[ FREE ] দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন | WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025: আমাদের website এ দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য জীবন বিজ্ঞান সাজেশন দেওয়া হল।
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
জীবন বিজ্ঞান
জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়
২/৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন :
1. সংবেদনশীলতা বলতে কী বোঝো ?
2. উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে?
3. চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন?
4. একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও
5. অক্সিন হরমোনের ভূমিকা লেখ।
6. ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি?
7. মাছের গমনে পটকার ভূমিকা কি?
৪. ট্রপিক চলন এর দুটি পার্থক্য লেখ।
9. ফটোট্রপিক চলন বলতে কী বোঝো?
10. উদ্ভিদ হরমোন কে রাসায়নিক দূত বলে কেন?
11. উদ্ভিদের চলন এর উদ্দেশ্য কি?
12. শুক্রাশয় কে মিশ্র গ্রন্থি বলে কেন?
13. কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ কি?
14. উদ্ভিদ অঙ্গজ জনন এ ব্যবহৃত হয় দুটি কৃত্রিম হরমোনের নাম বল।
15. কৃষিকাজ ও উদ্যান বিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমেোনের কাজ লেখ?
16. মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
17. হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখ
18. কুশিং সিনড্রোম কি?
19. গ্লুকাগন কে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন?
20. জরুরী কালীন হরমোন কাকে বলে কেন?
21. স্নায়ুতন্ত্রের গঠন মূলক ও কার্য মুলক উপাদানের নাম লেখ।
22. উপযোজন কাকে বলে?
23. দ্বিপদ গমন বলতে কী বোঝো?
24. পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি?
25. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে ? উদাহরণ দাও।
26. জিব্বেরেলিন ও সাহটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত পার্থক্য লেখ।
27. ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো।
28. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যকর পার্থক্য লেখ।
29. অ্যাকসন ও ডেনড্রন এর দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখ।
30. অগ্নাশয় কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন ?
31. লজ্জাবতী ও বনচাঁড়াল গাছের পাতা কিভাবে উত্তেজনায় সাড়া দেয়?
32. ট্রপিক চলন, ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলন কাকে বলে? / পার্থক্য
33. হরমোনকে রাসায়নিক দূত ও জীবদেহের রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন?
34. অগ্রস্থ প্রকটতা কাকে বলে? এর গুরুত্ব লেখ।
35. অক্সিন হরমোনের ভূমিকা লেখ।
36. জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে?
37. সাইটোকাইনিন এর কাজ উল্লেখ করো
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন :
1. স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন?
2. জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক এর অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন?
3. ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখ
4. অক্সিন হরমোনের ভূমিকা কি?
5. সন্তরনের ক্ষেত্রে মাছের পাখনার গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করো।
6. মানুষের গমনে হাতের ভূমিকা কি লেখ
7. মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো।
৪. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখ।
9. সন্তরনের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো।
11. মানুষের গমনে হাতের ভূমিকা কি লেখ
12. মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো।
13. পিটুইটারি , অগ্নাশয়, থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি, শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোন গুলির নাম ও কাজ সংক্ষেপে লেখো।
14. থাইরক্সিন হরমোন এর কাজ লেখো?
15. অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে কেন?
16. মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখ?
17. অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো।
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
জীবনের প্রবাহমানত
২/৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন :
1. ক্রোমোজোম কিভাবে তৈরি হয় ?
2. মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখ।
3. জিন কি? কোথায় থাকে?
4. উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে?
5. ক্রোমোজোমের গঠন বর্ণনা করো? প্রকারভেদ আলোচনা কর?
6. প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজের পার্থক্য কি?
7. ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বর্ণনা কর?
৪. ইউক্রোমাটিন ও হেটোরোক্রোমার্টিন এর পার্থক্য লেখ?
9. অ্যামাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা কর?
10. উদ্ভিদ কোষের মাইটোসিস প্রক্রিয়ায়, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস পদ্ধতি ব্যাখ্যা কর
11. প্রাণী কোষের মাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আলোচনা কর।
12. উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখ?
13. ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখা।
14. কোষ বিভাজনে সেন্ট্রোজোম, রাইবোজোম ও মাইক্রোটিউবিউলের ভূমিকা লেখ।
15. কোষ বিভাজনের তাৎপর্য লেখ।
16. অ্যামাইটোসিস কোশবিভাজনের দুটি বৈশিষ্ট লেখ
17. অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস কোথায় কোথায় ঘটে?
18. কোশচক্রের দশা গুলি একটি সারণি বা পর্যায়চিত্রের সাহায্যে দেখার
19. মাইটোসিসকে সমবিভাজন ও মিয়োসিসকে হ্রাস বিভাজন কেন বলা হয়?
20. ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো।
21.কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গানুর ভূমিকা কি?
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন :
1. কোশ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো।
2. জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয় পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা।
3. কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোশ বিভাজন কীভাবে ঘটে?
4. কোষ চক্রের বিভিন্ন দশার বিবরণ দাও।
5. নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশা ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো।
6. মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশা মুখ্য বৈশিষ্ট্যগুলি চিত্র সহ লেখ।
7. একটি কোশচক্রের ইন্টারফেজ এর বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হতে পারে ?
8. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলি এর গুরুত্ব ব্যাখ্যা কর: সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার।
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
WBBSE Class 10 Life Science First Unit Test Question Paper 2025
Read More: