Daily Current Affairs in Bengali 5th October 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Current Affairs in Bengali 5th October 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
- প্রতিবছর কোন দিনটি বিশ্ব পশু দিবস হিসেবে পালিত হয় ?
A. 12 শে জুলাই
B. 2 রা আগস্ট
C. 22 শে সেপ্টেম্বর
D. 4 ঠা অক্টোবর
Ans: D. 4 ঠা অক্টোবর
Exp- জীবজন্তুর অধিকার এবং কল্যাণের ওপর জোর দিয়ে এই দিনে বিপন্ন প্রজাতির জীব জন্তু সুরক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতিবছর দিনটি উদযাপন করা হয়।
- LIC এর MD পদে নিযুক্ত হলেন কে ?
A. শচীন বর্মন
B. অরুনাগসু ভট্টাচার্য
C. বি সি পট্টনায়ক
D. বিনায়ক বন্দোপাধ্যায়
Ans: C. বি সি পট্টনায়ক
Exp- LIC এর বর্তমান চেয়ারম্যান এম আর কুমার।
- সাম্প্রতি “Women’s National Boxing Championships” অনুষ্ঠিত হতে চলেছে কোন রাজ্যে ?
A. মহারাষ্ট্র
B. দিল্লি
C. রাজস্থান
D. হরিয়ানা
Ans : D. হরিয়ানা
Exp- এটি হরিয়ানার হিসারে অনুষ্ঠিত হবে 21 থেকে 27 শে অক্টোবর পর্যন্ত।
Current Affairs in Bengali 5th October 2021
- Jungle NAMA: A Story of the Sundarban বইটি লিখেছেন কে ?
A. অমিতাভ ঘোষ
B. চিরন্তন বক্সী
C. অরুনভ রায়
D. অতুল অগ্নিয়ত্রি
Ans: A. অমিতাভ ঘোষ
Exp- এটি হল অমিতাভ ঘোষের প্রথম অডিও বুক। এর মাধ্যমে সুন্দরবনের বনের বিস্ময় প্রকাশ করেছেন তিনি যার সাথে অতিরিক্ত পাওনা বিখ্যাত শিল্পী সালমান তুরের অত্যাশ্চর্য শিল্পকর্ম।
- 2021 সালের “Digital Quality of Life Index” অনুযায়ী ভারতের ৱ্যাঙ্ক কত ?
A. 59 তম
B. 61 তম
C. 66 তম
D. 69 তম
Ans: A. 59 তম
Exp- এই বছর এটির তৃতীয় সংস্করণ।
Current Affairs in Bengali 5th October 2021
- ভারত সরকারের মুখ্য ‘হাইড্রোগ্রাফার পদে কে দায়িত্বভার গ্রহণ করলেন ?
A. নিহার রঞ্জন শর্মা
B. অধীর অরোরা
C. নিখিল কুমার জোশি
D. শুভ্রমনিয়াম আইয়ার
Ans: B. অধীর অরোরা
Exp- ভাইস অ্যাডমিরাল অধীর অরোরা, এনএম ভাইস অ্যাডমিরাল বিনয় বাধওয়ারের কাছ থেকে ভারত সরকারের প্রধান হাইড্রোগ্রাফার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- সাম্প্রতিক ঘূর্ণিঝড় শাহীনের নাম প্রস্তাব করেছে কোন দেশ ?
A. ভারত
B. থাইল্যান্ড
C. কাতার
D. আফগানিস্তান
Ans: C. কাতার
Exp- শাহীন একটি আরবী শব্দ, যার অর্থ বাজ পাখি।
Current Affairs in Bengali 5th October 2021
- ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পের ম্যাসকট কোন জনপ্রিয় কার্টুন চরিত্র ?
A. মটু পাতলু
B. ডোরেমন
C. চাচা চৌধুরী
D. গোপাল ভাড়
Ans: C. চাচা চৌধুরী
Exp- নমামি গঙ্গে প্রকল্প প্রথম শুরু হয়েছিল 2014 সালে এই প্রকল্পের উদ্দেশ্য হল গঙ্গা নদী কে দূষণমুক্ত রাখা।
- সম্প্রতি NABARD কোন রাজ্যে চমরি গাই পালনের জন্য ঋণ প্রকল্প অনুমোদন করেছে ?
A. রাজস্থান
B. চন্ডিগড়
C. পাঞ্জাব
D. অরুণাচল প্রদেশ
Ans: D. অরুণাচল প্রদেশ
Exp- NABARD: National Bank for Agriculture and Rural Development. এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালের 12 জুলাই।
- কৃষিজ বর্জ্য থেকে সরাসরি হাইড্রোজেন উৎপন্ন করার প্রযুক্তি আবিষ্কার করলেন কোন দেশের গবেষকরা ?
A. ভারত
B. নাগাল্যান্ড
C. অস্ট্রিয়া
D. ইজরায়েল
Ans: A. ভারত
Exp- ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
Current Affairs in Bengali 5th October 2021
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স: