Daily Current Affairs 28th July, 2021 in Bengali
Daily Current Affairs 28th July, 2021 in Bengali ।। দৈনিক বাংলা সাম্প্রতিক ঘটনাবলী ২৮শে জুলাই , ২০২১
- কোন দেশ “Asia-Pacific Economic Cooperation 2021”-এর আয়োজন করেছে ?
A. নিউজিল্যান্ড
B. ভারত
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. রাশিয়া
Ans: A. নিউজিল্যান্ড
Exp- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন Jacinda Ardern.
- AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো কোন প্রতিষ্ঠান ?
A. IIT Ropar
B. IIT Bombay
C. IIT Madras
D. IIT Guwahati
Ans: A. IIT Ropar
Exp- অপ্রয়োজনীয় ভাবে অক্সিজেন যাতে নষ্ট না হয় তাই এটি তৈরি করা হলো। এর ফলে মেডিকেল অক্সিজেন আরো তিন গুন বেশী সময় ব্যাবহার করা যাবে।
- সম্প্রতি কোন রাজ্য পণ নিষিদ্ধ নিয়মে সংশোধন করেছে ?
A. পশ্চিমবঙ্গ
B. তামিলনাড়ু
C. হরিয়ানা
D. কর্নাটকে
Ans: D. কর্নাটক
Exp- কর্নাটকে পণ প্রথার ক্রমবর্ধমান অভিযোগের কারণে রাজ্য সরকার পণ নিষিদ্ধ নিয়মে সংশোধন করেছে।
- National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যান কে হলেন ?
A. Karnam Malleswari
B. Mariyappan Thangavelu
C. Giridhar Aramane
D. Vinay Prakash
Ans: C. Giridhar Aramane
Exp- Giridhar Aramane 1988 IAS ব্যাচের অফিসার ছিলেন এবং বর্তমানে Ministry of Road Transport and Highway এর সচিব।
- সম্প্রতি কোন রাজ্য Undergraduate কোর্সে NCC কে ঐচ্ছিক বিষয় হিসাবে যুক্ত করেছে ?
A. তেলেঙ্গানা
B. তামিলনাড়ু
C. মেঘালয়
D. রাজস্থান
Ans: C. মেঘালয়
Exp- National Cadet Corps (NCC) প্রতিষ্ঠিত হয় 16 এপ্রিল 1948 সালে এবং এর সদর দপ্তর নয়াদিল্লি।
- Riding Free: My Olympic Journey নামে কে বই রচনা করলেন ?
A. Meghan Markle
B. Aakash Ranison
C. Tyuini Sourari
D. Imtiaz Anees
Ans: D. Imtiaz Anees
Exp- ইনি একজন Equestrian খেলোয়ার। যিনি তার জীবনের লড়াইয়ের কথা এই বইতে লিখেছেন।
- সম্প্রতি Airtel ভারতে 5G network-এর উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
A. Twitter
B. Intel
C. Amazon
D. Google
Ans: B. Intel
Exp- Intel Corporation একটি আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং আয়ের উপর নির্ভর করে এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।ইন্টেল প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই 18, 1968 সালে ইন্টিগ্রেটেড ইলেক্ট্রনিক্স কর্পোরেশন হিসেবে।
- 2020 টোকিও অলিম্পিকের মশাল জ্বাললেন কোন ক্রীড়া ব্যাক্তিত্ব ?
A. Naomi Osaka
B. Okahara Shinje
C. Akako Abe
D. Aimi Hasi
Ans: A. Naomi Osaka
Exp- Naomi Osaka একজন টেনিস প্লেয়ার। এই অলিম্পিকে করোনার কারনে মশাল Rally হয়নি। তিনি শুধুমাত্র মশালটি জ্বালিয়েছিলেন।
- ভারতের কোন রাজ্যের লোকের মদ্যপানের পরিমান
সবচেয়ে বেশি ?
A. তামিলনাড়ু
B. নাগাল্যান্ড
C. ছত্রিশগড়
D. তেলেঙ্গানা
Ans: C. ছত্রিশগড়
Exp- ছত্রিশগড় প্রথম স্থানে আছে, ছত্রিশগড়ের প্রায় 35.6 % লোক অ্যালকোহল গ্রহন করে। দ্বিতীয় স্থানে আছে ত্রিপুরা, ত্রিপুরার প্রায় 34.7% লোক অ্যালকোহল গ্রহন করে ।তৃতীয় স্থানে পাঞ্জাব, যেখানের প্রায় 28.5% লোক অ্যালকোহল আসক্ত।
- বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের কে স্বর্ণ পদক জিতেছেন ?
A. প্রিয়া মালিক
B. প্রিয়াঙ্কা ফোগাত
C. সাক্ষী মালিক
D. ভিনাস ফোগাত
Ans: A. প্রিয়া মালিক
Exp- হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 73 কেজি বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছেন প্রিয়া মালিক।
Daily Current Affairs 28th July, 2021 in Bengali