Daily Current Affairs Bangla 25th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে আজকের Daily Current Affairs Bangla 25th August 2021এর ১০টি গুতুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. কোন রাজ্যে ভারতের উচ্চতম “হার্বাল গার্ডেন” এর উদ্ভোধন করা হল ?

A. হিমাচলপ্রদেশ
B. উত্তরাখন্ড
C. মনিপুর
D. সিকিম

Ans: B. উত্তরাখন্ড

Exp- উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে ভারতের সর্বোচ্চ উচ্চতার হারবাল পার্ক উদ্বোধন করা হয়েছে।

  1. সম্প্রতি অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হলো কোন রাজ্যে ?

A. দিল্লি
B. গোয়া
C. পাঞ্জাব
D. রাজস্থান

Ans: B. গোয়া

Exp- গোয়ার ক্যান্ডলিম গ্রামে এই অ্যালকোহল মিউজিয়াম তৈরি হলো।

  1. সম্প্রতি কে “উভরতে সিতারে ফান্ড” নামক উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ লঞ্চ করলেন ?

A. নির্মলা সিথারামন
B. নরেন্দ্র মোদি
C. ধর্মেন্দ্র প্রধান
D. পীযুষ গোয়েল

Ans: A. নির্মলা সিথারামন

Exp- MSME দের সাপোর্ট করার জন্য লখনৌতে সারা ভারতের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য চালু করলেন নির্মলা সিথারামন।

  1. আফগানিস্তানের নতুন নাম কি ?

A. ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান
B. ইসলামিক এমিরেটস অফ তালিবান
C. এমিরেটস অফ আফগানিস্তান
D. ইসলামিক আফগানিস্তান

Ans: A. ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান

Exp- দীর্ঘ 20 বছর পর কাবুল দখলের সাথেই সমগ্র আফগানিস্তানের দখল চলে যায় তালেবানদের হাতে। এদিকে দখলকৃত আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান। দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’।

  1. কোন সংস্থা “সাইবার সিকিউরিটি মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড” চালু করলো ?

A. RBI
B. ADB
C. WTO
D. World Bank

Ans: D. World Bank

Exp- World Bank এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাংকের সদস্য দেশগুলোতে সাইবার এবং ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি, বৈশ্বিক জ্ঞান, দেশের মূল্যায়ন, প্রযুক্তিগত সহায়তা করা।

  1. ADB কোন মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য 500 মিলিয়ন ডলার লোণ প্রদান করছে ?

A. মুম্বাই মেট্রো
B. কোলকাতা মেট্রো
C. বেঙ্গালুরু মেট্রো
D. দিল্লি মেট্রো

Ans: C. বেঙ্গালুরু মেট্রো

Exp- নাম্মা মেট্রো, যা বেঙ্গালুরু মেট্রো নামে পরিচিত, হল ভারতের বেঙ্গালুরু শহরের একটি গণ রেলপরিবহন ব্যবস্থা। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন এই রেল চালায়। 2011 সালের 20 অক্টোবর বেঙ্গালুরু মেট্রোর উদ্বোধন হয়েছে।

  1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি CM COVID-19 Affected Livelihood Support Scheme লঞ্চ করলো ?

A. মনিপুর
B. ত্রিপুরা
C. আসাম
D. ঝাড়খন্ড

Ans- A. মনিপুর

Exp- মণিপুর হল উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। মণিপুরের রাজধানী ইম্ফল।

  1. নাইরোবিতে অনুষ্ঠিত U-20 World Athletics Championship এ লং জাম্পে রূপো জিতলো ভারতের কে ?

A. লভলিনা বর্গহাইন
B. মঞ্জু সেন
C. শৈলী সং
D. মনীদিপা পাত্র

Ans: C. শৈলী সিং

Exp- শৈলী সিং একজন ভারতীয় অ্যাথলেট যিনি দীর্ঘ লাফ বিভাগে প্রতিযোগিতা করেন।

  1. সম্প্রতি কে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব নিযুক্ত হলেন ?

A. মনীশ কুমার
B. সুশীল চন্দ্র
C. অনিল বৈজেল
D. অপূর্ব চন্দ্র

Ans: D. অপূর্ব চন্দ্র

Exp- বর্তমানে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন অনুরাগ সিংহ ঠাকুর।

  1. 2021 এ Global Crypto Adoption Index-এ ভারতের স্থান কত ?

A. 1
B. 2
C. 9
D. 11

Ans: B. 2

Exp- প্রথম স্থানে আছে ভিয়েতনাম।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 24th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 23th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 22th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version