[ FREE ] দশম শ্রেণী ইতিহাস সাজেশন | WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025: আমাদের website এ দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য ইতিহাস সাজেশন দেওয়া হল।
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ইতিহাস
ইতিহাসের ধারণা
২ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. নতুন সামাজিক ইতিহাস কি ?
২. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো ?
৩. খেলার ইতিহাসচর্চার গুরুত্ব কি ?
৪. ইতিহাসচর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ?
৫. ইতিহাসচর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ?
৬. আধুনিক ইতিহাসচর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোক চিত্রের গুরুত্ব লেখ।।
৭. সামরিক ইতিহাসচর্চার গুরুত্ব কি?
৮. পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া দুটি আন্দোলনের নাম উল্লেখ কর।
৯. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কি?
১০. নবীনচন্দ্র দাস কে ছিলেন?
১১. আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে ?
১২. বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন ?
১৩. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কি ?
১৪. ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখ ।
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
৪ নাম্বারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. খাদ্যাভাসের ইতিহাস এবং সাম্প্রতিককালের খাদ্যাভাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
২. আধুনিক কালে স্থাপত্যের ইতিহাস চর্চার পরিচয় দাও।
৩. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা কর ।
৪. নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ।
৫. আধুনিক নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি ?
৬. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ র গুরুত্ব কি ?
৭. জীবনের ঝরাপাতা থেকে সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে ?
৮. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সওর বতসর’ গুরুত্ব কি?
৯. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কি?
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
২ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. হিন্দু পেট্রিয়ট পত্রিকার বৈশিষ্ট্য কি ছিল?
২. ‘বামাবোধিনী’ পত্রিকার গুরুত্ব কী ছিল?
৩. হুতোমপ্যাঁচার নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায়?
৪. নীলদর্পণ নাটকের প্রধান আলোচ্য বিষয় কি?
৫. প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর দ্বন্দ্ব কি ?
৬. প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় ?
৭. কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
৮. মেকলে মিনিটে কি বলা হয় ?
৯. মধুসূদন গুপ্ত কে ছিলেন?
১০. উডের ডেসপ্যাচ কি?
১১. বাংলা ভাষায় প্রথম আত্মজীবনী কোনটি? এটি কে রচনা করেন?
১২. ডেভিড হেয়ার কে ছিলেন
১৩. কে কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন ? এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?
১৪. আধুনিক শিক্ষার প্রসারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা।
১৫. কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
১৬. কে কবে বিধবাবিবাহ আইন পাস করেন ?
১৭. কেশব চন্দ্র সেন কে ছিলেন?
১৮. তিন আইন কি?
১৯. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন ?
২০. লালন ফকির কে ছিলেন ?
২১. উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ?
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
৪ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. বাংলায় নীল চাষীদের কল্যানে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল?
২. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজ চিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল?
৩. টীকা লেখ : মেকলে মিনিট
৪. টীকা লেখ: উডের ডেসপ্যাচ
৫. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল ?
৬. বাংলায় প্রাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখ।
৭. বাংলায় প্রাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ কর
৮. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি ?
৯. সতীদাহ প্রথা সম্পর্কে যা জানো লেখো।
১০. স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে যা জানো লেখো।
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
৮ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. বাংলার নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা।
২. শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক কী? উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা।
প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য বিশ্লেষণ
২ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. ঔপনিবেশিক অরণ্য আইন কাকে বলে ?
২. বিপ্লব বলতে কী বোঝায় ?
৩. চুয়াড়দের পেশা কি ছিল ? চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ?
৪. কোল বিদ্রোহের কারণ কি ?
৫. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? বিরসা মুন্ডা কে ছিলেন ?
৬. কেনারাম কি ? বেচারাম কি ?
৭. অরণ্য আইন কি ?
৮. কারা পাগল পন্থী নামে পরিচিত ?
৯. তিতুমীর কে ছিলেন? বারাসাত বিদ্রোহ কাকে বলে ?
১০. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান কারণ গুলি কি ছিল ?
১১. কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঘটেছিল ?
১২. নীলকররা নীলচাষীদের ওপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে লেখ।
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
৪/৮ নাম্বারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. রংপুর বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো
২. কোল / সাঁওতাল / মুন্ডা / সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও
৩. বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও
৪. বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ কর।
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025
Read More: