এখানে Daily Current Affairs Bangla 5th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- 2021 সালের অক্টোবরে কোন রাজ্যের ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠিত হবে ?
A. পশ্চিমবঙ্গ
B. মহারাষ্ট্র
C. ওড়িশা
D. বিহার
Ans: A. পশ্চিমবঙ্গ
Exp- পশ্চিমবঙ্গ ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ফাংশন 6 অক্টোবর, 2021-এ অনুষ্ঠিত হবে।
- Rabobank’s 2021 Global Top 20 Dairy Companies তালিকা Amul-এর স্থান কত ?
A. 12
B. 14
C. 18
D. 24
Ans: C. 18
Exp- এই লিস্টে প্রথম স্থানে আছে ফ্রান্সের Lactalis কোম্পানী।
- সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা কোন রাজ্যের “বেটি বাঁচাও বেটি পড়াও” ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ?
A. উত্তরাখন্ড
B. রাজস্থান
C. হরিয়ানা
D. মহারাষ্ট্র
Ans: B. রাজস্থান
Exp- ইনি প্রথম ভারতিয় মহিলা যিনি প্যারালিম্পিকে সোনা জিতেছেন।
- কোনটি অ্যাসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD) 2021 সেরা পুরস্কারে ভূষিত হয়েছে ?
A. এনটিপিসি লিমিটেড
B. তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন
C. হিন্দুস্তান পেট্রোলিয়াম
D. পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড
Ans: D. পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড
Exp- পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (POWERGRID) 2 সেপ্টেম্বর 2021 এ অ্যাসোসিয়েশন ফর . ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD) 2021 সেরা পুরস্কারে ভূষিত হয়েছে।
- সম্প্রতি Apple এবং Google পেমেন্ট অ্যাপ ব্যান করলো কোন দেশ ?
A. চীন
B. জাপান
C. দক্ষিণ কোরিয়া
D. অস্ট্রেলিয়া
Ans: C. দক্ষিণ কোরিয়া
Exp- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।
- 2021 সালের সেপ্টেম্বরে, কোন রাজ্যটি একটি নতুন প্ল্যাটফর্ম ই-রিসিপ্ট 2.0 চালু করেছে ?
A. ওড়িশা
B. রাজস্থান
C. বিহার
D. গুজরাট
Ans: A. ওড়িশা
Exp- ওড়িশা সরকার 2 সেপ্টেম্বর 2021-এ একটি নতুন প্ল্যাটফর্ম ই-রিসিপ্ট 2.0 চালু করে। নতুন ব্যবস্থায় ভারতীয় ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাংকের পেমেন্ট গেটওয়ে পরিষেবা প্রদানকারীদের ওড়িশা ট্রেজারি পোর্টালের সাথে একীভূত করা হয়েছিল
সমস্ত কম্পিটিস্তিয় পরীক্ষার জন্য।
- সম্প্রতি New Development Bank-এর নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো কয়টি দেশ ?
A. 2 টি
B. 3 টি
C. 6 টি
D. 8 টি
Ans: B. 3 টি
Exp- তিনটি দেশ হলো- বাংলাদেশ, উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত।
- সম্প্রতি অবসর ঘোষণাকারী Dale Steyn, কোন দেশের ক্রিকেটার ?
A. ওয়েস্ট ইন্ডিজ
B. নিউজিল্যান্ড
C. দক্ষিণ আফ্রিকা
D. ইংল্যান্ড
Ans: C. দক্ষিণ আফ্রিকা
Exp- Dale Steyn দক্ষিণ আফ্রিকার একজন ফাস্ট বোলার ছিলেন। তার অভিষেক হয় 2004 সালে।
- “Bird Photographer of the Year 2021” জিতলেন Alejandro Prieto, তিনি কোন দেশের ফটোগ্রাফার ?
A. মেক্সিকো
B. জাপান
C. ফিলিপাইন
D. ইউক্রেন
Ans: A. মেক্সিকো
Exp- তাঁর তোলা ছবিটির নাম দেওয়া হয়েছে- ‘Blocked’.
- মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ‘Saath’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য ?
A. মনিপুর
B. পশ্চিমবঙ্গ
C. নাগাল্যান্ড
D. জম্মু-কাশ্মীর
Ans: D. জম্মু-কাশ্মীর
Exp- জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর-মনোজ সিনহা।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 4th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 3rd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা