Current Affairs

Daily Current Affairs Bangla 24th September 2021| কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Current Affairs Bangla 24th September 2021 এর ১০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচপনা করা হলো।

  1. প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য কোন মিশন লঞ্চ করলো ভারতীয় রেল ?

A. Kisan Rail Yojana
B. Rail Kaushal Vikas Yojana
C. Rail Atmanirbhar
D. Swachh Rail Yojana

Ans: B. Rail Kaushal Vikas Yojana

Exp- 17 সেপ্টেম্বার এটি চালু করলো ভারতীয় রেল। এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলের 50000 যুবক , যুবতী কে স্কিল ট্রেনিং দেওয়া হবে।

  1. সম্প্রতি কাকে “National Florence Nightangle Award 2020” দ্বারা সম্মানিত করা হলো ?

A. এস ভি সরস্বতী
B. দেবিকা চয়লা
C. দেবিকা মুখার্জি
D. প্রতিভা শৰ্মা

Ans: A. এস ভি সরস্বতী

Exp- এস ভি সরস্বতী বর্তমানে মিলিটারি নার্সিং এর ডেপুটি ডিরেক্টর জেনারেল।

Current Affairs Bangla 24th September

  1. সম্প্রতি 2022 শীতকালীন অলিম্পিকের Motto ঘোষণা করা হলো। এটি কোন শহরে অনুষ্ঠিত হবে?

A. টোকিও
B. ব্রিসবেন
C. বেজিং
D. লে

Ans: C. বেজিং

Exp- এর Motto হলো Together for a Shared Futute. 2022 সালের ফেব্রুয়ারি মাসে এটি অনুষ্ঠিত হবে।

  1. সম্প্রতি “জাস্টিন ট্রডিও” কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ?

A. কানাডা
B. জার্মানি
C. রাশিয়া
D. আমেরিকা

Ans: A. কানাডা

Exp- জাস্টিন ট্রডিও এনিয়ে 3 বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

Current Affairs Bangla 24th September

  1. Norway Chess Open 2021″ জিতলো কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার ?

A. জন্টি মঙ্ক
B. ডি. গুকেশ
C. রাজা রীথভিক
D. হার্শিত রাজা

Ans: B. ডি. গুকেশ

Exp- দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ড বা ফলকের উপর খেলা হয়। দাবা খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতবর্ষে।

  1. কোন রাজ্য “ইলেকট্রনিক পার্ক নির্মাণ করবে ?

A. উত্তরপ্রদেশ
B. পশ্চিমবঙ্গ
C. গুজরাট
D. মধ্যপ্রদেশ

Ans: A. উত্তরপ্রদেশ

Exp- যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার ইলেকট্রনিক্স শিল্পকে উন্নীত করার জন্য নয়েডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (YEIDA) এলাকার পাশে একটি ‘ইলেকট্রনিক পার্ক’ গড়ে তোলার প্রস্তাব অনুমোদন করেছে।

  1. সম্প্রতি প্রকাশিত ICC Womens Cricket Batsman Ranking এ কে শীর্ষে অবস্থিত ?

A. মিতালি রাজ
B. হরমনপ্রিত কৌর
C. সোফি ডিভাইন
D. মনালি রানা

Ans: A. মিতালি রাজ

Exp- ICC – International Cricket Council. এটি প্রতিষ্ঠিত হয় 1909 সালে।

Current Affairs Bangla 24th September

  1. কোন রাজ্য ” Tea Park ” গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ?

A. কর্ণাটক
B. পশ্চিমবঙ্গ
C. মেঘালয়
D. আসাম

Ans: D. আসাম

Exp- আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শৰ্মা।

  1. “Drive an Initiative” ক্যাম্পেন চালু করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক ?

A. Ministry of Education
B. Ministry of road transport
C. Ministry of Cooperation
D. Ministry of law and Justice

Ans: D. Ministry of law and Justice

Exp- এতে মানুষ কে বাড়ি বাড়ি গিয়ে কেস রেজিস্টার করতে উৎসাহিত করা হবে।

  1. কোন ভারতীয় সংবাদ সংস্থা 2021 সালের “Free Media Pioneer” পুরষ্কার জিতলো ?

A. NDTV
B. The Print
C. The Wire
D. WION

Ans: C. The Wire

Exp- এটি প্রদান করা হয় আন্তর্জাতিক প্রেস ইন্সটিটিউট এর দ্বারা যার সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। এটি 1996 সাল থেকে প্রদান করা হয়।

Current Affairs Bangla 24th September

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স / Current Affairs Bangla 24th September এর PDF পেতে নীচে ক্লিক করুন :-

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :

Daily Current Affairs Bangla 23th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 22th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!