চারণকবি কবিতার প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: Charan Kobi MCQ Question Answer Class 11
Charan Kobi MCQ Question Answer Class 11
চারণকবি ‘ এই কবিতাটি ভারতীয় কবিতা
মূল রচনা: ‘চারণকবি’ অনুবাদ কবিতাটির মূল রচনা হল ১৯৮৫ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর রচিত, ‘কবি’ (তেলুগু ভাষা)। ‘কবি’-র ইংরেজি অনুবাদ করেন ডি. ভেঙ্কট রাও, ‘দ্য বার্ড’ (The Bard) নামে।
মূলস্থ্য: ভবিষ্যৎ চিত্রপট (ভবিষ্যথু চিত্রপটম্, ১৯৮৬)
অনুবাদের উৎস: প্রখ্যাত কথাসাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক ‘সেতুবন্ধন’ পত্রিকার ১৫ তম সংখ্যায় ২০১৯-এর ১৩ জানুয়ারি
শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি’ প্রকাশিত হয়।
1. চারণকবি’ কবিতাটির রচয়িতা কে ?
ক) জয়াপ্রভা
খ) কে সিভা রেড্ডি
গ) ভারভারা রাও
ঘ) এন গোপি
উত্তর : গ) ভারভারা রাও
2. ভারভারা রাও-এর পুরো নাম কী?
ক) বিশ্বপতি ভারভারা রাও
খ) পেন্ডিয়ালা ভারভারা রাও
গ) ভেঙ্কটেশ ভারভারা রাও
ঘ) ভারভারা ভেনুগোপাল রাও।
উত্তর : খ) পেন্ডিয়ালা ভারভারা রাও
3. চারণকবি’ কবিতাটি ‘সেতুবন্ধন’ পত্রিকার _____________ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
(ক) ১২
(খ) ১১
(গ) ১৫
(ঘ) ১৪
উত্তর : (গ) ১৫
Charan Kobi MCQ Question Answer Class 11
4. ‘চারণকবি কবিতাটির অনুবাদক কে ?
ক) অশোক চট্টোপাধ্যায়
খ) উৎপল বসু
গ) শক্তি রায়
ঘ) শঙ্খ ঘোষ
উত্তর : ঘ) শঙ্খ ঘোষ
5. ঝিরেঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয়ঝড়”—উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হল—
ক) প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে
খ) ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে
গ) অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে
ঘ) দৈবরোষ থামছে না
উত্তর : খ) ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে
6. ‘চারণকবি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) চেলি নেগাল্লু
খ) ভবিষ্যথু চিত্রপটম
গ) ক্যাপটিভ ইমাজিনেশন
ঘ) সমডুম
উত্তর : খ) ভবিষ্যথু চিত্রপটম
Charan Kobi MCQ Question Answer Class 11
7. শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
ক) দেশ
খ) বর্তমান
গ) সেতুবন্ধন
ঘ) সন্দেশ
উত্তর : গ) সেতুবন্ধন
8. ভারভারা রাও-এর প্রথম কবিতাসংকলনটি হল –
ক) ওরেগিম্পু
খ) চালি নেগাল্লু
গ) মুক্তকান্তম
ঘ) উন্নাদেডো উন্নাতু
উত্তর : খ) চালি নেগাল্লু
9. সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও
(i) সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়।
(ii) চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত।
(iii) কোমরে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস।
(iv) আর তুচ্ছ কবিকে দিচ্ছে ঝুলিয়ে।
বিকল্পসমূহ:
(ক) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(খ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
উত্তর : (ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
Charan Kobi MCQ Question Answer Class 11
10. কোন্ কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছোতে পারলেন ?
ক) বীজভূমি
খ) ক্যাপটিভ ইমাজিনেশন
গ) ভারভারা রাও-আ লাইফ ইন পোয়েট্রি
ঘ) ডেভিল অন দ্য ক্রস
উত্তর : গ) ভারভারা রাও-আ লাইফ ইন পোয়েট্রি
11. ভারভারা রাও – আ লাইফ ইন পোয়েট্রি কবিতা সংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছিল ?
ক) পঞ্চাশটি
খ) আটচল্লিশটি
গ) সাতচল্লিশটি
ঘ) পঁয়তাল্লিশটি
উত্তর : খ) আটচল্লিশটি
Charan Kobi MCQ Question Answer Class 11
12. মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে —
ক) নিষিদ্ধ বিষয়
খ) জীবনবিমুখ মানুষের অবসরযাপন
গ) শাসকের বিনোদন
ঘ) যুদ্ধের শস্ত্র
উত্তর : ঘ) যুদ্ধের শস্ত্র
13. ‘চারণকবি’ কবিতাটির পঙ্ক্তি সংখ্যা কত?
ক) ১৪ টি
খ) ২৪ টি
গ) ২৫ টি
ঘ) ৮ টি
উত্তর : খ) ২৪ টি
14. ‘চারণকবি’ কাদের বলা হয়?
ক) যে কবি জেলে বসে কবিতা লেখেন
খ) যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন
গ) যে কবি মঞ্চে তাঁর স্বলিখিত কবিতা পাঠ করেন
ঘ) যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তাঁর কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন
উত্তর : ঘ) যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তাঁর কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন
15. ভারভারা রাও মূলত কোন্ ভাষার কবি?
ক) তেলুগু
খ) তামিল
গ) মালয়ালম্
ঘ) কন্নড়
উত্তর : ক) তেলুগু
Charan Kobi MCQ Question Answer Class 11
16. সঠিক বিকল্পটি বেছে নাও
বিবৃতি (A): চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত।
কারণ (R): চুঁইয়ে পড়ছে না চোখের জলও।
বিকল্পসমূহ :
(ক) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর কারণ নয়
(খ) A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ
(গ) A এবং R উভয়ই ভুল
(ঘ) A সঠিক কিন্তু R ভুল
উত্তর : (ক) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর কারণ নয়
17. “আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল” মেঘের দল কী করছে?
ক) বৃষ্টি ঝরাচ্ছে
খ) ফাঁস লাগাচ্ছে গলায়
গ) মায়ের অশ্রু হয়ে ঝরছে
ঘ) প্রলয় ঘটাচ্ছে
উত্তর : খ) ফাঁস লাগাচ্ছে গলায়
Charan Kobi MCQ Question Answer Class 11
18. “চুইয়ে পড়ছে না কোনো…” কী চুঁইয়ে পড়ছে না ?
ক) অশ্রু
খ) ঘাম
গ) কুম্ভীরাশ্রু
ঘ) রক্ত
উত্তর : ঘ) রক্ত
19. কীভাবে বিদ্যুৎ, বাজ হয়ে উঠছে ?
ক) ঘূর্ণিপাকে
খ) নিম্নচাপে
গ) দুর্বিপাকে
ঘ) মেঘের ডাকে
উত্তর : ক) ঘূর্ণিপাকে
Charan Kobi MCQ Question Answer Class 11
20. ঝিরঝিরে বৃষ্টি, কীসে পরিণত হয়েছে ?
ক) প্রবল বর্ষণে
খ) প্রলয়ে
গ) প্রলয়ঝড়ে
ঘ) অশ্রুতে
উত্তর : গ) প্রলয়ঝড়ে
21. “জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/কবির কোনো লিপিকার স্বর” – কী বুকে নিয়ে ?
ক) কবিতার বই
খ) মায়ের বেদনাশ্রু
গ) ক্রন্দনরোল
ঘ) স্মৃতিচহ্ন
উত্তর : খ) মায়ের বেদনাশ্রু
22. জেলের গরাদ থেকে কী বেরিয়ে আসছে?
ক) কবির গানের সুর
খ) ক্রন্দনরোল
গ) কবির কোনো লিপিকার স্বর
ঘ) হাহাকার
উত্তর : গ) কবির কোনো লিপিকার স্বর
23. কবিতা অনুসারে সঠিক ক্রম টি বেছে নাও –
(i) জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/ কবির কোনো লিপিকার স্বর।
(ii) আর তুচ্ছ ফাঁসুড়েকে/ দিচ্ছে ঝুলিয়ে
(iii) ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ
(iv) কবি তাঁর সুর নিয়ে / শ্বাস ফেলছেন জনতার মাঝখানে।
বিকল্পসমূহ:
ক) (i), (ii), (iv), (iii)
খ) (iv), (ii), (i), (iii)
গ) (iii), (i), (iv), (ii)
ঘ) (i), (iv), (iii), (ii)
উত্তর : গ) (iii), (i), (iv), (ii)
24. কবির কোনো লিপিকার স্বর’ বলতে কী বোঝানো হয়েছে ?
ক) কবির কণ্ঠ রোধ করা হলেও, বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে
খ) কবির লেখা, কবিতা পাঠ করাকে
গ) কবির আকাশচুম্বী চিৎকারকে
ঘ) কবিমাতার ক্রন্দনকে
উত্তর : ক) কবির কণ্ঠ রোধ করা হলেও, বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে
Charan Kobi MCQ Question Answer Class 11
25. “যখন কাঁপন লাগে …” কোথায় কাঁপন লাগে?
ক) হৃদয়ে
খ) জিভে
গ) দেহে
ঘ) কণ্ঠে
উত্তর : খ) জিভে
26. “যখন কাঁপন লাগে জিভে” – তখন কী হয়?
ক) বাতাসকে মুক্ত করে দেয় সুর
খ) বাতাসকে বদ্ধ করে রাখে সুর
গ) গান রচিত হয়
ঘ) কণ্ঠ থেকে সুর নিঃসৃত হয়
উত্তর : ক) বাতাসকে মুক্ত করে দেয় সুর
27. সুর মুক্ত করে দেয় কাকে?
ক) কবিকে
খ) জনতাকে
গ) আকাশকে
ঘ) বাতাসকে
উত্তর : ঘ) বাতাসকে
Charan Kobi MCQ Question Answer Class 11
28. বাতাসকে মুক্ত করে দেয় সুর”- কখন?
ক) যখন কবিকে ফাঁসির মঞ্চে তোলা হয়
খ) যখন কাঁপন লাগে জিভে
গ) যখন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ
ঘ) যখন জেলের গরাদ থেকে বেরিয়ে আসে লিপিকার স্বর
উত্তর : খ) যখন কাঁপন লাগে জিভে
29. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে – কী ?
ক) কবিতা
খ) গান
গ) মশাল
ঘ) কামান
উত্তর : খ) গান
30. তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন কর-
সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে কবির গলায়, ফলত
(i) চুঁইয়ে পড়ছে না কোনো ঘাম।
(ii) চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত।
(iii) কোনো চোখের জলও চুঁইয়ে পড়ছে না।
(iv) কেবল ঘন ঘন নিঃশ্বাস পড়ছে।
বিকল্পসমূহ :
ক) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল
খ) (iii), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
গ) (ii), (iii) সঠিক এবং (i), (iv) ভুল
ঘ) সবকটিই সঠিক
উত্তর : গ) (ii), (iii) সঠিক এবং (i), (iv) ভুল
Charan Kobi MCQ Question Answer Class 11
31. শস্ত্র – কী ?
ক) আগ্নেয়াস্ত্র
খ) ক্ষেপণাস্ত্র, যা নিক্ষেপ করা হয়
গ) প্রহরেণ, হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ
ঘ) মারণাস্ত্র
উত্তর : গ) প্রহরেণ, হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ
Charan Kobi MCQ Question Answer Class 11
32. গান, যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কী হয় ?
ক) কবিকে বন্দি করা হয়
খ) কবিকে তখন ভয় পায় ওরা
গ) সকলে একত্রে গান গায়
ঘ) কোনোটিই হয় না
উত্তর : খ) কবিকে তখন ভয় পায় ওরা
33. বিবৃতি গুলির মধ্যে সঠিক সম্পর্ক টি বেছে নাও
বিবৃতি ১: বাতাসকে মুক্ত করে দেয় সুর।
বিবৃতি ২ : কাঁপন লাগে জিভে।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু পরস্পরবিরোধী
(খ) বিবৃতি ১ ও ২ উভয়ই সঠিক এবং পরস্পর সম্পর্কযুক্ত
(গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(ঘ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই ভুল
উত্তর : (খ) বিবৃতি ১ ও ২ উভয়ই সঠিক এবং পরস্পর সম্পর্কযুক্ত
Charan Kobi MCQ Question Answer Class 11
34. কবিকে ভয় পেয়ে ওরা কী করে?
ক) কবির কবিতা পড়ে
খ) কবিকে কয়েদ করে
গ) ফাঁসুড়েকে তলব করে
ঘ) জনতার মাঝে শামিল হয়
উত্তর : খ) কবিকে কয়েদ করে
35. কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?
ক) হাতে
খ) পায়ে
গ) কোমরে
ঘ) গর্দানে
উত্তর : ঘ) গর্দানে
36. গর্দানে কীভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?
ক) শক্ত করে
খ) যত্ন করে
গ) আলগা করে
ঘ) ইচ্ছে করে
উত্তর : ক) শক্ত করে
Charan Kobi MCQ Question Answer Class 11
37. “গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস”- কী বোঝানো হয়েছে ?
ক) কবির গলায় মাল্যদান করাকে
খ) কবির গর্দান নেওয়াকে
গ) কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে
ঘ) কোনোটিকেই নয়
উত্তর : গ) কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে
38. কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন?
ক) জনতার মাঝখানে
খ) ফাঁসির মঞ্চে
গ) জেলের গরাদে
ঘ) বিচারালয়ে
উত্তর : ক) জনতার মাঝখানে
Charan Kobi MCQ Question Answer Class 11
39. কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন?
ক) কবিতা
খ) লিপিকা
গ) সুর
ঘ) স্বর
উত্তর : গ) সুর
40. ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন ?
ক) জনতার প্রতিবাদে
খ) প্রলয়ঝড়ে
গ) ভারসাম্য রাখার জন্য
ঘ) মৃত্যুকে রোখার জন্য
উত্তর : গ) ভারসাম্য রাখার জন্য
41. ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কী?
ক) লিপিকার স্বর
খ) ফাঁসির মঞ্চ
গ) সময়ের ঢেউ
ঘ) মায়ের বেদনাশ্রু
উত্তর : খ) ফাঁসির মঞ্চ
Charan Kobi MCQ Question Answer Class 11
42. ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে ?
ক) কবিকে
খ) তুচ্ছ ফাঁসুড়েকে
গ) কবির সৃষ্টিকে
ঘ) কবির গানকে
উত্তর : খ) তুচ্ছ ফাঁসুড়েকে
43. ফাঁসুড়েকে যে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে, তা হল-
ক) বিজ্ঞ
খ) শ্রেষ্ঠ
গ) তুচ্ছ
ঘ) ঘৃণ্য
উত্তর : গ) তুচ্ছ
Charan Kobi MCQ Question Answer Class 11
44. ফাঁসুড়ে কারা ?
ক) জনতা
খ) কবি
গ) শাসকদল
ঘ) সময়
উত্তর : গ) শাসকদল
45. নিয়মকানুন কী করা হয়েছে ?
ক) সংরক্ষণ
খ) লোপাট
গ) বিসর্জন
ঘ) সংশোধন
উত্তর : খ) লোপাট
Charan Kobi MCQ Question Answer Class 11
46. ‘তখন ভয় পায় ওরা”- কাকে?
ক) ফাঁসুড়েকে
খ) জনতাকে
গ) কবিকে
ঘ) ফাঁসির মঞ্চকে
উত্তর : গ) কবিকে
47. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) চুঁইয়ে পড়ছে না | (a) বাজ |
(ii) বিদ্যুৎ হয়ে উঠছে | (b) গান |
(iii) যুদ্ধের শস্ত্র | (c) তুচ্ছ ফাঁসুড়েকে |
(iv) ঝুলিয়ে দিচ্ছে | (d) চোখের জল |
বিকল্পসমূহ :
ক) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
খ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
গ) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
ঘ) (i)-b, (ii)-c, (iii)-a, (d)-d
উত্তর : গ) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
48. ভারভারা রাও-এর কারাবাসের ডায়ারিটির নাম –
ক) ক্যাপটিভ ইমাজিনেশন
খ) দ্য ক্যাপটিভ লেডি
গ) ডেভিল অন দ্য ক্রস
ঘ) বীজভূমি
উত্তর : ক) ক্যাপটিভ ইমাজিনেশন
Class 11 Bengali প্রথম সেমিস্টার এর অন্য গল্প/কবিতা প্রশ্ন উত্তরের জন্য নিচে ক্লিক করো ।
গল্প/কবিতার নাম | Link |
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো | Click Here |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
বিড়াল গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর | Click Here |