Current Affairs

Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

নিচে Daily Current Affairs Bangla 2nd September 2021 এর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন -উত্তর সহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. বিশ্ব নারকেল দিবস পালন করা হয় কোন তারিখে ?

A. 2রা সেপ্টেম্বর
B. 9ই ডিসেম্বর
C. 5ই জানুয়ারি
D. 11ই জুলাই

Ans: A. 2রা সেপ্টেম্বর

Exp- নারকেল এমন একটি ফল, যা শুধু ভারত নয়, জড়িয়ে রয়েছে বিভিন্ন উপমহাদেশের জীবন-জীবিকার সঙ্গে। একটি বহুমুখী উপাদান নারকেল। একই অঙ্গে বহু রূপ। কখনও এটি খাবার, কখনও পানীয়, কখনও জ্বালানি, কখনও বাড়ির ‘ডেকরেশন’ উপাদান।

  1. মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?

A. পশ্চিমবঙ্গ
B. গুজরাট
C. কেরালা
D. অন্ধ্রপ্রদেশ

Ans: C. কেরালা

Exp- কেরালার রাজধানী তিরুবন্তপুরম এবং মুখ্যমন্ত্রী হলেন পিনারায়ী বিজয়ন।

  1. ভারতের প্রথম রাজ্য হিসাবে তিনটি শহরের জন্য “ওয়াটার প্লাস সার্টিফিকেট” পেল কোন রাজ্য ?

A. উত্তরপ্রদেশ
B. অন্ধ্রপ্রদেশ
C. গুজরাট
D. কেরালা

Ans: B. অন্ধ্রপ্রদেশ

Exp- ওয়াটার প্লাস সার্টিফিকেট প্রাপ্ত শহর গুলি হলো বিশাখাপত্তনম, বিজয়ারা এবং তিরুপতি।

  1. HSBC এর ইনডেপেন্ডেন্ট ডিরেক্টর পদে কে নির্বাচিত হলেন ?

A. রজনিশ কুমার
B. উর্জিত প্যাটেল
C. দীনেশ কুমার খাড়া
D. এন ভি রামনা

Ans: A. রজনিশ কুমার

Exp- HSBC- Hongkong and Shanghai Banking corporation.

  1. বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল তৈরি করলো কোন দেশ ?

A. ইংল্যান্ড
B. সংযুক্ত আরব আমিরাত
C. সৌদি আরব
D. ফ্রান্স

Ans: B. সংযুক্ত আরব আমিরাত

Exp- অক্টোবার মাসে এর উদ্বোধন করা হবে। এর উচ্চতা 250 মিটার। দুবাই এর Bluewaters Island এ এটি তৈরি করা হলো।

  1. টোকিও প্যারা অলিম্পিকে “দেবেন্দ্র ঝাঁজারিয়া” কোন পদক জিতলেন ?

A. স্বর্ণ
B. রৌপ্য
C. ব্রোঞ্জ
D. কোনোটিই নয়

Ans: B. রৌপ্য

Exp- 2004 ও 2016 সালে প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক পান দেবেন্দ্র ঝাঁজারিয়া।

  1. Fit India মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

A. অনুরাগ ঠাকুর
B. কিরেন ঋজিজু
C. নরেন্দ্র মোদী
D. ধর্মেন্দ্র প্রধান

Ans: D. অনুরাগ ঠাকুর

Exp- অনুরাগ ঠাকুর বর্তমানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।

  1. EASE Reforms Index Award 2021 জিতলো কোন ব্যাঙ্ক ?

A. Axis Bank
B. Bank of Baroda
C. Union Bank of India
D. State Bank of India

Ans: D. State Bank of India

Exp- দ্বিতীয় স্থানে আছে ব্যাংক অফ বরোদা এবং তৃতীয় স্থানে আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থ মন্ত্রী নির্মলা সিতারমন এই পুরষ্কার প্রদান করলেন।

  1. কোন রাজ্য “মিশন বাৎসল্য” যোজনা চালু করলো ?

A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. হরিয়ানা
D. পাঞ্জাব

Ans: B. মহারাষ্ট্র

Exp- যে সব মহিলারা Covid এর কারনে তাদের স্বামী হারিয়েছেন তাদের কে সাহায্য করার জন্য এই যোজনা চালু করা হয়েছে।

  1. HSBC Asia-র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে ?

A. সুখদেব রায়
B. অমিতাভ চৌধুরী
C. রাজনিস কুমার
D. দীনেশ কুমার খাড়া

Ans: C. রাজনিস কুমার

Exp- তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 1st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 31th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 30th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button