Current Affairs

Daily Current Affairs Bangla 31th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 31th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. জাতীয় মহিলা অনলাইন দাবা প্রতিযোগিতা কে জিতলেন ?

A. Vantika Agarwal
B. Mirabi Chanu
C. Priya Malik
D. Arpita Mukherjee

Daily Current Affairs Bangla 31th July 2021
Daily Current Affairs Bangla 31th July

Ans: A. Vantika Agarwal

Exp- ইনি দিল্লীর বাসিন্দা। পশ্চিমবঙ্গের অর্পিতা মুখার্জি দ্বিতীয় স্থানে শেষ করলেন।

Daily Current Affairs Bangla 31th July 2021

  1. কোন সম্প্রদায়ের মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে কেন্দ্র ?

A. দলিত সম্প্রদায়
B. রূপান্তরকামী সম্প্রদায়
C. সংখ্যা লঘু সম্প্রদায়
D. কাপু সম্প্রদায়

Ans: B. রূপান্তরকামী সম্প্রদায়

Exp- ভারতের চারটি রাজ্যে এটি স্থাপন করা হবে

  1. কোন রাজ্য তাদের প্রথম Sports University স্থাপন করতে চলেছে ?

A. পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. ঝাড়খণ্ড
D. বিহার

Ans: D. বিহার

Daily Current Affairs Bangla 31th July 2021

Exp- এর জন্য রাজ্য বিধানসভায় বিল পাশ করা হলো। 1/3 ভাগ সিট মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এটি দেশের ষষ্ঠ স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে।

  1. BIMSTEC শিখর সম্মেলন 2021 কোথায় আয়োজিত হবে ?

A. জাপান
B. শ্রীলঙ্কা
C. ভুটান
D. মায়ানমার

Ans: B. শ্রীলঙ্কা

Exp- ডিসেম্বর মাসে আয়োজিত হবে BIMSTEC শিখর সম্মেলন।

  • BIMSTEC – Bay of Bengal Initiative for Multy Sectoral Technical and Economical Co-operation
  1. State Youth Policy 2021 চালু করতে চলেছে কোন রাজ্য ?

A. বিহার
B. আসাম
C. মেঘালয়
D. গোয়া

Ans: C. মেঘালয়

Exp- রাজ্যের যুব শক্তিকে সঠিক ভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এই পলিসি নিয়ে আসা হলো। মেঘালয় ক্রীড়া এবং যুব মন্ত্রক এটি চালু করবে।

  1. ভারতের প্রথম রাজ্য হিসাবে চাকরী ক্ষেত্রে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য পদ সংরক্ষণের ব্যবস্থা করলো কোন রাজ্য ?

A. তেলেঙ্গানা
B. মহারাষ্ট্র
C. আসাম
D. কৰ্ণাটক

Daily Current Affairs Bangla 31th July 2021

Ans: D. কর্ণাটক

Exp- সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে 1 শতাংশ সংরক্ষণ চালু করলো। ‘পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে যেভাবে নিয়োগ করা হয় সেই একই ভাবে একই সঙ্গে পরীক্ষার মাধ্যমে তৃতীয় লিঙ্গের নিয়োগ হবে।

  1. Intrinsic নামে রোবোটিক্স কোম্পানী লঞ্চ করলো কোন পেরেন্ট কোম্পানী ?

A. Alphabet Inc.
B. Amazon
C. Google
D. Microsoft

Daily Current Affairs Bangla 31th July 2021

Ans: A. Alphabet Inc.

Exp- Alphabet Inc. এর হেড কোয়ার্টার- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া এবং
প্রতিষ্ঠা সাল- 2015 সালের 2 রা অক্টোবর।

  1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘মডেল হেপাটাইটিস বি চিকিৎসা কেন্দ্র’ লঞ্চ করলেন ?

A. পশ্চিমবঙ্গ
B. রাজস্থান
C. মনিপুর
D. কেরলা

Ans: C. মনিপুর

Exp- মনিপুরের মুখ্যমন্ত্রী এন. বিরেন সিংহ।

  1. সম্প্রতি কে দিল্লি পুলিশের কমিশনার পদে নিযুক্ত হলেন ?

A. রাকেশ আস্থানা
B. অনিল ত্রিবেদী
C. মনোজ চৌরাশিয়া
D. বিপিন রাওয়াত

Ans: A. রাকেশ আস্থানা

Daily Current Affairs Bangla 31th July 2021

Exp- তিনি বর্তমানে BSF এর ডিরেক্টর জেনারেল পদে কর্মরত।

  1. ভারতের কোন শহর “International Clean Air Catalyst Programme” এর জন্য মনোনীত হয়েছে ?

A. আহমেদাবাদ
B. ইন্দোর
C. ভুবনেশ্বর
D. কলকাতা

Ans: B. ইন্দোর

Exp- ইন্দোর মিউন্সিপালিটি ও মধ্যপ্রদেশ সরকার এর সহায়তায় 5 বছর ধরে ইন্দোর এর বায়ু কে পিউরিফাই করা হবে ও শহরকে ক্লীন রাখার কাজ করবে একটি US এজেন্সি।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 29th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button