Scholarship

SVMCM 4.0 Scholarship Last Date, Application Form | স্বামী  বিবেকানান্দ  স্কলারশিপের শেষ তারিখ ঘোষণা করা হলো

SVMCM 4.0 Scholarship Last Date: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-এর জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৪। SVMCM আবেদন প্রক্রিয়া (২০২৪-২৫ সেশনের টপার এবং নন-টপারের জন্য) বর্তমানে সমস্ত কোর্সের জন্য উন্মুক্ত রয়েছে।

SVMCM 4.0 Scholarship Last Date

SVMCM স্কলারশিপের পরিমাণ ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে, যা শিক্ষাগত যোগ্যতার ওপর নির্ভর করে। স্বামী বিবেকানন্দ Merit Cum Means স্কলারশিপ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে, যারা একটি ভালো শিক্ষাগত ক্যারিয়ার গড়তে চায়, তারা এই স্কলারশিপের (SVMCM 4.0 Scholarship Last Date) জন্য আবেদন করতে পারে।

Arts এবং Commerce ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের পরিমাণ ১,০০০ টাকা। ঐক্যশ্রী স্কলারশিপ এবং অন্যান্য স্কলারশিপ স্কিম ২০২৪-২৫-এর জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৪।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় www.wbcap.in পোর্টাল উদ্বোধন করেছেন, যা পশ্চিমবঙ্গের কেন্দ্রীভূত ভর্তি পোর্টাল ২০২৪-২৫ সেশনের জন্য। ছাত্রছাত্রীরা তাদের জেলা, প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিতে তাদের কলেজ নির্বাচন করতে পারবেন। এই ভর্তি পোর্টাল চালু করার উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের একটি সহজ এবং ঝামেলাহীন ভাবে ভর্তি প্রক্রিয়া প্রদান করা। wbcap.in পোর্টালে তালিকাভুক্ত সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM 4.0 Scholarship Last Date) গ্রহণ করে।

SVMCM 4.0 Scholarship Important Data

সংগঠনপশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশন
স্কিমের প্রকারক্লাস XI থেকে পোস্টগ্রাজুয়েট
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরিমাণ₹ ১২,০০০ থেকে ₹ ৬০,০০০ প্রতি বছর
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটwww.wbmdfcscholarship.in
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-এর শেষ তারিখ৩১ আগস্ট ২০২৪
SVMCM হেল্পলাইন নম্বর+1800-102-8014

SVMCM স্ট্যাটাস চেক: [https://svmcm.wbhed.gov.in/page/topper_application_status.php]

Swami Vivekananda Scholarship 2024-25

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যা বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত, তার নতুন আবেদনকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া ১২ জুলাই ২০২৪ থেকে শুরু হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৪। এসভিএমসিএম স্কলারশিপের নিবন্ধন ফর্ম @svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে উপলব্ধ। ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ নথি আপলোড করে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫-এর জন্য আবেদন করার শেষ তারিখও ৩১ আগস্ট ২০২৪। অফিসিয়াল ওয়েবসাইট @svmcm.wbhed.gov.in

SVMCM scholarship last date of application 2024 announced by Bikash Bhavan

বিকাশ ভবন এর অফিসিয়াল নোটিশ দেখুন – Click Here

Read More:

রতন টাটা সকল ছাত্র-ছাত্রীকে দিচ্ছে ১২০০০ টাকা স্কলারশিপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!