Daily Current Affairs Bangla 4th October 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Current Affairs Bangla 4th October 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
- অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন ?
A. Harmanpreet Kaur
B. Smriti Mandhana
C. Mithali Raj
D. Shafali Verma
Ans: B. Smriti Mandhana
Exp- মোট 18 টি চার ও 1 টি ছয় রয়েছে তাঁর শতরানের ইনিংসে।
Current Affairs Bangla 4th October 2021
- কোন দেশ নভেম্বরে 18 মাসের আন্তর্জাতিক সীমান্ত বিধিনিষেধ প্রত্যাহার করবে ?
A. রাশিয়া
B. কানাডা
C. অস্ট্রেলিয়া
D. দক্ষিণ কোরিয়া
Ans: C. অস্ট্রেলিয়া
Exp- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
- রূপিন্দর পাল সিং সম্প্রতি নিম্নের কোন খেলা থেকে অবসর ঘোষণা করলেন ?
A. গলফ
B. ক্রিকেট
C. ভলিবল
D. হকি
Ans: D. হকি
Exp- দেশের হয়ে মোট 223 টি ম্যাচ খেলেছেন রূপিন্দর পাল সিং। টোকিও অলিম্পিকে তিনি মোট 3 টি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন।
Current Affairs Bangla 4th October 2021
- কে National Securities Depositors এর MD ও Chairman নিযুক্ত হলেন ?
A. রিতেশ পাতিল
B. নেহা অগ্রবাল
C. শিবাংশ ত্রিবেদী
D. পদ্মজা চুঁদুরু
Ans: D. পদ্মজা চুঁদুরু
Exp- এর আগে তিনি ইন্ডিয়ান ব্যাংকের MD ও CEO পদে কাজ করেছেন।
- AsiaMoney এর সমীক্ষা অনুযায়ী ভারতে Most Outstanding Company এর তালিকায় প্রথম স্থানে অবস্থিত কোন কোম্পানি ?
A. HDFC Bank Limited
B. ICICI Bank
C. PNB
D. SBI
Ans: A. HDFC Bank Limited
Exp- HDFC Bank Limited এর হেডকোয়ার্টার মুম্বাই এবং
CEO হলেন Shashidhar Jagadishan.
- ভারতের প্রথম সাউন্ডপ্রুফ হাইওয়ে সম্প্রতি কোন রাজ্যে নির্মিত হয়েছিল ?
A. উত্তর প্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. অন্ধ্রপ্রদেশ
D. অরুণাচল প্রদেশ
Ans: B. মধ্যপ্রদেশ
Exp- মধ্যপ্রদেশ, মধ্য ভারতের একটি রাজ্য। এর রাজধানী ভোপাল এবং বৃহত্তম শহর ইন্দোর।
Current Affairs Bangla 4th October 2021
- শ্রীলঙ্কা কোন দেশে উৎপাদিত জৈব সার আমদানি নিষিদ্ধ করেছে ?
A. ভারত
B. চীন
C. রাশিয়া
D. বাংলাদেশ
Ans: B. চীন
Exp- শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। 1972 সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল।
- কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের তিনটি জেলায় সশস্ত্র বাহিনী আইন আরও ছয় মাস বাড়িয়েছে ?
A. গোয়া
B. অরুণাচল প্রদেশ
C. মনিপুর
D. নাগাল্যান্ড
Ans: B. অরুণাচল প্রদেশ
Exp- অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর।
- Indian Society Of Advertisers (ISA) চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
A. সুনীল কাটারিয়া
B. অমিত শ্রীবাস্তব
C. সুনীল দত্ত
D. রোহিত সিং
Ans: A. সুনীল কাটারিয়া
Exp- সুনীল কাটারিয়া গত পাঁচ বছরে সোসাইটির নেতৃত্ব দিয়েছেন সহকারী নির্বাহী পরিষদের সদস্যদের, আইএসএ সদস্যদের এবং অন্যান্য শিল্প সংস্থার সহযোগিতা অর্জনের মাধ্যমে।
Current Affairs Bangla 4th October 2021
- সম্প্রতি টাটা টেকনোলজিস উদ্ভাবনকে উৎসাহিত করতে কোন রাজ্য সরকারের সাথে চুক্তি করেছে ?
A. মণিপুর
B. জম্মু ও কাশ্মীর
C. উত্তর প্রদেশ
D. নাগাল্যান্ড
Ans: A. মণিপুর
Exp- মণিপুর হল উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। মণিপুরের রাজধানী ইম্ফল।
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স: