বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11: বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গল্পটি একটি আন্তর্জাতিক গল্প। ১৯৬৮ খ্রিস্টাব্দে প্রকাশিত গাবরিয়েল গার্সিয়া মার্কেজের Un senor muy viejo con unas alas enormes গল্পটির ইংরেজি অনুবাদ হল A Very Old Man with Enormous Wings (আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস্ উইংস), মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই ইংরেজি অনুবাদ থেকে গল্পটির বঙ্গানুবাদ করেন ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো‘ নামে। মানববেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনূদিত ‘এ শহরে কোনো চোর নেই‘ শীর্ষক গল্প সংকলনে গল্পটি অন্তর্ভুক্ত হয়েছে।
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
1. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি –
ক) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ এর
খ) গাবরিয়েল গারসিয়া মার্কেজ এর
গ) গাবড়িয়েল গার্সিয়া মার্কেজ এর
ঘ) গাবড়িয়েল গার্সিয়া মারকেজ এর
উত্তরঃ ক) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ এর
2. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি অনুবাদ করেছেন –
ক) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
খ) দুলাল রায়
গ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) উৎপলকুমার বসু
উত্তরঃ গ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
3. গাবরিয়েল গার্সিয়া মার্কেজ এর জন্ম –
ক) উত্তর আমেরিকায়
খ) দক্ষিণ আমেরিকায়
গ) উত্তর নিউজিল্যান্ডে
ঘ) ফ্রান্সে
উত্তরঃ খ) দক্ষিণ আমেরিকায়
4. গাবরিয়েল গার্সিয়া মার্কেজ খ্যাতিলাভ করেন–
ক) সাহিত্যিক হিসাবে
খ) দার্শনিক হিসাবে
গ) ঔপন্যাসিক হিসাবে
ঘ) রসায়নবিদ হিসাবে
উত্তরঃ গ) ঔপন্যাসিক হিসাবে
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
5. গাবরিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পান –
ক) ১৯৮২ সালে
খ) ১৮৮২ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৮৮৩ সালে
উত্তরঃ ক) ১৯৮২ সালে
6. বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে মেরেছিল –
ক) শামুক
খ) কাঁকড়া
গ) মাছ
ঘ) কাঁকড়
উত্তরঃ খ) কাঁকড়া
7. দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ?
ক) ডিসেম্বর মাসে
খ) ডিসেম্বরের মাঝামাঝি
গ) ডিসেম্বরের গোড়ায়
ঘ) ডিসেম্বরের শেষে
উত্তর : গ) ডিসেম্বরের গোড়ায়
8. তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন কর
থুরথুরে বুড়ো আসায় পেলাইও এলিসেন্দার জীবনে যে পরিবর্তন এসেছিল-
(i) তারা আর্থিক দিক থেকে ফুলেফেঁপে উঠেছিল
(ii) তারা একটি বাগান সমেত চকমেলানো দোতলা বাড়ি বানিয়েছিল
(iii) তাদের পোশাক-পরিচ্ছদে আভিজাত্য এসেছিল
(iv) তারা সাধ্যপালের কাজে চিরকালের মতো ইস্তফা দিয়েছিল।
বিকল্পসমূহ:
(ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(খ) (ii), (iv) সঠিক এবং (i), (iii) ভুল
(গ) (i), (iii) সঠিক এবং (ii), (iv) ভুল
(ঘ) সবকটিই সঠিক
উত্তর : (ঘ) সবকটিই সঠিক
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
9. পেলাইও ও তার স্ত্রী যে কারণে শিশুটি অসুস্থ হয়েছে ভেবেছিল –
ক) টানা কয়দিন বৃষ্টি থাকায়
খ) ওই পচা বদ গন্ধটার জন্য
গ) শিশুটির ভালভাবে দেখাশোনা করা হয়নি
ঘ) বৃষ্টিতে ভিজে গিয়েছিল বলে
উত্তরঃ খ) ওই পচা বদ গন্ধটার জন্য
10. সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে –
ক) শুক্রবার থেকেই
খ) মঙ্গলবার থেকেই
গ) শনিবার থেকেই
ঘ) বুধবার থেকেই
উত্তরঃ খ) মঙ্গলবার থেকেই
11. সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে –
ক) নীল বস্তু
খ) ধূসর বস্তু
গ) ছাই রঙের বস্তু
ঘ) ছাই- ধূসর বস্তু
উত্তরঃ ঘ) ছাই- ধূসর বস্তু
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
12. বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কি হাঁটছিল ?
ক) পিঁপড়ে
খ) কাঁকড়া
গ) বিছা
ঘ) আরশোলা
উত্তর : খ) কাঁকড়া
13. নবজাত শিশুটির হয়েছিল –
ক) আমাশা
খ) নিউমোনিয়া
গ) জ্বর
ঘ) ডায়রিয়া
উত্তরঃ গ) জ্বর
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
14. “কাদার মধ্যে মুখ গুজে উপুড় হয়ে শুয়ে আছে” – এখানে যার কথা বলা হয়েছে –
ক) এক থুরথুরে বুড়ো
খ) এক দেবদূত
গ) এক পরোশিনি
ঘ) এক বিড়াল
উত্তরঃ ক) এক থুরথুরে বুড়ো
15.“সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে” – দুঃস্বপ্ন দেখে আতকে উঠে –
ক) এলিসেন্দা
খ) পেলাইও
গ) থুরথুরে বুড়ো
ঘ) পরোশিনি
উত্তরঃ খ) পেলাইও
16. কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল–
ক) পড়োশিনি
খ) এলিসেন্দা
গ) পেলাইও
ঘ) দেবদূত
উত্তরঃ গ) পেলাইও
17. “সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে, পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে” – তার বউ তখন যা করছিল –
ক) রান্না ঘরে রান্না করছিল
খ) তার বাচ্চাকে ঘুম পারাচ্ছিল
গ) বাচ্চার জন্য খাওয়ার বানাচ্ছিল
ঘ) বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল
উত্তরঃ ঘ) বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল
18. পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুথ্থুরে বুড়ো লোকটিকে কী মনে করেছিল ?
ক) অন্যগ্রহের প্রাণী
খ) সার্কাসের জন্তু
গ) চিড়িয়াখানার জন্তু
ঘ) মিসিং লিঙ্ক
উত্তরঃ খ) সার্কাসের জন্তু
19. বুড়োর পরনে ছিল –
ক) ধুতি ও ছেড়া গেঞ্জি
খ) ছেড়া-ফাটা কাপড়
গ) ন্যাকড়াকুড়ুনির পোশাক
ঘ) ছেঁড়া ফতুয়া
উত্তরঃ গ) ন্যাকড়াকুড়ুনির পোশাক
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
20. তার টাক–পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে –এখানে যার কথা বলা হয়েছে –
ক) পরোশিনির
খ) পেলাইওর
গ) এলিসেন্দার
ঘ) থুরথুরে বুড়োর
উত্তরঃ ঘ) থুরথুরে বুড়োর
Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।
গল্প/কবিতার নাম | Link |
চারণকবি কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
বিড়াল গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
21. দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল , তার নাম কি ?
ক) কলেরা
খ) গুটি বসন্ত
গ) জল বসন্ত
ঘ) টাইফয়েড
উত্তর : গ) জল বসন্ত
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
22. প্রথম চমকটা জয় করে নিলে – এখানে যাদের কথা বলা হয়েছে –
ক) পরোশিনিরা
খ) পেলাইও আর এলিসেন্দা
গ) পাড়ার সকলে
ঘ) দূরদর্শীরা
উত্তরঃ খ) পেলাইও আর এলিসেন্দা
23. সত্য মিথ্যার মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও
(i) বুড়োর পরনে ছিল ন্যাকড়াকুডুনির পোশাক।
(ii) ডানাওয়ালা বৃদ্ধকে পেলাইও রেখেছিল তার শোবার ঘরে।
(iii) স্থানীয় পাদরি সাহেবের নাম হল গোনসাগা।
(iv) বুড়োকে দেখতে আসা মানুষের ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছিল প্রতিবেশীদের।
বিকল্পসমূহ:
(ক) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(গ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
উত্তরঃ (ক) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
24. প্রথমদিকে পেলাইও আর এলিসেন্দা বুড়োটিকে যা ভেবেছিল –
ক) দেবদূত
খ) নিঃসঙ্গ নাবিক
গ) জোচ্চোর
ঘ) ফেরেব্বাজ
উত্তরঃ খ) নিঃসঙ্গ নাবিক
25. পেলাইও তার বউকে ডেকে নিয়ে গিয়েছিল –
ক) উঠোনের কাঁকড়া দেখাবার জন্য
খ) এক অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে
গ) উঠোনের কোণায় পড়ে থাকা এক থুরথুরে বুড়োকে দেখানোর জন্য
ঘ) বন্যা দেখাবার জন্য
উত্তরঃ গ) উঠোনের কোণায় পড়ে থাকা এক থুরথুরে বুড়োকে দেখানোর জন্য
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
26. “সে আবার জীবনমৃত্যুর সব গলিঘুঁজিরই হদিস রাখে।” – গলিঘুঁজিরই হদিস রাখে –
ক) পেলাইওর ডেকে আনা পরোশিনি
খ) পাদ্রে গোনসাগা
গ) থুরথুরে বুড়ো
ঘ) এলিসেন্দা
উত্তরঃ ক) পেলাইওর ডেকে আনা পরোশিনি
27. ‘এ যে এক দেবদূত‘- এখানে যাকে দেবদূত বলা হয়েছে –
ক) পরোশিনিকে
খ) পাদ্রে গোনসাগাকে
গ) থুরথুরে বুড়োকে
ঘ) পেলাইওকে
উত্তরঃ গ) থুরথুরে বুড়োকে
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
28. পরোশিনির মতে দেবদূত এসেছিলেন –
ক) এলিসেন্দা ও পেলাইওকে আশীর্বাদ করতে
খ) এলিসেন্দা ও পেলাইওর নবজাতক শিশুকে নিয়ে যেতে
গ) এলিসেন্দা ও পেলাইওর নবজাতক শিশুকে আশীর্বাদ করতে
ঘ) এলিসেন্দা ও পেলাইওর বাড়িতে ঘুরতে
উত্তরঃ খ) এলিসেন্দা ও পেলাইওর নবজাতক শিশুকে নিয়ে যেতে
29. থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল ?
ক) জাদু
খ) মন্ত্র
গ) ধৈয
ঘ) জলপড়া
উত্তর : গ) ধৈয
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
30. পেলাইও সারা বিকেল বুড়োর ওপর নজর রাখল যেখান থেকে –
ক) উঠোন থেকে
খ) তাদের শোবার ঘর থেকে
গ) রান্নাঘর থেকে
ঘ) গোয়াল ঘর থেকে
উত্তরঃ গ) রান্নাঘর থেকে
31. রাতে শুতে যাওয়ার আগে পেলাইও থুরথুরে বুড়োকে বন্ধ করে রাখল-
ক) আটচালা টিনের ঘরে
খ) গোয়াল ঘরে
গ) তারের জাল ঘেরা পায়রার খাঁচায়
ঘ) তারের জাল ঘেরা মুরগির খাঁচায়
উত্তরঃ ঘ) তারের জাল ঘেরা মুরগির খাঁচায়
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
32. “মাঝরাত্তিরে, বৃষ্টি যখন ধরে এল”-পেলাইও আর এলিসেন্দা তখনও –
ক) থুরথুরে বুড়োকে পাহারা দিচ্ছিল
খ) তাদের বাচ্চাকে ঘুম পারাচ্ছিল
গ) তাদের বাচ্চাকে জলপট্টি দিচ্ছিল
ঘ) একটার পর একটা কাঁকড়া মারছিল
উত্তরঃ ঘ) একটার পর একটা কাঁকড়া মারছিল
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
33. বুড়ো লোকটির ঠিক কী ব্যবস্থা করা যায়,তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন ?
ক) বিশপকে
খ) আর্চবিশপকে
গ) সর্বোচ্চ মোহান্তকে
ঘ) রাজাকে
উত্তরঃ ক) বিশপকে
34. পেলাইওদের বাড়ির উঠোনের পেছন কোণটায় ছিল –
ক) এক মস্ত বড় সাপ
খ) এক থুরথুরে বুড়ো
গ) এক থুরথুরে বুড়ি
ঘ) এক দেবদূত
উত্তরঃ খ) এক থুরথুরে বুড়ো
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
35. পুরো পাড়ার কাছে বুড়োটি যেন এক –
ক) দেবদূত
খ) জোচ্চোর
গ) বাচ্চাধরা
ঘ) সার্কাসের জন্তু
উত্তরঃ ঘ) সার্কাসের জন্তু
36. ডানাওয়ালা থুরথুরে বুড়োর অতিপ্রাকৃত শক্তি কী ?
ক) দৈনিক ক্ষমতা
খ) অধ্যবসায়
গ) ধৈর্য
ঘ) অসীম সাহস
উত্তরঃ গ) ধৈর্য
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
37. আকর্ষণের মধ্যে,শহরে এসে পৌঁছেছিল –
ক) একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী
খ) একটি ছেলের ভ্রাম্যমান প্রদর্শনী
গ) ভ্রাম্যমান সার্কাস দল
ঘ) জাদুকরী মেয়ের প্রদর্শনী
উত্তরঃ ক) একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী
38. থুরথুরে বুড়োকে পুরপিতা নাম দেওয়া উচিত ভেবেছিলেন –
ক) এলিসেন্দা আর পেলাইও
খ) পাদ্রে গোনসাগা
গ) দেবদূতকে দেখতে আসা সবচেয়ে সরল লোকটা
ঘ) দেবদূতকে দেখতে আসা কঠিন হৃদয়ের মানুষটা
উত্তরঃ গ) দেবদূতকে দেখতে আসা সবচেয়ে সরল লোকটা
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
39. ‘এ যে এক দেবদূত’ উক্তিটির বক্তা কে ?
ক) এলিসেন্দা
খ) পেলাইও
গ) পড়োশীনি
ঘ) গোনসাগা
উত্তর : গ) পড়োশীনি
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
40. ডানার যে দমকা ঝাপটা তুলেছিল , তা কেমন ছিল ?
ক) ভয়ের
খ) প্রলয়ের
গ) আতঙ্কের
ঘ) ধ্বংসের
উত্তর : গ) আতঙ্কের
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
41. কিছু-কিছু দূরদর্শীর মতে বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিবে –
ক) মানুষেরাই
খ) যে জাতি হবে জ্ঞানে – গুণে সেরা
গ) যে জাতি মূর্খ
ঘ) যে জাতি হবে অতি চালাক
উত্তরঃ খ) যে জাতি হবে জ্ঞানে – গুণে সেরা
42. পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন –
ক) এক ডাকাত
খ) এক ডাক্তার
গ) এক ভন্ড সাধু
ঘ) এক হট্টাকট্টা কাঠুরে
উত্তরঃ ঘ) এক হট্টাকট্টা কাঠুরে
43. প্রাণে যাদের অনেক দয়াধর্ম ছিল তারা কি ছুঁড়ে দিত ?
ক) পয়সা
খ) টাকা
গ) ঢিল
ঘ) ফলমূল
উত্তর : গ) ঢিল
44. দেবদূতের চারপাশে ছড়িয়ে আছে –
ক) ফলমূল
খ) কাঁকড়া
গ) শামুক
ঘ) ফলের খোসা আর ছোটহাজরির উচ্ছিষ্ট
উত্তরঃ ঘ) ফলের খোসা আর ছোটহাজরির উচ্ছিষ্ট
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
45. পাদ্রে গোনসাগা মুরগির খাঁচার ভিতরে ঢুকে থুরথুরে বুড়োকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন-
ক) লাতিন
খ) ফারসি
গ) উর্দু
ঘ) বাংলা
উত্তরঃ ক) লাতিন
46. থুরথুরে বুড়োকে জোচ্চোর ফেরেব্বাজ বলেছিলেন –
ক) পাদ্রে গোনসাগা
খ) এলিসেন্দা
গ) পেলাইও
ঘ) পরোশিনি
উত্তরঃ ক) পাদ্রে গোনসাগা
47. পাদ্রে গোনসাগার যে কারণে থুরথুরে বুড়োকে জোচ্চোর ফেরেব্বাজ মনে হয়েছিল-
ক) সে ফেরেব্বাজের মত দেখতে ছিল
খ) সে জোচ্চোরের মত ব্যাবহার করেছিল
গ) সে ঈশ্বরের ভাষাই বোঝেনা
ঘ) সে নিজেই বুঝিয়ে দিয়েছিল সে জোচ্চোর ফেরেব্বাজ
উত্তরঃ গ) সে ঈশ্বরের ভাষাই বোঝেনা
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
48. পাদ্রে গোনসাগার থুরথুরে বুড়োকে খুব কাছ থেকে নজর দিয়ে দেখলে –
ক) বড্ড বেশি ফেরেব্বাজের মত দেখাচ্ছিল
খ) জোচ্চোরের মত লাগছিল
গ) বড্ড বেশি মানুষ মানুষ লাগছিল
ঘ) মুরগির মত লাগছিল
উত্তরঃ গ) বড্ড বেশি মানুষ মানুষ লাগছিল
49. ডানাওয়ালা বুড়ো লোকটা খায় ?
ক) বেগুনভর্তা
খ) আলুর ভর্তা
গ) কাঁকড়া
ঘ) ন্যাপথলিন
উত্তর : ঘ) ন্যাপথলিন
50. থুরথুরে বুড়োর ডানাগুলোর পেছনদিকে গজিয়েছে –
ক) নানারকম পরভৃৎ
খ) নানারকম পাতা
গ) নতুন পালক
ঘ) দুটো পা
উত্তরঃ ক) নানারকম পরভৃৎ
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
51. ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে ?
ক) দেবতার অভিশাপ
খ) বাবা মার কথার অবাধ্য হয়ে
গ) এলিসেন্দার আকারে
ঘ) পাদ্রে গোনসাগার কথায়
উত্তর : খ) বাবা মার কথার অবাধ্য হয়ে
52. “তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন” – তিনি হলেন –
ক) পাদ্রে গোনসাগা
খ) এলিসেন্দা
গ) পেলাইও
ঘ) পরোশিনি
উত্তরঃ ক) পাদ্রে গোনসাগা
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
53. পেলাইও- এলিসেন্দা দেবদূতকে কতদিনের খাবার মতো জল দেবে বলে ঠিক করেছিল ?
ক) দু-দিনের
খ) তিন দিনের
গ) চার দিনের
ঘ) এক সপ্তাহের
উত্তর : খ) তিন দিনের
54. বিবৃতি গুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও
বিবৃতি ১ : বুড়োর পরনে ছিল ন্যাকড়াকুড়ুনির পোশাক।
বিবৃতি ২: ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখতে লাগছিল ঝোড়ো কাকের প্র-প্রপিতামহের মতো।
বিকল্পসমূহ :
ক) বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ
খ) বিবৃতি ১-এর কারণ হল বিবৃতি ২
গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু সেগুলি পরস্পর সম্পর্কিত নয়
ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই ভুল।
উত্তর : খ) বিবৃতি ১-এর কারণ হল বিবৃতি ২
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
55. স্থানীয় পাদ্রি সাহেবের নাম কি ?
ক) পেলাইও
খ) গোনসাগা
গ) এলিসেন্দা
ঘ) দেবদূত
উত্তর : খ) গোনসাগা
56. পেলাইওদের বাড়িতে সেনাবাহিনীকে ডাকতে হয়েছিল কেন? –
ক) উঠোনের ভিড়কে সরিয়ে দেবার জন্য
খ) মারপিট থামানোর জন্য
গ) থুরথুরে বুড়োকে সামলানোর জন্য
ঘ) বদভ্যাস যুক্ত শয়তানকে ধরে নিয়ে যাওয়ার জন্য
উত্তরঃ ক) উঠোনের ভিড়কে সরিয়ে দেবার জন্য
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
57. “এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে”- শিরদাঁড়া দুমড়ে যাওয়ার কারণ –
ক) উঠোন পিছলে থাকায় পরে গিয়েছিল
খ) পেলাইও তাকে মারধর করেছে
গ) হাটবাজারের জঞ্জাল ঝাঁট দিয়ে দিয়ে
ঘ) দেবদূতকে টানা হিঁচড়ে করতে করতে
উত্তরঃ গ) হাটবাজারের জঞ্জাল ঝাঁট দিয়ে দিয়ে
58. সকলের কাছ থেকে দর্শনী বাবদ নিয়েছিলেন –
ক) চার সেন্ট করে
খ) পাঁচ সেন্ট করে
গ) আট সেন্ট করে
ঘ) ছয় সেন্ট করে
উত্তরঃ খ) পাঁচ সেন্ট করে
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
59. উঠোনের চারপাশে বেড়া দেওয়ার কথা যার মাথায় এসেছিল –
ক) পেলাইওর
খ) এলিসেন্দার
গ) পরোশিনির
ঘ) পাদ্রে গোনসাগার
উত্তরঃ খ) এলিসেন্দার
60. উড়ন্ত দড়বাজিকরের পাখানাগুলো দেখাচ্ছিল-
ক) দেবদূতের পাখনার মতো
খ) মুরগির পাখনার মতো
গ) নাক্ষত্র বাদুড়ের মতো
ঘ) শকুনের মতো
উত্তরঃ গ) নাক্ষত্র বাদুড়ের মতো
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
61. সবজিবাগানের মধ্যে দেবদূতের নখের কী পড়েছিল ?
ক) সামান্য খাঁজ
খ) একটু খাঁজ
গ) গভীর খাঁজ
ঘ) অগভীর খাঁজ
উত্তর : গ) গভীর খাঁজ
62. বন্দি দেবদূতের কাছে স্বাস্থ্যের সন্ধানে এসেছিল –
ক) পরোশিনিরা
খ) ভ্রাম্যমান লোকেরা
গ) কৌতূহলীরা
ঘ) দুর্ভাগা ও অশক্তরা
উত্তরঃ ঘ) দুর্ভাগা ও অশক্তরা
63. বন্দি দেবদূতের কাছে আসা বেচারি মেয়ের যে সমস্যা ছিল –
ক) জন্ম থেকেই কথা বলতে পারতো না
খ) জন্ম থেকেই বুকের ধুকধুক গুনে যাচ্ছিল
গ) জন্ম থেকে কানে শুনতে পেত না
ঘ) জন্ম থেকেই চোখে দেখতে পেত না
উত্তরঃ খ) জন্ম থেকেই বুকের ধুকধুক গুনে যাচ্ছিল
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
64. বন্দি দেবদূতের কাছে আসা পোর্তুগীজের সমস্যা ছিল –
ক) খিদে না পাওয়ার
খ) ঘুমের ঘোরে হাটার
গ) চোখে না দেখার
ঘ) তারাদের কোলাহলে দীর্ঘদিন না ঘুমানোর
উত্তরঃ ঘ) তারাদের কোলাহলে দীর্ঘদিন না ঘুমানোর
65. পেলাইও কোন্ দিন প্রচুর কাঁকড়া মেরেছিল ?
ক) বৃষ্টির প্রথম দিন
খ) বৃষ্টির দ্বিতীয় দিন
গ) বৃষ্টির তৃতীয় দিন
ঘ) বৃষ্টির চতুর্থ দিন
উত্তরঃ গ) বৃষ্টির তৃতীয় দিন
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
66 “এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি।” – এখানে যার কথা বলা হয়েছে –
ক) পাদ্রে গোনসাগা
খ) উরন্ত দড়বাজিকর
গ) এলিসেন্দারা
ঘ) থুরথুরে বুড়ো নিজে
উত্তরঃ ঘ) থুরথুরে বুড়ো নিজে
67. বন্দি দেবদূতের খাঁচায় সবসময় জ্বালানো থাকে –
ক) হ্যাজাক
খ) লন্ঠন
গ) উপাসনার মোমবাতি
ঘ) লাল আলো
উত্তরঃ গ) উপাসনার মোমবাতি
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
68. গোড়ায় তাকে ওরা ________________ খাওয়াবার চেষ্টা করেছিল ।
ক) ফলমূল
খ) কেরোসিন
গ) ন্যাপথালিন
ঘ) আলকাতরা
উত্তরঃ গ) ন্যাপথালিন
69. সেই পরমজ্ঞানী পড়োশিনির প্রজ্ঞা অনুযায়ী দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিদিত-
ক) আলকাতরা
খ) ন্যাপথালিন
গ) চরণামৃত
ঘ) ফলমূল
উত্তরঃ খ) ন্যাপথালিন
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
70. সাধারনত থুরথুরে বুড়ো খেত –
ক) দুধ রুটি
খ) বেগুন ভর্তা
গ) শাক- সব্জি
ঘ) ফলমূল
উত্তরঃ খ) বেগুন ভর্তা
71. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল –
ক) তার ওড়ার ক্ষমতা
খ) তার ধৈর্য
গ) তার খাওয়ার ক্ষমতা
ঘ) তার শুয়ে থাকার ক্ষমতা
উত্তরঃ খ) তার ধৈর্য
72. থুরথুরে বুড়োকে দাঁড়ালে কেমন লাগে সেটা দেখার জন্য মানুষেরা –
ক) তার ওপর অত্যাচার করত
খ) তাকে তাক করে ঢিল ছুড়ত
গ) তাকে দাঁড়ানোর জন্য বলত
ঘ) তার ওপর গরম জল ঢেলে দিত
উত্তরঃ খ) তাকে তাক করে ঢিল ছুড়ত
73. থুরথুরে বুড়োকে উসকে তাতিয়ে দিয়েছিল যেভাবে –
ক) তার ওপর অত্যাচার করে
খ) তাকে তাগ করে ঢিল ছুড়ে
গ) তপ্ত লোহায় তার পাশটা পুড়িয়ে দিয়ে
ঘ) তার ওপর গরম জল ঢেলে দিয়ে
উত্তরঃ গ) তপ্ত লোহায় তার পাশটা পুড়িয়ে দিয়ে
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
74. থুরথুরে বুড়োর চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল যখন-
ক) যখন তাকে ধরে মানুষগুলো মেরেছিল
খ) যখন তাকে খেতে দেয়নি
গ) তার গায়ে তপ্ত লোহা দিয়ে ছ্যাকা দিয়েছিল
ঘ) তাকে আশ্রয়হীন করে দিয়েছিল
উত্তরঃ গ) তার গায়ে তপ্ত লোহা দিয়ে ছ্যাকা দিয়েছিল
75. “রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল” –
ক) এক বেচারি মেয়ে
খ) কঠিন হৃদয়ের লোকেরা
গ) এক ডানাওয়ালা থুরথুরে বুড়ো
ঘ) পাদ্রে গোনসাগা
উত্তরঃ গ) এক ডানাওয়ালা থুরথুরে বুড়ো
76. বন্দির প্রকৃতি সম্বন্ধে চুড়ান্ত রায়ের অপেক্ষা করছিলেন-
ক) পরোশিনি
খ) কঠিন হৃদয়ের লোকেরা
গ) পেলাইওরা
ঘ) পাদ্রে গোনসাগা
উত্তরঃ ঘ) পাদ্রে গোনসাগা
77. কিন্তু _______________ থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না।
ক) ফ্রান্স
খ) গ্রিস
গ) চিন
ঘ) রোম
উত্তরঃ ঘ) রোম
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
78. পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিল –
ক) থুরথুরে বুড়ো
খ) ভ্রাম্যমান সার্কাস দল
গ) এক দৈব ঘটনা
ঘ) ঘুমের ঘোরে হাটা লোকটা
উত্তরঃ গ) এক দৈব ঘটনা
79. পেলাইদের বাড়িতে পাদ্রে গোনসাগার হন্ত- দন্ত হয়ে ছুটে আসার কারণ –
ক) পেলাইওর বাড়িতে একরক্ত মাংশের জ্যান্ত দেবদূতের আসার কথা শুনেছিল
খ) পেলাইওর অসুস্থতার কথা শুনেছিল
গ) পেলাইও এর নবজাতক শিশুকে দেখার জন্য
ঘ) পেলাইও দের বাড়িতে কাকড়া ভর্তি হয়েছিল সেটি দেখার জন্য
উত্তরঃ পেলাইওর বাড়িতে একরক্ত মাংশের জ্যান্ত দেবদূতের আসার কথা শুনেছিল
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
80. ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি তার বাব-মার কথার অবাধ্য হয়েছিল বলে –
ক) তার মা-বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল
খ) আরশোলা
গ) মাকড়শা
ঘ) ইঁদুর
উত্তরঃ গ) মাকড়শা
81. সেই মাকড়শাটি ছিল মস্ত ________________ মতো বড়ো । শূন্যস্থান পূরণ কর।
ক) ছাগলের
খ) ভেড়ার
গ) গোরুর
ঘ) মোষের
উত্তরঃ খ) ভেড়ার
82. ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন ।’ তাঁর আঁতকে জেগে ওঠার কারণ ?
ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়
খ) একটা মেয়েকে সে মাকড়সা হয়ে যেতে দেখেছিল
গ) ভয়ানক জাহাজ ডুবির কথা তার মনে পড়ে গিয়েছিল
ঘ) তাকে পেলাইওর বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছিল
উত্তর : ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
83. “আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের ,যা ছিল সবচেয়ে ছিল _________________।”
ক) ব্যাঙ্গাত্মক
খ) হাস্যকর
গ) বিদারক
ঘ) আকর্ষণীয়
উত্তরঃ গ) বিদারক
84. বিষাদময়ী কুমারী মেয়েটি তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত –
ক) অভিনয় করে
খ) হাত দিয়ে বুঝিয়ে
গ) করুণ গলায়
ঘ) নেচে নেচে
উত্তরঃ গ) করুণ গলায়
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
85. বিষাদময়ী কুমারী মেয়েটি মাকড়শায় পরিণত হয়েছিল যে কারণে –
ক) এক জাদুকরের অভিশাপে
খ) এক তান্ত্রিকের অভিশাপে
গ) ভয়ঙ্কর বজ্রপাতে
ঘ) ভয়ঙ্কর ভাবে আগুনে পুড়ে
উত্তরঃ গ) ভয়ঙ্কর বজ্রপাতে
86. “যাদের প্রাণে দয়াদাক্ষিণ্য আছে তারা তার মুখে ____________ ছুড়ে দেয়”
ক) ভাত
খ) মাছের বড়া
গ) মাংসের বড়া
ঘ) রুটি
উত্তরঃ গ) মাংসের বড়া
87. “একমাত্র তাই তাকে অ্যাদ্দিন ধরে বাঁচিয়ে রেখেছে।” – এখানে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে –
ক) থুরথুরে বুড়োকে
খ) বিষাদময়ী কুমারী মেয়েটিকে
গ) পেলাইওর সন্তানকে
ঘ) বুকের ধুক ধুক গুণতে থাকা বেচারি মেয়ে
উত্তরঃ খ) বিষাদময়ী কুমারী মেয়েটিকে
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
88. বন্দি দেবদূত ও বিষাদময়ী কুমারী মেয়ের প্রদর্শনীদের মধ্যে যেটি মানুষের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল-
ক) বিষাদময়ী কুমারী মেয়ের
খ) বন্দি দেবদূতের
গ) উভয়েরই
ঘ) কোনটিও নয়
উত্তরঃ ক) বিষাদময়ী কুমারী মেয়ের
89. এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার _________________ নতুন দাঁত গজিয়ে গিয়েছিল।
ক) একটি
খ) দুটি
গ) তিনটে
ঘ) চারটে
উত্তরঃ গ) তিনটে
90. একটা লটারি প্রায় জিতেই জাচ্ছিল –
ক) এক অন্ধ আতুর
খ) এক পঙ্গু বেচারি
গ) কুষ্ঠরোগী
ঘ) বিষাদময়ী কুমারী মেয়েটি
উত্তরঃ খ) এক পঙ্গু বেচারি
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
91. এক কুষ্ঠরোগী যার ঘা-গুলো থেকে গজিয়েছিল-
ক) পাতা
খ) সূর্যমুখী ফুল
গ) গোলাপ ফুল
ঘ) ডালিয়া ফুল
উত্তরঃ খ) সূর্যমুখী ফুল
92. যার নামে অলৌকিক ঘটনাগুলোর দায় চাপিয়ে দেওয়া হয় –
ক) বিষাদময়ী কুমারী মেয়েটির নামে
খ) বন্দি দেবদূতের নামে
গ) উড়ন্ত দড়বাজিকরের নামে
ঘ) এলিসেন্দার নামে
উত্তরঃ খ) বন্দি দেবদূতের নামে
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
93. সঠিক ঘটনাক্রমটি বেছে নাও
(i) গোড়ায় তাকে ওরা ন্যাপথালিন খাওয়াবার চেষ্টা করেছিল
(ii) এছাড়াও কত কত জল, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই
(iii) জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এল স্বাস্থ্যের সন্ধানে
(iv) এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থূল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি
বিকল্পসমূহ:
(ক) (ii), (iii), (i), (iv)
(খ) (iv, (i), (ii), (iii)
(গ) (i), (ii), (iii), (iv)
(ঘ) (iii), (ii), (iv), (i)
উত্তরঃ (ঘ) (iii), (ii), (iv), (i)
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
94. বৃদ্ধ লোকটির ডানাগুলোর পেছন থেকে গজিয়েছে নানারকম-
ক) ডানা
খ) সুতো
গ) পরভৃৎ
ঘ) পালক
উত্তরঃ গ) পরভৃৎ
95. অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন –
ক) পাদ্রে গোনসাগা
খ) থুরথুরে বুড়ো
গ) মাকড়শায় বদলে যাওয়া মেয়েটি
ঘ) ঘুমে হাঁটা লোকটি
উত্তরঃ ক) পাদ্রে গোনসাগা
96. “পেলাইওদের উঠোন সেইরকমই ফাঁকা হয়ে গেল” পেলাইওদের উঠোন ফাঁকা হওয়ার কারণ –
ক) কাঁকড়া ছিল না উঠোনে আর
খ) লোকের ভিড় ছিল না
গ) উঠোনের কোণে থাকা থুরথুরে বুড়োটি মরে গিয়েছিল
ঘ) উঠোনে কোনো জঞ্জাল ছিল না
উত্তরঃ খ) লোকের ভিড় ছিল না
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
97. বাড়ির মালিকেরা টাকা দিয়ে যা করেছিল –
ক) সুন্দর একটি গাড়ি কিনেছিল
খ) এক চকমেলানো বাড়ি বানিয়েছিল
গ) একটা জায়গা কিনেছিল বাড়ির পাশে
ঘ) একটি বাগান বানিয়েছিল
উত্তরঃ খ) এক চকমেলানো বাড়ি বানিয়েছিল
98. বাড়ির মালিকেরা টাকা দিয়ে চকমেলানো বাড়ি বানিয়েছিল –
ক) একতালা
খ) দোতলা
গ) তেতালা
ঘ) চারতালা
উত্তরঃ খ) দোতলা
99. এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী_______________।
ক) কুসুম
খ) পুষ্প
গ) ফুল
ঘ) প্রসূন
উত্তর : গ) ফুল
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
100. বুড়োটিকে দেখাবার জন্য পেলাইও আর এলিসেন্দা যাকে ডেকে নিয়ে এসেছিল –
ক) পরোশিনিকে
খ) পাদ্রে গোনসাগাকে
গ) একটি ডাক্তারকে
ঘ) একটি কবিরাজকে
উত্তরঃ ক) পরোশিনিকে
101. এলিসেন্দারা জানলায় লোহার গরাদ দিয়েছিল যাতে-
ক) আচমকা কোন চোর ঢুকতে না পারে
খ) আচমকা কোন মুরগি ঢুকতে না পারে
গ) আচমকা কোন পথহারা নাবিক ঢুকতে না পারে
ঘ) আচমকা কোন পথহারা দেবদূত ঢুকতে না পারে
উত্তরঃ ঘ) আচমকা কোন পথহারা দেবদূত ঢুকতে না পারে
102. পেলাইও একটা _________________ পালন করবার গোলকধাঁধা বানিয়েছিল।
ক) মুরগি
খ) হাঁস
গ) গোরু
ঘ) খরগোশ
উত্তরঃ ঘ) খরগোশ
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
103. পেলাইও চিরকালের মতো ইস্তফা দিয়েছিল যার কাজে –
ক) সাম্যপালের
খ) ধর্মপালের
গ) নির্মলপালের
ঘ) সাধ্যপালের
উত্তরঃ ঘ) সাধ্যপালের
104. এলিসেন্দা কিনেছিল –
ক) অনেক রকমের সাজগোজের জিনিস
খ) অনেক রকমের খাবারের জিনিস
গ) সালোয়ার কামিজ
ঘ) রেশমি কাপড়ের প্রস্থ
উত্তরঃ ঘ) রেশমি কাপড়ের প্রস্থ
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
105. পেলাইওদের বাচ্চা হাঁটা শেখার পর থেকে যার থেকে তাকে সাবধানে রাখতো-
ক) তারের উচু জাল থেকে
খ) তাদের উঠোনের কাঁকড়ার থেকে
গ) খরগোশের গোলক ধাঁধা থেকে
ঘ) মুরগির খাঁচাটির থেকে
উত্তরঃ ঘ) মুরগির খাঁচাটির থেকে
106. চিরকালের মত কাদায় জট পাকিয়ে গিয়েছে –
ক) বুড়োর অতিকায় শিকারি পাখির ডানা
খ) পাখির ডানায়
গ) এলিসেন্দার চুলে
ঘ) বুড়োর চুলে
উত্তরঃ ক) বুড়োর অতিকায় শিকারি পাখির ডানা
107. একই সঙ্গে দু’জনকেই পেড়ে ফেলল _________________।
ক) জ্বর
খ) কলেরা
গ) ম্যালেরিয়া
ঘ) জলবসন্ত
উত্তরঃ জলবসন্ত
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
108. বাচ্চাটির রোগ দেখতে আসা ডাক্তারটি লোভ সামলাতে পারেনি –
ক) বাচ্চাটিকে কোলে নেওয়ার
খ) খাবারদাবারের
গ) দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শোনার
ঘ) দেবদূতকে নিজের চোখে দেখার
উত্তরঃ গ) দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শোনার
109. দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শুনে ডাক্তারের যা মনে হয়েছিল-
ক) দেবদূত কোনো মানুষ না
খ) দেবদূত একজন সুস্থ স্বাভাবিক প্রানী
গ) দেবদূতের পক্ষে বেঁচে থাকাই সম্ভব না
ঘ) দেবদূত আর বেশিদিন বাঁচবে না
উত্তরঃ গ) দেবদূতের পক্ষে বেঁচে থাকাই সম্ভব না
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
110. বাচ্চাকে দেখতে আসা ডাক্তারকে তাক লাগিয়েছিল –
ক) ডানাওয়ালা থুরথুরে বুড়োটি
খ) থুরথুরে বুড়োর ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি
গ) থুরথুরে বুড়োর থাকার জায়গাটি
ঘ) দেবদূত হৃৎপিণ্ডের ধুকপুক
উত্তরঃ খ) থুরথুরে বুড়োর ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি
111. রোদে- বৃষ্টিতে মুরগির খাঁচাটা একেবারে ধ্বংস হওয়ার পর দেবদূত-
ক) পেলাইওদের বাড়ি থেকে চলে গেল
খ) পেলাইওদের শোবার ঘরে থাকত
গ) এখানে সেখানে ঘুরে বেড়াত
ঘ) আশ্রয়হীন হয়ে পড়েছিল
উত্তরঃ গ) এখানে সেখানে ঘুরে বেড়াত
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
112. “চেঁচিয়ে-মেচিয়ে বলতে লাগল দেবদূতে দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কী যে জঘন্য কাণ্ড!”-এখানে যার কথা বলা হয়েছে-
ক) পেলাইওর
খ) এলিসেন্দার
গ) পরোশিনির
ঘ) পাদ্রে গোনসাগার
উত্তরঃ খ) এলিসেন্দার
113. পেলাইও একটা ________________ ছুড়ে দেয় তার ওপর।
ক) বিছানার চাদর
খ) লেপ
গ) কম্বল
ঘ) কাঁথা
উত্তরঃগ) কম্বল
114. পেলাইও করুণা করে দেবদূতকে শুতে দিয়েছিল –
ক) তাদের শোবার ঘরে
খ) তাদের রান্নাঘরে
গ) আটচালার নীচে
ঘ) দোচালার নীচে
উত্তরঃগ) আটচালার নীচে
115. রোজ রাতে জ্বর আসার পর থুরথুরে বুড়ো যা করে –
ক) কান্না করে
খ) ছটফট করতে থাকে
গ) প্রলাপ বকে
ঘ) চেচামেচি করে
উত্তরঃগ) প্রলাপ বকে
116. দেবদূতের ডানায় মস্ত কতগুলো আড় ধরা পালক গজিয়ে ওঠে-
ক) ডিসেম্বরের গোড়ায়
খ) নভেম্বরের গোড়ায়
গ) অক্টোবরের গোড়ায়
ঘ) জুনের গোড়ায়
উত্তরঃ ক) ডিসেম্বরের গোড়ায়
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
117. আকাশভরা ঝিকিমিকি তারার নীচে দেবদূত-
ক) ঘুরে বেড়ায়
খ) গান গায়
গ) ডানা ঝাপটায়
ঘ) শুয়ে থাকে
উত্তরঃ খ) গান গায়
118. দেবদূতের প্রথম ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা প্রথম লক্ষ করেছিল –
ক) পেলাইও
খ) এলিসেন্দা
গ) পরোশিনি
ঘ) পেলাইওদের সন্তান
উত্তরঃ খ) এলিসেন্দা
119. দেবদূতের নখগুলো সব্জিবাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে যাওয়ার কারণ-
ক) সে ওরবার চেষ্টা করছিল সেখানে
খ) সে ঠিক করে দাড়াতে পারছিল না
গ) তার নখগুলো প্রচুর বড়ো ছিল
ঘ) তার অগোছালো ও অনভ্যস্ত অপচেষ্টায়
উত্তরঃ ঘ) তার অগোছালো ও অনভ্যস্ত অপচেষ্টায়
120. “তখন আচমকা মনে হল হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে।” তখন এলিসেন্দা যা করছিল –
ক) বাচ্চাকে ঘুম পারাচ্ছিল
খ) কমলি শাঁক কাটছিল
গ) পেঁয়াজকলির গুচ্ছ কাটছিল
ঘ) রসুনকলির গুচ্ছ কাটছিল
উত্তরঃ গ) পেঁয়াজকলির গুচ্ছ কাটছিল
121. ”এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেললে”- এলিসেন্দা কার জন্য স্বস্তির নিশ্বাস ফেললে –
ক) তার বাচ্চার জন্য
খ) নিজের জন্য ও দেবদূতের জন্য
গ) শুধু দেবদূতের জন্য
ঘ) পেলাইওর জন্য
উত্তরঃ খ) নিজের জন্য ও দেবদূতের জন্য
122. এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেলেছিল যখন-
ক) দেবদূতকে শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়তে দেখে
খ) দেবদূত তাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে
গ) দেবদূত আগের মতো সুস্থ হয়ে গিয়েছে
ঘ) যখন সে দেবদূতকে প্রথমবার উড়তে দেখেছিল
উত্তরঃ ক) দেবদূতকে শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়তে দেখে
123. “তাকে আর দেখাই সম্ভব ছিল না” –আর দেখা সম্ভব ছিল না-
ক) দেবদূতকে
খ) পরোশিনিকে
গ) পেলাইওকে
ঘ) মাকড়শায় পরিণত মেয়েটিকে
উত্তরঃ ক) দেবদূতকে
124. পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন ?
ক) হটটাকটটা কাঠুরে
খ) অধ্যাপক
গ) পুরোহিত
ঘ) বিশাল ব্যাবসায়ী
উত্তর : ক) হটটাকটটা কাঠুরে
Bishal Danawala ek Thurethure Buro MCQ Question Answer Class 11
125. “এক বড়ো হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে” –এই শোরগোল ওঠার কারণ –
ক) পেলাইওদের উঠোনে অনেক কাঁকড়া জমেছিল
খ) পেলাইওদের সন্তান খুব অসুস্থ হয়েছিল
গ) পেলাইও দের বাড়িতে পাদ্রে গোনসাগাকে দেখার জন্য
ঘ) বন্দি দেবদূতের খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল
উত্তরঃ ঘ) বন্দি দেবদূতের খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল
126. বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে খেলতে চলে যেত-
ক) বাড়ির বাইরে
খ) নদীর ধারে
গ) থুরথুরে বুড়োটির সাথে
ঘ) মুরগির খাঁচার ভেতরে
উত্তরঃ ঘ) মুরগির খাঁচার ভেতরে
127. শীতের সময় কাঁকড়ারা যাতে আর ভেতরে ঢুকতে না পারে তার জন্য তারা –
ক) প্রাচীর তুলে দিয়েছিল
খ) উচু বেতের বেড়া দিয়েছিল
গ) উচু তারের জাল
ঘ) প্রহরী রেখে দিয়েছিল
উত্তরঃ গ) উচু তারের জাল
128. থুরথুরে বুড়োর গা থেকে বেরচ্ছিল-
ক) খুব পচা গন্ধ
খ) খুব সুন্দর গন্ধ
গ) খুব উদ্ভট গন্ধ
ঘ) খোলামেলার এক অসহ্য গন্ধ
উত্তরঃ ঘ) খোলামেলার এক অসহ্য গন্ধ
129. দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল ?
ক) জরাগ্রস্থ শকুনের মতো
খ) জরাগ্রস্থ চিলের মতো
গ) জরাগ্রস্থ বাজপাখির মতো
ঘ) জরাগ্রস্থ বাদুড়ের মতো
উত্তর : ক) জরাগ্রস্থ শকুনের মতো
130. থুরথুরে বুড়োটির গলার স্বর ছিল –
ক) খুব বাজে
খ) অসহ্যকর
গ) রিনরিনে
ঘ) মধুর
উত্তরঃ গ) রিনরিনে
131. মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল ?
ক) কুমারী মেয়ের মতো
খ) সধবা মেয়ের মতো
গ) বিধবা মেয়ের মতো
ঘ) বয়স্কা মেয়ের মতো
উত্তর : ক) কুমারী মেয়ের মতো
132. থুরথুরে বুড়োর ডানা কীসে জট পাকিয়ে গেছে চিরকালের মতো ?
ক) পাঁকে
খ) আঠায়
গ) কাদায়
ঘ) মিষ্টিরসে
উত্তর : গ) কাদায়
133. ঊষার প্রথম আলো ফোটবামাত্র এলিসেন্দারা উঠোনে গিয়ে দেখলো-
ক) দেবদূত মুরগির খাঁচার ভেতরে নেই
খ) তাদের উঠোনে কাঁকড়ায় ভর্তি
গ) দেবদূত আর বেঁচে নেই
ঘ) পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে দেখছে
উত্তরঃ ঘ) পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে দেখছে
134. সঠিক বিকল্পটি বেছে নাও
বিবৃতি (A ): পেলাইওদের বাড়িতে কাঁকড়ার পচা বদ গন্ধ ছিল।
কারণ (R): নবজাত শিশুটির সারারাত ধরে জ্বর ছিল।
বিকল্পসমূহ :
ক) A ও R সঠিক কিন্তু R, A-এর সঠিক কারণ নয়
খ) A ও R উভয়ই সঠিক এবং দুটিই কার্যকারণ সম্পর্কযুক্ত
গ) A সঠিক কিন্তু R যথার্থ না
ঘ) A ভুল কিন্তু R যথার্থ
উত্তর : খ) A ও R উভয়ই সঠিক এবং দুটিই কার্যকারণ সম্পর্কযুক্ত
135.রোম্যান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদঅভ্যাস আছে শয়তানের-যাতে-
ক) সে মানুষের ক্ষতি করতে পারে
খ) সে মানুষকে ঠকাতে পারে
গ) সে মানুষের সবকিছু সহজেই চুরি করতে পারে
ঘ) অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে
উত্তরঃ ঘ) অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে
আরও পড়ুন :
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর (MCQ)| Pui Macha MCQ Question Answer Class 11
Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।
গল্প/কবিতার নাম | Link |
চারণকবি কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
বিড়াল গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
Join our Telegram Channel : Click Here