[ FREE ] দশম শ্রেণী ভূগোল সাজেশন | WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025: আমাদের website এ দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য ভূগোল সাজেশন দেওয়া হল।
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ :
২ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও।
২. নদীর ষষ্ঠ খাতে সূত্র কি ?
৩. নদী উপত্যকা কাকে বলে?
৪. ক্যানিয়ন কাকে বলে ?
৫. নগ্নিভবন কাকে বলে ?
৬. অবঘর্ষ ক্ষয় কাকে বলে ?
৭. নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো ?
৮. হিমরেখা কাকে বলে?
৯. হিমশৈল কি?
১০. ড্রামলিন কি ?
১১. এরিটি বলতে কী বোঝো?
১২. হিমানি সম্প্রপাত কাকে বলে ?
১৩. মরুদ্দান কি ?
১৪. ওয়াদি বলতে কী বোঝো?
১৫. প্লায়া কি ?
১৬. অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় ?
১৭. সিফ বালিয়াড়িকাকে বলে?
১৮. জলপ্রপাত কাকে বলে?
১৯. ইনসেলবার্জ কাকে বলে?
২০. মন্থকুপ কাকে বলে?
২১. টীকা লেখ: জলবিভাজিকা
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
৩ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে তৈরি হয়?
২. মরুভূমিতে বায়ুর কাজ বেশি দেখা যায় কেন?
৩. সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব লেখো।
৪. মরুভূমির সম্প্রসারণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
৫. অবস্থানের ভিত্তিতে হিমালয়ের শ্রেণীবিভাগ করো।
৬. নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন?
৭. ঝুলন্ত উপত্যকায় জলপাত সৃষ্টি হয় কেন?
৮. বায়ুর ক্ষয় কাজের পদ্ধতিগুলি লেখো।
৯. মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন ?
১০. পার্থক্য লেখ : গিরিখাত ও ক্যানিয়ন, পেডিমেন্ট ও পেডিপ্লেন, রসে মাতান ও ড্রামলিন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যকবালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও বারখান বালিয়াড়ি, আরোহন ও অবরোহন
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
৫ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।
২. নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।
৩. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।
৪. শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ বর্ণনা করো।
৫. হিমবাহ ও জলাধারের মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো।
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
ভারতের প্রাকৃতিক পরিবেশ
২ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. কচ্ছের রন
২. মরুস্থলি
৩. কয়াল
৪. বহুমুখী নদী পরিকল্পনা,
৫. বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য
৬. জীবিকা সত্তাভিত্তিক কৃষি
৭. দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহি কেন?
৮. দোয়াব
৯. মৌসুমী বিস্ফোরণ
১০. পশ্চিমী ঝঞ্চা
১১. লু
১২. এল নিনো , লা নিনা
১৩. আম্র বৃষ্টি
১৪. কালবৈশাখী
১৫. সামাজিক বনসৃজন এর দুটি উদ্দেশ্য
১৬. কৃষি বনসজন এর দুটি উদ্দেশ্য
১৭. ধাপ চাষ
১৮. ঝুম চাষ
১৯. বাগিচা কৃষি
২০. খারিফ শস্য, রবি শস্য
২১. মিলেট
২২. বাণিজ্যিক ফসল
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
৩ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
২. বহুমুখী নদী পরিকল্পনা
৩. ভারতের কৃষিতে জল সেচ কেন প্রয়োজনীয়?
৪. ভারতের পশ্চিমবাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
৫. অতিরিক্ত ভৌম জল উত্তোলনের কুপ্রভাব গুলি বর্ণনা করো
৬. ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য গুলি লেখো।
৭. এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ু ষকে প্রভাবিত করে?
৮. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন?
৯. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য
১০. ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায়
১১. ভারতে ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো।
১২. ভারতীয় কৃষির তিনটি মুখ্য সমস্যা লেখ
১৩. পূর্বঘাট ও পশ্চিমঘাট এর পর্বত মালার মধ্যে পার্থক্য লেখো।
১৪. ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো।
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
৫ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
২. ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও।
৩. উত্তর ভারতের নদনদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য আলোচনা করো।
৪. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণের প্রধান কারণ গুলি লেখ।
৫. ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো
WBBSE Class 10 Geography First Unit Test Question Paper 2025
Read More:
Class 10 Free Pdf Book Download
Subject | Download | |
1 | Class 10 Bengali First Unit Test Question Paper 2025 | Click Here |
2 | Class 10 English First Unit Test Question Paper 2025 | Click Here |
3 | Class 10 Geography First Unit Test Question Paper 2025 | This Page |
4 | Class 10 History First Unit Test Question Paper 2025 | Click Here |
5 | Class 10 Life Science First Unit Test Question Paper 2025 | Click Here |
6 | Class 10 Physical Science First Unit Test Question Paper 2025 | Click Here |
7 | Class 10 Mathematics First Unit Test Question Paper 2025 | Click Here |