Daily Current Affairs Bangla 7th October 2021| কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Current Affairs Bangla 7th October 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।
- কোন রাজ্যের 31 তম জেলা গঠিত হল “বিজয়নগর” ?
A. কর্ণাটক
B. মহারাষ্ট্র
C. তামিলনাড়ু
D. অন্ধ্রপ্রদেশ
Ans: A. কর্ণাটক
Exp- ঐতিহাসিক স্থান হ্যাম্পি এবার বিজয়নগরে অন্তর্ভুক্ত হবে।
- 2021 সালের অক্টোবরে কোন রাজ্য হ্রদের সুরক্ষার জন্য বিশেষ সেল গঠন করেছিল ?
A. তামিলনাড়ু
B. উত্তর প্রদেশ
C. মনিপুর
D. তেলঙ্গানা
Ans: D. তেলঙ্গানা
Exp- তেলেঙ্গানা সরকার বৃহত্তর হায়দ্রাবাদ পৌর কর্পোরেশনে (জিএইচএমসি) একটি বিশেষ সেল গঠন করেছে যাতে শহর এবং এর আশেপাশের হ্রদগুলি রক্ষা করা যায়। সেলটির নেতৃত্বে থাকবেন একজন বিশেষ কমিশনার (হ্রদ)।
Current Affairs Bangla 7th October 2021
- ভারত ও কোন দেশের মধ্যে পঞ্চম JIMEX-21 সামুদ্রিক নৌসেনা অভ্যাস আয়োজিত হল ?
A. ইন্দোনেশিয়া
B. জাপান
C. জার্মানি
D. মালদ্বীপ
Ans: B. জাপান
Exp- আরব সাগরে 6-8 অক্টোবর আয়োজিত হবে।
- কোন মন্ত্রণালয় বৌদ্ধ সার্কিট ট্রেন এফএএম ট্যুর নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল ?
A. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
B. পর্যটন মন্ত্রনালয়
C. সংস্কৃতি মন্ত্রনালয়
D. জল শক্তি মন্ত্রনালয়
Ans: B. পর্যটন মন্ত্রনালয়
Exp- পর্যটন মন্ত্রণালয় একটি বৌদ্ধ সার্কিট ট্রেন FAM ভ্রমণ ও সম্মেলনের আয়োজন করছে যা 4-8 অক্টোবর পর্যন্ত নির্ধারিত। এটি বোধগয়া এবং বারাণসীতে বিশিষ্ট বৌদ্ধ সাইট এবং সম্মেলন পরিদর্শন করবে।
Current Affairs Bangla 7th October 2021
- সম্প্রতি কাকে জনপ্রিয় গোপীনাথ বরদলৈ পুরস্কার দ্বারা সম্মানিত করা হল ?
A. নিরোধ কুমার বড়ুয়া
B. এম ভেঙ্কাইয়া নাইডু
C. রামনাথ কবিন্দ
D. নরেন্দ্র মোদি
Ans: A. নিরোধ কুমার বড়ুয়া
Exp- এই পুরস্কার রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বোরদোলোর স্মরণে আসাম সরকার চালু করেছিল।
- সম্প্রতি কে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (PHDCCI) সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন ?
A. মুখমিট এস ভাটিয়া
B. প্রদীপ মুলতানি
C. অজয় শেঠ
D. উর্জিত প্যাটেল
Ans: B. প্রদীপ মুলতানি
Exp- মুলতানি ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান প্রদীপ মুলতানি 4 অক্টোবর 2021-এ শিল্প সংস্থা পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (PHDCCI) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
Current Affairs Bangla 7th October 2021
- কে সম্প্রতি i-Drone প্রোগ্রাম লঞ্চ করলেন ?
A. পিজুস গোয়েল
B. ধর্মেন্দ্র প্রধান
C. মনসুখ মান্ডবিয়া
D. গৌতম নায়কব
Ans: C. মনসুখ মান্ডবিয়া
Exp– প্রধান লক্ষ্য হল উত্তরপূর্ব ভারতের দুর্গম অঞ্চলে ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন পৌঁছে দেওয়া।
*i-Drone – ICMR’s Drone Response and outreach
in North East.
- সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল গোরক্ষা সচেতনতা অভিযান শুরু করেছেন ?
A. হরিয়ানা
B. পাঞ্জাব
C. মহারাষ্ট্র
D. গুজরাট
Ans: B. পাঞ্জাব
Exp- পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন চরণজিত সিং চান্নি।
Current Affairs Bangla 7th October 2021
- কোন রাজ্যের GI tag যুক্ত “মিহিদানা মিঠাই” কে প্রথমবার বিদেশে রপ্তানী করা হল ?
A. পশ্চিমবঙ্গ
B. বিহার
C. ওড়িশা
D. আসাম
Ans: A. পশ্চিমবঙ্গ
Exp- সম্প্রতি বাহরিনে রপ্তানি করা হল।
- চেন্নাইকে বিশ্ব মানের শহর হিসাবে গড়ে তোলার জন্য কোন ব্যাংক 150 মিলিয়ন ডোলার লোন অনুমোদন দিল ?
A. SBI
B. ADB
C. RBI
D. World Bank
Ans: D. World Bank
Exp- World Bank এর হেডকোয়ার্টার- ওয়াশিংটন।
Current Affairs Bangla 7th October 2021
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :