Daily Current Affairs Bangla 31th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

আজ অর্থাৎ Daily Current Affairs Bangla 31th August 2021 এর সবথেকে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. প্রথম ভারতীয় মহিলা হিসাবে টোকিও প্যারাঅলিম্পিকে সোনার মেডেল জিতলেন কে ?

A. লভলীনা বর্গহাইন
B. অভনী লেখারা
C. শৈলী সিং
D. মনিকা পাল

Ans: B. অভনী লেখারা

Exp- অভনী লেখারা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে এই পদক জিতলেন।

  1. কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় ?

A. 26 আগস্ট
B. 27 আগস্ট
C. 28 আগস্ট
D. 29 আগস্ট

Ans: D. 29 আগস্ট

Exp- ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ এর জন্মদিবস কে স্মরণীয় করে রাখতে পালিত হয়। এবারে 116 তম জন্মদিবস পালিত হল।

  1. Advanced Chaff Technology তৈরি করলো কোন সংস্থা ?

A. ISRO
B. HAL
C. DRDO
D. BARC

Ans: C. DRDO

Exp- ভারতীয় জেট বিমান গুলি কে শত্রুর মিসাইলের হাত থেকে রক্ষা করার জন্য এই টেকনোলজি তৈরি করলো।

  1. আন্তর্জাতিক জলবায়ু শিখর সম্মেলন 2021 আয়োজন করবে কোন দেশ ?

A. ভারত
B. স্পেন
C. ইতালি
D. জার্মানি

Ans: A. ভারত

Exp- আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলন- ভারতের হাইড্রোজেন ইকোসিস্টেমকে শক্তিশালী করে 3 সেপ্টেম্বর 2021 তারিখে অনুষ্ঠিত হবে। 2030 সালের মধ্যে 450 GW নবায়নযোগ্য শক্তির ধারণক্ষমতা ভারতের দৃষ্টিভঙ্গির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হবে।

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার 1000 টি মডেল অঙ্গণওয়ারি সেন্টার তৈরির ঘোষণা করলো ?

A. পশ্চিমবঙ্গ
B. আসাম
C. উড়িষ্যায়
D. ত্রিপুরা

Ans: B. আসাম

Exp- আসামের রাজধানী দিসপুর।

  1. সম্প্রতি কে “বার্সেলোনা ওপেন দাবা খেতাব” জিতলেন ?

A. এস এস সান্ধু
B. মনোজ দেশ পাণ্ডে
C. এস পি সেতুরামন
D. রামগোপাল সিং

Ans: C. এস পি সেতুরামন

Exp- তিনি চেন্নাই এর অধিবাসী এবং একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার।

  1. কোন রাজ্যের মহিলাদের জন্য ‘My Pad, My Right প্রোজেক্ট লঞ্চ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিথারামন ?

A. পশ্চিমবঙ্গ
B. আসাম
C. ত্রিপুরা
D. উত্তরপ্রদেশে

Ans: C. ত্রিপুরা

Exp- ত্রিপুরার গোমতী জেলার কিল্লা গ্রামে এই প্রোজেক্ট লঞ্চ করা হলো NABARD এবং NAB FOUNDATION-এর সহায়তায়।

  1. সম্প্রতি প্রকাশিত Let’s go Time Travelling again বইটি কে লিখেছেন ?

A. শোভা দে
B. অঞ্জলি গাইকোয়াদ
C. মিতালি রাজ
D. সুভদ্রা সেনগুপ্ত

Ans: D. সুভদ্রা সেনগুপ্ত

Exp- এটি তার জীবনের শেষ লেখা কারন তিনি 2020 সালের মে মাসে কোভিড আক্রান্ত হয়ে মারা যান।

  1. প্রভু রাম শর্মা কোন দেশের সেনা প্রধান হিসাবে নিযুক্ত হলেন ?

A. শ্রীলংকা
B. নেপাল
C. ভুটান
D. মায়ানমার

Ans: A. নেপাল

Exp- নেপালের রাজধানী- কাঠমান্ডু।

  1. কোন রাজ্য মানসিক স্বাস্থ্য হেল্পলাইন SUKOON উদ্ভোধন করলো ?

A. হরিয়ানা
B. বিহার
C. পাঞ্জাব
D. জম্মু ও কাশ্মীর

Ans: D. জম্মু ও কাশ্মীর

Exp- উদ্ভোধন করলো SDRF- State Disaster Response Force

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 30th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 29th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 28th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version