Daily Current Affairs Bangla 29th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Current Affairs Bangla 29th September 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।
1.সম্প্রতি সমর্পণ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
A. রাজস্থান
B. উত্তরপ্রদেশ
C. হরিয়ানা
D. ছত্তিশগড়
Ans: C. হরিয়ানা
Exp- হরিয়ানার রাজধানী হল চণ্ডীগড় এবং মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার।
Current Affairs Bangla 29th September
- সম্প্রতি কোন রাজ্যের Cucumber কে GI Tag দেওয়া হয়েছে ?
A. নাগাল্যান্ড
B. মিজোরাম
C. পাঞ্জাব
D. উত্তরাখন্ড
Ans: A. নাগাল্যান্ড
Exp- নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিও রিও এবং গভর্নর হলেন জগদীশ মুখী।
- সম্প্রতি সমলিঙ্গ বিবাহ বৈধ হিসাবে ঘোষণা করলো
কোন দেশ ?
A. নেদারল্যান্ড
B. জাপান
C. কুয়েত
D. সুইজারল্যান্ড
Ans: B. সুইজারল্যান্ড
Exp- সুইজারল্যান্ডের রাজধানী- বার্ন।
Current Affairs Bangla 29th September
- কোন রাজ্য উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কে সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানীত করবে ?
A. জম্বু ও কাশ্মীর
B. মেঘালয়
C. মিজোরাম
D. আসাম
Ans: D. আসাম
Exp- আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শৰ্মা।
- সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সিতে লেন দেন কে অবৈধ ঘোষিত করেছে ?
A. চীন
B. অ্যামেরিকা
C. জার্মানি
D. রাশিয়া
Ans: A. চীন
Exp- সেন্ট্রাল ব্যাংক অফ চায়না 23 সেপ্টেম্বার এটি ঘোষণা করলো। বেআইনি লেনদেন এবং কালো টাকা আটকানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সম্প্রতি বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণি ঝর গুলাব এর নাম করণ করেছে কোন দেশ ?
A. বাংলাদেশ
B. পাকিস্তান
C. ভুটান
D. মায়ানমার
Ans: B. পাকিস্তান
Exp- উড়িষ্যার গোপালপুর উপকূল থেকে 500 কিমি দূরে এই ঘূর্ণি ঝরের উৎপত্তি হয়েছে।
Current Affairs Bangla 29th September
- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জি কৃষ্ণা রেড্ডি কোন রাজ্যে “State Soil Testing Laboratory” এর উদ্বোধন করলেন ?
A. রাজস্থান
B. সিকিম
C. গোয়া
D. নাগাল্যান্ড
Ans: D. নাগাল্যান্ড
Exp- কোহিমা তে এটি তৈরি করা হলো। এখানে খরচের 90% কেন্দ্র এবং 10% রাজ্য বহন করবে। বৈজ্ঞানীক পদ্ধতিতে চাষাবাদে সাহায্য করবে এটি।
- কোন রাজ্যের “সোজাত মেহেন্দি” কে GI Tag দেওয়া হল ?
A. রাজস্থান
B. বিহার
C. মধ্যপ্রদেশ
D. উত্তরপ্রদেশ
Ans: A. রাজস্থান
Exp- ভৌগোলিক নির্দেশক হচ্ছে কোনো সামগ্ৰীর ব্যবহার করা বিশেষ নাম বা চিহ্ন। এই নাম বা চিহ্ন নিৰ্দিষ্ট সামগ্ৰীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস অনুসারে নিৰ্ধারণ করা হয়। ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্ৰী নিৰ্দিষ্ট গুণগত মানদণ্ড বা নিৰ্দিষ্ট প্ৰস্তুত প্ৰণালী অথবা বিশেষত্ব নিশ্চিত করে।
- তেইশ হাজার বছরের পুরনো মানুষের পায়ের ছাপ সম্প্রতি আমেরিকার কোন রাজ্যে পাওয়া গেছে ?
A. নিউ ইয়র্ক
B. ওয়াশিংটন
C. নিউ মেক্সিকো
D. ক্যালিফোর্নিয়া
Ans: C. নিউ মেক্সিকো
Exp- উত্তর অ্যামেরিকায় পাওয়া সবথেকে পুরনো পায়ের ছাপের একটি নিদর্শন।
- Asiamoney-র সমীক্ষা অনুযায়ী, ভারতে Most Outstanding Company তালিকায় প্রথম স্থানে আছে কোন ব্যাংক ?
A. Yes Bank
B. SBI Bank
C. Bandhan Bank
D. HDFC Bank
Ans: D. HDFC Bank
Exp- HDFC Bank এর হেড কোয়ার্টার-মুম্বাই এবং প্রতিষ্ঠা 1994 সালে আগস্ট মাসে।
Current Affairs Bangla 29th September
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :