[ NEW ] WBBSE Class 8 MCQ Adaptation Package Geography | অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোল বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান | Free
আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা এই পোস্টে আমরা অক্টোবর মাসে WBBSE Class 8 MCQ Adaptation Package Geography তে যে MCQ প্রশ্ন গুলি দেওয়া হয়েছিল তা উত্তর সহ আলোচনা করা হল । তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেখতে পারবে।
আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর MCQ Adaptation Package খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী WBBSE Class 8 MCQ Adaptation Package Geography সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।
WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
- WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
- ১. যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই সেটি হলো
- ২. উপরের রেখাচিত্রের চিহ্নিত অংশের অক্ষাংশগত বিস্তৃতি কত?
- ৩. তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিমদিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপরদিয়ে যেতে হবে তা হলো
- ৪. কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?
- ৫. উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে?
- ৬. ক্ষয়, বহন ও সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়াই কার্যকর হলে তবেই তৈরি হয়
- ৭. ভারতের মানচিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত?
- ৮. কোন ফসলের জন্য আৰ্দ্ৰ, পলিমাটিযুক্ত নীচু জমি আদর্শ?
- ৯. শহরতলিতে শাক-সব্জি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কীবলে?
- ১০. কোনও স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নীচের কোনটি আবশ্যিক নয়?
- ১১. ঠিক জোড়াটি নির্বাচন করো
- ১২. খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনও বড়ো শিল্প গড়ে ওঠেনি
- ১৩. এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের ৬০ শতাংশ রয়েছে?
- ১৪. জিওগ্রাফিকাল পোজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না?
- ১৫. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো ?
১. যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই সেটি হলো
ক) নিরক্ষীয়
খ) ক্রান্তীয়
গ) উপক্রান্তীয়
ঘ) মেরুদেশীয়
উত্তর : ঘ) মেরুদেশীয়
২. উপরের রেখাচিত্রের চিহ্নিত অংশের অক্ষাংশগত বিস্তৃতি কত?
ক) ২৩ উঃ – ৬৬ , উঃ
খ) ২৩ উঃ – ২৩ দঃ
গ) ২৩ দঃ – ৬৬ দঃ
ঘ) ৬৬ দঃ- ৯০ দঃ
উত্তর : খ) ২৩ উঃ – ২৩ দঃ
৩. তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিমদিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর
দিয়ে যেতে হবে তা হলো
ক) মায়ানমার
খ) নেপাল
গ) বাংলাদেশ
ঘ) পাকিস্তান
উত্তর : গ) বাংলাদেশ
WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
৪. কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?
ক) জীববৈচিত্র্য হ্রাস
খ) মৃত্তিকা ক্ষয়
গ) অতিরিক্ত বৃষ্টিপাত
ঘ) ধস
উত্তর : গ) অতিরিক্ত বৃষ্টিপাত
৫. উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে?
ক) আগ্নেয় পর্বত
খ) স্তূপ পর্বত
গ) লাভা মালভূমি
ঘ) মহাদেশীয় মালভূমি
উত্তর : খ) স্তূপ পর্বত
৬. ক্ষয়, বহন ও সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়াই কার্যকর হলে তবেই তৈরি হয়
ক) প্লাবনভূমি
খ) বদ্বীপ
গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
ঘ) ক্যানিয়ন
উত্তর : খ) বদ্বীপ
৭. ভারতের মানচিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত?
ক) পাকিস্তান ও নেপাল
গ) নেপাল ও ভুটান
ঘ) ভুটান ও মায়ানমার
উত্তর : গ) নেপাল ও ভুটান
WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
৮. কোন ফসলের জন্য আৰ্দ্ৰ, পলিমাটিযুক্ত নীচু জমি আদর্শ?
ক) চা
খ) পাট
গ) গম
ঘ) বাজরা
উত্তর : খ) পাট
Class 8 এর অন্য বিষয় গুলি
গণিত : Click Here
বিজ্ঞান : Click Here
বাংলা : Click Here
ইতিহাস : Click Here
৯. শহরতলিতে শাক-সব্জি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কী
বলে?
ক) স্থানান্তর কৃষি
খ) ট্রাক ফার্মিং
গ) ধাপ চাষ
ঘ) বাগিচা কৃষি
উত্তর : খ) ট্রাক ফার্মিং
WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
১০. কোনও স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নীচের কোনটি আবশ্যিক নয়?
ক) বিদ্যুতের পর্যাপ্ত যোগান
খ)কাঁচামালের প্রাপ্যতা
গ) উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
ঘ) নদী তীরবর্তী অবস্থান
উত্তর : ঘ) নদী তীরবর্তী অবস্থান
১১. ঠিক জোড়াটি নির্বাচন করো
ক) ইয়োকোহামা – মিশর
খ) ডেট্রয়েট – কানাডা
গ) রূঢ় – জার্মানি
ঘ) উইনিপেগ – আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর : গ) রূঢ় – জার্মানি
WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
১২. খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনও বড়ো শিল্প গড়ে ওঠেনি
ক) পম্পাসে
খ) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে
গ) ছোটোনাগপুর মালভূমিতে
ঘ) লণ্ডন অববাহিকায়
উত্তর : ক) পম্পাসে
১৩. এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের ৬০ শতাংশ রয়েছে?
ক) উপদ্বীপীয় ভারতে
খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায়
গ) দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায়
ঘ) দক্ষিণ আমেরিকার পূর্বাংশে
উত্তর : খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায়
WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
১৪. জিওগ্রাফিকাল পোজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না?
ক) উচ্চতা
খ) অক্ষাংশ
গ) উন্নতা
ঘ) দ্রাঘিমা
উত্তর : ক) উচ্চতা
১৫. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো ?
ক) পর্যাপ্ত উন্নয়ন
গ) স্থিতিশীল উন্নয়ন
খ)পরিবেশ সংরক্ষণ
ঘ) অর্থনৈতিক উন্নয়ন
উত্তর : গ) স্থিতিশীল উন্নয়ন
WBBSE Class 8 MCQ Adaptation Package Geography
এখানে শুধুমাত্র Class 8 এর পরিবেশ ও ভূগোল বিষয়টির MCQ প্রশ্ন- উত্তর দেওয়া হয়েছে। অন্য বিষয় দেখার জন্য নিচের থেকে তোমার বিষয়টি বেছে নাও।
গণিত : Click Here
বিজ্ঞান : Click Here
বাংলা : Click Here
ইতিহাস : Click Here