Current Affairs

[ PDF ] January 2023 Current Affairs in Bengali Pdf | জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF

Hello Govt Job Aspirants,

আজকে আমরা এই পোস্টে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাম্প্রতিক ঘটনাগুলির (January 2023 Current Affairs in Bengali Pdf) দেওয়া হলো। বর্তমান পরীক্ষাগুলি কেন্দ্র করে এখানে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলির ২৮০ টি প্রশ্নোত্তর দেওয়া আছে, তোমরা প্রশ্নোত্তর গুলি আমাদের ওয়েবসাইট থেকে পড়তে পারবে অথবা তোমরা এটি PDF আকারে খুব সহজে ডাউনলোড করে পড়তে অথবা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারবে। PDF টি একদম বিনামূল্যে তোমাদের দেওয়া হচ্ছে। PDF এর ডাউনলোড লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে।

January 2023 Current Affairs in Bengali Pdf

1. বিশ্বের শক্তিশালী ব্র্যান্ডের তালিকায় Jio কোম্পানির স্থান কত?

উত্তর : নবম

2. Asian Pacific Postal Union- নেতৃত্ব দেবে কোন দেশ?

উত্তর : ভারত

3. দিদির সুরক্ষা কবচনামে ক্যাম্পেইন লঞ্চ করলো কে ?

উত্তর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

4. Chief Minister’s Residential Land Rights Scheme চালু করলো কোন দেশ?

উত্তর : মধ্যপ্রদেশ

5. Bank of Singapore-এর CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তর : Jason Moo

6. JAGA Mission-এর জন্য World Habitat Award 2023 জিতলো কোন রাজ্য?

উত্তর : উড়িষ্যা

7. গোয়ার মোপা এয়ার পোর্টের নাম রাখা হবে কার নামে?

উত্তর: গোয়ার প্রাক্তন ও প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নামে

8. ১৭তম প্রবাসী ভারতীয় সম্মান  কে পাচ্ছেন?

উত্তর : গায়ানার রাষ্ট্রপতি মোহামেদ ইরফান

9. ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার থিম কী?

উত্তর: কান্ট্রি হলো স্পেন

10. Best Police Units’ অ্যাওয়ার্ড জিতলো কে?

উত্তর :মহারাষ্ট্রের জালনা এবং নাগপুর পুলিশ।

January 2023 Current Affairs in Bengali Pdf

11. গঞ্জি কমলা ভি রাওকে নিম্নের কোনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হল?

উত্তর : FSSAI

12. কে সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে?

উত্তর : অনিল কুমার লাহোতি

13. পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে কোন রুটের মধ্যে?

উত্তর : হাওড়া – নিউ জলপাইগুড়ি

14. লভলিনা বোরগোহাইন এবং নিখাত জারিন মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ 2022- কোন পদক জিতেছেন ?

উত্তর : স্বর্ণ পদক

15. কে ফোর্বসের বার্ষিক তালিকায় বিশ্বের সর্বোচ্চ বেতনের মহিলা ক্রীড়াবিদদের শীর্ষ 25- একমাত্র ভারতীয় খেলোয়াড় ?

উত্তর : পি ভি সিন্ধু

16. Earth Rotation Day পালন করা হয় কবে ?

উত্তর : 8 ই জানুয়ারি

17. মহিলাদের চাকরি প্রদানে শীর্ষ 3টি  শহরের নাম লেখ?

উত্তর :  প্রথম  স্থানে চেন্নাই, দ্বিতীয় স্থানে পুনে এবং তৃতীয় স্থানে বেঙ্গালুরু

18. স্বাধীনতা সংগ্রামের উপর ‘Revolutionaries’ শিরোনামে কে বই লিখছেন?

উত্তর: সঞ্জীব সান্যাল

19. Asian Pacific Postal Union- নেতৃত্ব দেবে ভারতের সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছেন কে?

উত্তর : ড. বিনয় প্রকাশ সিং

20. শিশু দিবসে বছরের থিম কি ছিল?

উত্তর : “Standing Up for War – Affected Children”

January 2023 Current Affairs in Bengali Pdf

21.”Ambedkar: A Life” শিরোনামে বই লিখলেন কে?

উত্তর :  শশী থারুর।

22. কবে Global Family Day পালন করা হয়?

উত্তর : 1 লা জানুয়ারি

23. All India Gem and Jewellery Domesti Council (GJC)- এর চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে?

উত্তর: সাইয়াম মেহরা

24. প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন প্রথম Purple Festival আয়োজন করলো কোন রাজ্য ?

উত্তর : গোয়া

25. Paytm Paymen Bank-এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তর : সুরিন্দর চাওলা

26. কবে  International Day of Acceptance পালন করা হয় ?

উত্তর : 19 শে জানুয়ারি

27. Global Risks Report 2023 রিলিজ করলো কে?

উত্তর :  World Economic Forum.

28. Voice of Global South Summit হোস্ট করবে কে?

উত্তর : ভারত

29. পাকিস্তানের সাথে পারমাণবিক সম্পদ কারাগার বন্দীদের তালিকা এক্সচেঞ্জ করলো কোন দেশ?

উত্তর: ভারত

30. চীনের নতুন এবং সবথেকে অল্প বয়সী ফরেন মিনিস্টার হলেন কে?

উত্তর : Qin Gang.

January 2023 Current Affairs in Bengali Pdf

31. সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 2003 সাল থেকে 2022 পর্যন্ত মোট কত জন সাংবাদিককে হত্যা করা হয়েছে ?

উত্তর :1668 জন

32. 2023 সালকে International Year of Millets হিসাবে ঘোষণা করেছিল কে?

উত্তর :  United Nations General Assembly (UNGA).

33. কর্ণাটকে Mega Dairy উদ্বোধন করলেন কে ?

উত্তর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

34. বিহারের “State Icon” হিসেবে কোন  সঙ্গীত শিল্পীকে নিযুক্ত করলো নির্বাচন কমিশন?

উত্তর : মৈথিলী ঠাকুর

35. “Breaking Barriers” শিরোনামে বই লিখলেন কে?

উত্তর: কাকী মাধব রাও

36. অর্থনৈতিক নিরাপত্তার উপর EAG Laureate Award জিতলো কোন ব্যাংক?

উত্তর: Bank of Baroda

37. শ্রীনগরের স্টুডেন্টদের সাথে “Jashne Chillai Kalan” উদযাপন করলো কারা?

উত্তর : CRPF

38. কবে World Braille Day পালন করা হয়?

উত্তর : 4 ঠা জানুয়ারি

39. Vedanta’s Cairn Oil & Gas কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন  কে?

উত্তর : Nick Walker

40. ইজিপ্টের সাথে প্রথমবার “Cyclone 1” নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করতে চলেছে কারা?

উত্তর : ভারত

January 2023 Current Affairs in Bengali Pdf

41. “India’s Knowledge Supremacy: The New Dawn” শিরোনামে বই লিখলেন  কে?

উত্তর : ড. অশ্বিন ফার্নান্ডেজ

42. সম্প্রতি India Open Badminton টাইটেল জিতলেন কে?

উত্তর : থাইল্যান্ডের Kunlavut Vitidsarn

43. 2025 সালের মধ্যে ভারতের প্রথম Green Energy State হওয়ার টার্গেট করেছে কোন রাজ্য?

উত্তর : হিমাচল প্রদেশ

44. ভারতের গভীরতম মেট্রো স্টেশন তৈরি করা হবে কোথায়?

উত্তর : পুনে সিভিল কোর্টের কাছে

45. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 21 টি দ্বীপের নাম পরম বীর চক্র বিজয়ীদের নামে রাখলেন কে?

উত্তর : নরেন্দ্র মোদী

46. 18 বছরের উর্দ্ধে ছাত্রীদেরকে 60 দিনের Maternity Leave দেবে কোন রাজ্য ?

উত্তর : কেরালা

47.”BharOS” নামে ভারতের দেশীয় মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করলো কে?

উত্তর : IIT Madras

48. জয়পুরেসংবিধান উদ্যান”-এর উদ্বোধন করলেন কে ?

উত্তর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

49. Revenue Police System বাতিল করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য?

উত্তর : উত্তরাখণ্ড

50. Chief Minister Sukhashray Sahayata Kosh লঞ্চ করলো কোন সরকার?

উত্তর: হিমাচল প্রদেশ সরকার

January 2023 Current Affairs in Bengali Pdf

51. প্রথম মহিলা অফিসার হিসেবে সিয়াচেনে পোস্টিং পেলেন কে?

উত্তর : শিবা চৌহান।

51. অরুণাচলপ্রদেশে Siyom Bridge-এর উদ্বোধন করলেন কে?

উত্তর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

52. 15th BRICS Summit 2023 হোস্ট করতে চলেছে কোন দেশ?

উত্তর : দক্ষিণ আফ্রিকা

53. Scheduled Tribes & Scheduled Tribes Entrepreneurship Fund Scheme চালু হলো কোথায়?

উত্তর : তামিলনাডুতে

54. Australian Open 2023- মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?

উত্তর : বেলারুশের টেনিস তারকা Aryna Sabalenka

55. ইংল্যান্ডকে পরাজিত করে Women’s U19  World Cup জিতলো কোন দেশ?

উত্তর : ভারত

56. বেলজিয়ামকে পরাজিত করে FIH Men’s Hockey World Cup 2023 জিতলো কে?

উত্তর : জার্মানি

57. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জীবন মিশনের আওতায় কত গ্রামীণ পরিবারে ট্যাপ ওয়াটার কানেকশন দেওয়া হয়েছে ?

উত্তর : 11 কোটি

January 2023 Current Affairs in Bengali Pdf

58. প্রথম এশিয়ান সাবে Oscar 2023-এর জন্য সেরা অভিনেত্রীর নমিনেশন পেলেন কে ?

উত্তর : মালেশিয়ার Michelle Yeoh

59. “VIRAASAT” নামে শাড়ি উৎসবের দ্বিতীয় দফা শুরু হল কোথায় ?

উত্তর : দিল্লিতে।

January 2023 Current Affairs in Bengali Pdf

60. সম্প্রতি প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোন ফুটবলার ?

উত্তর : শ্যামল ঘোষ

61. বিশ্বে দ্বিতীয় দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু করলো চীন; প্রথমে চালু করেছিল কে ?

উত্তর : জার্মানি

62. আসামের সর্বোচ্চ সম্মানআসাম বৈভবদ্বারা এবছর সম্মানিত হচ্ছেন কে ?

উত্তর : ড. তপন সাইকিয়া

63. কলকাতায় National Institute of Water and Sanitation উদ্বোধন করলেন কে ?

উত্তর : নরেন্দ্র মোদী

64. 6 দিন ব্যাপী Bharat Parv অনুষ্ঠিত হলো কোথায় ?

উত্তর : দিল্লির লাল কেল্লাতে

65. সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন কোন তেলেগু অভিনেত্রী ?

উত্তর : জয় যমুনা

January 2023 Current Affairs in Bengali Pdf

66. 2023 Australian Open- পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা ?

উত্তর : নোভাক জোকোভিচ

67. কর্ণাটকে Central Detective Training Institute-এর স্থাপন কে করলেন?

উত্তর : অমিত শাহ

68. 1 লা জানুয়ারি কার 65 তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল ?

উত্তর : DRDO

January 2023 Current Affairs in Bengali Pdf

69. Indian Library Congress-এর উদ্বোধন করলেন কে ?

উত্তর : কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন

70. 2022 সালের ডিসেম্বর মাসে 7.82 বিলিয়ন ট্রানজেকশন প্রসেস করে রেকর্ড গড়লো কে ?

উত্তর : UPI

71. সম্প্রতি প্রয়াত হলেন কোন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ?

উত্তর :  সুমিত্রা সেন

January 2023 Current Affairs in Bengali Pdf

72. 2023 সালের প্রথম 6 মাস Council of European Union- সভাপতিত্ব করবে কোন দেশ ?

উত্তর : সুইডেন

73. নাগপুরে 108th Indian Science Congress-এর উদ্বোধন করলেন কে ?

উত্তর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

74. BharatPe কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন কে ?

উত্তর : সুহেল সমীর

75. কবে National Bird Day পালন করা হয়?

উত্তর : 5 ই জানুয়ারি

76. ফেব্রুয়ারি মাসে 7th Nature and Bird Festival হোস্ট করবে কোন রাজ্য ?

উত্তর : উত্তরপ্রদেশ

January 2023 Current Affairs in Bengali Pdf

77. সম্প্রতি রাজ্যে বেকারদের জন্য মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য ?

উত্তর : ছত্তিশগড়

78. 3rd INTERPOL Young Global Police Leaders Programme কোথায় শুরু হলো ?

উত্তর : নিউ দিল্লিতে

79. ভারতের প্রথম Norovirus আক্রান্তের খবর পাওয়া গেল কোথায়

উত্তর : কেরালার এনাকুলামে

80. দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রাখা হলো ?

উত্তর : অমৃত উদ্যান

January 2023 Current Affairs in Bengali Pdf

81. ভারতের প্রথম Green Solar Panel Factory তৈরি করবে কোন কোম্পানি ?

উত্তর : Luminous

82. US Air Force Brigadier General পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত ?

উত্তর : রাজা চারী

83. ফেব্রুয়ারি মাসে 12টি চিতা আনার জন্য দক্ষিণ আফ্রিকার সাথে চুক্তি করলো কোন দেশ?

উত্তর : ভারত

84. তেলেঙ্গানার ছাত্রীদের জন্য “Project Aspira University” লঞ্চ করলো কোন university ?

উত্তর : Woxsen University

85. Aditya-L1 নামে ভারতের প্রথম সূর্য মিশন লঞ্চ করা হবে কোন মাসে ?

উত্তর : 2023 সালের জুন-জুলাই  মাসে

86. তিরুবন্তপুরমে Palm leaf Manuscript Museum এর উদ্বোধন করলেন কে ?

উত্তর : কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

87. “Jahaan Bandhan, Wahaan Trust” ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাংক ?

উত্তর :বন্ধন ব্যাংক

88. রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবার প্রথম ওভারে হ্যাট ট্রিক করলেন কে ?

উত্তর : সৌরাষ্ট্রের বোলার জয়দেব উনাদকাট

January 2023 Current Affairs in Bengali Pdf

89. উড়িষ্যার রাউরকেল্লাতে বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন কে ?

উত্তর : মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

90. প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে কার ব্রোঞ্জের স্ট্যাচু তৈরি করা হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে ?

উত্তর : Belinda Clark

January 2023 Current Affairs in Bengali Pdf

91. ভারতের ৭৯ তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে ?

উত্তর : প্রণেশ এম.

92. JP Morgan Chase Bank India- নতুন CEO পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর : প্রবদেব সিং

93. সম্প্রতি 95 বছর বয়সে মারা গেলেন কোন Pritzker Prize প্রাপ্ত আর্কিটেক্ট ?

উত্তর : বালকৃষ্ণ দোশী

94. Central Railway- নতুন জেনারেল ম্যানেজার পদে কে নিযুক্ত হলেন ?

উত্তর : নরেশ লালবানী

95. মিডিয়া সেক্টরে অবদানের জন্য কেরালার থেকে Swadesabhimani Kesari award 2023 পেলেন কে?

উত্তর : এস. আর. শক্তিধরন

96. হিন্দিতেমানব শরীর রচনা বিজ্ঞানশিরোনামে মেডিকেল বই লিখলেন কে?

উত্তর : ড. এ.কে. দ্বিবেদী

97. ভারতের প্রথম পশুদের জন্য IVF Mobile Unit লঞ্চ করা হলো কোথায় ?

উত্তর : গুজরাটের আমরেলিতে

98. G-20 Meeting 2023 অনুষ্ঠিত হবে কোথায় ?

উত্তর: পুদুচেরিতে

99. গাড়ি বিক্রিতে বিশ্বে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হলো ভারত; প্রথম স্থানে কে রয়েছে ?

উত্তর : চীন

January 2023 Current Affairs in Bengali Pdf

100. World Typing Day পালন করা হয় কবে ?

উত্তর : 8 ই জানুয়ারি।

January 2023 Current Affairs in Bengali Pdf

101. সম্প্রতি ‘Green Railway Station Certification’ পেল কোন রেলওয়ে স্টেশন ?

উত্তর : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম

102. 2023 আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বিকাশ কত শতাংশ  অনুমান করলো জাতিসংঘ?

উত্তর : 5.8 %

103. বিশ্বে প্রথম Photonic-based Quantum Computer-এর বাণিজ্যিকীকরণ করতে চলেছে কে ?

উত্তর : কানাডা

104. Toyota কোম্পানির নতুন CEO পদে কে নিযুক্ত হলেন ?

 উত্তর : Koji Sato

105. ভারতীয় সীমান্তের কাছে Mabja Zangbo নদীর উপর ড্যাম বানাচ্ছে কোন দেশ ?

উত্তর : চীন

106 . মহিলা ক্রিকেটারদের সম্মান জানাতে কি মেডেল দেবে নিউজিল্যান্ড ?

উত্তর : Debbie Hockley Medal

107. Shanghai Cooperation Organization (SCO) Film Festival আয়োজিত হলো কোথায়?

উত্তর : মুম্বাইয়ে।

108. 165 টি Veterinary Ambulanc সরকার লঞ্চ করলো কোন রাজ্য ?

উত্তর : অন্ধ্রপ্রদেশ।

January 2023 Current Affairs in Bengali Pdf

109. “G-20 Working Group on Environment and Climate Sustainability” meeting অনুষ্ঠিত হবে  কোথায় ?

উত্তর : বেঙ্গালুরুতে।

110. জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে Lifetime Achievement Award জিতলেন কে ?

উত্তর :  অপর্ণা সেন

January 2023 Current Affairs in Bengali Pdf

111. ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্য হলো কোন রাজ্য ?

উত্তর : কেরালা

112. কেরালায় 29 টি Mobile Veterinary Unit উদ্বোধন করলেন কে?

উত্তর : কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা

113. প্রথমবার Formula E World Championship Race হোস্ট করবে কে?

 উত্তর :  হায়দ্রাবাদ

114. Global World Cup Partner হিসাবে JSW কোম্পানির সঙ্গে চুক্তি করলো কে?

উত্তর :  International Hockey Federation

115. Harvard Law School Center-এর দ্বারা “Award for Global Leadership”- সম্মানিত হচ্ছেন  কে?

উত্তর : ডি.ওয়াই চন্দ্রচূড়

116. মহারাষ্ট্রের প্রথম e Court হলো  কোন কোর্ট ?

উত্তর : ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট

January 2023 Current Affairs in Bengali Pdf

117. সম্প্রতি প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন কোন রাজ্যপাল?

উত্তর : কেশরী নাথ ত্রিপাঠী

118. FIDE World Championship Match 2023 অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর : কাজাখস্তানের আস্তানাতে

119. প্রথম Commercial Oil Production Drilling Programme উন্মোচন করলো কোথায় ?

উত্তর :  উগান্ডা

120. 2027 সালে পারমাণবিক শক্তি চালিত মহাকাশযান পরীক্ষা করবে কোন দেশ?

উত্তর : আমেরিকা

January 2023 Current Affairs in Bengali Pdf

121. 100 দিনের ‘Global City’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তর : উত্তরপ্রদেশ

122. Under-15 British Junior Open Squash Tournament টাইটেল জিতলো ভারতীয় কোন স্কোয়াশ খেলোয়াড় ?

উত্তর : আনাহাত সিং

123. 10 ই জানুয়ারি World Hindi Day পালন করা হয় এবারের থিম কি ছিল ?

উত্তর : “Hindi : Traditional Knowledge to Artificial Intelligence”

124.  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সাউথ আফ্রিকার কোন প্লেয়ার ?

উত্তর : Dwaine Pretorius

January 2023 Current Affairs in Bengali Pdf

125. সম্প্রতি অবসর ঘোষণা করলেন ওয়েলসের কোন ফুটবলার ?

উত্তর : Gareth Bale

126. International Kite Festival 2023 শুরু হলো কোথায় ?

উত্তর : গুজরাটের আহমেদাবাদে

127. US House of Representatives-এর পরবর্তী স্পিকার হিসেবে কে  নির্বাচিত হলেন?

উত্তর : Kevin McCarthy

128. Patangrao Kadam Award food Serum Institute of India-এর CEO হলেন কে ?

উত্তর :  আদার পুনাওয়ালা

January 2023 Current Affairs in Bengali Pdf

129. New York Film Critics Circle – ‘RRR’ সিনেমার জন্য সেরা পরিচালকের তকমা পেলেন কে ?

উত্তর : এস. এস. রাজামৌলী

130. আমেরিকার প্রথম মহিলা শিখ বিচারপতি হিসাবে শপথ নিলেন কে ?

উত্তর : ভারতীয় বংশোদ্ভূত মানপ্রীত মনিকা সিং.

January 2023 Current Affairs in Bengali Pdf

131. জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কত তারিখে ?

উত্তর  11 ই জানুয়ারি

132. Tata Trusts কোম্পানির CEO পদে নিযুক্ত কে হলেন ?

উত্তর : সিদ্ধার্থ শর্মা

133. ভারত মহাসাগরে কি নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি ?

উত্তর :“TROPEX 2023”

134. 2023 Super Cup হোস্ট করবে কোন রাজ্য?

উত্তর : কেরালা

135. প্রথম India Stack Developer Conference আয়োজিত হলো কোথায় ?

উত্তর : নিউ দিল্লিতে

136. সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ফলো করা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাটির নাম কি ?

উত্তর : International Cricket Council (ICC)

137. হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি  কে নিযুক্ত হলেন ?

উত্তর : জাস্টিস সাবিনা

138. লেটেস্ট ICC ODI Rankings- প্রথম স্থানে রয়েছে  কোন দেশ?

উত্তর : ভারত

139. IIM Ahmedaba –এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন  কে?

উত্তর : ভারত ভাস্কর

140. জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে?

উত্তর : 25 শে জানুয়ারি

January 2023 Current Affairs in Bengali Pdf

141. ‘COACHING BEYOND: My Days with the Indian Cricket Team’ শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর : কৌশিক ও আর. শ্রীধর

142. Amul কোম্পানির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

উত্তর : শামলভাই বি. প্যাটেল

143. উত্তরপূর্ব ভারতে ‘PRALAY’ নামে অনুশীলন শুরু করলো কারা ?

উত্তর :  ইন্ডিয়ান এয়ার ফোর্স

144. 24 শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবসটিকে কাদের উৎসর্গ করলো UNESCO?

উত্তর : আফগানিস্তানের মেয়ে ও মহিলাদের

145. 2023 Dhaka Marathon- পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন কে?  

উত্তর : কেনিয়ার Stanley Kiprotich Bet

146. প্রথম Youth 20 Group Meeting অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর : আসামের গুয়াহাটিতে

147. পাঞ্জাবের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে Director General of Police (DGP) পদে নিযুক্ত হলেন কারা ?

উত্তর : গুরপ্রীত কৌর এবং শশী প্রভা

148. সম্প্রতি কৃষকদের জন্য সংরক্ষন জল স্কিম লঞ্চ করলো  কোন রাজ্য?

উত্তর : ঝাড়খন্ড

January 2023 Current Affairs in Bengali Pdf

149. Netflix কোম্পানির CEO পদ ত্যাগ করলেন কে?

উত্তর : Reed Hastings

150. মহিলা বিভাগে India Open Badminton সিঙ্গেল টাইটেল জিতলেন কে?

উত্তর : দক্ষিণ কোরিয়ার An Seyoung

January 2023 Current Affairs in Bengali Pdf

151. প্রথম G20 Environment Working Group meet হোস্ট করবে কে?

উত্তর : বেঙ্গালুরু

152. Shooting World Cup 2023-এর অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হলেন কোন বিচারপতি?

 উত্তর : এ.কে. সিক্রি

153. জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে?

উত্তর : 24 শে জানুয়ারি

154. পরবর্তী Director General of Civil Aviation (DGCA) পদে নিযুক্ত হলেন কে?

উত্তর :  বিক্রম দেব দত্ত

155. পন্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া অ্যাওয়ার্ড কে পেলেন?

উত্তর : ড. প্রভা আত্ৰে

156. দেশের নাম্বার 1 পুলিশ স্টেশনের তকমা পেল কোন পুলিশ স্টেশন?

উত্তর : উড়িষ্যার আসকা পুলিশ স্টেশন

157. সম্প্রতি চেরচেরা উৎসব পালন করা হলো কোথায়?

উত্তর : ছত্তিশগড়ে

158. Electronics Corporation of India Ltd-এর চিফ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

উত্তর : অনুরাগ কুমার

January 2023 Current Affairs in Bengali Pdf

159. মণিপুরে 120 ফুট লম্বা পোলো স্ট্যাচুর উদ্বোধন করলেন কে?

উত্তর : অমিত শাহ

160. Roller Coaster: An Affair with Banking” শিরোনামে বই লিখলেন কে?

উত্তর : তমাল বন্দ্যোপাধ্যায়

January 2023 Current Affairs in Bengali Pdf

161. NASA মহাকাশ গবেষণা সংস্থার চিফ টেকনোলজিস্ট পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর : এ.সি. চরণীয়া

162.  Adelaide International men’s singles title জিতলেন কে?   

উত্তর : সার্বিয়ার টেনিস তারকা Novak Djokovic.

163 . ইংল্যান্ডের সাথে যৌথভাবে Young Professionals Scheme লঞ্চ করলো  কোন দেশ?

উত্তর : ভারত

164. BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে পুনরায় কে নিযুক্ত হলেন ?

উত্তর : চেতন শর্মা

165. আন্তর্জাতিক T20 ক্রিকেট দ্রুততম 1500 রান সম্পূর্ণকারী ক্রিকেটার হলেন কে ?

উত্তর : সূর্য্য কুমার যাদব

166. 12 ই জানুয়ারি কি পালন করা হয় ?

 উত্তর : National Youth Day

167. ভারতে Meta কোম্পানির গ্লোবাল বিজনেস হেড পদে নিযুক্ত হলেন কে?

উত্তর : বিকাশ পুরোহিত

168.  বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে Golden Globe Award জিতলো কোন গানটি ?

উত্তর : RRR সিনেমার নাটু নাটু গানটি

169. বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের উপর “Jadunama” শিরোনামে কে বই লিখলেন ?

উত্তর : অরবিন্দ মন্দলোই

170. আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ফ্রান্সের  কোন গোলকিপার ?

উত্তর :Hugo Lloris 

January 2023 Current Affairs in Bengali Pdf

171. অস্কার ২০২৩এর জন্য শর্টলিস্টেড হলো বিবেক অগ্নিহোত্রির কোন মুভি টি ?

উত্তর :The Kashmir Files’

172. 2023 প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে হলেন ?

উত্তর : ইজিপ্টের রাষ্ট্রপতি Abdel Fattah El-Sisi

173.  ‘International Craft Summit উদ্বোধন  কে করলেন ?

উত্তর :  উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক

174. ‘Schools of Eminence’ প্রোজেক্ট লঞ্চ করছে কে?

উত্তর : পাঞ্জাব সরকার

175. নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী  কে হচ্ছেন?

উত্তর : Chris Hipkins

176. Henley Passport Index 2023 – ভারতীয় পাসপোর্টের স্থান কত ?

উত্তর : 85

177. Saarang 2023” নামে ভারতের বৃহত্তম শিক্ষার্থী পরিচালিত ফেস্টিভ্যাল শুরু হলো কোথায়?

উত্তর :  IIT Madras

178.  12 ঘণ্টায় 4500 টি পেনাল্টি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললো কে ?

উত্তর : কেরালা

189. Herbalife Nutrition India কোম্পানির স্পনসরড স্পোর্টস অ্যাথলিট হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তর : স্মৃতি মন্ধনা

190. সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 30 % পদ সংরক্ষণের অনুমোদন দিল কোন সরকার?

উত্তর : উত্তরাখণ্ড সরকার

January 2023 Current Affairs in Bengali Pdf

191. ভারতে প্রথম সমস্ত উপজাতিদের বেসিক ডকুমেন্টস প্রদান করছে কারা?

 উত্তর : কেরালার বয়নাড় জেলা

192. National Sports Club of India Snooker Open Crown 2023 কে জিতলেন?

উত্তর : লক্ষ্মণ রাওয়াত

193. India International Science Festival শুরু হলো কোথায়?

উত্তর : মধ্যপ্রদেশের ভোপালে

194. মেরিল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত লেফটেন্যান্ট গভর্নর  কে হলেন?

উত্তর : অরুণা মিলার

195. ভিয়েতনামের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন কে ?

উত্তর : Nguyen Xuan Phuc

196. স্কুলের ছাত্রীদের Menstrual Leave দেওয়ার ঘোষনা করলো কোন রাজ্য ?

উত্তর : কেরালা

January 2023 Current Affairs in Bengali Pdf

197. Indian Overseas Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তর : অজয় কুমার শ্রীবাস্তব

198. MOIL Limited-এর চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

উত্তর : অজিত কুমার সাক্সেনা

199. মহারাষ্ট্র সরকারের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে কে নিযুক্ত হলেন?

উত্তর : এন. চন্দ্রশেখরন

200. বায়োলজিতে Europe’s Top Talents সম্মান পেলেন কোন ভারতীয়?

উত্তর : ড. মহিমা স্বামী।

January 2023 Current Affairs in Bengali Pdf

201 .ভারতের ৭৮তম দাবা গ্রান্ড মাস্টার কে হলেন?

উত্তর : কলকাতার কৌস্তব চ্যাটার্জি

202. পুরুষ মহিলা বিভাগে Khelo India Youth Games 2022 U-18 টাইটেল জিতলো কারা ?

উত্তর :  যথাক্রমে মধ্যপ্রদেশ ও হরিয়ানা

203. এবার থেকে কোন ক্লাবের হয়ে খেলবেন পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ?

উত্তর : সৌদি আরবের Al Nassr

204. 25 কোটির বাজেটের সাথে ‘Nilgiri Tahr Project’ লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তর : তামিলনাডু

205. কোন রাজ্যে প্রতিটা মন্দিরে মোবাইল ফোন ব্যান করলো মাদ্রাজ হাইকোর্ট ?

উত্তর : তামিলনাডু

206. 8 টি লেন সহ ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ চালু হল Bridge গোয়াতে, এটির নাম কি?

 উত্তর : Zuari Bridge

207. “PARAKH” নামে ভারতের প্রথম ন্যাশনাল অ্যাসেসমেন্ট রেগুলেটর লঞ্চ করলো কে ?

উত্তর : NCERT

208. Deputy National Security Adviser পদে কে নিযুক্ত হলেন?

উত্তর : পঙ্কজ কুমার সিং

209. Malaysia Open 2023 পুরুষ বিভ সিঙ্গেল টাইটেল কে জিতলেন?

উত্তর:  ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় Viktor Axelsen

210. বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন

উত্তর : আমেরিকার Jerry Seinfeld

January 2023 Current Affairs in Bengali Pdf

211. বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য Friendship Pipeline চালু করছে কে?

উত্তর : ভারত

212.  951 কোটি টাকায় মহিলা IPL মিডিয়া রাইটস কিনলো কোন কোম্পানি ?  

উত্তর : Viacom18 কোম্পানি

213. G20-এর আওতায় “Think-20” মিটিং শুরু হলো কোথায়?

উত্তর : ভোপালে

214. সম্প্রতি অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার ?

উত্তর : হাশিম আমলা

215. ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে সম্পূর্ণ e-Governance মোডে শিফট হলো  কোন রাজ্য?   

উত্তর :জম্মু-কাশ্মীর

216. বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবথেকে দুর্বলতম অর্থনীতি কোন দেশে?

উত্তর : পাকিস্তান

217. International Renewable Energy Agency-এর ১৩তম অধিবেশনে সভাপতিত্ব করবে কে ?

উত্তর : ভারত

218. ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসাবে ডবল সেঞ্চুরি করলেন কে?

উত্তর : শুভমান গিল

219. “Come! Let’s Run” শিরোনামে বই লিখলেন কে?  

উত্তর : তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রী Ma. Subramanian

220. ভারতের চতুর্থ বৃহত্তম ট্রেডিং পার্টনার হলো কে?

উত্তর : রাশিয়া।

January 2023 Current Affairs in Bengali Pdf

221. ভারতের মহিলা পাইলট হিসাবে Sukhoi Fighter Jet উড়াবে কে ?

উত্তর : অভনী চতুর্বেদি

222. জাপানের সাথে “Veer Guardian 2023” নামে বায়ু সেনা অনুশীলন শুরু করলো কে?

উত্তর : ভারত

223. “PayRup” নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো কে?

উত্তর : ভারত

224. ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হলো কোন কোম্পানি?

উত্তর : KKCL

225. Cognizant কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তর : রবি কুমার এস

226. “Braving A Viral Storm: India’s Covid-19 Vaccine Story” শিরোনামে বই লিখলেন কে?

উত্তর : আশীষ চান্দরকার

227. Shared School Bus System লঞ্চ করলেন কে

উত্তর : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

228. তেলেঙ্গানার প্রথম মহিলা চিফ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন  কে?

উত্তর :শান্তি কুমারী

229. “Saharsh” নামে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো কোন সরকার ?

উত্তর : ত্রিপুরা সরকার

230. “Spare” নামে আত্মজীবনী প্রকাশ করলেন কে ?

উত্তর : প্রিন্স হ্যারি

January 2023 Current Affairs in Bengali Pdf

231. বিশ্ব ব্যাংকের প্রোজেকশন অনুযায়ী, 2023 আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বিকাশ কত শতাংশ ঘটবে ?

উত্তর : 6.9 %

January 2023 Current Affairs in Bengali Pdf

232. Pravasi Bharatiya Samman Award 2023 পেলেন  কে?

উত্তর : গুয়ানার রাষ্ট্রপতি ইরফান আলী।

233. জয়পুরেসংবিধান উদ্যান“-এর উদ্বোধন করলেন কে?

উত্তর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

234. Revenue Police System বাতিল করার সিদ্ধান্ত নিল কে?

উত্তর : উত্তরাখণ্ড

235. Chief Minister Sukhashray Sahayata Kosh লঞ্চ করলো কোন রাজ্য?

উত্তর : হিমাচল প্রদেশ

236. অরুণাচলপ্রদেশে Siyom Bridge-এর উদ্বোধ করলেন কে?

উত্তর :  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

237. আসামের সর্বোচ্চ সম্মানআসাম বৈভবদ্বারা সম্মানিত হচ্ছেন  কে?

উত্তর : ড. তপন সাইকিয়া

238. কলকাতায় National Institute of Water and Sanitation উদ্বোধন করলেন কে?

উত্তর : নরেন্দ্র মোদী।

January 2023 Current Affairs in Bengali Pdf

239. বিশ্বে প্রথম কৃষির জন্য “AgriSAT-1 / ZA 008” নামক স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?

উত্তর:  দক্ষিণ আফ্রিকা

240. ভারতের সাথে “Varuna” নামে নৌসেনা অনুশীলনের ২১তম সংস্করণ শুরু করলো কে?

উত্তর : ফ্রান্স

241. প্রথম G20 Health Working Group Meet অনুষ্ঠিত হবে  কোথায়?

উত্তর : কেরালায়

242. মার্শাল আইল্যান্ডসভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন?

উত্তর : সিবি জর্জ

243. ইজিপ্টের সাথে প্রথমবার “Cyclone 1” নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে কে?

উত্তর : ভারত

244. দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবসের প্যারেড অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তর : বেঙ্গালুরুতে

245. ভারতের চতুর্থ রাজ্য হিসাবে Old Pension Scheme পুনরায় চালু করলো  কে?

উত্তর : হিমাচল প্রদেশ

246. Organisation for Economic Co-operation and Development (OECD)-এর নতুন চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর : যুক্তরাজ্যের Clare Lombardelli

247. ওষুধ সরবরাহের জন্যআরোগ্য মৈত্রীপ্রোজেক্টশুরু  করলেন কে ?

উত্তর : নরেন্দ্র মোদী

248. ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার হলেন কে?

উত্তর :  বিরাট কোহলি

249. 2023 World Econom Forum Summit অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর : সুইজারল্যান্ডে

250. ভারতের প্রথম হিসাবে Blindness Control Policy- বাস্তবায়ন করছে কোন রাজ্য?

উত্তর : রাজস্থান

January 2023 Current Affairs in Bengali Pdf

251. সমুদ্রযান মিশনের আওতায় জন ব্যক্তিকে সমুদ্রের ৬০০০ মিটার নীচে পাঠাবে কোন দেশ?

উত্তর : ভারত

252. National Startup Day পালন করা হয়  কবে?

উত্তর : 16 ই জানুয়ারি

253. ত্রিপুরার আগরতলায় School of Logistics, Waterways, and Communication উদ্বোধন করলেন কে ?

উত্তর : সর্বানন্দ সনোয়াল

254. শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল বুক ফেয়ার আয়োজন করলো কারা ?

উত্তর : দিল্লি

255. অবসরের বয়স সীমা 62 থেকে বাড়িয়ে 64 বছর করবে কে ?

উত্তর : ফ্রান্স

256. ভারতের প্রথম কোম্পানি nabled Drone তৈরি করলো কারা ?

উত্তর : G Drones

257. “Soul of  Steel” নামে চ্যালেঞ্জ কম্পিটিশন লঞ্চ করা হবে কোথায় ?

উত্তর : উত্তরাখন্ডে

258. মহিলাদের সুরক্ষার জন্য Vehicle Location Control Centre এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?

উত্তর : মমতা ব্যানার্জি

259. ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে ?

উত্তর : 15 ই জানুয়ারি

260. অনলাইন গেমিং এর জন্য ভারতের প্রথম Centre of Excellence তৈরি করা হবে কোথায় ?

উত্তর : শিলং-এ

January 2023 Current Affairs in Bengali Pdf

261. FIH Men’s Hockey World Cup 2023 শুরু হলো কোথায় ?

উত্তর : উড়িষ্যার কটকে

262. সেকেন্দ্রবাদ থেকে বিশাখাপত্তনম পর্যন্ত অষ্টম বন্দে ভারত ট্রেনটি লঞ্চ করলেন কে ?

উত্তর : মোদী

263. “Irrfan Khan: A in Movies” শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর : শুভ্র গুপ্ত

January 2023 Current Affairs in Bengali Pdf

264. ব্রাজিলের প্রথম আদিবাসীদের জন্য মন্ত্রী পদে নিযুক্ত হলেন  কে?

উত্তর : Sonia Guajajara

265. Border Roads Organization (BRO)- প্রথম মহিলা অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর : সুরভী যাখমোলা

266. প্রথমবার COP28- সভাপতিত্ব করবেন সংযুক্ত আরব আমিরাত (UAE)-এর শিল্প প্রযুক্তি মন্ত্রী  কে ?

উত্তর : Sultan Ahmed Al Jaber

267. বিশ্বের বৃহত্তম রিভার ক্রুজ MV Ganga Vilas-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী; এর যাত্রাপথ  কি ?

উত্তর : বারাণসী থেকে ডিব্ৰুগড় পর্যন্ত

268. 14 তম বার ‘Spanish Super Cup title’ জিতলো কে ?

উত্তর : স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা।

279. পাকিস্তানের আব্দুল রেহমান মাক্কিকে গ্লোবাল টেরোরিস্ট হিসাবে ঘোষণা করলো কে?

উত্তর :  জাতি সংঘ

280. প্রথম G20 Health Working Group Meet অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর : কেরালায়

January 2023 Current Affairs in Bengali Pdf

January 2023 Current Affairs Download Link

File Download Details:

File Name: January Pdf Amartarget.com

File Size: 620 KB

Publisher Name: www.amartarget.com

No of Pages: 18

File Type: Pdf

PDF ডাউনলোড লিংক : Click Here to Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!