West Bengal Natural Vegetation। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন-উত্তর 2023
West Bengal Natural Vegetation
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন-উত্তর 2023 ( West Bengal Natural Vegetation ) আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।
১.পশ্চিমবঙ্গের অরণ্য অঞ্চল কয়টি শ্রেণীতে বিভক্ত?
উত্তর- পাঁচটি শ্রেণীতে।
২. ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের কয়েকটি বৃক্ষের নাম উল্লেখ কর।
উত্তর- শাল সেগুন শিমুল মহুয়া।
৩. ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের কয়েকটি বৃক্ষের উদাহরণ দাও।
উত্তর- আম জাম কাঁঠাল।
৪. পার্বত্য আর্দ্র নাতিশীতোষ্ণ অরণ্যে কি ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায়?
উত্তর- দেবদারু পাইন ফার ওক বার্চ।
৫. উপকূলবর্তী জলাভূমি অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়?
উত্তর- সুন্দরী গরান গেওয়া হোগলা কেয়া নারকেল সুপারি।
৬. আলপাইন অরণ্যে কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়?
উত্তর- লরেল জুনিপার ম্যাগনোলিয়া রডোডেনড্রন।
৭. ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়?
উত্তর- ১৯২৭ সালে।
৮. মংপু কি?
উত্তর- দার্জিলিং থেকে ২৯ কিলোমিটার দূরে সিঙ্কোনা ইপিকাক ও অন্যান্য ভেষজ উদ্ভিদের চাষের কেন্দ্র হল মংপু।
৯. বিশ্ব অরণ্য দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর- ২১ মার্চ।
১০. সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায় কোন সালে?
উত্তর- ১৯৮৭।
West Bengal Natural Vegetation
১১. বিড়ি তৈরি হয় কোন গাছের পাতা থেকে?
উত্তর- কেন্দু।
১২. বনভূমির পরিমাণ সর্বাধিক কোন জেলায় দেখতে পাওয়া যায়?
উত্তর- দার্জিলিং জেলায়।
১৩. পশ্চিমবঙ্গের প্রায় বনভূমিহীন জেলা কোনটি?
উত্তর- হাওড়া।
১৪. বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর- দেরাদুন।
১৫. লবণাক্ত মৃত্তিকায় কোন ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর- ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ।
১৬. কোন অরণ্যের উদ্ভিদে শ্বাসমূল ও ঠেস্ মূল দেখতে পাওয়া যায়?
উত্তর- ম্যানগ্রোভ অরণ্যের।
১৭. জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদের ঘটে থাকে?
উত্তর- ম্যানগ্রোভ উদ্ভিদের।
১৮. পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে বিভিন্ন ধরনের বিপন্ন প্রাণী দেখতে পাওয়া যায়?
উত্তর- দার্জিলিং জেলার জোরপোখরি।
১৯. ভারতে কবে জীব বৈচিত্র আইন প্রনীত হয়?
উত্তর- ২০০২ সালে
২০. ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত সালে?
উত্তর- ১৯৭৩ সালে
West Bengal Natural Vegetation
২১. ভারত সরকার কত সালে গণ্ডার সংরক্ষণ আইন প্রণয়ন করে?
উত্তর- ১৯৭২ সালে
২২. পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়?
উত্তর- ১৯৫৯ সালে
২৩. হস্তি প্রকল্প কত সালে চালু হয়?
উত্তর- ১৯৯২ সালে
২৪. পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত?
উত্তর- দাগযুক্ত হরিণ
২৫. সিঙ্গলীলা জাতীয় উদ্দ্যান কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর- ১৯৯২ সালে
২৬. ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি?
উত্তর- বাদাবন
২৭. বন্যপ্রানী সপ্তাহ কবে পালন করা হয়?
উত্তর- ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর
২৮. মহানন্দা বন্যপ্রাণী অভ্যারন্যটি কোথায় অবস্থিত?
উত্তর- পশ্চিমবঙ্গে
২৯. বক্সা জাতীয় উদ্দ্যান কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর- ১৯৯২ সালে
৩০. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
উত্তর- মাছরাঙ্গা
West Bengal Natural Vegetation
৩১. সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গে
৩২. গোরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গে
৩৩. কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় ?
উত্তর- ১৮৯২ সালে
৩৪. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উত্তর- ৬ টি
৩৫. পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি ?
উত্তর- ছাতিম
৩৬. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?
উত্তর- মেছো বিড়াল
৩৭. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর- পশ্চিমবঙ্গ
৩৮. ‘Wild life Protection Society of India’- কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- ১৯৯৪ সালে
৩৯. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?
উত্তর- ২১ শে এপ্রিল
৪০. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তর- ৫ জুন
West Bengal Natural Vegetation
আরো পড়ুন :