Current Affairs

Daily Current Affairs Bangla 22th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Current Affairs Bangla 22th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।

  1. কোন রাজ্যের “সিরারাখণ্ড লঙ্কা ও তামেংলং লেবু” কে Gl tag দেওয়া হয়েছে ?

A. নাগাল্যান্ড
B. আসাম
C. মনিপুর
D. মিজোরাম

Ans: C. মনিপুর

Exp- GI tag এর পুরো নাম হল Geographical Indication Tag. যেসব পণ্য, বস্ত্র, ফসল, ফল, ইত্যাদি দ্রব্য কোনো বিশেষ স্থান থেকে পাওয়া যায় এবং দ্রব্যগুলি খুবই উচ্চমানের হয় এবং দুষ্প্রাপ্য হয় এবং সেই সব দ্রব্যাদির চাহিদা খুবই বেশি হয়, তাদের এই ট্যাগ প্রদান করা হয় ।

Current Affairs Bangla 22th September

  1. সম্প্রতি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে হয়েছেন ?

A. রনিন্দর সিং
B. অখিলেশ থাপা
C. সঞ্জয় কাপুর
D. রাজীব কুমার

Ans: A. রনিন্দর সিং

Exp- মোজালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে এনআরএআই -এর সাধারণ সংস্থা নির্বাচনে, ভারতের শ্যুটিং খেলাধুলার নিয়ন্ত্রক সংস্থা রণিন্দর সিং ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএআই) -এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হন ।

  1. কে সম্প্রতি RBI ইনোভেশন হাব এর CTO পদে নিযুক্ত হলেন ?

A. অমিত স্যাক্সেনা
B. নিখিল ত্যাগী
C. অসুরনাথ ঘোষাল
D. অজয় মাথুর

Ans: A. অমিত স্যাক্সেনা

Exp- তিনি বর্তমানে SBI এর গ্লোবাল ডেপুটি চিফ টেকনিক্যাল অফিসার।

Current Affairs Bangla 22th September

  1. কোন রাজ্যের জল সংরক্ষণ ক্যাম্পেইনের গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মনিকা শেওকান্ড ?

A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. বিহার
D. রাজস্থান

Ans: B. হরিয়ানা

Exp- তিনি একজন ভারতীয় মডেল, যিনি Femina Miss Grand India 2021 শিরোপা জিতেছেন।

  1. সম্প্রতি বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতোর মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে ?

A. জাপান
B. জার্মানী
C. অস্ট্রেলিয়া
D. হাংগেরী

Ans: D. হাংগেরী

Exp- হাংগেরীর রাজধানী: বুদাপেস্ট।

  1. কে ভারতের 70 তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন ?

A. রোহিত আদবানি
B. আর রাজা ঋত্বিক
C. এন বিলাশন
D. প্রিয়াংসু ভার্গব

Ans: B. আর রাজা ঋত্বিক

Exp- 17 বছর বয়সী আর রাজা ঋত্বিক বুদপেস্টে আয়োজিত Vezerkzo grandmaster chess tournament এ খেতাব জিতলেন।

  1. ফেসবুক ইন্ডিয়া কাকে পাবলিক পলিসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে ?

A. সুনীল সিনহা
B. কেশয় শ্রীবাস্তব
C. রাজীব আগারওয়াল
D. দীপক শুক্ল

Ans: C. রাজীব আগারওয়াল

Exp- ফেসবুক ইন্ডিয়া প্রাক্তন এলএএস কর্মকর্তা এবং প্রাক্তন উবার নির্বাহী রাজীব আগরওয়ালকে পাবলিক পলিসি ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে।

  1. “Cumbre Vieja” আগ্নেয়গিরি 2021 সালের সেপ্টেম্বরে কোন দ্বীপে বিস্ফোরিত হয়েছে ?

A. মার্কুইসাস দ্বীপপুঞ্জ
B. কেরগেলেন দ্বীপপুঞ্জ
C. বালিয়ারিক দ্বীপপুঞ্জ
D. ক্যানারি দ্বীপপুঞ্জ

Ans: D. ক্যানারি দ্বীপপুঞ্জ

Exp- Cumbre Vieja, যা সর্বশেষ 50 বছর আগে বিস্ফোরিত হয়েছিল।

Current Affairs Bangla 22th September

  1. কোন রাজ্য “কোপার মশির” মাছ কে রাজ্য মাছ হিসাবে ঘোষণা করলো ?

A. সিকিম
B. নাগাল্যান্ড
C. ত্রিপুরা
D. মনিপুর

Ans: A. সিকিম

Exp- মাছটির স্থানীয় নাম “কাটলে” এবং বিজ্ঞানসম্মত নাম Neolissochilus hexagonolepis.

  1. কোন সংস্থা “Building Urban Planning Capacity in India” রিপোর্ট প্রকাশ করলো ?

A. TATA Group
B. NITI Ayog
C. Indian Railway
D. RBI

Ans: B. NITI Ayog

Exp- সারা ভারতে 500 টি সুস্থ্য শহর গড়ে তোলার লক্ষ্যে এবং শহরাঞ্চলে কার্বন নির্গমনের ফলে দূষণ কম করার জন্য এই রিপোর্ট প্রকাশিত হলো।

Current Affairs Bangla 22th September

আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির PDF পেতে এখানে ক্লিক করুন –

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:

Current Affairs Bangla 21th September 2021

Current Affairs Bangla 20th September 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button