[ NEW ] WBBSE Class 8 MCQ Adaptation Package Science | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান | Free
আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা এই পোস্টে আমরা অক্টোবর মাসে WBBSE Class 8 MCQ Adaptation Package Science তে যে MCQ প্রশ্ন গুলি দেওয়া হয়েছিল তা উত্তর সহ আলোচনা করা হল । তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেখতে পারবে।
আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর MCQ Adaptation Package খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী WBBSE Class 8 MCQ Adaptation Package Science সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
- WBBSE Class 8 MCQ Adaptation Package Science
- ১. নীচের বক্তব্যগুলি পড়ো।
- ২. তোমার ঠোটের ভেতরের দিক গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘসে নেওয়া হলো। একফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো।
- ৩. সঠিক জোড়টি চিনে নাও –
- ৪. সমুদ্রে অনেকসময় অ্যালগাল ব্লুম দেখা যায়। এর কারণটি খুঁজে বার করো।
- ৫. নীচের কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়?
- ৬. নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও।
- ৭. নীচে কিছু কাজ দেওয়া আছে। এর মধ্যে যোগকলার কাজ কোনটি?
- ৮. অনেকসময় দুটো চাষের মাঝে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি?
- ৯. রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি হলো
- ১০.
- ‘A’ চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কী?
- ১১. ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্যপদার্থ মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয়?
- ১২. নীচে দেওয়া চিত্রলেখ দুটি দেখো। A, B, C, D হলো চার প্রজাতির প্রাণী।
- ১৩. বৈশিষ্ট্য ১ : এদের কোশে কোশপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না।
- ১৪. নীচের বিষয়গুলি পড়ো।
- ১৫. বক্তব্য ১ : এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশে উপস্থিত, কিন্তু উদ্ভিদকোশে অনুপস্থিত।
- ১৬. সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6m থেকে কমিয়ে 2m করা হলো। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো –
- ১৭. দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘ্যার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে –
- ১৮. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নীচের যে বিবৃতি ঠিক তা হলো –
- ১৯. কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন বিবৃতি ঠিক নয়?
- ২০. নীচের কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয়?
- ২১. খোলা হাওয়ায় রাখা জলের উন্নতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে
- ২২. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে –
- ২৩. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো: লোহা 1530°C, গ্যালিয়াম 29.8°C, পারদ 39°C, সোনা 1063°C। এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলো –
- ২৪. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, (H),
- ২৫. কোনটা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয়?
- ২৬ মারকিউরাস ক্লোরাইডের সংকেত হলো
- ২৭. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয়?
- ২৮. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –
- ২৯. কোনটি পরিবেশবান্ধব শক্তি উৎস নয়?
- ৩০. বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে?
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
১. নীচের বক্তব্যগুলি পড়ো।
- রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
- মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়।
- কোশে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না।
- বারে বারে খিদে পায়।
কোন হরমোনের কম ক্ষরণে উপরের লক্ষণগুলি দেখা যায়?
(ক) থাইরক্সিন
(খ) ইনসুলিন
(গ) অ্যাড্রিনালিন
(ঘ) ইস্ট্রোজেন
উত্তর : (খ) ইনসুলিন
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
২. তোমার ঠোটের ভেতরের দিক গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘসে নেওয়া হলো। একফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো।
এবার মাইক্রোস্কোপের নীচে স্লাইডটিকে দেখলে তুমি নীচের কোনটিকে কখনোই দেখতে পাবে না?
(ক) কোশপ্রাচীর
(খ) কোশপর্দা
(গ) সাইটোপ্লাজম
(ঘ) নিউক্লিয়াস
উত্তর : (ক) কোশপ্রাচীর
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
৩. সঠিক জোড়টি চিনে নাও –
(ক) ম্যালেরিয়া ভাইরাসঘটিত রোগ
(খ) ডেঙ্গি প্রোটোজোয়াঘটিত রোগ
(গ) প্লেগ ব্যাকটেরিয়াঘটিত রোগ
(ঘ) যক্ষ্মা ভাইরাসঘটিত রোগ
উত্তর : (গ) প্লেগ ব্যাকটেরিয়াঘটিত রোগ
৪. সমুদ্রে অনেকসময় অ্যালগাল ব্লুম দেখা যায়। এর কারণটি খুঁজে বার করো।
(ক) সমুদ্রের জলে তেল মিশে যাওয়ার ফলে
(খ) সমুদ্রে প্লাস্টিকজাত জিনিস ফেলা হলে
(গ) সমুদ্রের জলের অম্লতা বেড়ে যাওয়ার ফলে
(ঘ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে
উত্তর : (ঘ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে
৫. নীচের কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়?
(ক) মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়
(খ) মাটির উর্বরাশক্তি বা উৎপাদন ক্ষমতা কমে যায়
(গ) মাটির অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হয়
(ঘ) নাইট্রোজেন বা ফসফরাসের যৌগমিশ্রিত জল নদী বা পুকুরের জলে মিশে জলদূষণ ঘটায়
উত্তর : (ক) মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
৬. নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও।
বক্তব্য ১ : ক্রোমোপ্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ রং-এর রঞ্জক পদার্থ
থাকে।
বক্তব্য ২ : সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(ক) বক্তব্য সঠিক এবং বক্তব্য ২ ভুল
(খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল
(গ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা নয়
(ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা
উত্তর : (খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
৭. নীচে কিছু কাজ দেওয়া আছে। এর মধ্যে যোগকলার কাজ কোনটি?
(ক) অঙ্গ-প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো
(খ) দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা
(গ) দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয়সাধন করা
(ঘ) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা
উত্তর : (ঘ) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা
৮. অনেকসময় দুটো চাষের মাঝে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি?
(ক) ল্যাকটোব্যাসিলাস
(খ) নাইট্রোসোমোনাস
(গ) রাইজোবিয়াম
(ঘ) নাইট্রোব্যাকটার
উত্তর : (গ) রাইজোবিয়াম
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
৯. রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি হলো
(ক) ডায়ারিয়া
(খ) হেপাটাইটিস
(গ) যক্ষ্মা
(ঘ) অ্যামিবিয়াসিস
উত্তর : (খ) হেপাটাইটিস
১০.
‘A’ চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কী?
(ক) অ্যাড্রিনাল
(খ) থাইরয়েড
(গ) অগ্ন্যাশয়
(ঘ) পিটুইটারি
উত্তর : (ক) অ্যাড্রিনাল
১১. ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্যপদার্থ মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয়?
(ক) ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে
(খ) ময়লা জল সরাসরি কোনো নদীতে ফেললে
(গ) ময়লা জলে মাছ চাষ করলে
(ঘ) পানীয় জলের উৎসে ময়লা জল মিশ্রিত করলে
উত্তর : (ক) ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
১২. নীচে দেওয়া চিত্রলেখ দুটি দেখো। A, B, C, D হলো চার প্রজাতির প্রাণী।
IUCN-এর ‘রেড ডেটা লিস্ট’ অনুযায়ী “A” প্রজাতির প্রাণীকে নীচের কোন ক্যাটিগোরিতে রাখা যায়?
(ক) বিলুপ্ত
(খ) সমীক্ষা করা হয় নি
(গ) বিপন্ন
(ঘ) উদ্বেগের কোনো প্রয়োজন নেই
উত্তর : (গ) বিপন্ন
১৩. বৈশিষ্ট্য ১ : এদের কোশে কোশপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না।
বৈশিষ্ট্য ২ : এদের কোশপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত।
ওপরের বৈশিষ্ট্য দুটি কোন ধরনের অণুজীবে দেখা যায়?
(ক) ব্যাকটেরিয়া
(খ) আদ্যপ্রাণী
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
উত্তর : (গ) ছত্রাক
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
১৪. নীচের বিষয়গুলি পড়ো।
(i) চোরাশিকার
(ii) পরিবেশ দূষণ
(iii) বনসৃজন
(iv) বন্যপ্রাণীর দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার
বন্যপ্রাণীদের বিপন্নতার জন্য উপরের চারটি কারণের মধ্যে কোনগুলি দায়ী?
(ক) (ii), (iii) ও (iv)
(থ) (i), (ii) ও (iv)
(গ) (i) (iii) ও (iv)
(ঘ) (i), (ii) ও (iii)
উত্তর : (থ) (i), (ii) ও (iv)
১৫. বক্তব্য ১ : এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশে উপস্থিত, কিন্তু উদ্ভিদকোশে অনুপস্থিত।
বক্তব্য ২ : এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশের বিভাজনে অংশগ্রহণ করে।
নীচের কোন কোশ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত?
(ক) প্লাস্টিড
(খ) লাইসোজোম
(গ) রাইবোজোম
(ঘ) সেন্ট্রোজোম
উত্তর : (ঘ) সেন্ট্রোজোম
Class 8 এর অন্য বিষয় গুলি
ভূগোল : Click Here
বাংলা : Click Here
গণিত : Click Here
ইতিহাস : Click Here
১৬. সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6m থেকে কমিয়ে 2m করা হলো। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো –
(ক) 3 গুণ
() 4 গুণ
(গ) 9 গুণ
(ঘ) 36 গুন
উত্তর : (গ) 9 গুণ
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
১৭. দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘ্যার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে –
(ক) আকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
(খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
(গ) আকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
(ঘ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
উত্তর : (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
১৮. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নীচের যে বিবৃতি ঠিক তা হলো –
(ক) ভেসে থাকা কাঠের টুকরোর ওজন ও তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান সমান
(খ) ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
(গ) ডুবে যাওয়া লোহার পেরেকের ওজন তার ওপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম
(ঘ) লোহার পেরেক ডুবে গেছে কারণ তার ওপরে জল কোনো উর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি
উত্তর : (খ) ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
১৯. কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন বিবৃতি ঠিক নয়?
(ক) উপাদানের প্রকৃতির ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
(খ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
(গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না
(ঘ) আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি/গ্রাম C
উত্তর : (গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
২০. নীচের কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয়?
(ক) চিনি
(খ) মোম
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড
উত্তর : (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড
২১. খোলা হাওয়ায় রাখা জলের উন্নতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে
(ক) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
(খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
(গ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ = ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
(ঘ) সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ > ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠ
উত্তর : (খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
২২. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে –
(ক) 35
(খ) 45°
(গ) 55⁰
(ঘ) 65°
উত্তর : (গ) 55⁰
Class 8 অন্য বিষয় গুলি
গণিত : Click Here
বাংলা : Click Here
ভূগোল : Click Here
ইতিহাস : Click Here
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
২৩. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো: লোহা 1530°C, গ্যালিয়াম 29.8°C, পারদ 39°C, সোনা 1063°C। এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলো –
(ক) লোহা
(1) সোনা
(গ) পারদ
(ঘ) গ্যালিয়াম
উত্তর : (ঘ) গ্যালিয়াম
২৪. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, (H),
Cu। তাহলে নীচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে?
(ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে
(খ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লোহা যোগ করলে
(গ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে
(ঘ) জিঙ্ক সালফেট দ্রবণে লোহা যোগ করলে
উত্তর : (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে
২৫. কোনটা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয়?
(ক) একই মৌলের সব পরমাণু ভর ও ধর্মে অভিন্ন
(খ) ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্মে ভিন্ন
(গ) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণসংখ্যার সরলানুপাতে যুক্ত হয়
(ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে
উত্তর : (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে
২৬ মারকিউরাস ক্লোরাইডের সংকেত হলো
(ক) HgCl
(খ) Hg2CL2
(গ) HgCL2
(ঘ) Hg2Cl
উত্তর : (গ) HgCL2
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
২৭. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয়?
(ক) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
(খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
(গ) পরীক্ষার ভিত্তিতেই অনুঘটক নির্বাচন করতে হয়
(ঘ) অনুঘটক গুঁড়ো করে রাখায় বিক্রিয়ার বেগ বেড়ে যায়
উত্তর : (খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
২৮. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –
(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তর : (ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
২৯. কোনটি পরিবেশবান্ধব শক্তি উৎস নয়?
(ক) জোয়ারভাটা
(খ) বায়ুপ্রবাহ
(গ) কয়লা
(ঘ) সূর্য
উত্তর : (গ) কয়লা
৩০. বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে?
(ক) কার্বন ডাইঅক্সাইড
(খ) মিথেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) ওজোন
উত্তর : (ক) কার্বন ডাইঅক্সাইড
WBBSE Class 8 MCQ Adaptation Package Science
এখানে শুধুমাত্র Class 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়টির MCQ প্রশ্ন- উত্তর দেওয়া হয়েছে। অন্য বিষয় দেখার জন্য নিচের থেকে তোমার বিষয়টি বেছে নাও।
গণিত : Click Here
বাংলা : Click Here
ভূগোল : Click Here
ইতিহাস : Click Here