Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Daily Current Affairs Bangla 2nd September 2021 এর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন -উত্তর সহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- বিশ্ব নারকেল দিবস পালন করা হয় কোন তারিখে ?
A. 2রা সেপ্টেম্বর
B. 9ই ডিসেম্বর
C. 5ই জানুয়ারি
D. 11ই জুলাই
Ans: A. 2রা সেপ্টেম্বর
Exp- নারকেল এমন একটি ফল, যা শুধু ভারত নয়, জড়িয়ে রয়েছে বিভিন্ন উপমহাদেশের জীবন-জীবিকার সঙ্গে। একটি বহুমুখী উপাদান নারকেল। একই অঙ্গে বহু রূপ। কখনও এটি খাবার, কখনও পানীয়, কখনও জ্বালানি, কখনও বাড়ির ‘ডেকরেশন’ উপাদান।
- মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?
A. পশ্চিমবঙ্গ
B. গুজরাট
C. কেরালা
D. অন্ধ্রপ্রদেশ
Ans: C. কেরালা
Exp- কেরালার রাজধানী তিরুবন্তপুরম এবং মুখ্যমন্ত্রী হলেন পিনারায়ী বিজয়ন।
- ভারতের প্রথম রাজ্য হিসাবে তিনটি শহরের জন্য “ওয়াটার প্লাস সার্টিফিকেট” পেল কোন রাজ্য ?
A. উত্তরপ্রদেশ
B. অন্ধ্রপ্রদেশ
C. গুজরাট
D. কেরালা
Ans: B. অন্ধ্রপ্রদেশ
Exp- ওয়াটার প্লাস সার্টিফিকেট প্রাপ্ত শহর গুলি হলো বিশাখাপত্তনম, বিজয়ারা এবং তিরুপতি।
- HSBC এর ইনডেপেন্ডেন্ট ডিরেক্টর পদে কে নির্বাচিত হলেন ?
A. রজনিশ কুমার
B. উর্জিত প্যাটেল
C. দীনেশ কুমার খাড়া
D. এন ভি রামনা
Ans: A. রজনিশ কুমার
Exp- HSBC- Hongkong and Shanghai Banking corporation.
- বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল তৈরি করলো কোন দেশ ?
A. ইংল্যান্ড
B. সংযুক্ত আরব আমিরাত
C. সৌদি আরব
D. ফ্রান্স
Ans: B. সংযুক্ত আরব আমিরাত
Exp- অক্টোবার মাসে এর উদ্বোধন করা হবে। এর উচ্চতা 250 মিটার। দুবাই এর Bluewaters Island এ এটি তৈরি করা হলো।
- টোকিও প্যারা অলিম্পিকে “দেবেন্দ্র ঝাঁজারিয়া” কোন পদক জিতলেন ?
A. স্বর্ণ
B. রৌপ্য
C. ব্রোঞ্জ
D. কোনোটিই নয়
Ans: B. রৌপ্য
Exp- 2004 ও 2016 সালে প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক পান দেবেন্দ্র ঝাঁজারিয়া।
- Fit India মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
A. অনুরাগ ঠাকুর
B. কিরেন ঋজিজু
C. নরেন্দ্র মোদী
D. ধর্মেন্দ্র প্রধান
Ans: D. অনুরাগ ঠাকুর
Exp- অনুরাগ ঠাকুর বর্তমানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।
- EASE Reforms Index Award 2021 জিতলো কোন ব্যাঙ্ক ?
A. Axis Bank
B. Bank of Baroda
C. Union Bank of India
D. State Bank of India
Ans: D. State Bank of India
Exp- দ্বিতীয় স্থানে আছে ব্যাংক অফ বরোদা এবং তৃতীয় স্থানে আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থ মন্ত্রী নির্মলা সিতারমন এই পুরষ্কার প্রদান করলেন।
- কোন রাজ্য “মিশন বাৎসল্য” যোজনা চালু করলো ?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. হরিয়ানা
D. পাঞ্জাব
Ans: B. মহারাষ্ট্র
Exp- যে সব মহিলারা Covid এর কারনে তাদের স্বামী হারিয়েছেন তাদের কে সাহায্য করার জন্য এই যোজনা চালু করা হয়েছে।
- HSBC Asia-র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে ?
A. সুখদেব রায়
B. অমিতাভ চৌধুরী
C. রাজনিস কুমার
D. দীনেশ কুমার খাড়া
Ans: C. রাজনিস কুমার
Exp- তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 1st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 31th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 30th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা