে ক্লিক করুন :-
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs Bangla 22th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 21st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা