[ NEW ] HS History Suggestion 2022 | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ Free
HS History Suggestion 2022 : প্রিয় ছাত্র ছাত্রীরা, এই পোস্টে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক এর ইতিহাস বিষয়ের সাজেশন দেওয়া হলো। এই পোস্টে উচ্চমাধ্যমিক ইতিহাস সিলেবাসে যে সমস্ত অধ্যায় আছে সেই সমস্ত অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেওয়া হয়েছে। তোমরা যারা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন খুঁজছো তারা এই প্রশ্ন গুলি ভালো করে পড়লে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে।
উচ্চমাধ্যমিকের কলা বিভাগের বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।
- WBCHSE HS History Suggestion 2022
- WEST BENGAL HIGHER SECONDARY 2022 HISTORY SUGGESTION
- উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022
- উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ সাজেশন 2022 :
- উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য সাজেশন 2022 :
- উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া সাজেশন 2022 :
- উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতে শাসন সাজেশন 2022 :
- উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ সাজেশন 2022 :
- অন্যান্য বিষয়ের উচ্চমাধ্যমিক সাজেশন ২০২২
WBCHSE HS History Suggestion 2022
WEST BENGAL HIGHER SECONDARY 2022 HISTORY SUGGESTION
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022
উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ সাজেশন 2022 :
অতীত স্মরণ
1. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।
2. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করে।
3. পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারী ইতিহাসের সাথে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি ?
4. ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো।
5. লোককথা কাকে বলে ? অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা আরোচনা করো।
উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য সাজেশন 2022 :
ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
1. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
2. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? এই বাণিজ্যের অবসানের কারণ আলোচনা করো।
3. ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী কী প্রভাব ফেলেছিল?
4. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো।
5. পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের পার্থক্য আলোচনা করো।
উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া সাজেশন 2022 :
সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া
1. সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায় ও বিদ্যাসাগর এর অবদান আলোচনা করো।
2. মুসলিম সমাজের অগ্রগতিতে আলীগড় আন্দোলন বা সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো।
3. চীনের ৪ঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল লেখ।
4. ডিরোজিও-এর নেতৃত্বাধীন নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। আন্দোলনর ব্যর্থতার কারন আলোচনা করো?
5. ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো
6. সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল ?
7. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কি ছিল ?
HS History Suggestion 2022
উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতে শাসন সাজেশন 2022 :
ঔপনিবেশিক ভারতে শাসন
1. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো।
2. লখনৌ চুক্তির শর্তাবলি গুলি কি কি? এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ লেখ।
3. রাওলাট আইনের উদ্দেশ্য ও শর্তগুলি লেখো। গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?
4. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রেক্ষাপট কি ছিল? এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব লেখ।
5. ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল?
6. মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। ঐ মামলাটির পরিণতি কী হয়েছিল ?
7. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল/পঞ্চাশের মন্বন্তরের কারণ কী ছিল? ? বাংলায় পঞ্চাশের মন্বন্তরের ফলাফল লেখো। অথবা, ১৯৪৩ সালে বাংলায় মন্বন্তর-এর কারণ কী ছিল?
HS History Suggestion 2022
উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ সাজেশন 2022 :
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ
1. ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো।
2. কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? ক্রিপস মিশনের ব্যর্থতা ও প্রভাব আলোচনা করো।
3. মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কি ছিল? এই পরিকল্পনার ফলাফল আলোচনা করো।
4. নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো।
5. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
6. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।
7. ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো
History suggestion 2022 pdf download
প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।
অন্যান্য বিষয়ের উচ্চমাধ্যমিক সাজেশন ২০২২
উচ্চমাধ্যমিক Bengali সাজেশন : Click Here
উচ্চমাধ্যমিক English সাজেশন : Click Here
উচ্চমাধ্যমিক Geography সাজেশন : Click Here
উচ্চমাধ্যমিক Education সাজেশন : Click Here
উচ্চমাধ্যমিক Economics সাজেশন : Click Here
উচ্চমাধ্যমিক Political Science সাজেশন : Click Here
HS History Suggestion 2022
HS History Suggestion 2022
আমাদের ওয়েবসাইট Amartarget.com স্কুল পাঠ্যক্রমের বিষয়ভিত্তিক আলোচনা করা হয়ে থাকে। সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যুক্ত হতে পারো।
Read More :
মাধ্যমিক All Subject সাজেশন : Click Here
দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন। উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন । উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন -উত্তর । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ | hs history suggestion 2022 pdf | hs suggestion 2022 pdf free download | hs suggestion 2022 english | history suggestion 2022 |