Current Affairs

Daily Current Affairs Bangla 4th October 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Current Affairs Bangla 4th October 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।

  1. অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন ?

A. Harmanpreet Kaur
B. Smriti Mandhana
C. Mithali Raj
D. Shafali Verma

Ans: B. Smriti Mandhana

Exp- মোট 18 টি চার ও 1 টি ছয় রয়েছে তাঁর শতরানের ইনিংসে।

Current Affairs Bangla 4th October 2021

  1. কোন দেশ নভেম্বরে 18 মাসের আন্তর্জাতিক সীমান্ত বিধিনিষেধ প্রত্যাহার করবে ?

A. রাশিয়া
B. কানাডা
C. অস্ট্রেলিয়া
D. দক্ষিণ কোরিয়া

Ans: C. অস্ট্রেলিয়া

Exp- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।

  1. রূপিন্দর পাল সিং সম্প্রতি নিম্নের কোন খেলা থেকে অবসর ঘোষণা করলেন ?

A. গলফ
B. ক্রিকেট
C. ভলিবল
D. হকি

Ans: D. হকি

Exp- দেশের হয়ে মোট 223 টি ম্যাচ খেলেছেন রূপিন্দর পাল সিং। টোকিও অলিম্পিকে তিনি মোট 3 টি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন।

Current Affairs Bangla 4th October 2021

  1. কে National Securities Depositors এর MD ও Chairman নিযুক্ত হলেন ?

A. রিতেশ পাতিল
B. নেহা অগ্রবাল
C. শিবাংশ ত্রিবেদী
D. পদ্মজা চুঁদুরু

Ans: D. পদ্মজা চুঁদুরু

Exp- এর আগে তিনি ইন্ডিয়ান ব্যাংকের MD ও CEO পদে কাজ করেছেন।

  1. AsiaMoney এর সমীক্ষা অনুযায়ী ভারতে Most Outstanding Company এর তালিকায় প্রথম স্থানে অবস্থিত কোন কোম্পানি ?

A. HDFC Bank Limited
B. ICICI Bank
C. PNB
D. SBI

Ans: A. HDFC Bank Limited

Exp- HDFC Bank Limited এর হেডকোয়ার্টার মুম্বাই এবং
CEO হলেন Shashidhar Jagadishan.

  1. ভারতের প্রথম সাউন্ডপ্রুফ হাইওয়ে সম্প্রতি কোন রাজ্যে নির্মিত হয়েছিল ?

A. উত্তর প্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. অন্ধ্রপ্রদেশ
D. অরুণাচল প্রদেশ

Ans: B. মধ্যপ্রদেশ

Exp- মধ্যপ্রদেশ, মধ্য ভারতের একটি রাজ্য। এর রাজধানী ভোপাল এবং বৃহত্তম শহর ইন্দোর।

Current Affairs Bangla 4th October 2021

  1. শ্রীলঙ্কা কোন দেশে উৎপাদিত জৈব সার আমদানি নিষিদ্ধ করেছে ?

A. ভারত
B. চীন
C. রাশিয়া
D. বাংলাদেশ

Ans: B. চীন

Exp- শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। 1972 সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল।

  1. কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের তিনটি জেলায় সশস্ত্র বাহিনী আইন আরও ছয় মাস বাড়িয়েছে ?

A. গোয়া
B. অরুণাচল প্রদেশ
C. মনিপুর
D. নাগাল্যান্ড

Ans: B. অরুণাচল প্রদেশ

Exp- অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর।

  1. Indian Society Of Advertisers (ISA) চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?

A. সুনীল কাটারিয়া
B. অমিত শ্রীবাস্তব
C. সুনীল দত্ত
D. রোহিত সিং

Ans: A. সুনীল কাটারিয়া

Exp- সুনীল কাটারিয়া গত পাঁচ বছরে সোসাইটির নেতৃত্ব দিয়েছেন সহকারী নির্বাহী পরিষদের সদস্যদের, আইএসএ সদস্যদের এবং অন্যান্য শিল্প সংস্থার সহযোগিতা অর্জনের মাধ্যমে।

Current Affairs Bangla 4th October 2021

  1. সম্প্রতি টাটা টেকনোলজিস উদ্ভাবনকে উৎসাহিত করতে কোন রাজ্য সরকারের সাথে চুক্তি করেছে ?

A. মণিপুর
B. জম্মু ও কাশ্মীর
C. উত্তর প্রদেশ
D. নাগাল্যান্ড

Ans: A. মণিপুর

Exp- মণিপুর হল উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। মণিপুরের রাজধানী ইম্ফল।

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:

Current Affairs Bangla 2nd October

Current Affairs Bangla 1st October

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!