Daily Current Affairs Bangla 26th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Daily Current Affairs Bangla 26th August 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে ” PROOF ” নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর ?

A. জম্মু-কাশ্মীর
B. লাদাখ
C. লাক্ষাদ্বীপ
D. পুদুচেরি

Ans: A. জম্মু-কাশ্মীর

Exp- PROOF এর পুরো কথা Photographic Record of om site Facility. রাজ্যের বিভিন্ন প্রজেক্টের ওপর নজর রাখা এর মূল উদ্দেশ্য।

  1. ট্যালেন্টেড খেলোয়াড়ের খোঁজ করতে Talent Search Campaign লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

A. দিল্লি
B. হরিয়ানা
C. মধ্যপ্রদেশ
D. ছত্তিশগড়

Ans: C. মধ্যপ্রদেশ

Exp- মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

  1. উত্তরাখণ্ড রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?

A. স্মৃতি মন্ধনা
B. মীরা বাই চানু
C. পিভি সিন্ধু
D. বন্দনা কাটারিয়া

Ans: D. বন্দনা কাটারিয়া

Exp- ইনি এবছর টোকিও অলিম্পিকের ভারতীয় মহিলা হকি দলের সদস্যা ছিলেন এবং একমাত্র ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে হকি তে হ্যাটট্রিক করেছেন। এনাকে উত্তরাখন্ড সরকার কদিন আগে উত্তরাখন্ড রাজ্যের মহিলা এবং শিশু মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছিলেন।

  1. La Ganesan কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন ?

A. মনিপুর
B. বিহার
C. কেরলা
D. আসাম

Ans: A. মনিপুর

Exp- এই রাজ্যের আয়তন 22327 বর্গকিলোমিটার। মৈতেই উপজাতির মানুষেরা প্রধানত রাজ্যের উপত্যকা অঞ্চলে বাস করে।

  1. e-crop survey ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

A. তেলেঙ্গানা
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. মধ্যপ্রদেশ

Ans: B. মহারাষ্ট্র

Exp- আপাতত দুটি জেলায় এটি চালু করা হচ্ছে। এতে সাহায্য করবে টাটা ট্রাস্ট। এর ফলে কৃষক রা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষি সংক্রান্ত সমস্ত খবর পাবেন। এর থেকে তাদের ফসল চাষ এবং প্রয়োজনীয় অর্থ উপার্জনে সাহায্য হবে।

  1. কোন IIT সম্প্রতি দেশের প্রথম মোটর চালিত হুইলচেয়ার যান তৈরি করলো ?

A. IIT Madras
B. IIT Delhi
C. IIT Kharagpur
D. IIT Ropar

Ans: A. IIT Madras

Exp- এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1959 সালে তৈরি করা হয় এবং এটি তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত। এটি ছিলো ভারতের তৃতীয় আইআইটি শিক্ষা-প্রতিষ্ঠান যেটি ভারত সরকার দ্বারা তৈরি।

  1. বিশ্ব যুব তিরন্দাজি প্রতিযোগিতায় ভারত কতগুলি পদক পেলো?

A. 8
B. 12
C. 15
D. 17

Ans: C. 15

Exp- এটি অনুষ্ঠিত হলো পোল্যান্ডের Wrocla তে। ভারত এখানে 8 টি সোনা 2 টি রূপো এবং 5 টি ব্রোঞ্জ জিতেছে।

  1. কোন দেশে বিশ্বের প্রথম জীবাশ্ম মুক্ত ইস্পাত উৎপাদিত হলো ?

A. ক্রোয়েশিয়া
B. মালয়েশিয়া
C. সুইডেন
D. ঘানা

Ans: C. সুইডেন

Exp- সুইডেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম স্টকহোম৷ সুয়েডীয় সুইডেনের রাষ্ট্রভাষা৷

  1. SBI সম্প্রতি নিম্নের কোথায় ভাসমান ATM এর সূচনা করলো ?

A. লোকটাক হ্রদ
B. কল্পেরু হ্রদ
C. চিল্কা হ্রদ
D. ডাল হ্রদ

Ans: D. ডাল হ্রদ

Exp- ডাল হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি জলাশয়।

  1. নিম্নের কোথায় ভারতের বাইরে তৃতীয় দেশ হিসাবে UPI পরিষেবা লঞ্চ হচ্ছে ?

A. UAE
B. Kuwait
C. Oman
D. Holland

Ans: A. UAE

Exp- সংযুক্ত আরব আমিরশাহি বা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন।

আরো পড়ুন :

Daily Current Affairs Bangla 25th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 24th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 23th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version