Daily Current Affairs Bangla 31th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 31th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- জাতীয় মহিলা অনলাইন দাবা প্রতিযোগিতা কে জিতলেন ?
A. Vantika Agarwal
B. Mirabi Chanu
C. Priya Malik
D. Arpita Mukherjee
Ans: A. Vantika Agarwal
Exp- ইনি দিল্লীর বাসিন্দা। পশ্চিমবঙ্গের অর্পিতা মুখার্জি দ্বিতীয় স্থানে শেষ করলেন।
Daily Current Affairs Bangla 31th July 2021
- কোন সম্প্রদায়ের মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে কেন্দ্র ?
A. দলিত সম্প্রদায়
B. রূপান্তরকামী সম্প্রদায়
C. সংখ্যা লঘু সম্প্রদায়
D. কাপু সম্প্রদায়
Ans: B. রূপান্তরকামী সম্প্রদায়
Exp- ভারতের চারটি রাজ্যে এটি স্থাপন করা হবে
- কোন রাজ্য তাদের প্রথম Sports University স্থাপন করতে চলেছে ?
A. পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. ঝাড়খণ্ড
D. বিহার
Ans: D. বিহার
Daily Current Affairs Bangla 31th July 2021
Exp- এর জন্য রাজ্য বিধানসভায় বিল পাশ করা হলো। 1/3 ভাগ সিট মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এটি দেশের ষষ্ঠ স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে।
- BIMSTEC শিখর সম্মেলন 2021 কোথায় আয়োজিত হবে ?
A. জাপান
B. শ্রীলঙ্কা
C. ভুটান
D. মায়ানমার
Ans: B. শ্রীলঙ্কা
Exp- ডিসেম্বর মাসে আয়োজিত হবে BIMSTEC শিখর সম্মেলন।
- BIMSTEC – Bay of Bengal Initiative for Multy Sectoral Technical and Economical Co-operation
- State Youth Policy 2021 চালু করতে চলেছে কোন রাজ্য ?
A. বিহার
B. আসাম
C. মেঘালয়
D. গোয়া
Ans: C. মেঘালয়
Exp- রাজ্যের যুব শক্তিকে সঠিক ভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এই পলিসি নিয়ে আসা হলো। মেঘালয় ক্রীড়া এবং যুব মন্ত্রক এটি চালু করবে।
- ভারতের প্রথম রাজ্য হিসাবে চাকরী ক্ষেত্রে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য পদ সংরক্ষণের ব্যবস্থা করলো কোন রাজ্য ?
A. তেলেঙ্গানা
B. মহারাষ্ট্র
C. আসাম
D. কৰ্ণাটক
Daily Current Affairs Bangla 31th July 2021
Ans: D. কর্ণাটক
Exp- সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে 1 শতাংশ সংরক্ষণ চালু করলো। ‘পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে যেভাবে নিয়োগ করা হয় সেই একই ভাবে একই সঙ্গে পরীক্ষার মাধ্যমে তৃতীয় লিঙ্গের নিয়োগ হবে।
- Intrinsic নামে রোবোটিক্স কোম্পানী লঞ্চ করলো কোন পেরেন্ট কোম্পানী ?
A. Alphabet Inc.
B. Amazon
C. Google
D. Microsoft
Daily Current Affairs Bangla 31th July 2021
Ans: A. Alphabet Inc.
Exp- Alphabet Inc. এর হেড কোয়ার্টার- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া এবং
প্রতিষ্ঠা সাল- 2015 সালের 2 রা অক্টোবর।
- কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘মডেল হেপাটাইটিস বি চিকিৎসা কেন্দ্র’ লঞ্চ করলেন ?
A. পশ্চিমবঙ্গ
B. রাজস্থান
C. মনিপুর
D. কেরলা
Ans: C. মনিপুর
Exp- মনিপুরের মুখ্যমন্ত্রী এন. বিরেন সিংহ।
- সম্প্রতি কে দিল্লি পুলিশের কমিশনার পদে নিযুক্ত হলেন ?
A. রাকেশ আস্থানা
B. অনিল ত্রিবেদী
C. মনোজ চৌরাশিয়া
D. বিপিন রাওয়াত
Ans: A. রাকেশ আস্থানা
Daily Current Affairs Bangla 31th July 2021
Exp- তিনি বর্তমানে BSF এর ডিরেক্টর জেনারেল পদে কর্মরত।
- ভারতের কোন শহর “International Clean Air Catalyst Programme” এর জন্য মনোনীত হয়েছে ?
A. আহমেদাবাদ
B. ইন্দোর
C. ভুবনেশ্বর
D. কলকাতা
Ans: B. ইন্দোর
Exp- ইন্দোর মিউন্সিপালিটি ও মধ্যপ্রদেশ সরকার এর সহায়তায় 5 বছর ধরে ইন্দোর এর বায়ু কে পিউরিফাই করা হবে ও শহরকে ক্লীন রাখার কাজ করবে একটি US এজেন্সি।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 29th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা