নিচে আজকের Daily Current Affairs Bangla 25th August 2021এর ১০টি গুতুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- কোন রাজ্যে ভারতের উচ্চতম “হার্বাল গার্ডেন” এর উদ্ভোধন করা হল ?
A. হিমাচলপ্রদেশ
B. উত্তরাখন্ড
C. মনিপুর
D. সিকিম
Ans: B. উত্তরাখন্ড
Exp- উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে ভারতের সর্বোচ্চ উচ্চতার হারবাল পার্ক উদ্বোধন করা হয়েছে।
- সম্প্রতি অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হলো কোন রাজ্যে ?
A. দিল্লি
B. গোয়া
C. পাঞ্জাব
D. রাজস্থান
Ans: B. গোয়া
Exp- গোয়ার ক্যান্ডলিম গ্রামে এই অ্যালকোহল মিউজিয়াম তৈরি হলো।
- সম্প্রতি কে “উভরতে সিতারে ফান্ড” নামক উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ লঞ্চ করলেন ?
A. নির্মলা সিথারামন
B. নরেন্দ্র মোদি
C. ধর্মেন্দ্র প্রধান
D. পীযুষ গোয়েল
Ans: A. নির্মলা সিথারামন
Exp- MSME দের সাপোর্ট করার জন্য লখনৌতে সারা ভারতের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য চালু করলেন নির্মলা সিথারামন।
- আফগানিস্তানের নতুন নাম কি ?
A. ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান
B. ইসলামিক এমিরেটস অফ তালিবান
C. এমিরেটস অফ আফগানিস্তান
D. ইসলামিক আফগানিস্তান
Ans: A. ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান
Exp- দীর্ঘ 20 বছর পর কাবুল দখলের সাথেই সমগ্র আফগানিস্তানের দখল চলে যায় তালেবানদের হাতে। এদিকে দখলকৃত আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান। দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’।
- কোন সংস্থা “সাইবার সিকিউরিটি মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড” চালু করলো ?
A. RBI
B. ADB
C. WTO
D. World Bank
Ans: D. World Bank
Exp- World Bank এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাংকের সদস্য দেশগুলোতে সাইবার এবং ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি, বৈশ্বিক জ্ঞান, দেশের মূল্যায়ন, প্রযুক্তিগত সহায়তা করা।
- ADB কোন মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য 500 মিলিয়ন ডলার লোণ প্রদান করছে ?
A. মুম্বাই মেট্রো
B. কোলকাতা মেট্রো
C. বেঙ্গালুরু মেট্রো
D. দিল্লি মেট্রো
Ans: C. বেঙ্গালুরু মেট্রো
Exp- নাম্মা মেট্রো, যা বেঙ্গালুরু মেট্রো নামে পরিচিত, হল ভারতের বেঙ্গালুরু শহরের একটি গণ রেলপরিবহন ব্যবস্থা। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন এই রেল চালায়। 2011 সালের 20 অক্টোবর বেঙ্গালুরু মেট্রোর উদ্বোধন হয়েছে।
- কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি CM COVID-19 Affected Livelihood Support Scheme লঞ্চ করলো ?
A. মনিপুর
B. ত্রিপুরা
C. আসাম
D. ঝাড়খন্ড
Ans- A. মনিপুর
Exp- মণিপুর হল উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। মণিপুরের রাজধানী ইম্ফল।
- নাইরোবিতে অনুষ্ঠিত U-20 World Athletics Championship এ লং জাম্পে রূপো জিতলো ভারতের কে ?
A. লভলিনা বর্গহাইন
B. মঞ্জু সেন
C. শৈলী সং
D. মনীদিপা পাত্র
Ans: C. শৈলী সিং
Exp- শৈলী সিং একজন ভারতীয় অ্যাথলেট যিনি দীর্ঘ লাফ বিভাগে প্রতিযোগিতা করেন।
- সম্প্রতি কে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব নিযুক্ত হলেন ?
A. মনীশ কুমার
B. সুশীল চন্দ্র
C. অনিল বৈজেল
D. অপূর্ব চন্দ্র
Ans: D. অপূর্ব চন্দ্র
Exp- বর্তমানে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন অনুরাগ সিংহ ঠাকুর।
- 2021 এ Global Crypto Adoption Index-এ ভারতের স্থান কত ?
A. 1
B. 2
C. 9
D. 11
Ans: B. 2
Exp- প্রথম স্থানে আছে ভিয়েতনাম।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 24th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 23th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 22th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা