Current Affairs

Daily Current Affairs Bangla 26th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Current Affairs Bangla 26th September 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।

  1. 2023 সালের জন্য World Book Capital হলো কোন শহর ?

A. Accra
B. Kuala lumpur
C. Singapore
D. Jakarta

Ans: A. Accra

Exp- UNESCO এই ঘোষণা করলো। ঘানার রাজধানী তে এটি স্থির করা হলো।

  1. সম্প্রতি কোন রাজ্যে দুই দিনের ভার্চুয়াল “ন্যাশনাল ট্রাইবাল ট্যালেন্ট পুল কনক্লেভ” অনুষ্ঠিত হলো ?

A. আসাম
B. উড়িষ্যা
C. পাঞ্জাব
D. রাজস্থান

Ans: B. উড়িষ্যা

Exp- দুই দিনের ভার্চুয়াল “ন্যাশনাল ট্রাইবাল ট্যালেন্ট পুল কনক্লেভ” 23-24 সেপ্টেম্বর 2021 ওড়িশায় অনুষ্ঠিত হয়েছিল। এটি ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, (এনটিআরআই) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইআইপিএ, নয়াদিল্লির সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল।

Current Affairs Bangla 26th September 2021

  1. কোন রাজ্যে জুনিয়র পুরুষদের বিশ্বকাপ হকি আয়োজন করবে ?

A. মহারাষ্ট্র
B. অরুণাচল প্রদেশ
C. কৰ্ণাটক
D. উড়িষ্যা

Ans: D. উড়িষ্যা

Exp- উড়িষ্যা জুনিয়র পুরুষদের বিশ্বকাপ হকি আয়োজন করবে 24 নভেম্বর থেকে 5 ডিসেম্বর 2021 পর্যন্ত। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক 23 সেপ্টেম্বর ভুবনেশ্বরে এই ঘোষণা করেছিলেন।

Current Affairs Bangla 26th September 2021

  1. বিশ্বের সর্বোচ্চ বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন 2021 সালের সেপ্টেম্বরে হিমাচল প্রদেশের কোন জেলায় উদ্বোধন করা হয়েছিল ?

A. চম্বা
B. লাহল ও স্পিতি
C. হামিরপুর
D. বিলাসপুর

Ans: B. লাহল ও স্পিতি

Exp- বিশ্বের সর্বোচ্চ বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশনটিক 23 সেপ্টেম্বর 2021 সালে হিমাচল প্রদেশের লাহল এবং স্পিতি জেলার কাজায় উদ্বোধন করা হয়। এটি কাজায় 500 ফুটের উপর অবস্থিত।

  1. Highest Paid Footballer in 2021 তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন ?

A. লিওনেল মেসি
B. হ্যারি কেন
C. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
D. নেইমার

Ans: C. ক্রিস্টিয়ানো রোনাল্ডো

Exp- একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।

  1. 2021-22 অর্থবর্ষে কেন্দ্র কত মিলিয়ন টন খাদ্য শস্য উৎপাদন করার লক্ষ নিয়েছে ?

A. 307.33
B. 268.78
C. 209.54
D. 189.79

Ans: A. 307.33

Exp- গত অর্থবর্ষে ভারতে 308.65 মিলিয়ন টন খাদ্য উৎপাদন হয়েছিলো যেটি আজ পর্যন্ত সর্বাধিক।

  1. Ministry of Civil Aviation-এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?

A. শুভঙ্কর সান্যাল
B. মনোজ গুপ্তা
C. রাম তুজ মুন্সি
D. রাজীব বানসাল

Ans: D. রাজীব বানসাল

Exp- বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের(Ministry of Civil Aviation) মন্ত্রী পদে নিযুক্ত আছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Current Affairs Bangla 26th September 2021

  1. বৃহত্তম আমদানিকারক দেশের তালিকায় ভারতের বর্তমান স্থান কত ?

A. প্রথম
B. দ্বিতীয়
C. অষ্টম
D. দশম

Ans: C. অষ্টম

Exp- গ্লোবাল ট্রেড আউটলুকের প্রতিবেদন অনুযায়ী তালিকায় দেশের অবস্থান 30.9 শতাংশ শেয়ার নিলে 2030 সালের মধ্যে ভারত চতুর্থ অবস্থানে চলে যাবে।

  1. সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত একটি গহ্বর
    কার নামে রাখা হলো ?

A. Kalpana Chawla
B. Nil Armstrong
C. Rakesh Sharma
D. Matthew Henson

Ans: D. Matthew Henson

Current Affairs Bangla 26th September 2021

Exp- তিনি 1909 সালে সুমেরু অঞ্চলের সবথেকে উঁচু স্থান প্রথম আরোহণ করেছিলেন।

  1. কোন চলচ্চিত্রটি সুইডিশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2021-এ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে ?

A. শেষ টিয়ার
B. হোস্টেন
C. জোজি
D. আসলান

Ans: C. জোজি

Exp- ফাহাদ ফাসিলের মালয়ালম ফিচার ফিল্ম জোজি সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল 2021-এ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে।

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :

Daily Current Affairs Bangla 25th September 2021

Daily Current Affairs Bangla 24th September 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!