Others

HS Semester Official OMR Sheet 2024 এবং পরীক্ষার নিয়মাবলী প্রকাশ করল উচ্চ মাধ্যমিক সংসদ

HS Semester Official OMR Sheet & WBCHSE Exam Guidelines: তোমরা প্রত্যেকেই জানো একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। তাই নতুন পদ্ধতিতে প্রথম এবং তৃতীয় সেমিস্টারে মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে সেগুলি OMR শীটে দিতে হবে। একাদশ শ্রেণির সমস্ত পরীক্ষা প্রত্যেকটি স্কুল নিজস্বভাবে নেবে। এই ক্ষেত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কোন প্রশ্নপত্র পাঠাবে না। স্কুলের স্যার ম্যাডাম রাই প্রশ্ন করবে কিন্তু তাদের কে নিয়ম মানতে হবে সম্পূর্ণভাবে।

WBCHSE প্রকাশ করল OMR শিট ও পরীক্ষা দেওয়ার নিয়ম

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পাঁচই আগস্ট এক বিশেষ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে OMR শীটের পিডিএফ (HS Semester Official OMR Sheet) প্রকাশ করেছে। যেই পিডিএফ (HS Semester Official OMR Sheet) ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে যাতে আসল পরীক্ষার সময় কোন সমস্যা না হয়।।

HS Semester Official OMR Sheet

তাহলে দেখে নেওয়া যাক পরীক্ষা সংক্রান্ত কি কি নির্দেশ দেয়া হয়েছে

  • পরীক্ষার্থীকে OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল। কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক।
  • OMR উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে (রেজিস্ট্রেশন নং, রোল নং, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর)। অন্যথায় OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে।
  • যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাড়। ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন / কাটা /  ওভাররাইটিং / মোছার অনুমতি নেই।
  • প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিক ভাবে গাঢ় / ভরাট করতে হবে। উদাহরণস্বরূপ: কোনো একটি প্রশ্নের যদি বিকল্প (B) সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় / ভরাট করার ধরন।
  • প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য। নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
  • খসড়া কার্য কেবলমাত্র প্রশ্নপুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে।
  • কোনো প্রকারেই OMR উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না।
  • OMR উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ / লেখা দেওয়া যাবে না।
  • পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে OMR উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্নপুস্তিকা নিয়ে যেতে পারবে।
  • উল্লিখিত নির্দেশাবলি পালন / মান্য না করলে OMR উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না।
  • OMR উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই OMR উত্তরপত্রে উত্তর শুরু করবে ১ নং প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বর গুলি ফাঁকা / অব্যবহৃত রাখতে হবে।
  • পরীক্ষার্থী অবশাই OMR উত্তরপত্রে বক্স নং 9 -এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে।

আশা করি তোমরা বুঝতে পেরেছ , তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। স্কুল, কলেজ সংক্রান্ত সমস্ত ধরনের ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইটটা তোমরা নজর রেখো

Boardপশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড
File TypePDF
File Size653 KB
Official Websitewww.wbchse.wb.gov.in
Download OMR SheetClick Here ↓
HS Semester Official OMR Sheet

Read More:

WBCHSE Class 11 New Syllabus Books Semester Wise | একাদশ শ্রেণীর বাংলা বই

পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!