মডেল একটিভিটি টাস্ক

[ FREE ] দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন | WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025: আমাদের website এ দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞান সাজেশন দেওয়া হল।

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

ভৌত বিজ্ঞান

1. বায়োফুয়েল কী? এর ব্যবহার উল্লেখ করো।

2. ওজোন স্তর ধ্বংসে CFC -এর ভূমিকা উল্লেখ করো।

3. ওজোন স্তরে কীভাবে ওজোন অণু উৎপন্ন হয়?

4. জীবাশ্ম জ্বালানি কাকে বলে? একটি উদাহরণ দাও।

5. ওজোন স্তর ধ্বংসের কারণ উল্লেখ কর।

6. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।

7. তাপনমূল্য কাকে বলে? এর ব্যাবহারিক একক কি?

৪. বিশ্ব উষ্ণায়ন কী? গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে?

9. ফায়ার আইস কাকে বলে ও কেন?

10. সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো।

11. গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝায়?

12. মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর, ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

1. চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও।

2. উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে সেটির আয়তন কত হবে?

3. চার্লসের সূত্রটি বিবৃত করো।

3. বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো।

4. বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন?

5. গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভার উল্লেখ করো।

6. কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে?

7. অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো?

৪. গে-লুসাকের গ্যাস-আয়তন সূত্রটি বিবৃত করো।

9. গে-লুসাকের চাপের সূত্রটি লেখো।

10. গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতার হ্রাস ও বৃদ্ধির প্রভাব কী?

11. আদর্শ গ্যাস কাদের বলে?

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

1. শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন ব্যাখ্যা করো।

2. বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।

3. আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। ওই সমীকরণটি থেকে মোলার ভর গণনা করা হয় কীভাবে?

4. অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো।

5. পরমশূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কী?

6. n মোল অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = nRT  সম্পর্কটি প্রতিষ্ঠা করো।

7. বয়েলের সূত্র থেকে গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো।

এই চ্যাপ্টার থেকে কিছু অংক আসে সেই অংক গুলো তোমরা বইয়ে যা অংক আছে সেগুলো প্র্যাকটিস করো।

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

1. চিত্রসহ গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও

2. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসূত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো।

3. প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? অবতল দর্পণের একটি ব্যবহার লেখো।

4. অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড়ো এবং অসবিস্ব গঠনের চিত্র অঙ্কন করো।

5. অবতল দর্পণে বস্তু অপেক্ষা বড়ো সদবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো।

6. আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

7. দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন?

৪. গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

9. উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন?

10. স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

11. দাড়ি কামানোর জন্য কোন্ ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহৃত হয়?

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

1. উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কেটি নির্ণয় করো।

2. কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে, আপতিত ও নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল।

3. আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিচ্ছুরণের কারন কী?

4. স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়।

5. চোখের দীর্ঘদৃষ্টি  ত্রুটি কাকে বলে? এর কারণ ও প্রতিকার উল্লেখ করো।

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

1. মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় ও শ্রেণি বরাবর-এর কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়?

2. নিষ্ক্রিয় মৌলগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত? এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন?

3. আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায়সারণিতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেন অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও।

4. মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝায়? Li, Na ও K-কে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও।

5. মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো / সংশোধিত রূপটি / তিনটি ত্রুটি লেখো।

6. মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝ? মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সরাসরি পরিমাপ করা যায় না কেন?

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

1. আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক উচ্চ হয় কেন?

2. MgCl2 এবং CO2 এর ইলেকট্রন ডট গঠন দেখাও।

3. A ও B মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও 16

(i) মৌল দুটির যোজ্যতা কত হবে?

(ii) মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত উল্লেখ করো।

4. সমযোজী ও আয়নীয় যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

5. আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে কেন?

6. হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন?

WBBSE Class 10 Physical Science First Unit Test Question Paper 2025

Read More:

Class 10 Free Pdf Book Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!