Daily Current Affairs Bangla 8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন নীরজ চোপড়া, তিনি কোন খেলার সাথে যুক্ত ?
A. জ্যাভলিং থ্রোয়িং
B. ব্যাডমিন্টন
C. সাঁতার
D. দাবা
Ans: A. জ্যাভলিং থ্রোয়িং
Exp- স্বাধীন ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনা জিতলেন নীরজ চোপড়া। শনিবার জ্যাভলিনের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নীরজ। প্রথম প্রচেষ্টায় 87.03 মিটার ছুড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব আরও বাড়িয়ে নেন তিনি। এ বার ছোড়েন 87.58 মিটার।
Current Affairs Bangla 8th August
- ভারতীয় বিমান বাহিনী কোথায় রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করবে ?
A. পশ্চিমবঙ্গে
B. গুজরাটে
C. তামিলনাড়ুতে
D. রাজস্থানে
Ans: A. পশ্চিমবঙ্গ
Exp- অলিপুরদোয়ার জেলার হাসিমারা আয়ারবেসে তৈরি করা হবে ।
Current Affairs Bangla 8th August
- দাদাসাহেব ফালকে টেলিভিশন পুরষ্কার 2021 জিতলো কোন এজেন্সি ?
A. Red Entertainment
B. Freakout Entertainment
C. LAOCON Media
D. UTV Movies
Ans: B. Freakout Entertainment
Exp- এটি একটি মুভি প্রমোশন কোম্পানি। 200 এর বেশী ফিল্ম সিটি টুরে ম্যানেজ এর জন্য তারা এই পুরস্কার পেলো।
Current Affairs Bangla 8th August
- Eurosport India চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা ?
A. জন আব্রাহাম
B. আমির খান
C. বরুণ ধাওয়ান
D. শাহরুখ খান
Ans: A. জন আব্রাহাম
Exp- জন আব্রাহাম একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং প্রাক্তন মডেল ও গায়ক।
Current Affairs Bangla 8th August
- দীর্ঘ 41 বছরের মধ্যে প্রথমবার হকিতে কোন অলিম্পিক মেডেল জিতলো ভারত ?
A. সোনা
B. রুপো
C. ব্রোঞ্জ
D. তামা
Ans: C. ব্রোঞ্জ
Exp- জার্মানিকে 5-4 গোলে পরাজিত করেই টোকিও
অলিম্পিকে ব্রোঞ্জের মেডেল জিতলো ভারত।
- Manpreet Vohra কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হলেন ?
A. New Zeland
B. Argentina
C. South Africa
D. Nauru
Ans: D. Nauru
Exp- ইনি বর্তমানে অস্ট্রেলিয়ার হাই কমিশনার। ইনি এর আগে মেক্সিকো এবং আফগানিস্তানের রাষ্ট্রদূত ছিলেন।
Current Affairs Bangla 8th August
- রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কার নামে রাখা হল ?
A. ধ্যান চাঁদ
B. নরেন্দ্র মোদি
C. অটল বিহারী বাজপেয়িমেজর
D. অরুন জেটলি
Ans: A. ধ্যান চাঁদ
Exp- পুরস্কারটি 1991-92 সালে উদ্বোধন করা হয়েছিল, এই পুরস্কারে একটি পদক, একটি শংসাপত্র এবং 25 লাখের নগদ পুরস্কার রয়েছে।
- কোন দেশ পঞ্চম দেশ হিসেবে ISA চুক্তিতে সাক্ষর করলো ?
A. ব্রিটেন
B. জার্মানি
C. রাশিয়া
D. জাপান
Ans: B. জার্মানি
ISA – International Solar Alliance, প্রতিষ্ঠা সাল 2015 এবং হেডকোয়ার্টার গুরুগ্রাম।
- জ্যুলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর কে নিযুক্ত হলেন ?
A. সুপর্ণা বক্সী
B. অনুরাধা মেহতা
C. ধৃতি ব্যানার্জি
D. রুপালি বিশ্বাস
Ans: C. ধৃতি ব্যানার্জি
Exp- জ্যুলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয় 1916 সালে এবং এর সদর দপ্তর কলকাতা।
- প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “সহজীবনম প্রোজেক্ট” লঞ্চ করলো কোন রাজ্য ?
A. হরিয়ানা
B. কেরালা
C. মহারাষ্ট্র
D. পশ্চিমবঙ্গ
Ans: B. কেরালা
Exp- এই প্রজেক্টের আওতায় প্রতিবন্ধীদের জন্য সাপোর্ট সেন্টার খোলা হবে।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 5th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা