Current Affairs

Daily Current Affairs Bangla 2nd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 2nd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক ব্রোঞ্জ কে জিতলেন ?

A. পিভি সিন্ধু
B. সাইনা নিহওয়াল
C. অদিতি মুতাতকার
D. এন. সিক্কী রেড্ডি

Ans: A. পিভি সিন্ধু

PV Sindhu Wiki,Biography, Family, Career, Achievements, Age, Boyfriend & More | Latest In India
P V sindhu

Exp- টোকিও অলিম্পিকে দেশকে পদক এনে দিলেন পিভি সিন্ধু। চীনের হে বিং জিয়াংকে 21–13, 21–15 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন। অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ব্যক্তিগত বিভাগে দু–দুটি পদক জিতে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু।

Current Affairs Bangla 2nd August

  1. Intrinsic নামে একটি রোবোটিক্স কোম্পানি চালু করতে চলেছে কারা ?

A. Alphabet
B. IBM
C. Microsoft
D. Reliance

Ans: A. Alphabet

Exp- এরা ব্যাবসায়িক ক্ষেত্রে ব্যাবহিত রোবট এর জন্য সফটওয়্যার তৈরি করবে। এই Alphabet হলো গুগল এর পেরেন্ট অরগ্যানাইজেসন।

Current Affairs Bangla 2nd August

  1. ধ্রুবকদের প্রশিক্ষণের জন্য কোন সংস্থা “সাবিত্রী বাই স্কুলে বিশ্ব বিদ্যালয়ের” সঙ্গে চুক্তি করলো ?

A. TCS
B. Maruti Suzuki
C. Intel
D. Facebook

Ans: B. Maruti Suzuki

Exp- সমস্ত যুবকদের 3 বছর ট্রেনিং করিয়ে শংসাপত্র প্রদানকরা হবে।

Current Affairs Bangla 2nd August

  1. সম্প্রতি 12 টি পূর্ব আফ্রিকার দেশ একসঙ্গে যে সামরিক অনুশীলন করলো তার নাম কি ?

A. Vajra Prahar
B. Dustlik
C. Garuda Shakti
D. Cutlass Express

Ans: D. Cutlass Express

Exp- আফ্রিকার পূর্ব উপকূলে এটি অনুষ্ঠিত হলো ।আফ্রিকার 12 টি দেশ ছাড়া ভারত, আমেরিকা, ইউকে এতে অংশ গ্রহণ করেছিলো।

Current Affairs Bangla 2nd August

  1. কোন রাজ্য “রাজীব গান্ধী গ্রামীন কৃষি ভূমিহীন ন্যায় যোজনা” চালু করলো ?

A. গুজরাট
B. রাজস্থান
C. ছত্তিশগড়
D. উত্তরপ্রদেশ

Ans: C. ছত্তিশগড়

Exp- সমস্ত ভূমিহীন কৃষকদের বছরে 6000 টাকা করে প্রদান করবে।

Current Affairs Bangla 2nd August

  1. বিশ্বের প্রথম ক্লিন নিউক্লিয়ার রিয়াক্টর তৈরি করলো কোন দেশ ?

A. পর্তুগাল
B. জাপান
C. চীন
D. রাশিয়া

Ans: C. চীন

Exp- এখানে রিয়্যাক্টর ঠাণ্ডা করার জন্য জলের প্রয়োজন পরবে না। এর সঙ্গে তারা 2030 এর মধ্যে এটি বানিজ্যিক ভাবে তৈরির কথাও ঘোষণা করলো।

  1. ভারত ও কোন দেশের মধ্যে 36 তম CORPAT শুরু হল ?

A. জাপান
B. অস্ট্রেলিয়া
C. রাশিয়া
D. ইন্দোনেশিয়া

Ans: D. ইন্দোনেশিয়া

Exp- ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে এই অভ্যাস 30 ও 31 জুলাই আয়োজিত হল ভারত মহাসাগর। ভারতীয় নৌজাহাজ “সরযূ” অংশগ্রহন করলো।

  1. ভারতের প্রথম গ্রিন স্পেশাল ইকনমিক জোন হলো কোন স্থান ?

A. কোচি
B. সান্তা ক্রুজ
C. কাণ্ডালা
D. চেন্নাই

Ans: C. কাণ্ডালা

Exp- এটি গুজরাটের কচ্ছের রনের কাছে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম স্পেশাল ইকোনমিক জোনও ।

  1. Natwest Group Earth Heroes Award’ forcat ভারতের কোন টাইগার রিজার্ভ ?

A. সাতপুরা টাইগার রিজার্ভ
B. নামদাফা টাইগার রিজার্ভ
C. পান্না টাইগার রিজার্ভ
D. সিমলিপাল টাইগার রিজার্ভ

Ans: A. সাতপুরা টাইগার রিজার্ভ

Exp- সাতপুরা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত।

  1. সম্প্রতি কে প্রেস্টিজিয়াস “মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2021″ দ্বারা সম্মানিত হলেন ?

A. লতা মঙ্গেশকর
B. আশা ভোঁসলে
C. শচীন টেন্ডুলকার
D. মীরাবাঈ চানু

Ans: B. আশা ভোঁসলে

Exp- আশা ভোঁসলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা সংগীত ইতিহাসে সর্বাধিক রেকর্ড করা শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ভারত সরকার 2000 সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2008 সালে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করেছে।

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 31th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!