Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. Mirabai Chanu কোন রাজ্যের ASP (Sports) হতে চলেছেন ?

A. মিজোরাম
B. মনিপুর
C. আসাম
D. ত্রিপুরা

Ans: B. মনিপুর

Mirabai Chanu

Exp- মনিপুর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অলিম্পিকে রুপো জয়ের পুরস্কার স্বরূপ তাকে Additional Superintendent of Police করা হচ্ছে। এর সঙ্গে তাকে কোটি টাকা দেওয়া হবে।

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. ভারতের কোন রাজ্য World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো ?

A. রাজস্থান
B. বিহার
C. মধ্যপ্রদেশ
D. তামিলনাড়ু

Ans: A. রাজস্থান

Exp- রাজ্যের রেশন সিস্টেম আরো ভালো করার জন্য এবং রাজ্যের মানুষদের খাদ্য সুরক্ষা আরো ভালো ভাবে দেওয়া জন্য এটি চালু করা হলো।

  1. কোন রাজ্য সম্প্রতি ‘দেবারণ্য স্কিম’ চালু
    করলো ?

A. গুজরাট
B. মধ্যপ্রদেশ
C. রাজস্থান
D. বিহার

Ans: B. মধ্যপ্রদেশ

Exp- রাজ্যের উপজাতিভূক্ত অঞ্চলে বসবাসকারী লোকদের রোজগার দেওয়ার জন্য দেবারণ্য যোজনার মাধ্যমে রাজ্যে আয়ুশ ঔষধ উৎপাদনের একটি ভ্যালু চ্যান চালু হবে।

  1. সম্প্রতি “বাসবরাজ বোম্মাই” কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ?

A. গুজরাট
B. কর্ণাটক
C. কেরালা
D. তেলেঙ্গানা

Ans: B. কর্ণাটক

Exp- পূর্ব মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিদুরাপ্পার ইস্তফার পর 28 জুলাই কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করলেন বাসবরাজ বোম্মাই।

  1. সম্প্রতি প্রয়াত “নান্দু এম. নাটেকর” নিম্নের কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?

A. টেনিস
B. হকি
C. ব্যাডমিন্টন
D. ফুটবল

Ans: C. ব্যাডমিন্টন

Exp- নাটেকার 15 বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে 100 টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক খেতাব অর্জন করেছেন। 1956 সালে বিদেশে খেতাব অর্জনকারী নাটেকর প্রথম ভারতীয়।

  1. খেলো ইন্ডিয়া অ্যাথলিটদের প্রশিক্ষণের জন্য কেন্দ্র মোট কয়টি একাডেমিকে অনুমোদন দিয়েছে ?

A. 268
B. 245
C. 236
D. 228

Ans: C. 236

Exp- ভারতের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক খেলো ইন্ডিয়া প্রোগ্রাম চালু করেছে। এই খেলো ভারত প্রকল্পের আওতায় সরকার ক্রীড়াবিদ এবং তাদের কোচকে আন্তর্জাতিক স্তরে (অলিম্পিক) তাদের পারফরম্যান্স বাড়াতে প্রশিক্ষণ সরবরাহ করবে। এই গেমগুলি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত সেরা টুর্নামেন্ট হবে।

  1. কে বিশ্বের সবচেয়ে কম বয়সে একক ভাবে অলিম্পিকে স্বর্ণ পদক জিতলেন ?

A. মোমিজি নিশিয়া
B. রেইসা লিল
C. ফুকা নাজমা
D. রুশা ইমামা

Ans: A. মোমিজি নিশিয়া

Exp- জাপানের অধিবাসী মাত্র 13 বছর 330 দিন বয়সে স্বর্ণ পদক জিতলেন। 26 জুলাই Skateboarding তে স্বর্ণ পদক জিতলেন।

  1. কোন দেশ বিশ্বের প্রথম “পরমাণু রিয়েক্টর এক্টিভেট” করার কথা ঘোষণা করেছে ?

A. পোল্যান্ড
B. চীন
C. আমেরিকা
D. রাশিয়া

Ans: B. চীন

Exp- থোরিয়াম ও গলিত লবনকে ব্যবহার করে এক্টিভেট করা হবে। রিয়েক্টর শীতল করার জন্য জলের প্রয়োজন নেই। ফলে লিক হওয়ার সম্ভাবনা কম এবং বাতাসে ক্ষতিকারক বিকিরণ নিঃসরণের সম্ভাবনাও কম।

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. দুর্যোগ ব্যবস্থাপনাকে কম্পালসরি সাবজেক্ট হিসাবে
    ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?

A. তামিলনাড়ু
B. গুজরাট
C. উড়িষ্যা
D. অন্ধ্রপ্রদেশ

Ans: C. উড়িষ্যা

Exp- উড়িষ্যার রাজধানী-ভুবনেশ্বর এবং মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়েক।

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. সম্প্রতি প্রয়াত Steven Weinberg কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছিলেন ?

A. সাহিত্য
B. রসায়নবিদ্যা
C. পদার্থবিদ্যা
D. অর্থনীতি

Ans: C. পদার্থ বিদ্যা

Exp- মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 88 বছর এবং তিনি 1979 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন।

আরও পড়ুন

Daily Current Affairs Bangla 29th July 2021

Exit mobile version