Suggestion

[ NEW ] HS Geography Suggestion 2022 | উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ Free

HS Geography Suggestion 2022 : প্রিয় ছাত্র ছাত্রীরা, এই পোস্টে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক এর ভূগোল বিষয়ের সাজেশন দেওয়া হলো। এই পোস্টে উচ্চমাধ্যমিক ভূগোল সিলেবাসে যে সমস্ত অধ্যায় আছে সেই সমস্ত অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেওয়া হয়েছে। তোমরা যারা উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন খুঁজছো তারা এই প্রশ্ন গুলি ভালো করে পড়লে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভূগোল এ অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে।

উচ্চমাধ্যমিকের কলা বিভাগের বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

WBCHSE HS Geography Suggestion 2022

Higher Secondary Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন

HS Geography Suggestion 2022

WEST BENGAL HIGHER SECONDARY 2022 Geography SUGGESTION

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল ভূমিরূপ গঠন প্রক্রিয়া সাজেশন ২০২২

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া

১.  আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো । পর্যায়ন বলতে কি বোঝো?

২. আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।

৩. যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার এর মধ্যে পার্থক্য লেখ।

৪. অন্তর্জাত ও প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ।

HS Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল ভৌম জালের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ সাজেশন ২০২২

ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

১. আর্টেজিও কূপ কিভাবে সৃষ্টি হয়? ভৌম জলের গুরুত্ব লেখো।

২. কার্স্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো।কার্ট ভূমিরূপ গঠনের প্রয়োজনীয় তিনটি শর্ত উল্লেখ করো।

৩. কার্স্ট ভূমিরূপের প্রভাব লেখো। ভৌম জলের নিয়ন্ত্রক গুলি কী কী আলোচনা করো।

৪. অ্যাকুইফারের প্রকারভেদ গুলি আলোচনা করো। পার্থক্য লেখ স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের।

৫. কার্স্ট অঞলে ভৌমজলের সঞয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।

৬. অ্যাকুইফার ও অ্যাকুইফ্লুডের মধ্যে পার্থক্য লেখো।প্রস্রবণ কী, প্রকৃতি ও গঠন অনুসারে এর শ্রেণিবিভাগ করো।

৭. মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর কাস্ট ভূমিরূপের প্রভাব লেখো এবং ভৌমজলের গুরুত্ব সংক্ষেপে লেখো।

৮. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট এর মধ্যে পার্থক্য লেখো। মুক্ত অ্যাকুইফার ও আবদ্ধ অ্যাকুইফার এর মধ্যে পার্থক্য।

HS Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল মৃত্তিকা সাজেশন ২০২২

মৃত্তিকা

১. ‘মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

২. মৃত্তিকা পরিলেখ কী? একটি আদর্শ মৃত্তিকার পরিলেখের গঠন চিত্রসহ বর্ণনা করো।

৩. মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। মৃত্তিকা সংরক্ষনের পদ্ধতি গুলি আলোচনা করো।

৪. মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো?

৫. আঞ্চলিক, অআঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। পেডালফার ও পেডোক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।

৬. মৃত্তিকার উৎপত্তিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো।

৭. পডসল মাটির বন্টন , উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ।

HS Geography Suggestion 2022

HS Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডলীয় গোলযোগ সাজেশন ২০২২

বায়ুমণ্ডলীয় গোলযোগ

১. নাতিশীতোষ্ণ ঘূর্নবাত সৃষ্টির কারণ ও পর্যায় গুলি বর্ণনা করো। এলনিনো ও লা-নিনা এর মধ্যে পার্থক্য লেখো।

২. পার্থক্য- ক্রান্তীয় ঘূর্নবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্নবাত। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো।

৪. জেট স্ট্রিম কী? উষ্ণ ও শীতল সীমান্তের মধ্যে দুটি পার্থক্য লেখো।

৫. ক্রান্তীয় ঘূর্নবাত সৃষ্টির কারণ ও জীবনচক্র আলোচনা করো। ITCZ কী?

৬. ঘূর্ণবাতের চক্ষুর সংজ্ঞা দাও । ক্রান্তীয় ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ ও উৎপত্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।

৭. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। মৌসুমি বায়ুর উপর এল নিনোর প্রভাব ব্যাখ্যা করো।

৯. জেট স্ট্রিম কী ? এর বৈশিষ্ট্য লেখ ? মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো।

১০. জেট স্ট্রিমের ইনডেক্স সাইকেল কী? ত্রিকোশ মডেল কী?

জলবায়ু পরিবর্তন

১. লবনাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য গুলি লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো।

২. নিরক্ষীয় / মৌসুমী / ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো।

৩. স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো

৪. আন্টার্টিকায় ওজন গহবর সৃষ্টি হওয়ার কারণ উল্লেখ করো । ওজন গ্যাসের বিনাশ কিভাবে হয় ?

৫. অম্ল বৃষ্টির কারণ ও তার প্রভাব আলোচনা করো

৬. ক্রান্তীয় মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখ । গ্রীন হাউজ প্রভাব বলতে কী বোঝো ?

৭. গ্রীন হাউস গ্যাস বৃদ্ধির প্রভাব গুলি আলোচনা করো। গ্রীনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায় গুলি সংক্ষেপে লেখো।

HS Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল জীববৈচিত্র্য সাজেশন ২০২২

জীববৈচিত্র্য

১. জীববৈচিত্র্য ধ্বংসের কারণ গুলি উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষনের গুরুত্ব লেখো৷

২. জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো ? হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কেন ?

৩. পার্থক্য- ইনসিটু ও এক্সসিটু সংরক্ষন। জীববৈচিত্র্যের প্রকারভদ গুলি আলোচনা করো।

৪. জীববৈচিত্র্য কী? লাল তালিকা কী ? জীববৈচিত্র্য বিনাশের কারণ ও প্রভাবগুলি সংক্ষেপে লেখো।

৫. জীববৈচিত্র্যের হটম্পট কাকে বলে? সংরক্ষিত ও সুরক্ষিত বনভূমির মধ্যে পার্থক্য লেখো।

HS Geography Suggestion 2022

HS Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল কৃষি সাজেশন ২০২২

কৃষি

১. সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এর সুফল ও কুফল গুলি বর্ণনা করো। শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির পার্থক্য লেখো।

২. শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন ? জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি ও বানিজ্যিককৃষির দুটি পার্থক্য লেখো।

৩. শস্যাবর্তন কী? এর বৈশিষ্ট্য, এর সুবিধা বা উপকারিতা গুলি লেখো। ব্যাপক কৃষিকে যান্ত্রিক কৃষি বলে কেন?

৪. উদ্যান কৃষির বৈশিষ্ট্য ও উন্নতির কারণ উল্লেখ করো।

৫. দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন ? নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য লেখো।

৬. শস্য সমন্বয় কি ? ধান ও গম উৎপাদনে অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো ।

৭. ব্যাপক কৃষি প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী ?

৮. চা / কফি উৎপাদনের অনুকূল অবস্থাগুলি আলোচনা করো।

৯. শস্যাবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতে ডাল চাষের সমস্যা কী কী ?

১০. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। শ্বেত বিপ্লবের প্রভাব সংক্ষেপে লেখো। ভারতের নীল বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো।

১১. জীবিকাসত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষি/ নিবিড় ও ব্যাপক কৃষি/ স্থানান্তর ও স্থায়ী কৃষির মধ্যে পার্থক্য লেখো।

১২.  বাণিজ্যিক কৃষি ও বাজারভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য লেখো। বাজারভিত্তিক উদ্যান কৃষির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?

১৩. ধান চাষকে জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলা হয় কেন? ধান উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো।

১৪. আধুনিক কৃষিতে যান্ত্রিক করনের দুটি করে সুফল ও কুফল লেখ । শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয় ? ভারতের নীল বিপ্লবের সুবিধা কি ?

HS Geography Suggestion 2022

HS Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল শিল্প সাজেশন ২০২২

শিল্প

১. পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশীভবনের কারণ গুলি ব্যাখ্যা করো। দুর্গাপুরকে ‘ভারতের রুঢ়’ বলা হয় কেন ?

২. ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনের কারণ গুলি আলোচনা করো। পেট্রোরাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলার কারণ লেখো।

৩. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কি বোঝো? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখ।

৪. কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ও ইস্পাত শিল্পের উন্নতির কারন আলোচনা করো। কার্পাস বয়ন শিল্পকে ‘শিকড় আলগা শিল্প’ বলা হয় কেন?

৫. ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। TISCO সমন্ধে লেখ I

৬. পূর্ব ও পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কি ?

৭. ভারতে লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো।

৮. কাগজ শিল্পের কাঁচামাল গুলি কি কি ? ভারতে পাট শিল্পের সমস্যা গুলি আলোচনা করো। এই সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ গুলি আলোচনা করো ।

৯. কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন?

১০. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী? এই শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এই শিল্পের উন্নতির কারণ কি? ভারতে এই শিল্পের গুরুত্ব আলোচনা করো।

১১. পূর্ব ও মধ্যভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ গুলি কি কি? ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখ?

HS Geography Suggestion 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল জনসংখ্যা ও জনবসতি সাজেশন ২০২২

জনসংখ্যা ও জনবসতি

১. ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ গুলি আলোচনা করো। মানুষ জমির অনুপাত কাকে বলে?

২. জনসংখ্যার বিবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো।

৩. কাম্য জনসংখ্যা , জনস্বল্পতা ও অতি জনাকীর্ণতার ধারণা গুলি ব্যাখ্যা করো

৪. উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখ।

৫. গ্রামীণ বসতি ও পৌর বসতির পার্থক্য লেখো। কর্মধারা অনুযায়ী গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করো।

৬. গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ গুলি উল্লেখ করো। পার্থক্য- গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিক্ষিপ্ত জনবসতি।

৭. বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পারিব্রাজনের প্রভাব আলোচনা করো।

৮. জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখো।

৯. ভারতে জনাকীর্ণতা ও জনবিরলতার কয়েকটি প্রভাব লেখো।ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সংক্ষেপে লেখো।

১০. উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য লেখো। ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হওয়ার কারণ কী?

১১. বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ কী? ভারতে নগরায়ণের বৈশিষ্ট্যগুলি কী?

১২. পৌর পিণ্ড কি ? বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠা দুটি কারণ উল্লেখ করো । গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো ।

HS Geography Suggestion 2022

Geography Suggestion 2022 pdf download

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।

অন্যান্য বিষয়ের উচ্চমাধ্যমিক সাজেশন ২০২২

উচ্চমাধ্যমিক Bengali সাজেশন : Click Here

উচ্চমাধ্যমিক English সাজেশন : Click Here

উচ্চমাধ্যমিক History সাজেশন : Click Here

উচ্চমাধ্যমিক Education সাজেশন : Click Here

উচ্চমাধ্যমিক Economics সাজেশন : Click Here

উচ্চমাধ্যমিক Political Science সাজেশন : Click Here

HS Geography Suggestion 2022

HS Geography Suggestion 2022

আমাদের ওয়েবসাইট Amartarget.com স্কুল পাঠ্যক্রমের বিষয়ভিত্তিক আলোচনা করা হয়ে থাকে। সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যুক্ত হতে পারো।

Read More :

মাধ্যমিক All Subject সাজেশন : Click Here

দ্বাদশ শ্রেণী ভূগোল সাজেশন। উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন । উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন -উত্তর । উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ | hs Geography suggestion 2022 pdf | hs suggestion 2022 pdf free download | hs suggestion 2022 english | Geography suggestion 2022 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!