Daily Current Affairs Bangla 26th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Current Affairs Bangla 26th September 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।
- 2023 সালের জন্য World Book Capital হলো কোন শহর ?
A. Accra
B. Kuala lumpur
C. Singapore
D. Jakarta
Ans: A. Accra
Exp- UNESCO এই ঘোষণা করলো। ঘানার রাজধানী তে এটি স্থির করা হলো।
- সম্প্রতি কোন রাজ্যে দুই দিনের ভার্চুয়াল “ন্যাশনাল ট্রাইবাল ট্যালেন্ট পুল কনক্লেভ” অনুষ্ঠিত হলো ?
A. আসাম
B. উড়িষ্যা
C. পাঞ্জাব
D. রাজস্থান
Ans: B. উড়িষ্যা
Exp- দুই দিনের ভার্চুয়াল “ন্যাশনাল ট্রাইবাল ট্যালেন্ট পুল কনক্লেভ” 23-24 সেপ্টেম্বর 2021 ওড়িশায় অনুষ্ঠিত হয়েছিল। এটি ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, (এনটিআরআই) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইআইপিএ, নয়াদিল্লির সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল।
Current Affairs Bangla 26th September 2021
- কোন রাজ্যে জুনিয়র পুরুষদের বিশ্বকাপ হকি আয়োজন করবে ?
A. মহারাষ্ট্র
B. অরুণাচল প্রদেশ
C. কৰ্ণাটক
D. উড়িষ্যা
Ans: D. উড়িষ্যা
Exp- উড়িষ্যা জুনিয়র পুরুষদের বিশ্বকাপ হকি আয়োজন করবে 24 নভেম্বর থেকে 5 ডিসেম্বর 2021 পর্যন্ত। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক 23 সেপ্টেম্বর ভুবনেশ্বরে এই ঘোষণা করেছিলেন।
Current Affairs Bangla 26th September 2021
- বিশ্বের সর্বোচ্চ বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন 2021 সালের সেপ্টেম্বরে হিমাচল প্রদেশের কোন জেলায় উদ্বোধন করা হয়েছিল ?
A. চম্বা
B. লাহল ও স্পিতি
C. হামিরপুর
D. বিলাসপুর
Ans: B. লাহল ও স্পিতি
Exp- বিশ্বের সর্বোচ্চ বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশনটিক 23 সেপ্টেম্বর 2021 সালে হিমাচল প্রদেশের লাহল এবং স্পিতি জেলার কাজায় উদ্বোধন করা হয়। এটি কাজায় 500 ফুটের উপর অবস্থিত।
- Highest Paid Footballer in 2021 তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন ?
A. লিওনেল মেসি
B. হ্যারি কেন
C. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
D. নেইমার
Ans: C. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
Exp- একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।
- 2021-22 অর্থবর্ষে কেন্দ্র কত মিলিয়ন টন খাদ্য শস্য উৎপাদন করার লক্ষ নিয়েছে ?
A. 307.33
B. 268.78
C. 209.54
D. 189.79
Ans: A. 307.33
Exp- গত অর্থবর্ষে ভারতে 308.65 মিলিয়ন টন খাদ্য উৎপাদন হয়েছিলো যেটি আজ পর্যন্ত সর্বাধিক।
- Ministry of Civil Aviation-এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?
A. শুভঙ্কর সান্যাল
B. মনোজ গুপ্তা
C. রাম তুজ মুন্সি
D. রাজীব বানসাল
Ans: D. রাজীব বানসাল
Exp- বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের(Ministry of Civil Aviation) মন্ত্রী পদে নিযুক্ত আছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
Current Affairs Bangla 26th September 2021
- বৃহত্তম আমদানিকারক দেশের তালিকায় ভারতের বর্তমান স্থান কত ?
A. প্রথম
B. দ্বিতীয়
C. অষ্টম
D. দশম
Ans: C. অষ্টম
Exp- গ্লোবাল ট্রেড আউটলুকের প্রতিবেদন অনুযায়ী তালিকায় দেশের অবস্থান 30.9 শতাংশ শেয়ার নিলে 2030 সালের মধ্যে ভারত চতুর্থ অবস্থানে চলে যাবে।
- সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত একটি গহ্বর
কার নামে রাখা হলো ?
A. Kalpana Chawla
B. Nil Armstrong
C. Rakesh Sharma
D. Matthew Henson
Ans: D. Matthew Henson
Current Affairs Bangla 26th September 2021
Exp- তিনি 1909 সালে সুমেরু অঞ্চলের সবথেকে উঁচু স্থান প্রথম আরোহণ করেছিলেন।
- কোন চলচ্চিত্রটি সুইডিশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2021-এ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে ?
A. শেষ টিয়ার
B. হোস্টেন
C. জোজি
D. আসলান
Ans: C. জোজি
Exp- ফাহাদ ফাসিলের মালয়ালম ফিচার ফিল্ম জোজি সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল 2021-এ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে।
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :