Current Affairs

March 2023 Current Affairs Pdf in Bengali | মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF

March 2023 Current Affairs Pdf in Bengali

Hello Govt Job Aspirants,

আজকে আমরা এই পোস্টে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাম্প্রতিক ঘটনাগুলির ( March 2023 Current Affairs Pdf in Bengali ) দেওয়া হলো। বর্তমান পরীক্ষাগুলি কেন্দ্র করে এখানে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলির ২৭৪ টি প্রশ্নোত্তর দেওয়া আছে, তোমরা প্রশ্নোত্তর গুলি আমাদের ওয়েবসাইট থেকে পড়তে পারবে অথবা তোমরা এটি PDF আকারে খুব সহজে ডাউনলোড করে পড়তে অথবা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারবে। PDF টি একদম বিনামূল্যে তোমাদের দেওয়া হচ্ছে। PDF এর ডাউনলোড লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে।

১. শূন্য বৈষম্য দিবস পালন করা হয় ১লা মার্চ; এবছরের থিম কি ছিল?

উ: “Save lives: Decriminalize”

২. প্রথাগত নিয়ম পালনের জন্য মন্দিরে প্রথম রোবোটিক হাতি অন্তর্ভুক্ত করা হলো কোন মন্দিরে?

উ:  কেরালার Irinjadappilly Sree Krishna মন্দিরে

৩. নতুন দিল্লীতে তিনদিন ব্যাপী Raisina ডায়ালগের উদ্বোধন করলেন কে ?

উ:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

৪. নাইজিরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচিত করা হলো ?

উ: Bola Tinubu

৫. কোন দেশ সম্প্রতি GSMA গভর্নমেন্ট লিডারশিপ আওয়ার্ড 2023 জিতলো?

উ: ভারত

৬. প্রতিটা তৈল শোধনাগারে গ্রীন হাইড্রোজেন প্লান্ট তৈরি করবে কারা ?

উ:  Indian Oil Corporation (IOC)

March 2023 Current Affairs Pdf in Bengali

৭. কোথায়  প্রথম Snow Marathon-এর আয়োজন করলো কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক?

উ: জম্মুতে

৮. 20th Bio Asia Summit 2023 অনুষ্ঠিত হলো কোথায়?

উ:  হায়দ্রাবাদে

৯. ভারতের ৮১তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে?

উ:   সায়ন্তন দাস ( পশ্চিমবঙ্গ )

১০. কারা নতুন দিল্লীতে পুসা কৃষি বিজ্ঞান মেলার আয়োজন করলো?

উ: ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI) 

March 2023 Current Affairs Pdf in Bengali

১১. কে সাহিত্যে লাইফটাইম এচিভমেন্টের জন্য 2023 PEN America আওয়ার্ড জিতলেন ?

উ: হিন্দি লেখক বিনোদ কুমার শুক্লা

১২. দেশীয় পদ্ধতিতে তৈরি 310 টি কি কিনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী ?

উ: Advanced Towed Artillery Gun Systems (ATAGS)

১৩. HDFC ব্যাংক এবং IRCTC একসাথে  কি লঞ্চ করলো?

উ: ভারতের most rewarding কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড

১৪. কত বছর পর প্রথমবার লোগো পরিবর্তন করলো Nokia কোম্পানি?

উ: প্রায় ৬০ বছর

১৫. Federation of Indian Chambers of ommerce & Industry (FICCI)-এর সেক্রেটারী জেনারেল পদে কে নিযুক্ত হলেন?

উ:  শৈলেশ পাঠক

March 2023 Current Affairs Pdf in Bengali

১৬. ৮৩.৭% ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ পাওয়া গেল কোথায়?

উ: ইরানে

১৭. Press Information Bureau (PIB)-এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?

উ: রাজেশ মালহোত্রা

১৮. Carabao Cup title 2023 জিতলো কে?

উ: Manchester United

১৯. মুম্বাইয়ের চার্চগেট রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কার নামে রাখা হল?

উ:  RBI এপ্রথম গভর্নর চিন্তামনরাও দেশমুখের নামে

২০. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) কি লঞ্চ করলো?

উ: ডিজিটাল প্লাটফর্ম Grievance Appellate Committee

March 2023 Current Affairs Pdf in Bengali

২১. NASA-র সাইন্স চিফ পদে কে নিযুক্ত হলেন?

উ: Nicola Fox

২২. Women’s T20 World Cup-এ সবথেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হলেন কে ?

উ:  সাউথ আফ্রিকার শাবনিম ইসমাইল

২৩. সম্প্রতি সোনার খনির সন্ধান পাওয়া গেল কোথায়?

উ: উড়িষ্যায়

২৪. খুব শীঘ্রই কোথায় কোথায় ভারতের UPI সিস্টেম চালু হতে চলেছে ?

উ: মরিশাস, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী

২৫. ডিজিটাল পেমেন্টস এর জন্য ‘Pin on Mobile এর উপর ভিত্তি করে অ্যাক্সিস ব্যাংক কি  লঞ্চ করলো?

উ:  ‘MicroPay’

২৬. প্রথম বিদেশি ইউনিভার্সিটি হিসাবে ভারতে  কোন  ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করছে?

উ: অস্ট্রেলিয়ার Deakin University

March 2023 Current Affairs Pdf in Bengali

২৭. আসামের ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য $108 মিলিয়ন অর্থের লোন মান্যতা দিলো কে?

উ: বিশ্ব ব্যাংক

২৮. বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় ৩রা মার্চ; এবছরের থিম কি ছিল?

উ: “Partnerships for Wildlife Conservation”

২৯. 8th Raisina Dialogue-এ চিফ গেস্ট কে হলেন?

উ: ইতালির প্রধানমন্ত্রী Giorgia Meloni

৩০. National Conference on Child Sexual Abuse Material অনুষ্ঠিত হলো কোথায়?

উ:  নিউ দিল্লিতে

March 2023 Current Affairs Pdf in Bengali

৩১. Godrej Industries-এর কেমিক্যাল বিজনেসের CEO পদে কে নিযুক্ত হলেন?

উ:  বিশাল শর্মা

৩২. Clean Energy Adoption এ শীর্ষস্থানে রয়েছে কারা ?

উ: কর্ণাটক ও গুজরাট

৩৩. নতুন দিল্লীতে ‘Catch the Rain 2023’ অভিযানের সূচনা করলেন কে?

উ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

৩৪. প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য কারা কারা চুক্তি স্বাক্ষর করলো?

উ: টাটা স্টিল মাইনিং লিমিটেড এবং GAIL লিমিটেড

৩৫. প্রতি বছর 4 ই মার্চ জাতীয় সেফটি দিবস পালিত হয়, এবছরের থিম কি ছিল?

উ: ‘Our Aim – Zero Harm’

৩৬. জাপান এয়ার সেফ ডিফেন্স ফোর্সের (JASDF) সাথে ভারতীয় বায়ুসেনা (IAF) কোন  অনুশীলনে  অংশগ্রহণ করলো?

উ: Shinyuu Maitri

March 2023 Current Affairs Pdf in Bengali

৩৭. আফ্রিকান আর্মি চিফ এবং ভারতের আর্মি চিফ -এর মধ্যে জয়েন্ট কনফারেন্স কোথায় সম্পন্ন হলো?

উ: পুনেতে

৩৮. অনাথ শিশুদের জন্য ভারতে প্রথম সরকারী Mother Milk Bank তৈরি করলো কে?

উ:  উত্তরাখণ্ড

৩৯. এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস শুরু হলো কোথায়?

উ: জম্মু কাশ্মীর

৪০. মিউচুয়াল রিকগনিশন অফ কোয়ালিকেশন এর জন্য কারা কারা ফ্রেমওয়ার্ক মেকানিজম স্বাক্ষর করলো?

উ: ভারত এবং অস্ট্রেলিয়া

March 2023 Current Affairs Pdf in Bengali

৪১. লাক্সারি হাউসিং এর প্রাইস গ্রোথে মুম্বাই কত তম স্থান অধিকার করলো?

উ: ৩৭ তম

৪২. ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন?

উ:  Vo Van Thuong

৪৩. Sashastra Seema Bal (SSB)-এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?

উ:  রশ্মি শুক্লা

৪৪. Business Standard Banker of the Year 2022 অ্যাওয়ার্ড কে পাচ্ছেন?

উ: HDFC Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO শশীধর জগদীশন

৪৫. আদানি গ্রুপের উপর Hindenburg রিপোর্ট পর্যবেক্ষণ করতে সুপ্রিম কোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করলো, তার প্রধান কে হলেন?

উ: বিচারপতি AM Sapre

৪৬. ভারতীয় রেলওয়ের জন্য  কি তৈরির জন্য Godrej & Boyce এবং Renmakch চুক্তি স্বাক্ষর করলো?

উ: ‘Make in India’ ভ্যালু চেইন

March 2023 Current Affairs Pdf in Bengali

৪৭. কে Porter প্রাইজ 2023 জিতলো?

উ: ইউনিয়ন হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি

৪৮. সম্প্রতি SpaceX নাসা কি মিশন লঞ্চ করলো?

উ: Crew – 6

৪৯. সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত করা হলেন?

উ: জিষ্ণু বড়ুয়া

৫০. International Yoga Festival 2023 শুরু হলো কোথায়?

উ: উত্তরাখন্ডের ঋষিকেশে

March 2023 Current Affairs Pdf in Bengali

৫১. Asian Chess Federation (ACF) –এর দ্বারা Player-of-the-Year Award জিতলেন কোন ভারতীয় দাবাড়ু?

উ: ডি. গুকেশ

৫২. ভারতীয় পুরুষ হকি টিমের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন কে?

উ: Craig Fulton

৫৩. প্রথম Women’s Premier League শুরু হলো কোথায়?

উ:  মুম্বাইয়ে

৫৪. শিক্ষক ও ছাত্রের মধ্যে স্পোর্টস এডুকেশনকে প্রাধান্য দিতে কারা চুক্তি স্বাক্ষর করলো?

উ: ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) এবং NCERT

৫৫. কারা স্বচ্ছ সুজল শক্তি সম্মান 2023 এর আয়োজন করলো?

উ: মিনিস্ট্রি অফ জল শক্তি

৫৬. কোন বিভাগ কে সাহায্য করতে $ 1 বিলিয়ন অর্থ ধার দিতে চলেছে বিশ্ব ব্যাংক?

উ: ভারতের স্বাস্থ্য বিভাগকে

March 2023 Current Affairs Pdf in Bengali

৫৭. দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ খেতাব 2023 জিতলেন কে?

উ: Daniil Medvedev

৫৮. ডোপিং টেস্টে ফেল হওয়ার কারণে ৪ বছরের জন্য ব্যান হওয়া ঐশ্বর্য্য বাবু কোন খেলার সঙ্গে যুক্ত?

উ: ট্রিপল জাম্প

৫৯. Amazon Pay (India)-কে ৩.০৬কোটি টাকা জরিমানা করলো কে?

উ: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

৬০. Pramerica Life Insurance এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে  কাকে নিযুক্ত করা হলো?

উ: পঙ্কজ গুপ্ত

March 2023 Current Affairs Pdf in Bengali

৬১. ইলেক্ট্রোরাল ডেমোক্রেসি ইনডেক্স 2023 অনুযায়ী ভারত কত তম স্থান অধিকার করলো?

উ: 108 তম

৬২. 54 বছর পর মেঘালয় কে হারিয়ে সন্তোষ ট্রফি জিতলো কে?

উ: কর্ণাটক

৬৩. বিশ্বের ওসান বডিজ কে রক্ষা করতে ইউনাইটেড নেশন্স কি চুক্তি স্বাক্ষর করলো?

উ:  ‘High Seas Treaty’

৬৪. বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টেলিকম ব্র্যান্ড কি?

উ:  Reliance Jio

March 2023 Current Affairs Pdf in Bengali

৬৫. বিহার শিল্প মন্ত্রী সমীর কুমার মহাশেঠ নতুন একটি বই প্রকাশ করলেন  তার নাম কি?

উ: শিরোনাম ‘The Book of Bihari Literature’

৬৬. রিসার্চ এবং টেকনোলজির উপর কারা কারা চুক্তি স্বাক্ষর করলো?

উ: ভারত এবং মেক্সিকো

৬৭. কর্ণাটকে সেফ সিটি প্রজেক্টস লঞ্চ করলেন কে?

উ: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

৬৮. বিশ্বে প্রথম Bamboo Crash Barrier ইনস্টল করা হলো কোথায়?

উ: মহারাষ্ট্রের হাইওয়েতে

৬৯. 7th International Dharma Dhamma Conference আয়োজিত  হলো কোথায়?

উ: ভোপালে

March 2023 Current Affairs Pdf in Bengali

৭০. ফ্রান্সের আর্মির সাথে কি নামে মিলিটারি অনুশীলন করবে  ভারত?

উ:  ‘FRINJEX-23’

March 2023 Current Affairs Pdf in Bengali

৭১. কাকে ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন আওয়ার্ড 2023 দ্বারা সম্মানিত করা হলো?

উ: কাশ্মীরের আলিয়া মির কে

৭২. র‍্যাবিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার কি প্রোগ্রাম লঞ্চ করলো?

উ: ন্যাশনাল র‍্যাবিস কন্ট্রোল প্রোগ্রাম (NRCP)

৭৩. মহিলাদের জন্য Ladli Bahna Scheme লঞ্চ করলো কে?

উ:  মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

৭৪. ফিনান্সিয়াল ইনক্লুশন, হেলথ এবং সাইবার সিকিউরিটির জন্য কারা চুক্তি স্বাক্ষর করলো?

উ: Paytm এবং অন্ধ্রপ্রদেশ

৭৫. সিকিমের ডাক বিভাগের জন্য ‘Go Green, Go Organic’ কভার প্রকাশ করলেন কে?

উ:  কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষণা

৭৬. কুয়েতের প্রধানমন্ত্রী পদে পুনরায় কে নিযুক্ত হলেন?

উ: Sheikh Ahmad Nawaf al-Sabah

৭৭. 2022 BBC Indian Sportswoman of the Year Award কে জিতলেন?

উ: ওয়েটলিফটার মীরাবাই চানু

March 2023 Current Affairs Pdf in Bengali

৭৮. সম্প্রতি মধ্যপ্রদেশের ৫৩তম জেলা হলো কোনটি?

উ: মৌগঞ্জ

৭৯. প্রত্যেক নাগরিককে ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারী হিসেবে গড়ে তুলতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ‘Har Payment Digital’ নামক মিশন লঞ্চ করলো, এটির থিম কি ছিল?

উ:  ‘Adopt digital payments and Teach others also’

৮০. দ্বিতীয়বারের জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন?

উ: কনরাড সাংমা

March 2023 Current Affairs Pdf in Bengali

৮১. কে 2023 বাহারিন গ্র্যান্ড প্রিক্স জিতলো?

উ: রেড বুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন

৮২. আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ৮ই মার্চ; এবছরের থিম কি ছিল?

উ:  “DigitALL: Innovation and technology for gender equality”

৮৩. নতুন Controller General of Accounts (CGA) পদে নিযুক্ত হলেন কে?

উ: এস.এস. দুবে

৮৪. “India’s Struggle for Independence – Gandhian Era” শিরোনামে বই লিখলেন কে?

উ: পি. জ্যোথিমনি

৮৫. All India Women’s Folk Art Conference আয়োজিত হচ্ছে কোথায়?

উ: মুম্বাইয়ে

৮৬. 7 ই মার্চ পঞ্চম জন ঔষধি দিবস পালিত হল, এবছরের থিম কি ছিল?

উ: Jan Aushadhi Sasti bhi Acchi bhi

March 2023 Current Affairs Pdf in Bengali

৮৭. একল মহিলা স্বরোজগার যোজনা লঞ্চ করলেন কে?

উ:  উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

৮৮. বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং UN ওমেন ইন্ডিয়া  কি প্রোগ্রাম লঞ্চ করলো?

উ: FinEMPOWER

৮৯. গ্রাহকদের জন্য কোয়ান্টাম কম্পিউটিং আনার জন্য কারা জোটবদ্ধ হলো?

উ: HCL টেকনোলজিস এবং মাইক্রোসফট

৯০. US পরিচালিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অনুশীলন 2023 এ ভারতীয় কোন  যুদ্ধজাহাজ অংশগ্রহণ করলো?

উ: INS Trikand

March 2023 Current Affairs Pdf in Bengali

৯১. 2023 Pritzker Prize কে জিতলেন?

উ: ব্রিটিশ আর্কিটেক্ট স্যার ডেভিড চিপারফিল্ড

৯২. কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন?

উ: Sheikh Mohammed

৯৩. স্যাভলন কাকে বিশ্বের প্রথম ‘Hand Ambassador’ হিসেবে নিযুক্ত করলো?

উ: ইন্ডিয়ান ক্রিকেটার সচিন টেন্ডুলকার

৯৪. আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন করতে কোটাক মিউচুয়াল ফান্ড কি ক্যাম্পেইন লঞ্চ করলো?

উ: DigitALL’  ক্যাম্পেইন

March 2023 Current Affairs Pdf in Bengali

৯৫. ইন্দো-ইউএস যৌথ নির্মিত তোন স্যাটেলাইট পেলো ISRO?

উ: NISAR

৯৬. ত্রিপুরার 13 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে?

উ: মানিক সাহা

৯৭. সম্প্রতি Yaoshang Festival শুরু হলো কোথায়?

উ: মনিপুরে

৯৮. কোথায় ১০০ দীর্ঘ জাতীয় পতাকা ইনস্টল করলো ইন্ডিয়া আমি?

উ: জম্মু-কাশ্মীরের ডোডা জেলায়

৯৯. কটি শহরে Khelo India Dus ka Dum Tournament-এর আয়োজন করবে কেন্দ্ৰীয় ক্রীড়া মন্ত্রক?

উ: দশটি

১০০. 8th Indian Fharma Fair (IFF) হোস্ট করবে কে?

উ: উত্তরপ্রদেশ

March 2023 Current Affairs Pdf in Bengali

১০১. পঞ্চম ASEAN-ইন্ডিয়া বিজনেস সামিট কোথায় সম্পন্ন হলো?

উ: কুয়ালা লামপুরে

১০২. ভারতীয় নৌবাহিনীর থিয়েটার লেভেল অপারেশনাল রেডিনেস কোন অনুশীলন  আরব সাগরে সম্পন্ন হলো?

উ: TROPEX-23′

১০৩. মহিলাদের চালিত তিনসপ্তাহ ব্যাপী স্বচ্ছতা ক্যাম্পেইন ‘Swachhotsav’ লঞ্চ করলো কে?

উ: মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স

১০৪. নেপালের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচিত করা হল?

উ: রামচন্দ্র পাউডেল

১০৫. নিউইয়র্ক কোর্টে প্রথম ভারতীয়-আমেরিকান বিচারপতি হলেন কে?

উ: অরুণ সুব্রামনিয়ান

১০৬. “As Good as My Word: A Memoir” শিরোনামে বই লিখলেন কে?

উ: কে. এম. চন্দ্রশেখর

March 2023 Current Affairs Pdf in Bengali

১০৭. প্রথম মহিলা অফিসার হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কমব্যাট ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন কে?

উ: শালিজা ধামী

১০৮. জাতীয় ফটোগ্রাফি অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হলেন কে?

উ: শিপ্রা দাস

১০৯. Hindustan Unilever Limited (HUL)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উ: রোহিত যাবা

১১০. চীনের রাষ্ট্রপতি হিসাবে তৃতীয়বার নির্বাচিত হলেন কে?

উ:  শি জিনপিং

March 2023 Current Affairs Pdf in Bengali

১১১. হাউসিং এবং আরবান আফফায়ার্স মন্ত্রী হারদ্বীপ সিং পুরী কি আওয়ার্ড 2023′ লঞ্চ করলেন?

উ: “Women Icons Leading Swachhata আওয়ার্ড

১১২. বায়ুদূষণ মনিটর করতে কারা কারা জোটবদ্ধ হলো?

উ: NASA এবং ইতালিয়ান স্পেস এজেন্সি

১১৩. নির্বাচনের জন্য সচেতন করতে কোথায় Vote Fest 2023 এর উদ্বোধন করা হলো?

উ: ব্যাঙ্গালুরুতে

১১৪. ন্যাশনাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন এর তৃতীয় সেশন কোথায় সম্পন্ন হলো?

উ: নতুন দিল্লীতে

১১৫. Axis Mutual Fund-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উ: বি. গোপুকুমার

১১৬. সবথেকে বেশি হাতের লেখা নাটসের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললো কে?

উ: আসাম

March 2023 Current Affairs Pdf in Bengali

১১৭. LIC এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত করা হলো?

উ: সিদ্ধার্থ মোহান্তি

১১৮. পার্কিং ফেসিলিটির জন্য ভারতে প্রথম ডিজিটাল কারেন্সি গ্রহণ করছে কে?

উ: কোচি মেট্রো

১১৯. ‘Beggar-free city’ ইনিশিয়েটিভ শুরু হলো কোথায়?

উ: নাগপুর শহরে

১২০. গ্রাহকদের কাছে কোয়ান্টাম কম্পিউটিং আনতে কারা কারা  চুক্তি করলো?

উ: Microsoft কোম্পানির সাথে HCL

March 2023 Current Affairs Pdf in Bengali

১২১. ভারতে প্রথম Electric Pilgrimage Corridor তৈরি হচ্ছে কোথায়?

উ: উত্তরাখণ্ডে

১২২. লাদাখ সেক্টরের ফিল্ড ওয়ার্কশপের দায়িত্বে প্রথম মহিলা কম্যান্ডিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

উ: কর্নেল গীতা রানা

১২৩. প্রাক্তন MP ড. করণ সিং নতুন একটি বই লিখলেন তার শিরোনাম কি ?

উ: ‘Mundaka Upanishad: The Gateway to Eternity’

১২৪. পার্কিং ফেসিলিটির জন্য ভারতে প্রথম ডিজিটাল কারেন্সি গ্রহণ করছে কে?

উ: কোচি মেট্রো

১২৫. লাদাখ সেক্টরের ফিল্ড ওয়ার্কশপের দায়িত্বে প্রথম মহিলা কম্যান্ডিং অফিসার হিসাবে কে নিযুক্ত হলেন?

উ:  কর্নেল গীতা রানা

১২৬. 19th BIMSTEC Ministerial Meeting হোস্ট করলো কে?

উ: থাইল্যান্ড

১২৭. 6 টি Dornier এয়ারক্রাফটের জন্য হিন্দুস্তান এরোনটিক্স লমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করলো কে ?

উ: প্রতিরক্ষা মন্ত্ৰক

১২৮. অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে কাকে নিযুক্ত করা হলো?

উ: B Gopkumar

১২৯. বেঙ্গালুরুতে Vote Fest 2023 এর উদ্বোধন করলেন কে?

উ:  মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

১৩০. IndusInd Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন কে?

উ: সুমস্ত কাঠপালিয়া

March 2023 Current Affairs Pdf in Bengali

১৩১. Tech Mahindra কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উ: মোহিত যোশী

১৩২. জনসাধারণের জন্য খুলতে চলা এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনটি কোথায় অবস্থিত?

উ: জম্মু-কাশ্মীরে

১৩৩. সম্প্রতি কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটলো?

উ: ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপী

১৩৪. Best Original Song ক্যাটাগরিতে অস্কার পুরস্কার পেল কোন গান?

উ: RRR ছবির গান “নাটু নাটু”

১৩৫. আরব সাগরে ফ্রান্সের সাথে Maritime Partnership Exercise (MPX) অনুষ্ঠিত করছে কে?

উ: ভারতীয় নেভি

১৩৬. LIC কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

উ: সিদ্ধার্থ মোহান্তি

১৩৭. দ্রুততম বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে ৫০টি উইকেট সম্পূর্ণ করলেন  কোন ক্রিকেটার?

উ: ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল

১৩৮. বেস্ট শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার পুরস্কার 2023 জিতলো কে?

উ: ‘The Eplephant Whisperers’

১৩৯. Knight Frank রিপোর্ট 2023 অনুযায়ী Most Preferred Foreign Location হলো কোনটি?

উ: সংযুক্ত রাজ্য (UK)

১৪০. মহারাষ্ট্রের নাগপুরে নতুন একটি ইনিশিয়েটিভ শুরু করা হলো

যার নাম কি?

উ: ‘beggar-free city’

March 2023 Current Affairs Pdf in Bengali

১৪১. কর্ণাটকে নব-নির্মিত 118 কিমি দীর্ঘ Bengaluru Mysuru এক্সপ্রেসওয়েকে দেশের জন্য উৎসর্গ করলেন কে?

উ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৪২. 8র্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে কোথায়?

উ: আসামের বাকসা জেলায়

১৪৩. সম্প্রতি Illegal Migration Bill পাশ করলো কে?

উ: যুক্তরাজ্য (UK)

১৪৪. বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হলো কোথায়?

উ: কর্নাটকে

১৪৫. 3.Tech Mahindra কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উ: মোহিত যোশী

১৪৬. বহুপাক্ষিক অনুশীলন La Perouse 2023 এর তৃতীয় সংস্করণ কোথায় শুরু হলো?

উ: ভারত মহাসাগরে

১৪৭. কাকে সিলিকন ভ্যালি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো FDIC ?

উ: Tim Mayopoulos

১৪৮. এশিয়ার প্রথম মহিলা লোকো-পাইলট কে বন্দে ভারত এক্সপ্রেস অপারেট করতে চলেছেন?

উ: সুরেখা যাদব

১৪৯. Jyothimani নতুন একটি বই লিখলেন যার শিরোনাম কি?

উ: ‘India’s Struggle for Independence – Gandhian Era’

১৫০. Women’s World Boxing Championships 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?

উ: মেরিকম ও ফারহান আখতার

March 2023 Current Affairs Pdf in Bengali

১৫১. G20 Flower Festival শুরু হলো কোথায়?

উ: নিউ দিল্লিতে

১৫২. LIC কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কারা? 

উ: এম. জগন্নাথ এবং তবলেশ পান্ডে

১৫৩. SIPRI রিপোর্ট 2023 অনুযায়ী  বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানি দেশের তকমা পেলো কোন দেশ?

উ: ভারত

১৫৪. ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হতে চলেছেন কে?

উ: Eric Garcetti

১৫৫. She Changes ক্লাইমেট ক্যাম্পেইনের জন্য ভারতের আম্বাসাডর হিসেবে  কাকে নিযুক্ত করা হলো?

উ: Shreya Ghodawat

১৫৬. ক্লাউড গেমিং প্রোভাইডার Boosteroid এর সাথে লাইসেন্স চুক্তি করল কে?

উ: মাইক্রোসফট

১৫৭. হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে 781 কিমি দৈর্ঘ্যের গ্রীন ন্যাশনাল হাইওয়ে করিডোর প্রজেক্ট নির্মাণের জন্য কারা কারা চুক্তি করলো ?

উ: ভারত এবং বিশ্ব ব্যাংক

১৫৮. ২০২৩ ফেব্রুয়ারি মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন কে?

উ: ইংল্যান্ডের হ্যারি ব্রুক

১৫৯. সম্প্রতি IDFC Mutual Fund এ মিউচুয়াল ফান্ড  এর নাম পরিবর্তন করে কি রাখা হলো?

উ: বন্ধন ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড

১৬০. ভারতে প্রথম রেশম চাষীদের জন্য বীমা প্রকল্প চালু করতে চলেছে কোন রাজ্য?

উ: উত্তরাখণ্ড

March 2023 Current Affairs Pdf in Bengali

১৬১. সিঙ্গাপুর আর্মির সাথে নামে অনুশীলন  অনুষ্ঠিত করলো ভারত?

উ: ‘Bold Kurukshetra’

১৬২. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের শিক্ষার হার সবথেকে কম?

উ: বিহারের

১৬৩. অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রদান করবে কারা?

উ: আমেরিকা ও ব্রিটেন

১৬৪. ভারতের প্রথম Behavioural lab প্রতিষ্ঠা করা হবে  কোথায়?

উ: জয়পুরে

১৬৫. NMDC এর চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন কে?

উ: অমিতাভ মুখার্জী

১৬৬. বর্ষীয়ান শিল্পীদের সাহায্য করতে মিনিস্ট্রি অফ কালচার কি স্কীম লঞ্চ করলো?

উ: ‘Financial Assistance to Veteran Artists’

১৬৭. ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ছাত্র-ছাত্রীদের জন্য কি ইনিশিয়েটিভ লঞ্চ করলো?

উ: ‘Learning Science via Standards

১৬৮. IPL 2023-এর জন্য RCB টিমের ব্যাঙ্কিং পার্টনার  কে হলো?

উ: Equitas Small Finance Bank

১৬৯. ফিফার প্রেসিডেন্ট পদে পুনরায় কে  নির্বাচিত হলেন?

উ: Gianni Infantino

১৭০. পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

উ: অভিনেতা দেব

March 2023 Current Affairs Pdf in Bengali

১৭১.ভারত এবং চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমান্তের স্বীকৃতি দিলো কে?

উ:  ইউএস

১৭২. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে কি উদ্বোধন করলেন?

উ: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের

১৭৩. সাংবাদিক এবং লেখক Rachna Biswat Rawat নতুন একটি বই লিখলেন তার শিরোনাম কি?

উ:  ‘Bipin: The Man Behind the Uniform

১৭৪.’Women and Men in India 2022 এর 24 তম সংস্করণ লঞ্চ করলেন কে?

উ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং নতুন দিল্লীতে

১৭৫.মিনিস্ট্রি অফ এডুকেশনের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী স্বাক্ষরতার হার সর্বোচ্চ  কোথায়?

উ: কেরালায় (94%)

১৭৬. PLI স্কীমের অধীনে স্টিল উৎপাদনের জন্য মিনিস্ট্রি অফ স্টিল 27 টি কোম্পানির সাথে  কটি চুক্তি স্বাক্ষর করলো?

উ: 57 টি চুক্তি

১৭৭. JioCinema-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন?

উ: সূর্য্য কুমার যাদব

১৭৮. চাঁদে মানুষ পাঠাতে নতুন প্রজন্মের স্পেসসুট তৈরি করলো কে?

উ: NASA

১৭৯. কাকে প্রিমিয়ার লীগহল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হলো?

উ: স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেন ওয়েঙ্গার

১৮০. Armed Forces Medical Services (DGAFMS) -এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?

উ:  দালজিত সিং

March 2023 Current Affairs Pdf in Bengali

১৮১. 2030 সালের মধ্যে ভারতীয় রেলওয়ে Net Zero Carbon Emitter হওয়ার কথা ঘোষণা করলেন কে ?

উ: রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষণাও

১৮২. সুইস ওপেন 2023 ডাবলস খেতাব জিতলেন কে?

উ: ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি

১৮৩. কাকে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো TCS?

উ: K Krithivasan

১৮৪. ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে কে দায়িত্ব নিতে চলেছেন?

উ:  অনুপ বাগচী

১৮৫. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ কত নির্ধারণ করলো CRISIL?

উ: 6%

১৮৬. US Air Force-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রে পদে কে নিযুক্ত হলেন?

উ: ভারতীয় বংশোদ্ভূত রবি চৌধুরী

১৮৭. বেঙ্গালুরুতে “AgriUnifest” উদ্বোধন করলেন কে?

উ: কেন্দ্রীয় মন্ত্ৰীনরেন্দ্র সিং তোমার

১৮৮. Central Banking Awards 2023 অনুষ্ঠানে ‘Governor of the Year’ Award জিতলেন কে?

উ: RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস

১৮৯. Central Industrial Security Force (CISF) -এ নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের কত শতাংশ সংরক্ষণ দেবে কেন্দ্র ?

উ: ১০%

১৯০. “Snakes In the Ganga : Breaking India 2.0” শিরোনামে বই লিখলেন কে ?

উ: রাজীব মালহোত্রা ও বিজয়া বিশ্বনাথন

March 2023 Current Affairs Pdf in Bengali

১৯১. ইউক্রেনের যুদ্ধ সংক্রান্ত অপরাধের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করার অনুমতি দিল কে?

উ: ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট

১৯২. তাজিকিস্তানে UN Resident Coordinator হিসাবে নিযুক্ত হলেন কে?

উ: ভারতের কে. আর. পার্বতী

১৯৩. 19 টি নতুন জেলা এবং 3 টি নতুন ডিভিশনের ঘোষণা করলেন কে ?

উ: রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট

১৯৪. সাগর পরিক্রমা ফেজ – IV প্রোগ্রাম কোথায় সম্পন্ন হলো?

উ: কর্ণাটকে

১৯৫. দ্রুততম ভারতীয় হিসেবে কে পক প্রণালী সাঁতরে অতিক্রম করে রেকর্ড গড়লো?

উ: সম্পন্না রমেশ

১৯৬. নেপালের তৃতীয় উপ-রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচিত করা হলো?

উ:  রাম সহায়া প্রসাদ যাদব

১৯৭. কাকে কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Luxor?

উ: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি

১৯৮. কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে কে নিযুক্ত করা হলেন?

উ: ললিত কুমার গুপ্ত

১৯৯. Bharat Petroleum Corporation Limited (BPCL)-এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

উ: জি. কৃষ্ণকুমার

২০০. ২০২৩ বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কোন Airport?

উ: সিঙ্গাপুরের Gem Changi Airport

March 2023 Current Affairs Pdf in Bengali

২০১. বেঙ্গালুরুকে পরাজিত করে ISL 2022-23 টাইটেল জিতলো কে ?

উ: মোহন বাগান

২০২. Shanghai Cooperation Organisation (SCO)-এর প্রথম ট্যুরিজম এন্ড কালচারাল ক্যাপিটাল হিসাবে ঘোষিত হলো কে ?

উ: কাশি (বারাণসী)

২০৩. এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশনের জন্য Jharniyojan পোর্টাল লঞ্চ করলো কে?

উ: ঝাড়খণ্ড

২০৪. ধূমপান সম্পর্কিত আইন প্রনয়নের জন্য “Partnership for Healthy Cities” অ্যাওয়ার্ড জিতলো কে ?

উ: বেঙ্গালুরু

২০৫. কাকে কে প্রেসিডেন্ট’স কালার সম্মানে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?

উ: INS Dronacharya

২০৬. UPI এর পর Rupay ক্রেডিট কার্ড লঞ্চ করলো কে?

উ:  কানাড়া ব্যাংক

২০৭. HDFC লিমিটেড এবং HDFC ব্যাংক মার্জ করার অনুমোদন দিলো কে?

উ:  ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল (NCLT)

২০৮. Cotton Corporation of India (CCI)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

উ: ললিত কুমার গুপ্ত

২০৯. UCO Bank-এর MD এবং CEO পদে কে নিযুক্ত হচ্ছেন?

উ: অশ্বিনী কুমার

২১০. G7 হিরোশিমা সম্মেলনে প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন কে?

উ: জাপানের প্রধানমন্ত্রী Fumio Kishida

March 2023 Current Affairs Pdf in Bengali

২১১. প্রতি বছর 22 শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়, এবছরের থিম কি ছিল?

উ: ‘Accelerating the change to solve the water and sanitation crisis’

২১২. কক্স বাজারের পেকুয়াতে বাংলাদেশের প্রথম সাবমেরিন বেস ‘BNS Sheikh Hasina’ এর কে উদ্বোধন  করলেন?

উ: দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২১৩. Sangita Kalanidhi আওয়ার্ড 2023 পেতে চলেছেন কে ?

উ: পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী Bombay Jayashri

২১৪. Bisleri Internationa এর নেতৃত্ব দিতে চলেছেন কে ?

উ: জয়ন্তী চৌহান

২১৫. World Happiness Index 2023-এ ভারতের স্থান কত ?

উ:  ১২৫

২১৬. বেঙ্গালুরুতে 2023 SAFF Championships হোস্ট করবে কে ?

উ: ভারত

March 2023 Current Affairs Pdf in Bengali

২১৭. Saudi Arabian Grand Prix 2023 জিতলেন কে ?

উ: মেক্সিকান রেসিং কার ড্রাইভার Sergio Parez.

২১৮. সম্প্রতি মিথানল চালিত বাস পরিষেবা শুরু হলো কোথায়?

উ: বেঙ্গালুরুতে

২১৯. হাতিদের রক্ষা করতে ৬০০ জন “গজমিত্র” নিয়োগ করতে চলেছে কোন রাজ্য?

উ: পশ্চিমবঙ্গ

২২০. এশিয়ার বৃহত্তম 4 মিটার লিকুইড টেলিস্কোপ কোথায়  উদ্বোধন করা হলো ?

উ: উত্তরাখণ্ডে

March 2023 Current Affairs Pdf in Bengali

২২১. ফাইনালে ব্রিজেশ দামানি কে হারিয়ে এশিয়ান বিলিয়ার্ড খেতাব কে জিতলেন?

উ: পঙ্কজ আদবানী

২২২. কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে তোলার জন্য কারা কারা জোটবদ্ধ হলো ?

উ: মার্লিন গ্রুপ এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এসোসিয়েশন

২২৩. কেরালার প্রথম রূপান্তরকামী আইনজীবী কে হলেন?

উ: পদ্ম লক্ষ্মী

২২৪. 2022 CMJ Spirit of Cricket Award কে জিতলেন ?

উ: নেপালের ক্রিকেটার আসিফ শেখ

২২৫. ISSF World Cup Shooting Championship শুরু হলো কোথায় ?

উ: মধ্যপ্রদেশের ভোপালে

March 2023 Current Affairs Pdf in Bengali

২২৬. দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেল কোন এয়ারপোর্ট?

উ:  দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট

২২৭. ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর নতুন দিল্লীতে কি  এক্সিহিবিশনের উদ্বোধন করলেন?

উ: ‘Geoffrey Bawa’

২২৮. প্রবীণ টেনিস খেলোয়াড় হিসেবে ভারতের রোহান বোপান্না কি খেতাব জিতলেন?

উ: ATP Masters 1000

২২৯. ‘Veterinary and Ayurveda’ এর উপর আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ কোথায় উদ্বোধন করা হলো?

উ: হরিদ্বারে

২৩০. Invest India-র ম্যানেজিং ডিরেক্টর এবং CEC কে?

উ: মানমিত কে. নন্দ

March 2023 Current Affairs Pdf in Bengali

২৩১. CEAT নামক টায়ার কোম্পানির ম্যানে ডিরেক্টর এবং CEO পদে কে নিযুক্ত হলেন ?

উ: অর্ণব ব্যানার্জি

২৩২. A Matter of the Heart: Education in India” শিরোনামে  কে বই লিখলেন?

উ: অনুরাগ বেহার

২৩৩. ভারতে প্রথম Right to Health বিল পাশ করলো কে ?

উ: রাজস্থান

২৩৪. Starbucks কোম্পানির নতুন CEO পদে কে নিযুক্ত হলেন ?

উ:  লক্ষ্মণ নরসিংহ

২৩৫. পুরুষ এবং মহিলা উভয় এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ খেতাব 2023 জিতলো কে ?

উ: ভারত

২৩৬. গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স  কি লঞ্চ করলো?

উ: ‘Most Silent Ship’ INS Androth

২৩৭. ভারত এবং সংযুক্ত রাজ্য (UK) এর মধ্যে যৌথ সামুদ্রিক অনুশীলন কোথায় সম্পন্ন হলো ?

উ: Konkan’ আরবসাগরে

২৩৮. ভারতীয় এয়ার ফোর্সের অপারেশন ক্ষমতা বাড়াতে কারা চুক্তি স্বাক্ষর করলো ?

উ: প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড

২৩৯. ‘Statue of Knowledge’ নামে বি.আর. আম্বেদকরের ৭০ ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হবে কোথায়?

উ: মহারাষ্ট্রের লাটুর শহরে

২৪০. হকি খেলার সঙ্গে যুক্ত রানী রামপালের নামে তৈরি হল স্টেডিয়াম, তার নাম কি ?

উ: Rani’s Girls Hockey Turf

March 2023 Current Affairs Pdf in Bengali

২৪১. Call Before You Dig’ নামে অ্যাপ লঞ্চ করলেন কে ?

উ: নরেন্দ্র মোদী

২৪২. Abel Prize জিতলেন কোন গণিতজ্ঞ?

উ: আর্জেন্টিনার গণিতজ্ঞ Luis Caffarelli তিনি “গণিতের মেসি” নামে পরিচিত

২৪৩. Grammarly কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে?

উ: রাহুল রয়

২৪৪. কেরালার সর্বোচ্চ নাগরিক সম্মান Kerala Puraskarngal’ পাচ্ছেন কে?

উ: এম. টি. বাসুদেবন

২৪৫. নতুন দিল্লীতে ‘Human Factors Engineering in Military Platforms’ এর উপর দুদিন ব্যাপী ওয়ার্কশপের আয়োজন করলো  কারা?

উ: DRDO

২৪৬. প্রতি বছর 23 শে মার্চ শহীদ দিবস বা Martyrs’ Day পালিত হয়, এছাড়া এই দিনটিতে World Meteorological Day পালিত হয়, এবছরের থিম কি ছিল?

উ: ‘The Future of Weather, Climate and Water across Generations’

২৪৭. ট্যাক্স প্রদানকারীদের জন্য AIS অ্যাপ লঞ্চ করলো কে?

উ: ইনকাম ট্যাক্স দপ্তর

২৪৮. UN 2023 Water Conference-এর উদ্বোধন করা হলো কোথায়?

উ: নিউ ইয়র্কে

২৪৯. পরিবেশের জন্য Mission Lifestyle লঞ্চ করলো কে?

উ: আসাম সরকার

২৫০. নিউ দিল্লিতে Vedic Heritage Portal-এর উদ্বোধন করলেন কে?

উ: অমিত শাহ

March 2023 Current Affairs Pdf in Bengali

২৫১. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) এর নতুন প্রেসিডেন্ট কে  হলেন?

উ: ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি Dilma Rousseff

২৫২. রামসার সাইট রক্ষা করতে না পারার জন্য কেরল সরকারকে 10 কোটি টাকা ফাইন করলো কে ?

উ:  ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল

২৫৩. IBA ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 এ কে গোল্ড মেডেল জিতলেন ?

উ: নিতু ঘনঘাস

২৫৪. Asian Hockey Federation (AHF)-এর অ্যাথলেট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন  কে?

উ: মহিলা হকি খেলোয়াড় সেলিমা টেটে

২৫৫. সম্প্রতি BRICS New Development Bank-এর নতুন আনুষ্ঠানিক সদস্য হিসাবে যোগদান করলো কে?

উ:  ইজিপ্ট

২৫৬. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন ডেটা সেন্টার এবং সাইবার সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে কোথায় ?

উ:  ভুবনেশ্বরে

২৫৭. Haldwani শহরে ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে কোন রাজ্য ?

উ: উত্তরাখন্ড সরকার

২৫৮. বারাণসী তে ‘One World TB Summit এর সম্ভাষণ করলেন কে ?

উ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২৫৯. আরাবল্লি গ্রীন ওয়াল প্রজেক্ট লঞ্চ করলেন কে ?

উ:কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভুপেন্দর যাদব

২৬০. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) শ্রীহরিকোটা তে  কি Mission লঞ্চ করলো?

উ: ( ISRO) LVM3-M3 / Oneweb India-2 Mission

March 2023 Current Affairs Pdf in Bengali

২৬১. দিল্লী ক্যাপিটালস কে ফাইনালে হারিয়ে ওমেন’স প্রিমিয়ার লীগ (WPL) 2023 খেতাব জিতলো কারা?

উ: মুম্বাই ইন্ডিয়ান্স

২৬২. মারাঠি লেখক Shrimant Kokate তার প্রথম বই প্রকাশ করলেন তার শিরোনাম কি ?

উ: ‘Chhatrapati Shivaji Maharaj

২৬৩. প্রতিবছর 27 শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস পালিত হয়, এবছরের থিম কি ছিল ?

উ: ‘Theatre and a Culture of Peace’

২৬৪. Best Entrepreneur of the Next Generation’ অ্যাওয়ার্ড জিতলেন কে ?

উ: ঈশা আম্বানি

২৬৭. রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য Poll Icon হিসাবে কর্ণাটকের লোক কাকে নিযুক্ত করলো নির্বাচন কমিশন ?

উ: শিল্পী মাঞ্জাম্মা জগতিকে

২৬৮. ৩৬টি স্যাটেলাইট সহ LVM3 রকেট লঞ্চ করলো কে?

উ: ISRO

২৬৯. গন্ধমার্দন পাহাড়কে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করলো কে?

উ: উড়িষ্যা

২৭০. কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হচ্ছেন?

উ: টি.এস. শিবজ্ঞানম

March 2023 Current Affairs Pdf in Bengali

২৭১. Silicon Valley Bank-কে ৫০০ মিলিয়ন ডলারে কিনে নিল কে?

উ: First Citizens Bank

২৭২. কাশ্মীরে মাতা শারদা দেবী মন্দির উদ্বোধন করলেন কে?

উ: অমিত শাহ

২৭৩. পেনশন স্কিমের প্যানেল হেড হিসাবে কে নিযুক্ত হলেন?

উ: টি.ভি. সোমনাথন

২৭৪. বেলারুশে পারমাণি অস্ত্র স্থাপন করবে কে?

উ: রাশিয়া

২৭৫. কাকে ‘Lifetime Achievement Award’ দ্বারা সম্মানিত করলো টেক্সাস ইউনিভার্সিটি?

উ: নবীন জিন্দাল

২৭৬. Star Sports কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

উ: রণবীর সিং

২৭৭. IPL 2023-এর অফিসিয়াল পার্টনার হলো  কে?

উ: Herbalife কোম্পানি

২৭৮. ‘Basu Chatterji: And Middle of the Road Cinema’ শিরোনামে বই লিখলেন কে?

উ: অনিরুদ্ধ ভট্টাচার্য

২৭৯. পথশ্রী রাস্তাশ্রী প্রোজেক্ট লঞ্চ করলো কে?

উ: পশ্চিমবঙ্গ সরকার

২৮০. কাকে টাটা পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে পুনরায় নিযুক্ত করা হলো?

উ: প্রবীর সিনহা

March 2023 Current Affairs Pdf in Bengali

২৮১. 2023 Passport Index Points-এ ভারতের স্থান কত?

উ: ১৪৪

২৮২. সম্প্রতি National Genome Strategy লঞ্চ করলো সংযুক্ত কে?

উ: আরব আমিরাত (UAE)

২৮৩. দুধে ভেজাল শনাক্ত করতে পকেট ফ্রেন্ডলি ডিভাইস তৈরি করলো কে?

উ: IIT Madras

২৮৪. কোন প্রকল্পের জন্য ৯০০০টি স্কুলকে শর্টলিস্টেড করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্ৰক?

উ:  PM SHRI

২৮৫. NDTV-র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হিসাবে নিযুক্ত হলেন  কে?

উ: ইউ.কে. সিনহা এবং দিপালী গোয়েঙ্কা

২৮৬. Associated Chambers of ommerce and Industry of India ( ASSOCHAM)-এর প্রেসিডেন্ট পদে  কে নিযুক্ত হলেন?

উ: অজয় সিং

২৮৭. স্কটল্যান্ডের নতুন প্রথম মন্ত্রী  কে হতে চলেছেন?

উ: Humza Yousaf

২৮৮. বেঙ্গালুরু তে Lord Basaveshwara ji এবং NadaprabhuKempegowda ji এর মূর্তির উন্মোচন কে করলেন?

উ: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

March 2023 Current Affairs Pdf in Bengali

২৮৯. জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী Ghulam Nabi Azad এর আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে তার শিরোনাম কি?

উ:  ‘Azaad’

২৯০. দ্বিতীয় জি-20 ইনফাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় শুরু হলো?

উ: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে

March 2023 Current Affairs Pdf in Bengali

March 2023 Current Affairs Pdf in Bengali Download Link

File Download Details:

File Name: February Pdf Amartarget.com

File Size: 534 KB

Publisher Name: www.amartarget.com

No of Pages: 24

File Type: Pdf

PDF ডাউনলোড লিংক : Click Here to Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!