জীবন বিজ্ঞান

[ 90টি ] সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর | Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali New Free

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট এ সালোকসংশ্লেষ এর ( Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali ) ৯০ টি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো।

সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

সালোকসংশ্লেষ / Photosynthesis

1. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কি?

উত্তর: CO2

2. সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে  কি গ্রহণ করে?

 উত্তর: CO2

3. আলোক দশায় জনের অণুর ভেঙে যাওয়ার ঘটনাকে কি বলা হয়?

উত্তর: ফোটোলিসিস

4.উদ্ভিদের সালোকসংশ্লেষকারী প্রধান অংগ কি?

উত্তর: পাতা

5. সালোকসংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া?

উত্তর: উপচিতিজাতীয়

6. গ্লুকোজের প্রধান উপাদান কি?

উত্তর: CHO

7. পাতারকোন কলায় সালোকসংশ্লেষ ঘটে?

উত্তর: মেসোফিল কলায়

8. হিল-বিকারক কোনটি?

উত্তর: NADP

9. কেলভিন চক্র ঘটে কোন স্থানে?

উত্তর: স্ট্রোমা

10. কোন সময়ে সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়?

উত্তর:  দিনে

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

11. অন্ধকার দশায় কি  উৎপন্ন হয়?

উত্তর: গ্লুকোজ

12.সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ কি?

উত্তর: PGA

13. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি?

উত্তর:  জল

14. আলোকদশা ঘটে ক্লোরোপ্লাস্টের কোথায়?

উত্তর: গ্রানায়

15. আলোক দশায়  কি কি উৎপন্ন হয়?

উত্তর: O2, ATP, NADPH

16. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি?

উত্তর: ইউগ্নিনা

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

17. কোন কোষে কোশে সালোকসংশ্লেষ সংঘটিত হয়।?

উত্তর: ক্লোরোফিল সমন্বিত সকল সজীব কোশে।

18. অন্ধকার দশায় CO 2 এর কি ঘটে?

উত্তর: বিজারণ

19. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব বস্তু কি?

উত্তর: PGA

20. সালোকসংশ্লেষ কি মূলক প্রক্রিয়া?

উত্তর: উপচিতি

Saloksangslesh (Photosynthesis) Objective Question In Bengali

21. কাকে এনার্জি কারেন্সি বলে?

উত্তর: ATP

22. সালোকসংশ্লেষের সময় উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কি রূপে খাদ্য জমা হয়?

উত্তর: শর্করা

23. সালোকসংশ্লেষে উপজাত বস্তুরূপে কি উৎপন্ন হয়?

উত্তর: অক্সিজেন

24. কোন উদ্ভিদদেহে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?

উত্তর: ক্লোরেল্লা।

25. কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর: সালোকসংশ্লেষে

26. সালোকসংশ্লেষ (Photosynthesis) শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিঞ্জানী?

উত্তর: বার্নেস

27. সালোকসংশ্লেষ একটি কি জাতীয় প্রক্রিয়া?

উত্তর: আলোক-রাসায়নিক বিক্রিয়া

28. এক অণু CO2 -কে সালোকসংশ্লেষে জল-অারে পরিবর্তিত করতে যত কোয়ান্টা শক্তির প্রয়োজন হয়?

উত্তর: 10 কোয়ান্টা

29. সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশার (অন্ধকার দশার)  কোন অংশে বিক্রিয়া ঘটে?

উত্তর: স্ট্রোমাতে

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

30. সালোকসংশ্লেষ ঘটে কোন অঙ্গে ?

উত্তর: সবুজ অঙ্গে।

31. সালোকসংশ্লেষকারী অঙ্গাণু কি?

উত্তর: ক্লোরোপ্লাস্ট

32. ক্লোরোফিল গঠনে ব্যবহৃত মৌলটি কি?

উত্তর: ম্যাগনেশিয়াম

33. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে যে কোন ধরনের শক্তি সন্বিত থাকে?

উত্তর: স্থিতিশক্তি

34. অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস কি?

উত্তর: ATP

35. ক্লোরোফিলের উপাদান কি?

উত্তর: C, H, O, N, Mg

36. সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণ নির্ণয়কারীদের মধ্যে  একজন হলেন?

উত্তর: কেলভিন

37. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ কি?

উত্তর: O2

38. সালোকসংশ্লেষের আলোক দশায় হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয় কি ত্যাগ  করে?

উত্তর: ইলেকট্রন ত্যাগ করে।

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

40. পরাশ্রয়ী উদ্ভিদ কোথা  থেকে জলীয় বাষ্প গ্রহণ করে?

উত্তর: বায়ু

41.সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়  কি জাতীয় খাদ্য উৎপন্ন হয়?

উত্তর: শর্করা

42. উদ্ভিদের সালোকসংশ্লেষকারী অংগানু কি?

উত্তর :  ক্লোরোপ্লাস্ট

43. কাকে হিল-বিকারক বলে?

উত্তর : NADP কে

44.পৃথিবীতে সকল শক্তির উৎস কি?

উত্তর : সৌরশক্তি

45. সালোকসংশ্লেষের কোন  দশা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের আনা অঞ্চলে ঘটে?

উত্তর: আলোক দশা

46. উদ্ভিদের কোন অংশের ক্লোরোফিল আলোকশক্তি শোষণ করে?

উত্তর : সবুজ

47. উদ্ভিদ প্রধানত বায়ুমণ্ডল থেকে  কার মাধ্যমে CO2 শোষণ করে?

উত্তর: পত্ররন্ধের মাধ্যমে।

48. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য  কত অণু জলের প্রয়োজন হয়?

উত্তর: 12

49.স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস কি?

উত্তর: মাটিতে সঞ্চিত কৈশিক  জল।

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

50. স্থলজ উদ্ভিদ  কি দিয়ে মাটি থেকে জল শোষণ করে?

উত্তর: মূলরোম

51. উদ্ভিদের সবুজ কোশের মধ্যে ক্লোরোপ্লাস্টের  কোন দানার ভিতর ক্লোরোফিল থাকে?

উত্তর: কোয়ান্টাজোম

52. পরাশ্রয়ী উদ্ভিদ  বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে কি দিয়ে?

উত্তর: বায়ব মূলের আবরণ বা ভেলামেন দিয়ে।

53. ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য কোন  কণা শোষণ করে সক্রিয় হয়?

উত্তর: ফোটন কণা বা কোয়ান্টাম

54. সালোকসংশ্লেষের  আলোক-রাসায়নিক বিক্রিয়া পরিচালনার জন্য কত ক্লোরোফিল অণুর প্রয়োজন হয় ?

উত্তর: 400

55. পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের মধ্যে অবস্থিত ক্লোরোফিলযুক্ত কলাকে কি বলে?

উত্তর: মেসোফিল কলা।

56. জীবের খাদ্যের উৎস কি?

উত্তর: সালোকসংশ্লেষ।

57. বায়ুতে CO2 -এর পরিমাণ শতকরা  কত ভাগ বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষের পরিমাণ বেড়ে যায়?

উত্তর: 0’01

58. আলোর কি বেশি হলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে?

উত্তর: তীব্রতা।

59. সাধারণত 25°C থেকে 35°C তাপমাত্রায় সালোকসংশ্লেষের হার কি হয়?

উত্তর: বেড়ে যায়।

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

60. সমাঙ্কপৃষ্ঠ পাতার মেসোফিল কলায় কি থাকে 00?

উত্তর : কেবলমাত্র স্পঞ্জি  প্যারেনকাইমা।

61. উদ্ভিদের মূল, ভূনিম্নস্থ কাণ্ড ইত্যাদিতে গ্লুকোজ কি রূপে সঞ্চিত থাকে?

উত্তর: শ্বেতসার

62. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় গ্লুকোজ উৎপাদিত হয়’—এটি প্রথম কে লক্ষ করেন?

উত্তর: ব্ল্যাকম্যান

63. অঙ্গার (কার্বন) আত্তীকরণের জন্য  প্রয়োজনীয় পদার্থ  কি?

উত্তর: RuBP ও CO2

64. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম-অণু গ্লুকোজে যে পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়, তার পরিমাণ কত?

উত্তর: 686 কিলোক্যালোরি।

65. ক্লোরোফিল এর বর্ণ কি?

উত্তর : নীলাভ সবুজ

66.পাতার সবুজ অংশে আপতিত সূর্যালোকের যত শতাংশ শোষিত হয়, তার পরিমান  কত?

উত্তর : 83%

67. এক অণু ATP-র মধ্যে শক্তি জমা থাকে মোটামুটিভাবে কত  কিলোক্যালোরি?

উত্তর: 73 কিলোক্যালোরি

68. সালোকসংশ্লেষের বিক্রিয়াকালে  কোন  উপাদানটি বিজারিত হয়?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড (CO2)

69. ATP এর পুরো নাম  কি?

উত্তর: অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

70. সালোকসংশ্লেষ কি জাতীয় বিপাক ক্রিয়া?

উত্তর: উপচিতি জাতীয়

71. কয়েকটি জীবের উদাহরন দাও যারা সালোকসংশ্লেষে অক্ষম?

উত্তর : প্রাণী, মৃতজীবি উদ্ভিদ (ছত্রাক, মনোট্রপা), পরজীবি উদ্ভিদ (স্বর্ণলতা) প্রভৃতি ।

72. সবুজ উদ্ভিদ ছাড়া সালোকসংশ্লেষে সক্ষম কয়েকটি প্রাণির নাম লেখ?

উত্তর: স্বভোজি ব্যাকটেরিয়া ক্লোরোবিয়াম, ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্ৰাণী।

73. গ্লুকোজের উপাদানগুলি কি কি?

উত্তর: কার্বন (C), হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O)

74. সালোকসংশ্লেষে কি প্রক্রিয়ায় ATP উপন্ন হয়?

উত্তর : ফটোফসফোরাইলেশন  প্রক্রিয়ায়।

75. সূর্যালোকের সালোকসংশ্লেষ সংঘটিত হওয়ার জন্য কত আলোক তরঙ্গের প্রয়োজন ?

উত্তর :400-700nm আলোক তরঙ্গের।

76. কেবল মাত্র কাণ্ডে সালোকসংশ্লেষ ঘটে এরূপ দুটি উদ্ভিদের নাম? 

উত্তর: ফনীমনসা ও বাজবরণ

77. কোন বর্ণের আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয়?

উত্তর : লাল ও বেগুনী।

78. সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম কি?

 উত্তর : ক্লোরেল্লা নামক এককোষী শ্যাওলা।

79. ক্লোরোফিল কিসে  দ্রবণীয়?

উত্তর: পেট্রোলিয়াম, ইথার, অ্যালকোহল ও ক্লোরোফর্মে।

80. উদ্ভিদ হওয়া সত্ত্বেও সালোকসংশ্লেষ করতে পারে না এমন কিছু উদ্ভিদের নাম?

উত্তর:  স্বর্ণলতা এবং সকল ছত্রাক।

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

81. NADP-র পুরো নাম কি?

উত্তর :. নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই-নিউক্লিওটাইড ফসফেট।

82. NADPH কি?

উত্তর: বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই-নিউক্লিওটাইড ফসফেট।

83. হিল বিকারক কোন্ পদার্থ?

উত্তর: NADP

84. RuDP-র পুরো নাম কি?

উত্তর : রিবিউলোজ ডাই-ফসফেট।

85. PGA-র পুরো নাম কি?

উত্তর : ফসফোগ্লিসারিক অ্যাসিড।

86. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন জাতীয় যৌগ কোনটি?

উত্তর: ফসফোগ্লিসারিক অ্যাসিড।

87. সালোকসংশ্লেষের বিপরীত জৈবিক প্রক্রিয়াটি কি ?

উত্তর: শ্বসন।

88. ফোটন কি ?

উত্তর: সূর্যালোকের যে তেজোময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে তাকে ফোটন বলে।

89. সালোকসংশ্লেষে সাহায্যকারী দুটি কো-এনজাইমের নাম কি?

উত্তর : NADP, ADPI

90. মূখ্যত কোন্ মৌলিক উপাদানের অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয়?

উত্তর: ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেনের অভাবে।

Saloksangslesh Photosynthesis Objective Question In Bengali

আরও পড়ুন :

West Bengal Board Class 9 Book Pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!