মডেল একটিভিটি টাস্ক

[New] September Model Activity Task Class 1 Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নিচে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ দ্বারা প্রথম শ্রেণীর জন্য যে September মাসের Model Activity Task Class 1 Part 6 দেওয়া হয়েছে তা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করা হলো। তোমরা এই Model Activity Task Class 1 Part 6 থেকে সমস্ত প্রশ্নের আলোচনা দেখতে পারবে। এখানে Model Activity Task Class 1 Part 6 All Subject এর সমাধান দেওয়া আছে।

আমাদের ওয়েবসাইটে সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়। পরবর্তী Model Activity Task Class 1 Part 7 সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

Model Activity Task Class 1 Part 6 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক  

প্রথম শ্রেণি

সংযোগ স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 1 Part 6

Model Activity Task Class 1 Part 6 সংযোগ স্থাপনে সক্ষমতা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 part 6 সংযোগ স্থাপনে সক্ষমতা

নিচের পাঠটি পড়ো এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো : (২ × ৪ = ৮)

আজ বুধবার, ছুটি। নুটু তাই খুব খুশি সেও যাবে কুলবনে। কিছু মুড়ি নেব আর নুন। চড়িভাতি হবে। ঝুড়ি নিতে হবে। তাতে কুল ভোরে নিয়ে বাড়ি যাব। উমা খুশি হবে। ঊষা খুশি হবে

ক) নুটু খুব খুশি কেন ? 

উত্তর: আজ বুধবার ছুটি তাই নুটু খুব খুশি

খ) কুল বনে যাবে কেন

উত্তর : কুলবনে চড়িভাতি হবে, তাই কুলবনে যাব। 

গ) কি কি জিনিস নিয়ে যাবে ?

উত্তর : কিছু মুড়ি, নুন এবং ঝুড়ি নিয়ে যাবে। 

ঘ) উমা আর ঊষা কি দেখে খুশি হবে ?

হুমা আর ঊষা ঝুড়িতে কুল দেখে খুশি হবে।

২) Read the following (১ × ৪ = ৪)

We sit around the table 

Mother, father and me 

Grandparents are here as well

We all eat merrily !

Fill in the blanks with words from the poem : 

(i) She is my mother .

(ii) He is my father .

(iii) Parents of my parents are my grandparents .

(iv) We eat merrily .

৩) খোপের ভেতরে ‘>’ বা ‘<‘ বসাও :  (১ × ৪ = ৪)

(ক) ৬ great ২ (খ) ৩ Less than

(গ) ৭ Less than ৯ (ঘ) ৫ great

৪) ফাঁকা জায়গায় লেখো :  (১ × ৪ = ৪)

                                 দশক      একক

ক) এক দশ তিন ১৩      ১     ৩

খ) এক দশ পাঁচ ১৫      ১    ৫

গ) এক দশ দুই ১২       ১      ২

ঘ) এক দশ সাত ১৭    ১      ৭

image 37

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

সমন্বয় স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 1 Part 6

Model Activity Task Class 1 Part 6 সমন্বয় স্থাপনে সক্ষমতা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 part 6 সমন্বয় স্থাপনে সক্ষমতা

১) ‘ক’ ও ‘খ’ কথা মিলিয়ে লেখো :  (১ × ৫ = ৫)

image 30
Model Activity Task Class 1 Part 6

উত্তর: 

বল খেলি।

পাতা নড়ে। 

জামা পড়ি। 

পাখি ওড়ে। 

ফল পড়ে।

২) Match colours with the objects :  (১ × ৪ = ৪)

image 31
Model Activity Task Class 1 Part 6
image 36
Model Activity Task Class 1 Part 6

৩) From the blanks with similar sound words from the list given below  (২ × ৪ = ৮)

(i) Bank :     sank     tank  

(ii) Sink : Pink wink  

(iii) Boon : moon soon  

(iv) Boat: Coat Goat

List of words : coat, pink, sank, tank, moon, wink, soon 

৪) বারকোড দেখে গণিতের ভাষায় লেখো :  (১ × ১৬ = ১৬)

image 32
Model Activity Task Class 1 Part 6
image 35
Model Activity Task Class 1 Part 6

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

সমস্যা স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 1 Part 6

Model Activity Task Class 1 Part 6 সমস্যা স্থাপনে সক্ষমতা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 part 6 সমস্যা স্থাপনে সক্ষমতা

১) নিচের সবজি গুলোর নাম ওলট-পালট করা আছে। সাজিয়ে লেখো :  (১ × ৪ = ৪)

(ক) লপট পটল   

(খ) নগুবে বেগুন

(গ) রকলা করলা

(ঘ) জগার গাজর 

২) পাখিদের নাম লেখো :  (১ × ৫ = ৫)

কি করে। পাখির নাম 
বকম বকম করে ডাকে। ডানা খুঁটে খায়। পায়রা
বাড়ির ঘুলঘুলিতে বাসা করে। ফুরুৎ করে উড়ে যায়। চড়ুই পাখি
ঝাড়ুদার পাখি বলে লোকে চেনে।কাক
গাছের গুঁড়ির ভেতরে খাবার খোঁজে, ঠোট নিয়ে গুড়িতে ঠকঠক করে ঠোকে।কাঠঠোকরা
মাথার ঝুটি, বড় লেজ। ভারতের জাতীয় পাখি। ময়ূর
Model Activity Task Class 1 Part 6

৩) Select the correct answer :  (১ × ৫ = ৫)

(i) Which of these you don’t see in school? (a) bench (b) Chalk (c) Blackboard (d) bed 

Ans: (d) bed 

(ii) Which one of these you don’t see in house? (a) fan (b) table (c)Blackboard (d) bed 

Ans: (c)Blackboard

(iii) Which of these is not a flower? (a) rose (b) Lotus (c) Sun (d) dahlia

Ans: (c) Sun

(iv) Which of these is not a fruit? (a) apple (b) orange (c) carrot (d) mango 

Ans: (c) carrot

(v) Which one of these is not a part of the bird? (a) Wings (b) horn (c) clause (d) beak

Ans: (b) horn

৪) সমাধান করো :  (২ × ৪ = ৮)

ক) একটি গাছে ৫টা পাখি বসে ছিল। একটু পরে আরও ৪টে পাখি এসে বসল। এখন মোট কয়টা পাখি গাছে বসে আছে ? 

এখানে মোট পাখি বসে আছে = ৫ + ৪ = ৯ টা । 

খ) দোকানদারের একটি ঝুড়িতে ৮টা আম ছিল। আরেকটা ঝুড়িতে ২টো আম ছিল। তাহলে দোকানে কয়টা আম ছিল ?

উত্তর : দোকানে আম ছিল = ৮ + ২ = ১০ টা । 

গ) নদীর তীরে ৭ জন লোক দাঁড়িয়ে ছিল। একটি নৌকাতে ৩ জন ছিল। তাহলে মোট কতজন লোক হল ? 

উত্তর : তাহলে ৭ + ৩ = ১০ জন লোক হল । 

ঘ) সুমিতা দোকান থেকে ৪ টা কলা কিনে আনল। এদিকে তার বাবাও দোকান থেকে ছটা কলা কিনে আনলেন। তাহলে এখন মোট কয়টা কলা হল ? 

উত্তর: তাহলে এখন মোট কলা হল = ৪ + ৬ = ১০ টা। 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

মানসিক ও শারীরিক সমন্বয় সাধন

Model Activity Task Class 1 Part 6

Model Activity Task Class 1 Part 6 মানসিক ও শারীরিক সমন্বয় সাধন

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 part 6 মানসিক ও শারীরিক সমন্বয় সাধন

১) তোমার দেখা ভোরবেলার ছবি আঁকো। সেটা রং করো। ভোরবেলার উপর দুটি লাইন লেখো। (২+২+১) = ৫

উত্তর : ভোরবেলায় পূর্ব দিকে আস্তে আস্তে সূর্য ওঠে। ভোর বেলায় পাখি ডাকে।

২) Draw the picture of a bird. Colour the picture. Write one sentence about the bird. (২+২+১) = ৫ 

Ans; This is a bird. 

৩)

image 33
image 34
Model Activity Task Class 1 Part 6

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Model Activity Task Class 1 Part 6

১. ঠিক শব্দ গুলির পাশে WhatsApp Image 2021 09 22 at 12.51.17 AM দাও

(ক) আমাদের বসা উচিত – সোজা হয়ে বাক্স / সামনে ঝুকে বাক্স

(খ) যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার বাক্স / হুইল চেয়ার বাক্স ব্যবহার করতে পারেন

(গ) মেরুদন্ড ও মাথা বাক্স / পা বাক্স সোজা রেখে হাঁটতে হবে।

(ঘ) দৌড়ানোর সময় পায়ের আঙ্গুল বাক্স / পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে।

(ঙ) খাওয়ার আগে ও পারে সাবান বাক্স / মাটি বাক্স দিয়ে হাত ধুতে হবে।

(চ) লাফানোর আগে দৌড়ে বাক্স / হেঁটে বাক্স আসতে হবে।

(ক) আমাদের বসা উচিত – সোজা হয়ে রাইট / সামনে ঝুকে বাক্স

(খ) যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার বাক্স / হুইল চেয়ার রাইট ব্যবহার করতে পারেন

(গ) মেরুদন্ড ও মাথা রাইট / পা বাক্স সোজা রেখে হাঁটতে হবে।

(ঘ) দৌড়ানোর সময় পায়ের আঙ্গুল রাইট / পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে।

(ঙ) খাওয়ার আগে ও পারে সাবান রাইট / মাটি বাক্স দিয়ে হাত ধুতে হবে।

(চ) লাফানোর আগে দৌড়ে রাইট / হেঁটে বাক্স আসতে হবে।

image 41
image 39
image 40
image 42

class 1

উপরের Model Activity Task Class 1 Part 6 এরর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই Model Activity Task Class 1 Part 6 কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে।

এটি তোমাদের ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে স্কুলে জমা দিতে বলা হয়েছে তাই জন্য এটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে Whatsapp, Facebook ইত্যাদিতে শেয়ার করে দিও।

আগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক :

Model Activity Task Class 1 Part 5 AUGUST Month

Model Activity Task Class 2 Part 5 AUGUST Month

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button