Suggestion

WBBSE Class 10 Life Science 1st Unit Test Suggestion Important | দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান

প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই পোস্টে দশম শ্রেণীর জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জীবনবিজ্ঞান বিষয়ের ( Class 10 Life Science 1st Unit Test Suggestion ) অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হল । এই প্রশ্নগুলি ভালো করে অধ্যায়ন করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এ অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে । তার সাথে প্রশ্নগুলি তোমাদের আসন্ন ২০২৩ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব সাহায্য করবে।

বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

Class 10 Life Science 1st Unit Test Suggestion

জীবন বিজ্ঞান

জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :  Class 10 Life Science 1st Unit Test Suggestion

১. উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত  আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানীর নাম কী?

Ans: আচার্য জগদীশচন্দ্র বসু।

২. উদ্ভিদের গতিপথ দ্বারা প্রভাবিত চলন কে কি বলে?

Ans: ট্রপিক চলন

৩. উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ চলন কে কি বলে?

Ans: ন্যাস্টিক চলন।

৪. উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও?

Ans:  আলোর দিকে ক্ল্যামাইডোমোনাস এর চলন।

৫.  সুন্দরীর শ্বাসমূলে কী প্রকার চলন দেখা যায়?

Ans: নেগেটিভ জিওট্রপিক।

৬. ফার্ন গাছের শুক্রাণু কিসের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়?

Ans: ম্যালিক অ্যাসিড।

৭. লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করা মাত্র সেটি নুইয়ে যায়, এটি কি প্রকার চলন?

Ans: সিসমোন্যাস্টিক চলন।

৭. বনচাঁড়াল -এর চলন কে কি বলা হয়?

Ans: প্রকরণ

৮. অক্সিনের রাসায়নিক নাম কি?

Ans: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA)

৯. অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করে কোন হরমোন?

Ans: অক্সিন

১০. একটি প্রোটিন বিহীন হরমোন এর নাম লেখো।

Ans: জিব্বেরেলিন।

১১. আগাছা দমনে কোন হরমোন ব্যবহৃত হয়?

Ans: 2, 4-D বর্মন।

১২. ডাবের জলে কোন হরমোন দেখা যায়?

Ans: সাইটোকাইনিন।

১৩. কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে?

Ans: ইথিলিন।

১৪. ACTH – সম্পূর্ণ নাম কী?

Ans: অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন।

১৫. TSH -এর সম্পূর্ণ নাম কী?

Ans: থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।

১৬. ভয় পেলে কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়?

Ans: অ্যাড্রিনালিন।

১৭. STH -এর সম্পূর্ণ নাম কী?

Ans: সোমাটো ট্রপিক হরমোন।

 ১৮. কোন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়?

Ans: অগ্নাশয় গ্রন্থি।

১৯. মায়োলিন আবরণীর একটি কাজ লেখো।

Ans: অ্যাক্সনে স্নায়ু স্পন্দন প্রবাহের হার বৃদ্ধি করা।

২০. স্নায়ুকোষের স্বল্পদৈর্ঘ্যের প্রবর্ধকের এর নাম লেখো। Ans: ডেনড্রন।

২১. মানব চক্ষুতে  কর্নিয়ার কাজ কী?

Ans: প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে।

২২. রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো

Ans: অপটিক স্নায়ু।

২৩. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীর নাম লেখো।

Ans: মেনিনজেস।

২৪. অগ্র মস্তিষ্কের সবথেকে বড় অংশটির নাম লেখো।

Ans: সেরিব্রাম।

২৫. দশমতম করোটিক স্নায়ুর নাম লেখো, যা সবথেকে বড়ো মিশ্র স্নায়ু।

Ans: ভেগাস

২৬. সিলিয়ারি গমন কোন প্রাণীতে দেখা যায়?

Ans: প্যারামোসিয়াম।

২৭. পায়রার ডানায় কটি রেমিজেস এবং লেজে কটি রেকট্রিসেস পালকের সংখ্যা দেখা যায়?

Ans: 23 টি রেমিজেশ এবং 12 টি রেকট্রিশেস।

২৮. হাটুতে কোন প্রকার সন্ধি দেখা যায়?

Ans: কব্জা সন্ধি।

২৯. মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম লেখো।

Ans: মধ্যকর্ণের স্টেপিস।

৩০. মানুষের গমনকে কী বলা হয়?

Ans: দ্বিপদ গমন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : Class 10 Life Science 1st Unit Test Suggestion

১. উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কী বোঝো? উদাহরণ দাও।

২. প্রকরণ চলন বলতে কী বোঝো?

৩. ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

৪. কেমোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও।

৫. হরমোন কে রাসায়নিক দূত বলা হয় কেন?

৬. অক্সিনের দুটি কাজ লেখো।

৭. পার্থেনোকার্পি কাকে বলে? এই প্রক্রিয়ার সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো।

৮. সাইটোকাইনিন এর উৎস ও কাজ উল্লেখ করো।

৯. পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন?

১০. মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।

১১. হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য লেখো।

১২. কোন হরমোনকে কি কারনে ক্যালোরিজেনিক হরমোন বলে?

১৩. নিউরো হরমোন কাকে বলে? উদাহরণ দাও।

১৪. ইনসুলিনের ক্ষরণ স্থান ও কাজ লেখো।

১৫. অ্যাড্রিনালিন কে ‘জরুরিকালীন হরমোন’ বলা হয় কেন?

১৬. ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো?

১৭. বহি:ক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য লেখো।

১৮. ইফারেন্ট বা বহির্বাহী নার্ভ কী?

১৯. সেরিব্রাল কর্টেক্স কী?

২০. CSF -এর কাজ কি?

২১. করপাস ক্যালোসাম কী?

২২. পনস -এর দুটি কাজ লেখো।

২৩. দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? কোন কোন প্রাণীর দৃষ্টি এই প্রকার?

২৪. উপযোজন কাকে বলে?

২৫. অ্যাক্সন ও ডেনড্রন এর দুটি পার্থক্য লেখো।

২৬. অন্ধবিন্দু কাকে বলে?

২৭. প্রতিবর্ত পথ কাকে বলে?

২৮. অ্যামিবয়েড গমন বলতে কী বোঝো?

২৯. কব্জা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট বলতে কী বোঝো?

৩০. মাছের গমনে পাখনার ভূমিকা উল্লেখ করো।

৩১. ইউগ্লিনার গমনে ফ্লাজেলার ভূমিকা লেখো।

৩২. মাছের গমনে পটকার ভূমিকা লেখো।

৩৩. মাছের গমনে মায়াটোম পেশীর ভূমিকা লেখো।

জীবনের প্রবাহমানতা

 কোশ বিভাজন ও কোশ চক্র

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : Class 10 Life Science 1st Unit Test Suggestion

১. কোশচক্রের S -দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি কি?

Ans: ডিএনএ সংশ্লেষ।

২. মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোনটি?

Ans: অ্যানাফেজ।

৩. SAT ক্রোমোজোম কী?

Ans: স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে।

৪. একই জিনের বিভিন্ন রূপকে কী বলে?

Ans: অ্যালিল।

৫. বিভাজনের সময় ক্রোমোজোম কিসের দ্বারা বেমতন্তুর সাথে যুক্ত থাকে?

Ans: সেন্ট্রোমিয়ার

৬. মাইটোসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে?

Ans: মেটাফেজ।

৭. কাইনেটোকোরের কাজ লেখো।

Ans: কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম কাইনেটোকোরের সাহায্যে বেমতন্তু সঙ্গে যুক্ত হয়।

৮. কোন প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে?

Ans: অ্যামাইটোসিস কোশ বিভাজন।

৯. দুটি পরিণত প্রাণী কোশের নাম লেখো যাদের বিভাজন হয় না।

Ans: হৃদপেশি কোশ ও স্নায়ুকোশ।

১০. মানবদেহে অটোজোমের সংখ্যা কত?

Ans: ২২ জোড়া।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : Class 10 Life Science 1st Unit Test Suggestion

১. লোকাস কী?

২. অটোজোম বলতে কী বোঝো?

৩. হেটারোক্রোমাটিন কাকে বলে?

৪. কোশচক্র কাকে বলে?

৫. মিয়োসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন?

৬. সাইটোকাইনেসিস কাকে বলে?

৭. বাইভ্যালেন্ট কাকে বলে?

৮. ক্রসিং ওভার কী?

৯. মিয়োসিস কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখো?

১০. মাইটোসিস ও মিয়োসিস -এর  দুটি পার্থক্য লেখো?

১১. কোশচক্রের গুরুত্ব লেখো।

১২. কোশ বিভাজনের তাৎপর্য লেখো ।

১৩. DNA ও RNA -এর দুটি পার্থক্য লেখো।

১৪. ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস -এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

১৫. ক্রসিং ওভার পদ্ধতির গুরুত্ব লেখো।

Class 10 Life Science 1st Unit Test Suggestion

Class 10 Life Science 1st Unit Test Suggestion

অন্যান্য বিষয়ের সাজেশন :

বাংলা – Click Here

English – Click Here

ভূগোল – Click Here

ভৌতবিজ্ঞান – Click Here

Read More :

দশম শ্রেণীর সমস্ত বিষয়ের বই ফ্রি তে

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।

Class 10 Life Science 1st Unit Test Suggestion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!