[ 96টি ] সংবহন ও রক্ত প্রশ্ন উত্তর | Circulation and Blood Objective Question In Bengali New Free
প্রিয় ছাত্র ছাত্রীরা,
এই পোস্ট এ সংবহন ও রক্ত টপিক এর উপর ( Circulation and Blood Objective Question In Bengali ) ৯০ টি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো।
Circulation and Blood Objective Question In Bengali
১. উদ্ভিদদেহে জল সংবাহিত হয় কিসের সাহায্যে ?
উত্তর : জাইলেমের মাধ্যমে
২. উদ্ভিদের খাদ্যদ্রব্য সংবাহিত হয় কিসের সাহায্যে?
উত্তর : ফ্লোয়েমের মাধ্যমে
৩. জাইলেম ও ফ্লোয়েম কোন্ ধরনের কলা ?
উত্তর : জটিল স্থায়ী কলা
৪. উদ্ভিদদেহের অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত হয় কোন পদ্ধতিতে?
উত্তর : বাষ্পমোচন পদ্ধতিতে
৫. বাষ্পমোচনের হার কম হয় কখন ?
উত্তর : কিউটিকল পুরু হলে
৬. হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কি?
উত্তর : লৌহ
৭. যে রক্তবাহের মাধ্যমে রক্ত হূৎপিণ্ডের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে?
উত্তর : শিরা
৮. হিমোসায়ানিন কার রক্তে পাওয়া যায়?
উত্তর : চিংড়ির
৯. রক্ত কি প্রকার কলা?
উত্তর : একপ্রকার তরল যোজক বা যোগ কলা
১০. সর্বজনীন দাতা যাদের বলে তাদের দেহে কোন শ্রেণির রক্ত থাকে?
উত্তর : ‘O’
Circulation and Blood Objective Question In Bengali
১১. কাদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না?
উত্তর : মানুষের
১২. কেঁচোর দেহে কোন সংবহনতন্ত্র দেখা যায়?
উত্তর : বন্ধ
১৩. অক্সিজেনসমৃদ্ধ রক্ত গৃহীত হয় হৃৎপিন্ডের কোন অংশে?
উত্তর : বাম অলিন্দে
১৪. দেহের বিভিন্ন অংশ থেকে অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগৃহীত হয় হৃৎপিন্ডের কোন অংশে?
উত্তর : ডান অলিন্দে
১৫. কোন ধাতু রক্ততঞ্চনে সহায়তা করে?
উত্তর : ক্যালশিয়াম
১৬. ডান অলিন্দ ও ডান নিলয়ের ছিদ্রের মুখে কোন কপাটিকা থাকে?
উত্তর : ত্রিপত্র
১৭. অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় কোস শিরায়?
উত্তর : ফুসফুসীয়
১৮. আমাদের দেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কি?
উত্তর : প্লীহা
১৯. ট্র্যাকিয়া কিপ্রকার কোশ দ্বারা গঠিত ?
উত্তর : নলাকার, স্থূল প্রাচীরযুক্ত মৃত কোশ দ্বারা
২০. জাইলেম কলার একমাত্র সজীব উপাদান হল কি?
উত্তর : জাইলেম প্যারেনকাইমা
Circulation and Blood Objective Question In Bengali
২১. ঘনত্বের বিপক্ষে বাহকের সাহায্যে এবং শক্তি ব্যয় করে কোশের খনিজ লবণ শোষণকে কি শোষণ বলে?
উত্তর : সক্রিয় শোষণ
২২. ব্যাপনের সাহায্যে কোশের খনিজ লবণ শোষণকে কি শোষণ বলে?
উত্তর : নিষ্ক্রিয়
২৩. মূলজ চাপের ফলে জল কোন বাহিকা দিয়ে কিছুটা ওপরে উঠতে পারে ?
উত্তর : জাইলেম
২৪. মূলরোম সর্বদা মাটির কোন জলের সংস্পর্শে থাকে?
উত্তর : কৈশিক জলের
২৫. মূলজ চাপের প্রভাবে প্রাথমিকভাবে রসের কিরুপপরিবহন শুরু হয়?
উত্তর : ঊর্ধ্বমুখী
২৬. নিম্নমুখী পরিবহনের সঙ্গে কোন কলা জড়িত?
উত্তর : ফ্লোয়েম
২৭. উদ্ভিদের একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া কি?
উত্তর : বাষ্পমোচন
২৮. প্রাণীদেহে অভ্যন্তরীণ পরিবহন পদ্ধতিকে কি বলে?
উত্তর : সংবহন
২৯. নিম্নশ্রেণির প্রাণীদের ক্ষেত্রে প্রধান সংবহন মাধ্যম কি?
উত্তর : জল
৩০. রক্তপূর্ণ দেহগহারকে কি বলা হয়?
উত্তর : হিমোসিল
Circulation and Blood Objective Question In Bengali
৩১. জলসংবহনতন্ত্র পরিলক্ষিত হয় কোন পর্বের প্রাণীদের দেহে?
উত্তর : কন্টকত্বক (একাইনোডার্মাটা)
৩২. রক্তে কোশীয় উপাদান অপেক্ষা কার পরিমাণ বেশি থাকে?
উত্তর : ধাত্র
৩৩. মানুষের রক্ত জলের তুলনায় কত গুণ ঘন?
উত্তর : পাঁচ গুন
৩৪. বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রটির নাম কি?
উত্তর : পোটোমিটার
৩৫. চিংড়ির রক্তের শ্বাসরঞ্জকের নাম কি?
উত্তর : হিমোসায়ানিন
৩৬. কোন্ প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই?
উত্তর : কেঁচোর
৩৭. শ্বেত কণিকার প্রধান কাজ কী?
উত্তর : জীবাণু ধ্বংস করা
৩৮. সিরামে অনুপস্থিত উপাদানটি কি?
উত্তর : ফাইব্রিনোজেন
৩৯. কে রক্ততঞ্চনে সহায়তা করে?
উত্তর : থ্রম্বোকাইনেজ
৪০. মানুষের পরিণত কোন রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন ?
উত্তর : লোহিত
Circulation and Blood Objective Question In Bengali
৪১. যে যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা গোনা হয় তাকে কি বলে ?
উত্তর : হিমোসাইটো মিটার।
৪২. শ্বেত রক্তকণিকা রক্তে অনুপ্রবেশকারী রোগজীবাণুকে কোন পদ্ধতিতে গ্রাস করে দেহকে রক্ষা করে ?
উত্তর : ফ্যাগোসাইটোসিস (আগ্রাসন)
৪৩. শিশুর জন্মের পর লাল অস্থিমজ্জার কোন কোশ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়?
উত্তর : হিমোসাইটোপ্লাস্ট
৪৪. শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি লোহিত রক্তকণিকা থাকলে সেই অবস্থাকে কি বলে?
উত্তর : পলিসাইথেমিয়া
৪৫. রক্তনালির ভিতরে রক্ত জমাট বাঁধাকে কি বলে?
উত্তর : থ্রম্বোসিস
৪৬. হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্রের নাম?
উত্তর : হিমোগ্লোবিনোনিটার
৪৭. পরিবর্তিত কলারস থেকে কি উৎপন্ন হয়?
উত্তর : লসিকা
৪৮. মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড দ্বি-স্তরযুক্ত কি নামক পর্দার দ্বারা আবৃত থাকে?
উত্তর : পেরিকার্ডিয়াম
৪৯. যে হৃৎপিণ্ডে শুধু দূষিত রক্ত প্রবাহিত হয়, তাকে কি হূৎপিণ্ড বলে?
উত্তর : ভেনাস
৫০. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণজনিত ছন্দোবদ্ধ স্পন্দনকে কি বলে?
উত্তর : হৃৎস্পন্দন
Circulation and Blood Objective Question In Bengali
৫১. হৃৎস্পন্দন হাতের কবজির কোন ধমনিকে স্পষ্টভাবে অনুভব করাকে পালস্ বলে?
উত্তর : রেডিয়াল
৫২. স্টেথোস্কোপের সাহায্যে হৃৎস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে কি বলে?
উত্তর : হৃৎধ্বনি
৫৩. স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে কত বার?
উত্তর: 72
৫৪. আরশোলার বর্ণহীন রক্তকে কি বলে?
উত্তর : হিমোলিম্ফ
৫৫. কি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়?
উত্তর : ধমনি
৫৬. প্রতিটি স্পন্দনে হূৎপিণ্ডের যে-চক্রাকার আবর্তনজনিত পরিবর্তনগুলি ঘটে তাকে কি বলে?
উত্তর : হৃদচক্র
৫৭. প্রতিটি হৃদচক্রের স্থিতিকাল কত সেকেন্ড?
উত্তর : ০.৮
৫৮. পেরিকার্ডিয়ামের দুই স্তরের মধ্যস্থ রসকে কি বলে?
উত্তর : পেরিকার্ডিয়াম ফ্লুইড
৫৯. প্রতিটি সংকোচনে নিলয় থেকে যে পরিমাণ রক্ত সংবহনতন্ত্রে নিক্ষিপ্ত হয় তাকে কি বলে?
উত্তর : কার্ডিয়াক আউটপুট
৬০. রক্তের শ্বেত রক্তকণিকা-নিঃসৃত কি নামক পদার্থ রক্ত জমাট বাঁধতে বাধা দেয়?
উত্তর : হেপারিন
Circulation and Blood Objective Question In Bengali
৬১. ধমনি, শিরা ও রক্তজালককে একত্রে কি বলে?
উত্তর : রক্তবাহ
৬২. লসিকাবাহের মাঝে মাঝে গোলাকার ফোলা যে অংশ দেখা যায় তাকে কি বলে?
উত্তর : লসিকাগ্রন্থি
৬৩. ক্ষুদ্রান্ত্র থেকে লসিকা কি জাতীয় খাদ্য শোষণ করে?
উত্তর : চর্বি
৬৪. রক্তজালকের মধ্যে দিয়ে কি প্রক্রিয়ায় রক্ত ও কলারসের মধ্যে বিভিন্ন পদার্থের আদানপ্রদান হয়?
উত্তর : ব্যাপন
৬৫. ‘O’ শ্রেণির দাতার রক্ত নিরাপদে কোন শ্রেণির গ্রহীতাকে দেওয়া যায়?
উত্তর : সবশ্রেনীর
৬৬. মানুষের বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটির নাম কি?
উত্তর : দ্বিপত্রক কপাটিকা
৬৭. ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত সরবরাহকারী রক্তনালিকাটির নাম?
উত্তর : ফুসফুসীয় ধমনি
৬৮. থিবেসিয়ান কপাটিকা থাকে যে রক্তনালির মুখে সেটির নাম কি?
উত্তর : করোনারি সাইনাস
৬৯. যে রক্তশ্রেণি সর্বজনীন দাতা তার নাম কি?
উত্তর : রক্তশ্রেণি O
৭০. যে রক্তশ্রেণি সর্বজনীন গ্রহীতা তার নাম?
উত্তর : রক্তশ্রেণি AB
Circulation and Blood Objective Question In Bengali
৭১. রক্তে RBC-এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে?
উত্তর : পলিসাইথিমিয়া
৭২. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে গেলে কি রোগ হয়?
উত্তর : পারপিউরা
৭৩. মানব হূৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছোয়?
উত্তর : বাম নিলয়
৭৪. রকতঞ্চনের জন্য দায়ী রক্তকণিকাটির নাম কি ?
উত্তর : থ্রম্বোসাইট
৭৫. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের প্রতি ঘন মি.মি. রক্তে RBC-র গড় পরিমাণ কত?
উত্তর : 50 লক্ষ
৭৬. হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কি?
উত্তর : S.A. নোড
৭৭. মানুষের রক্তে রক্তরস কত থাকে?
উত্তর : 55%
৭৮. মানুষের রক্তে রক্তকণিকা থাকে কত শতাংশ?
উত্তর : 45%
৭৯. রক্তরসের মধ্যে জল থাকে কত শতাংশ?
উত্তর : 90%
৮০. প্রতি 100 মিলিলিটার শিরাবাহিত রক্তে অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : 14 মিলিলিটার
Circulation and Blood Objective Question In Bengali
৮১. যে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আকৃতিতে গোল তার নাম কি?
উত্তর : লিম্ফোসাইট
৮২. যে শ্বেত রক্তকণিকা যকৃৎ এবং প্লিহাতে উৎপন্ন হয়, তার নাম কি?
উত্তর : মনোসাইট
৮৩. অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম কি?
উত্তর : ইয়োসিনোফিল
৮৪. মানুষের রক্তের ABO শ্রেণিবিন্যাস আবিষ্কার করেন কে?
উত্তর : কার্ল ল্যান্ডস্টেইনার
৮৫. যে শ্রেণির রক্তে কোনোপ্রকার অ্যান্টিজেন থাকে না তার নাম কি?
উত্তর : O
৮৬. যে শ্রেণির রক্তে কোনোপ্রকার অ্যান্টিবডি থাকে না তার নাম কি?
উত্তর : AB
৮৭. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক সিস্টোলিক প্রেসার কত?
উত্তর : 110-130 mm Hg
৮৮. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক ডায়াস্টোলিক প্রেসার কত?
উত্তর : 70-90 mm Hg
৮৯. মানুষের রক্তচাপ যে যন্ত্রের সাহায্যে মাপা যায়, তার নাম কি?
উত্তর : স্ফিগমোম্যানোমিটার
৯০. নিউক্লিয়াসবিহীন যে রক্তকণিকা রক্ততঞ্চনে অংশ নেয় তার নাম কি?
উত্তর : অণুচক্রিকা
Circulation and Blood Objective Question In Bengali
৯১. সাধারণ অবস্থায় রক্তরসের pH কত?
উত্তর : 7.3 – 7.4
৯২. রক্তরসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটির নাম কি?
উত্তর : ক্রিয়েটিনিন
৯৩. লোহিত রক্তকণিকা তৈরির পদ্ধতিকে কি বলে?
উত্তর : এরিথ্রোপয়েসিস
৯৪. লোহিত রক্তকণিকার আয়ু কত?
উত্তর :120 দিন
৯৫. মানবদেহের রক্তে লোহার (Fet”) সর্বাধিক পরিমাণ কত?
উত্তর : 3 গ্রাম
৯৬. স্ত্রীলোকের রক্তে প্রতি ঘনমিলিলিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
উত্তর : 45 লক্ষের মতো
Circulation and Blood Objective Question In Bengali
আরও পড়ুন :
সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর | Saloksangslesh Photosynthesis Objective Question